P পৃষ্ঠা ৩২
- English Word pestilence Bengali definition [পেস্টিলান্স্] (noun) [Countable noun, Uncountable noun] প্লেগের মতো মারাত্মক মহামারী ব্যাধি। pestilent [পেস্টিলান্ট্], pestilential [পেসটিলেন্শ্ন্] (adjective) (১) সংক্রামক বীজাণুবাহক। (২) (কথ্য) বিশ্রী বিরক্তিকর বা আপত্তিকর।
- English Word pestle Bengali definition [পেস্ল্] (noun) মুষল; নোড়া; নুড়ি; কিছু ভাঙা বা গুঁড়ার জন্য মর্টারে ব্যবহৃত মোটা লাঠি। □(verb transitive) গুঁড়া করা।
- English Word pet 1 Bengali definition [পেট্] (noun) (১) (প্রায়ই attributive(ly)) পোষা প্রাণী, যেমন কুকুর, বিড়াল প্রভৃতি। petshop যে দোকানে এ ধরনের প্রাণী বা প্রাণীর জন্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করা হয়। (২) প্রিয়ভাজন ব্যক্তি (নিন্দার্থে): He is the President’s pet. (৩) বিশেষভাবে প্রিয় বা ভালোবাসার যোগ্য: She is a perfect pet, (কথ্য) যার মন জয় করার বিশেষ ক্ষমতা আছে। petaversion কোনো কিছু বা ব্যক্তি বা ভীষণভাবে অসহ্য: Most of the TV ads are my pet aversion. pet name প্রকৃত নামের অতিরিক্ত আদর করে ডাকার জন্য নাম।
- English Word pet 2 Bengali definition [পেট্] (verb transitive) আদর করা; সস্নেহ ব্যবহার করা।
- English Word pet 3 Bengali definition [পেট্] (noun) অবজ্ঞাজনিত ক্ষোভ।
- English Word petal Bengali definition [পেট্ল্] (noun) পাপড়ি; দল। petaline (adjective) পাপড়িবৎ। petaled (America(n) petaled) [পেট্ল্ড্] (adjective) পাপড়িবিশিষ্ট।
- English Word petard Bengali definition [পেটা:ড্] (noun) দরজা উড়িয়ে দেওয়ার জন্য ক্ষুদ্র বোমাবিশেষ। hoist wits one’s own petard আপন ফাঁদে আপনি পতিত (প্রবাদ)।
- English Word peter Bengali definition [পীটা] (verb intransitive) ক্রমে নিঃশেষ হওয়া: peter out (of stock etc).
- English Word Peter 1 Bengali definition [পীটা] (noun) অন্যকে দানের জন্য একজনের কাছ থেকে গ্রহণ: rob peter to pay Paul. blue Peter বন্দর ছেড়ে যাওয়ার আগে সাদা চৌকা ছাপসহ যে নীল পতাকা জাহাজে উড়ানো হয়।
- English Word petit bourgeois Bengali definition [পেটিবুআজো্আ:] (noun) (ফরাসি) নিম্ন মধ্যবিত্ত শ্রেণিভুক্ত ব্যক্তি। (attributive(ly)) petit bourgeois tastes, দ্রষ্টব্যbourgeois, দ্রষ্টব্যmiddle (৩).
- English Word petite Bengali definition [পেটীট্] (adjective) ছোটখাটো; ছিমছাম; তম্বী (স্ত্রীলোক)।
- English Word petition 1 Bengali definition [পিটিশ্ন্] (noun) [Countable noun] (১) আবেদন; প্রার্থনা; আকুল অনুরোধ। (২) আদালতে প্রদত্ত আনুষ্ঠানিক আবেদনপত্র।
- English Word petition 2 Bengali definition [পিটিশ্ন্] (verb transitive), (verb intransitive) (১) আবেদন করা; আবেদনপত্র পেশ করা: a group of people petitioned for public attention of the issue. (২) সবিনয়ে বা আকুলভাবে আবেদন করা: The opposition petitioned for a reconsideration of tax-hike.
- English Word petrel Bengali definition [পেট্রাল্] (noun) লম্বা ডানার সাদাকালো বর্ণের সামুদ্রিক পাখিবিশেষ। stormy petrel (লাক্ষণিক) যে ব্যক্তির আগমনে(সামাজিক/শিল্পকারখানাসংক্রান্ত) অসন্তোষ সৃষ্টি হয়।
- English Word petrify Bengali definition [পেটিফাই] (verb transitive), (verb intransitive) (past tense, past participle petrified) প্রস্তরীভূত বা শিলীভূত হওয়া; (লাক্ষণিক) চিন্তা/অনুভব/কাজ করার শক্তি হরণ করা (ভয় বা বিস্ময়ের মাধ্যমে)। petrifaction [পেট্রিফ্যাক্শ্ন্] (noun) শিলীভবন; শিলীভূত বস্তু; অশ্ম।
- English Word petro- Bengali definition [পেট্রোউ-] পাথর বা পেট্রলিয়মের সংক্ষিপ্ত অংশ। petrochemical (noun) পেট্রলিয়ম বা প্রাকৃতিক গ্যাস থেকে আহরিত রাসায়নিক পদার্থ। petrodollar (noun) (প্রধানত আরব দেশগুলো কর্তৃক) পেট্রলিয়মজাত পদার্থ বিক্রয়লব্ধ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা।
- English Word petrol Bengali definition [পেট্রাল] (noun) [Uncountable noun] পরিশোধিত পেট্রলিয়ম যা বিভিন্ন ইনজিনে ব্যবহৃত হয়; পেট্রল (America(n) gasoline)। petrolpump বিক্রিযোগ্য পেট্রলের মজুদাগার। petroltank পেট্রলের আধার।
- English Word petroleum Bengali definition [পিট্রোলিয়াম্] (noun) [Uncountable noun] খনিজ তেল; পেট্রলিয়ম। petroleum jelly (noun) [Uncountable noun] পেট্রলিয়মজাত প্রায়ঘন পদার্থ।
- English Word petrology Bengali definition [পিট্রলজি] (noun) [Uncountable noun] শিলাতত্ত্ব। petrological (adjective) শিলাতত্ত্বসংক্রান্ত। petrologist (noun) শিলাতত্ত্ববিদ।
- English Word petticoat Bengali definition [পেটিকোট্] (noun) [Countable noun] সায়া; মেয়েদের পরিধেয় অন্তর্বাস। petticoat government (কোনো বিষয়ে) স্ত্রীলোক বা স্ত্রীজাতির কর্তৃত্ব।