P পৃষ্ঠা ২৯
- English Word pernicious Bengali definition [পানিশাস্] (adjective) pernicious (to) ক্ষতিকর; ধ্বংসকর: pernicious actions; pernicious to the academic autonomy of the University. perniciously (adverb) perniciousness (noun)
- English Word pernickety Bengali definition [পানিকেটি] (adjective) (কথ্য) খুঁতখুঁতে; ছোটখাটো বিষয়ে বিরক্ত।
- English Word peroration Bengali definition [পারারেইশ্ন্] (noun) বক্তৃতার শেষাংশ; বক্তৃতার শেষে প্রধান বক্তব্যকে সংক্ষিপ্তভাবে পেশকরণ। perorate (verb transitive) অলংকারসহ বক্তব্যের উপসংহার টানা।
- English Word peroxide Bengali definition [পারক্সাইড্] (noun) hydrogen peroxide হাইড্রোজেনের অম্লজানের সর্বাধিক অনুপাতপূর্ণ জারক (H 2O 2); অ্যান্টিসেপটিক্ হিসেবে ব্যবহৃত বর্ণহীন তরল পদার্থ, যা চুল সাদা করার জন্য ব্যবহার করা হয়। peroxide blonde যিনি চুলে পারক্সাইড ব্যবহার করেন।
- English Word perpend Bengali definition [পাপেন্ড্] (verb transitive) (past tense, past participle perpended) সতর্কভাবে বিচার করে দেখা।
- English Word perpendicular Bengali definition [পাপেনডিকিউলা(র্)] (adjective) (১) perpendicular (to)- ৯০° সমকোণে সমভূমির উপর স্থাপিত। (২) ঋজু; সোজা; উল্লম্ব; জ্যামিতিক সমকোণ বা ৯০° অবস্থানে যা আয়তক্ষেত্রের ঊর্ধ্ব ও নিম্নরেখাকে স্পর্শ করে; (স্থাপত্যে Perpendicular)- ১৪ ও ১৫ শতকের ইংরেজি গথিক স্থাপত্য। □ (noun) [countable noun] উল্লম্ব রেখা; [uncountable noun] অনুরূপ অবস্থান। perpendicularly (adverb)
- English Word perpetrate Bengali definition [পাপিট্রেইট্] (verb transitive) (অপরাধ বা ত্রুটি) সংঘটন করা; অন্যায় করা; রুচিবিগর্হিত কোনো কিছু করা; শ্লেষাত্মক বিষয় রচনা করা: The Pak army perpetrated great atrocities. perpetrator [পাপিট্রেইটা(র্)] (noun) perpetration [পাপিট্রেইশ্ন্] (noun)
- English Word perpetual Bengali definition [পাপেচিউআল্] (adjective) (১) অনন্ত; অন্তহীন; বিরতিহীন: Drought has become a perpetual phenomenon in Ethiopia. perpetual motion (সম্ভাব্য) সেই যন্ত্রের গতি, যে যন্ত্র পরিচালনার জন্য কোনো বাহ্যিক জ্বালানির প্রয়োজন হবে না। (২) ধারাবাহিক; পুনঃপুন ঘটনশীল। perpetually [পাপেচিউআলি] (adverb)
- English Word perpetuate Bengali definition [পাপেচিউএইট্] (verb transitive) বিস্মৃতি ও বিলোপের অবস্থা থেকে কোনো কিছু বাঁচিয়ে রাখা; চিরস্থায়ী করা: We must perpetuate the memories of the martyrs. perpetuation [পাপেচুএইশ্ন্] (noun)
- English Word perpetuity Bengali definition [পাপিচিউআটি America(n) পাপিচুআটি] (noun) (plural perpetuities) (১) [Uncountable noun] চিরস্থায়িত্ব; (২) [Countable noun] (আইন সম্বন্ধীয়) অনন্তকালব্যাপী অধিকার।
- English Word perplex Bengali definition [পাপ্লেক্স্] (verb transitive) perplex (with) (১) ধাঁধার মধ্যে ফেলে দেওয়া; হতবুদ্ধি করে দেওয়া: perplex somebody with various enquiries. (২) কোনো বিষয়কে অধিকতর জটিল করে তোলা। perplexed (adjective) হতবুদ্ধি; জটিল। perplexedly [পাপ্লেক্স্ইড্লি] (adverb) perplexity [পাপ্লেক্স্আটি] (noun) (plural perplexties) (১) [Uncountable noun] জটিল অবস্থা; সন্দেহের জন্য মানসিক দ্বিধা: I stood unmoved in perplexity. (২) [Countable noun] জটিল বিষয়, ধাঁধার কারণ।
- English Word perquisite Bengali definition [পাকুইজিট্] (noun) [Countable noun] নিয়মিত বেতনের অতিরিক্ত প্রাপ্য ভাতা: The executive’s perquisite includes a telephone allowance upto Tk. 1000.
