P পৃষ্ঠা ২৭
- English Word performance Bengali definition [পাফোমান্স্] (noun) (১) [Uncountable noun] কার্যসম্পাদন: I am happy with the performance of your duties. (২) [Countable noun] উল্লেখযোগ্য কর্ম; কৃতিত্ব: He showed a courageous performance. How is the performance of the machine? (৩) [Countable noun] মঞ্চাভিনয়; প্রদর্শনী; কনসার্ট: this night’s performance; group performance. What a stupendous performance! (নিন্দার্থে) দুঃখজনক আচরণ।
- English Word perfume Bengali definition [পাফিঊম্] (noun) [Countable noun, Uncountable noun] (সাধারণত ফুলের সুরভি থেকে তৈরি) সুগন্ধি; সৌরভ; মধুরগন্ধযুক্ত; প্রসাধনী। □ (verb transitive) [পাফিঊম্] সুরভিত করা। perfumer (noun) সুগন্ধি দ্রব্যাদির প্রস্ততকারক ও বিক্রেতা। perfumery (noun) সুগন্ধি দ্রব্যাদি প্রস্তুতের কারখানা।
- English Word perfunctory Bengali definition [পাফাঙ্ক্টারি] (adjective) (১) অযত্ন বা অবহেলায় সম্পাদিত নিয়মমাফিক কাজ; যন্ত্রবৎ: a perfunctory supervision. ২ এক ধরনের কাজ যিনি করেন তার সম্পর্কিত। perfunctorily [পাফাঙ্ক্ট্রালি America(n) [পাফাঙ্ক্ট্রারালি] (adverb)
- English Word pergola Bengali definition [পাগালা] (noun) বাগানের প্রবেশপথ বা ফটকে লতাপাতার বিস্তারে তৈরি ছাউনি।
- English Word perhaps Bengali definition [পাহ্যাপ্স্] (adverb) হয়তো; সম্ভবত।
- English Word periapt Bengali definition [পেরিআপ্ট্] (noun) [Countable noun] কবচ; মাদুলি।
- English Word perigee Bengali definition [পেরিজি] (noun) কোনো গ্রহকক্ষস্থ যে বিন্দু পৃথিবীর নিকটতম।
- English Word perihelion Bengali definition [পেরিহীলিআন্] (noun) কোনো গ্রহকক্ষস্থ যে বিন্দু সূর্যের নিকটতম।
- English Word peril Bengali definition [পেরাল্] (noun) (১) [Uncountable noun] ভয়ানক বিপদ; সমূহ বিপন্নতা: His life is in peril now; doing at one’s own peril, নিজের ঝুঁকিতে কাজ করা। (২) [Countable noun] যা বিপন্নতা সৃষ্টি করে: the perils of African jungle. □(verb transitive) (সাহিত্যে, কাব্যে) (সাধারণত. imperil ব্যবহৃত হয়) বিপদ ডেকে আনা। perilous [পেরালাস্] (adjective) বিপজ্জনক। perilously (adverb)
- English Word perimeter Bengali definition [পারিমিটা(র্)] (noun) [Countable noun] কোনো আবদ্ধ ক্ষেত্রের বহিঃপরিসীমা; সামরিক অবস্থান; বিমানক্ষেত্র।
- English Word period Bengali definition [পিআরিআড্] (noun) [Countable noun] (১) বিধিবদ্ধ কাজের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা: Every period of 45 minutes duration. (২) কোনো ব্যক্তি/জাতির জীবনে নির্দিষ্ট সময়; ঐতিহাসিক কারণে নির্দিষ্ট কালসীমা; সভ্যতার পর্যায়; ভূতাত্ত্বিক কালসীমার বিভাগ: The Mughal period; The Pre-historic period; The Romantic period; The period of crisis in my life. (৩) দাঁড়ির অনুরূপ ইংরেজি যতিচিহ্ন: Put a period after this. (৪) (ব্যাকরণে) সম্পূর্ণ বাক্য বা বিবৃতি (সাধারণত জটিল); (বহুবচনে) আলংকারিক ও কাব্যময় ভাষা। (৫) কোনো ব্যাধির সময়সীমা; ব্যাধিগ্রস্ত থাকার পর্যায়: the period of incubation. (৬) (জ্যোতিষশাস্ত্রে) একটি আবর্তনের জন্য প্রয়োজনীয় সময়সীমা। (৭) স্ত্রীলোকের মাসিক।
