P পৃষ্ঠা ৩০
- English Word personable Bengali definition [পাসানাব্ল্] (adjective) সুদর্শন; সুশীল; সুভদ্র।
- English Word personage Bengali definition [পাসানিজ] (noun) সম্মানীয় ব্যক্তি; সম্ভ্রান্ত ব্যক্তি।
- English Word personal Bengali definition [পাসান্ল্] (adjective) (১) ব্যক্তিগত; নিজস্ব; কোনো বিশেষ ব্যক্তির: personal affair/distress/opinion/ grounds/choice. This is my personal opinion. I could not go there for some personal difficulties. I used my personal offices to get it done. personalcolumn (সংবাদপত্রে) যে কলামে ব্যক্তিগত বার্তা, সংবাদ বা বিজ্ঞাপন ছাপা হয়। (২) ব্যক্তির নিজের দ্বারা তৈরি বা কৃত: The President made a personal appeal to the cabinet. (৩) কোনো বিশেষ ব্যক্তির জন্য তৈরি বা কৃত: Give the child some personal attention. Try to find some personal connection. personal assistant (সংক্ষেপ PA) ব্যক্তিগত সহকারী। (৪) দৈহিক; শরীর সম্বন্ধীয়: You must learn a good deal about personal health. (৫) মানবপ্রকৃতি সম্পর্কিত: Do you believe in personal God? (৬) কোনো ব্যক্তি সম্পর্কে সমালোচনামূলক প্রসঙ্গ নিয়ে; অতিরিক্ত আত্মপ্রবণ: Your view is too personal to be accepted. (৭) personal property/estate (আইন সম্বন্ধীয়) (জমিজায়গা বাদে) ব্যক্তিগত অস্থাবর সম্পত্তি। (৮) personal pronoun ব্যক্তিগত সর্বনাম: I, we, you, he, she, they. personal account ব্যক্তিগত হিসাব। personal equation প্রাতিস্বিক ভ্রমাঙ্ক; জ্ঞাতিভ্রম। personal ledger account জনপ্রতি খতিয়ান। personal security ব্যক্তিগত জামিন। □ (noun) [Countable noun] কোনো ব্যক্তি সম্পর্কে সংক্ষিপ্ত সংবাদপত্র প্রতিবেদন। personally [পাসান্আনালি] (adverb) (১) ব্যক্তিগতভাবে; অন্য কারো মাধ্যমে নয়: He was personally present at the meeting. He attended to me personally. (২) নিজস্ব বোঝাতে: Personally speaking I am least interested in the matter.
- English Word personalia Bengali definition [পাসানালিআ] (noun) (সাধারণত সংবাদপত্র বা সাময়িকীতে) ব্যক্তিগত স্মৃতিচারণ; কাহিনি বা টীকাটিপ্পনী।
- English Word personality Bengali definition [পাসান্যালাটি] (noun) (plural personalities) (১) [Uncountable noun] ব্যক্তিত্ব; ব্যক্তিগত অবস্থা: You should take into account the personality even of a poor begger. Her eyes spoke of her personality. (২) [Countable noun, uncountable noun] ব্যক্তিগত বৈশিষ্ট্য: My father is a man of personality. One can not fail to note the striking personalities of the three sisters. (৩) [Countable noun] (আধুনিক প্রয়োগ) বিশিষ্ট/বিশেষভাবে খ্যাতিমান ব্যক্তি: She is a great TV personality. Messi is a towering football personality. personality-cult ব্যক্তিপূজা; কোনো বিশেষ ব্যক্তির প্রতি নিরঙ্কুশ আনুগত্য প্রকাশ: Lenin was strongly against the personality cult. (৪) (plural) কোনো ব্যক্তির শারীরিক বৈশিষ্ট্য, মুখমণ্ডল, চোখ, চুল প্রভৃতি বা আচরণ সম্পর্কে অশালীন মন্তব্য।
- English Word personalize, personalise Bengali definition [পাসানালাইজ্] (verb transitive) (কোনো কিছুতে) ব্যক্তিগত নাম/ঠিকানা/মনোগ্রাম/প্রতীক অঙ্কিত করা: He has personalized his letter-heads/shirts. personalized (adjective) ব্যক্তিভাবে যত্নশীল: We offer personalized services in the first class.
- English Word personalty Bengali definition [পাসান্ল্টি] (noun) [Uncountable noun] (আইন সম্বন্ধীয়) ব্যক্তিগত জমিজমা।
- English Word personate Bengali definition [পাসানেইট্] (verb transitive) (অন্য কারো) আকৃতি বা চরিত্র ধারণ করা; ভান করা। personated (adjective) কৃত্রিম। personation (noun) impersonate অন্য কারো ভূমিকা স্বেচ্ছায় গ্রহণ করা বা স্বেচ্ছায় কারো স্বাক্ষর নিজে দান করা: strict punishment for anybody trying to impersonate in the examination.
