P পৃষ্ঠা ২৬
- English Word perchance Bengali definition [পাচান্স্ America(n) পাচ্যান্স্] (adverb) (প্রাচীন প্রয়োগ) দৈবাৎ; সম্ভবত।
- English Word percipient Bengali definition [পাসিপিআন্ট্] (adjective) (আনুষ্ঠানিক) যে তীক্ষ্নভাবে বা দ্রুত প্রত্যক্ষ বা উপলব্ধি করতে পারে; উপলব্ধিক্ষমতাসম্পন্ন। percipience (noun)
- English Word percolate Bengali definition [পাকালেইট্] (verb transitive), (verb intransitive) percolate (through) (তরল পদার্থ) চোয়ানো; ছোট ছোট ছিদ্রপথে কোনো তরল পদার্থ ঝরানো; ফিল্টার করা: Flood water percolate in the sub-soil level. (আলংকারিক অর্থ) Corruption percolate from the high to the low positions. percolator [পাকালেটা(র্)] (noun) (বিশেষত কফি তৈরির) অনুস্রাবণযন্ত্র।
- English Word percuss Bengali definition [পাকাস্] (verb transitive) দুটি বস্তুকে একত্রে আঘাত করা; চিকিৎসার প্রয়োজনে রোগীর দেহে আঙুল বা যন্ত্র দ্বারা আঘাত করা; টোকা মারা।
- English Word percussion Bengali definition [পাকাশ্ন্] (noun) (সাধারণত শক্ত) দুটি বস্তুর মধ্যে সংঘটিত আঘাত; এ ধরনের আঘাতের মাধ্যমে সৃষ্ট শব্দ বা শিহরণ। the percussion (section) আঘাত করা হয় এমন বাদ্যযন্ত্র, যথা ড্রাম, সিম্বাল। percussion cap, দ্রষ্টব্যcap. □(noun) percussionist আঘাত করে বাজানো এমন বাদ্যযন্ত্রের শিল্পী।
- English Word perdition Bengali definition [পাডিশ্ন্] (noun) [Uncountable noun] (আনুষ্ঠানিক) সমূহ সর্বনাশ; অতলান্ত পতন।
- English Word perdurable Bengali definition [পাডূরাব্ল্] (adjective) চিরস্থায়ী; অক্ষয়।
- English Word peregrination Bengali definition [পেরিগ্রিনেইশ্ন্ (noun) [Uncountable noun] (আনুষ্ঠানিক) ভ্রমণ; সফর; [Countable noun] যাত্রা।
- English Word peregrine Bengali definition [পেরিগ্রিন্] (adjective) বিদেশি; ভিনদেশি; সফরকারী; তীর্থ ভ্রমণরত। peregrinate (verb) ঘুরে বেড়ানো; বিদেশে বাস করা।
- English Word peremptory Bengali definition [পারেম্প্টারি America(n) পেরামটা:রি] (adjective) (আনুষ্ঠানিক) (আদেশ) চূড়ান্ত; যা অবশ্যমান্য ও প্রশ্নাতীতভাবে পালনীয়; সবিশেষ আদেশাত্মক; চরম কর্তৃত্বপূর্ণ। peremptory writ (আইন সম্বন্ধীয়) যে আদেশবলে বাদী আদালতে হাজির হতে বাধ্য। peremptorily [পারেম্প্ট্রালি America(n) পারেম্প্টা:রালি] (adverb)
- English Word perennial Bengali definition [পারেনিআল্] (adjective) (১) বারোমেসে। (২) দীর্ঘস্থায়ী। (৩) (গাছ) দুই বছরের বেশি জীবৎকালীন। perennially [পারেনিআলি] (adverb)
- English Word perfect 1 Bengali definition [পাফিক্ট্] (adjective) (১) প্রয়োজনীয় যাবতীয় কিছুসহ সম্পূর্ণ। (২) নিখুঁত; উৎকৃষ্ট: perfect finish; perfect quality, ৩ নির্ভুল; সঠিক: a perfect plan. (৪) চূড়ান্ত দক্ষতা বা উৎকর্ষ অর্জন: perfect training in cardiac surgery. (৫) perfect tenses have + past participle সংযোগে গঠিত ক্রিয়ার কাল: has/have done; had done; will have done. (৬) (attributive(ly)) সম্পূর্ণত; পুরা: a perfect gentleman; a perfect Chinese dish. perfectly (adverb) (১) যথেষ্ট; যথারীতি: washed perfectly delicate. (২) নিখুঁতভাবে: This item perfectly fits with the other.