- English Word persecute Bengali definition [পাসিকিঊট] (verb transitive) (১) কষ্ট দেওয়া; যন্ত্রণা দেওয়া; (ধর্মীয় কারণে) শাস্তি প্রদান করা। (২) হয়রান করা; মনের শান্তি নষ্ট করা: persecute a man by saying worrying things. persecutor [পাসিকিঊটা(র্)], persecution [পাসিকিঊশন্] (noun(s)) (১) [Uncountable noun] যন্ত্রণা প্রদান বা যন্ত্রণাভোগ: suffer persecution for one’s religious beliefs. (২) [Countable noun] এ ধরনের যন্ত্রণা প্রদানের ঘটনা: The enormity of persecution in World War II.
- English Word persevere Bengali definition [পাসিভিআ(র্)] (verb intransitive) persevere (at/in/with) অধ্যবসায়ী হওয়া; নিরবচ্ছিন্ন মনোযোগে কাজ করে যাওয়া: persevere in his duties. persevering (adjective) perseverely (adverb) perseverance [পাসিভিআরান্স্] (noun) [Uncountable noun]
- English Word Persian Bengali definition [পাশ্ন্ America(n) পারজ্ন্] (noun), (adjective) পারস্যদেশের (বর্তমান ইরান) অধিবাসী বা ঐ দেশের ভাষা; পারস্যদেশে (প্রস্তুত): Persian perfume.
- English Word persiflage Bengali definition [পাসিফ্লা:জ্] (noun) [Uncountable noun] লঘু ঠাট্টা; হালকা ব্যঙ্গ।
- English Word persimmon Bengali definition [পাসিমান্] (noun) খেজুর গাছ।
- English Word persist Bengali definition [পাসিস্ট্] (verb intransitive) (১) persist in something/in doing something যুক্তি, ব্যর্থতা বা বিরোধিতা সত্ত্বেও কোনো বিষয়ে নিজস্ব অভিমত বজায় রাখা; নাছোড়বান্দার মতো অটল থাকা: He persists on crossing the river even in a very windy weather. persist with কোনো বিষয়ে বিরতিহীনভাবে পরিশ্রম করে যাওয়া। (২) একই অবস্থা বজায় থাকা: The cold wave is likely to persist for another week. persistence [পাসিস্ট্আন্স্] (noun) [Uncountable noun] অনড় অবস্থান: The persistence of rainfall caused the flood. persistent [পাসিস্ট্আন্ট্] (adjective) অনড় অবস্থান গ্রহণকারী; পুনঃপুন ঘটনশীল। persistently (adverb)
- English Word person Bengali definition [পাস্ন্] (noun) (১) (পুরুষ/মহিলা) ব্যক্তি; (বহুবচনে persons অপেক্ষা people-ই অধিকাংশ সময় ব্যবহৃত হয়), (কিছুটা নিন্দার্থে): I do not know the person who called on you. in the person of কোনো বিশেষ ব্যক্তির মধ্যে: He found a kind-hearted boss in the person of Mrs Lutfa. person-to-call অপারেটরের সাহায্যে প্রাপ্ত নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে কথোপকথনের জন্য সংযুক্ত টেলিফোনের কথাবার্তা। (২) মানুষের দেহ: Look at the marks of assault on the person of the accused. in person শারীরিকভাবে উপস্থিত: You must present yourself in person before the judge. I shall be at six here in person. (৩) (ব্যাকরণ) ইংরেজি ব্যাকরণে তিন ধরনের ব্যক্তিগত সর্বনাম পদ: First person, I/We; second person, you (singular & plural); Third person, he/they/she/it.
- English Word persona Bengali definition [পাসোউনা] (noun) (মনস্তত্ত্বে) (ব্যক্তির) চেতনার বহিঃপ্রকাশ; ভাবনার অভিব্যক্তি। personagrata [গ্রাটা] (লাতিন) (প্রধানত কূটনৈতিক পেশায়) যে ব্যক্তি বিদেশি সরকারের কাছে গ্রহণযোগ্য। personanon grata অনুরূপ অবস্থায় যিনি গ্রহণযোগ্য নন।