- English Word personify Bengali definition [পাসনিফাই] (verb transitive) (past tense, past participle personified) (১) (কোনো কিছুকে) ব্যক্তিরূপে প্রকাশ করা। (২) ব্যক্তির গুণাবলি দ্বারা মূর্ত করা: Mrs Rakhi personifies aristocracy. Keats personified the autumn. personification [পাসনিফিকেইশ্ন্] (noun) (১) [Uncountable noun] ব্যক্তিরূপে প্রকাশ; প্রকাশিত ব্যক্তিরূপ: personify of natural forces. The poet created the nature lively by using personification, কবি প্রকৃতিকে প্রাণায়িত করেন। (২) the personify of কোনো গুণের বিশিষ্ট উদাহরণ: He is the personification of laziness.
- English Word personnel Bengali definition [পাসানেল্] (noun) কর্মচারী; কোনো অফিস বা প্রতিষ্ঠানের কর্মীবৃন্দ; সরকারি দফতর বা সামরিক বাহিনীর সদস্য: We have an able team of personnel in our company. personnel officer/personnel manager প্রতিষ্ঠানের যে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও তাদের চাকরিবিধি ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক বিষয়ে দায়িত্ব পালন করেন।
- English Word perspective Bengali definition [পাস্পেক্টিভ্] (noun) (১) [Uncountable noun] বিষয়বস্তুর উচ্চতা, দৈর্ঘ্য, গভীরতা, অবস্থান ও দূরত্ব অনুযায়ী চিত্রাঙ্কনবিদ্যা; দৃষ্টরূপ বা আকৃতি; [Countable noun] এ ধরনের অঙ্কন বা নকশা। (২) [Uncountable noun] কোনো সমস্যার বিভিন্ন দিকের আপাত সংযোগ। in the/its right/wrong perspective অন্তর্গত বা অন্তর্ভুক্ত বিষয়ে সঠিক/ভুল পারম্পর্যে: Always take care to take a right perspective. (৩) [Countable noun] (সাহিত্যিক লাক্ষণিক) অবস্থাগত সঠিক দৃষ্টি: We must judge Nazrul in a true perspective.
- English Word perspex Bengali definition [পাসপেক্স্] (noun) [Uncountable noun] কাচের মতো দেখতে মজবুত প্লাস্টিক উপাদান।
- English Word perspicacious Bengali definition [পাসপিকেইশাস্] (adjective) (আনুষ্ঠানিক) বিচারবিবেচনার জন্য দ্রুত বোধশক্তিসম্পন্ন; স্বচ্ছ দৃষ্টিসম্পন্ন। perspicaciously (adverb) perspicacity [পাস্পিক্যাসাটি] (noun) [Uncountable noun] perspicuous [পাস্পিকিউআস্] (adjective) (আনুষ্ঠানিক) প্রাঞ্জল, সুস্পষ্টভাবে প্রকাশিত। perspicaciously (adverb) perspicaciousness (noun) perspicuity [পাসপিকিঊইটি] (noun)
- English Word perspire Bengali definition [পাস্পাইআ(র্)] (verb intransitive) ঘর্মাক্ত হওয়া; ঘামানো। perspiration [পাস্পারেইশ্ন্] (noun) [Uncountable noun] ঘাম; ঘর্মাক্ত অবস্থা।
- English Word persuade Bengali definition [পাসোএইড্] (verb transitive) (১) (কাউকে) বোঝানো: I failed to persuade him to do this. (২) যুক্তি বা উপদেশসহযোগে (কাউকে) প্ররোচিত করা: He was persuaded to face the interview. (৩) (কোনো ব্যক্তিকে) কোনো কিছু করতে বা না-করতে রাজি করানো: What persuaded you to be involved in this matter? persuadable [পাসোএইড্আব্ল্] (adjective)
- English Word persuasion Bengali definition [পাসুয়েইজ্ন্] (noun) (১) [Uncountable noun] প্ররোচনা বা প্ররোচিতকরণ; প্ররোচনার ক্ষমতা। (২) [Uncountable noun] বোধ; প্রত্যয়: My persuasion fetched luck for her. (৩) [Countable noun] কোনো বিশেষ মতে বিশ্বাসী একটি গোষ্ঠী বা দল: a pariticular political persuasions.
- English Word persuasive Bengali definition [পাসুয়েইসিভ্] (adjective) প্ররোচনায় সমর্থ; বোধযোগ্য: It’s difficult not to submit to her persuasive demeanour. persuasively (adverb) persuasiveness (noun)
- English Word pert Bengali definition [পাট্] (adjective) (১) ধৃষ্ট; অশিষ্টাচারী: a pert student/response. (২) (America(n)) সজীব; সপ্রাণ। pertly (adverb) pertness (noun)
- English Word pertain Bengali definition [পাটেইন্] (verb intransitive) অধিকারভুক্ত হওয়া বা অংশ হিসেবে যুক্ত হওয়া। pertain to (আনুষ্ঠানিক) সংযোগ থাকা; সঠিক হওয়া: loss pertaining to the floods; the signatories pertaining to the treaty.
- English Word pertinacious Bengali definition [পাটিনেইশাস্ America(n) পাটনএইশাস্] (adjective) (আনুষ্ঠানিক) সহজে দম্য নয়; অদম্য; দুর্দম; একাগ্রচিত্ত; নাছোড়বান্দা। pertinaciously (adverb) pertinacity [পাটিন্যাসাটি America(n) পাটন্যাসাটি] (noun) [Uncountable noun]