- English Word perfect 2 Bengali definition [পাফেক্ট্] (verb transitive) নিখুঁত বা উৎকৃষ্ট করে তোলা: Perfect your speech before you deliver. perfectible [পাফেক্টআব্ল্] (adjective) যার উৎকর্ষসাধন করা যায়। perfectibility [পাফেক্টাবিলাটি] (noun) উৎকর্ষ; নিখুঁত।
- English Word perfection Bengali definition [পাফেক্শ্ন্] (noun) [Uncountable noun] (১) উৎকর্ষ বা সাধিত উৎকর্ষ: engaged in the perfection of final touches. (২) উৎকৃষ্ট রূপ বা উৎকর্ষের উদাহরণ: a very perfection of cubist art. (৩) সম্ভাব্য সর্বোৎকৃষ্ট অবস্থা; অর্জনযোগ্য চূড়ান্ত বিন্দু: Try to attain a perfection. (৪) (plural -সহযোগে) দ্রষ্টব্য accomplishment(৩). perfectionist [পাফেক্শ্ন্ইস্ট] (noun) (১) পূর্ণ নৈতিক শুদ্ধতা অর্জনে বিশ্বাসী ব্যক্তি। (২) (কথ্য) যিনি সবিচারে উৎকর্ষের পূর্ণমাত্রা অর্জন না-হওয়া পর্যন্ত অধীর বোধ করেন।
- English Word perfervid Bengali definition [পাফাভিড্] (adjective) (আনুষ্ঠানিক) তপ্ত; প্রদীপ্ত।
- English Word perfidious Bengali definition [পাফিডিআস্] (adjective) (আনুষ্ঠানিক) বিশ্বাসঘাতক; দুরাচারী। perfidiously (adverb) perfidiousness (noun)
- English Word perfidy Bengali definition [পাফিডি] (noun) [Uncountable noun] (plural perfidies) (আনুষ্ঠানিক) বিশ্বাসঘাতকতা; বিশ্বাসভঙ্গ; [Countable noun] বিশ্বাসভঙ্গ বা বিশ্বাসঘাতকতার উদাহরণ।
- English Word perforate Bengali definition [পাফারেইট্] (verb transitive) ফুটা বা ছিদ্র করা; (কাগজে) সরলরৈখিকভাবে পরপর ছিদ্র করা: perforate all sheets of the book. perforation [পাফারেইশ্ন্] (noun) (১) [Uncountable noun] ছিদ্রকরণ বা ছিদ্রিত অবস্থা। (২) [countable noun] কাগজে অনুক্রমিক ছিদ্র (যেমন ডাকটিকিটে)।
- English Word perforce Bengali definition [পাফোস্] (adverb) প্রয়োজনবশত; আবশ্যিকভাবে।
- English Word perform Bengali definition [পাফোম্] (verb transitive), (verb intransitive) (১) কোনো কর্ম সম্পাদন করা; কাজে পরিণত করা; নির্দেশিত বা প্রতিশ্রুত হয়ে কোনো কাজ করা: perform a duty. (২) (শ্রোতৃমণ্ডলীর সামনে) অভিনয় করা; সংগীত পরিবেশন করা; ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করা: What do you want to perform? He performed the sitar so wonderfully. He performed the role accordingly. He performed equally well in both the innings. performing arts যে শিল্পকলা শ্রোতৃমণ্ডলী বা দর্শকবৃন্দের সামনে পরিবেশন করা হয়। performer (noun) যে শিল্পী দর্শকবৃন্দের সামনে তার শিল্পনৈপুণ্য প্রদর্শন করেন।