- English Word periodic Bengali definition [পিআরিঅডিক্] (adjective) নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঘটে এমন; পর্যাবৃত্ত: periodic advent of influenza. Floods have become a periodic phenomenon in Bangladesh. periodic table (রসায়ন) আণবিক ভর ও সাধারণ উপাদান অনুযায়ী বিন্যাস। periodical [পিআরিঅডিক্ল্] (adjective)=periodic. periodically [পিআরিঅডিক্লি] (adverb)
- English Word periodical Bengali definition [পিআরিঅডিক্ল্] (noun) সাময়িকপত্র, যা নির্দিষ্ট সময়ের বিরতিতে প্রকাশিত হয়, যেমন মাসিক, ত্রৈমাসিক।
- English Word peripatetic Bengali definition [পেরিপাটেটিক্] (adjective) বিভিন্ন স্থানে ইতস্তত ভ্রমণরত: peripatetic music teachers. □ (noun) আরিস্টটলের অনুগামী ব্যক্তি। peripateticism [পেরিপাটেটিসিজাম্] (noun) আরিস্টটলের দার্শনিক মত।
- English Word peripeteia Bengali definition [পেরিপিটেইআ] (noun) (নাটকে বা জীবনে) আকস্মিক ভাগ্যপরিবর্তন।
- English Word periphery Bengali definition [পারিফারি] (noun) (plural peripheries) বাহ্যসীমা; চৌহদ্দি; পরিধি। peripheral [পারিফাআরাল্] (adjective) সীমান্তবর্তী; চৌহদ্দির নিকটবর্তী; প্রান্তিক।
- English Word periphrasis Bengali definition [পারিফ্রেসিস্] (noun) (plural periphrases [পারিফ্রেআসীদ্]) ঘুরিয়ে ঘুরিয়ে কথন বা রচনা; বক্তব্যকে সংহত না-করে বিবিধ অনুষঙ্গে তা প্রকাশ; (ব্যাকরণে) প্রত্যয়যুক্ত শব্দ ব্যবহার না-করে সহযোগী অন্য শব্দ যুক্ত করা (যেমন I believe-এর পরিবর্তে I do believe)। periphrastic [পেরিফ্র্যাজ্টিক্] (adjective) এ ধরনের কথন বা রচনাসংক্রান্ত।
- English Word periscope Bengali definition [পেরিস্কোউপ্] (noun) আয়না ও লেন্সযুক্ত এমন একটি যন্ত্র, যা দিয়ে উপরের বস্তু নিচ থেকে দেখা যায়।
- English Word perish Bengali definition [পেরিশ্] (verb intransitive), (verb transitive) (১) (সাহিত্য, সাংবাদিকতা) লোপ পাওয়া; ধ্বংস হওয়া; ক্ষয়প্রাপ্ত হওয়া; মারা যাওয়া: A great number of people and properties perished in the flood of 1988; Perish the thought! কখনো যেন না ঘটে/(চিন্তাটাও) চুলোয় যাক; Publish or perish (শিক্ষাগত পেশা সম্বন্ধে একটি স্লোগান) হয় প্রকাশনা বৃদ্ধি কর, না হয় এই পেশা থেকে সরে যাও। (২) (শৈত্য বা ক্ষুধা প্রভৃতি থেকে) কষ্ট পাওয়া; দুর্বল হয়ে যাওয়া: The cold wave will perish us. Poverty brings in threats to perish. (৩) স্বাভাবিক গুণাবলি হারিয়ে যাওয়া; ক্ষয়িষ্ণু হওয়া: The washers of the fan-blades have perished. The knot has perished with the passage of time. perishable [পেরিশ্আব্ল্] (adjective) (প্রধানত খাদ্য) যেসব বস্তু দ্রুত পচে। perishables (noun) (plural) যেসব বস্তু পরিবহনের নানা পর্যায়ে পচে যেতে পারে (মাছ, মাংস, তাজা ফল)। perisher (noun) (অপশব্দ) বিরক্তিকর অসহ্যব্যক্তি; দুষ্টশিশু।
- English Word peristyle Bengali definition [পেরিস্টাইল্] (noun) (স্থাপত্য) অট্টালিকা, বিশাল ভবন, মন্দির প্রভৃতির চারপাশের স্তম্ভশ্রেণি; এ ধরনের স্তম্ভশ্রেণি দ্বারা বেষ্টিত উন্মুক্ত জায়গা।