P পৃষ্ঠা ২৫
- English Word penurious Bengali definition [পিনিউআরিআস্ America(n) পিনোউরআস্] (adjective) (আনুষ্ঠানিক) দরিদ্র; ক্লিষ্ট; স্যাঁতসেঁতে; করুণ: days of penurious experience. penuriously (adverb) penuriousness (noun) penury [পেনিউআরি] (noun) (আনুষ্ঠানিক) [uncountable noun] দারিদ্র্য: He lives in unbearable penurious.
- English Word peon Bengali definition [পীআন্] (noun) (১) (লাতিন আমেরিকায়) বিশেষত যে ব্যক্তি সম্পূর্ণ স্বাধীন নয় এমন অদক্ষ কৃষিমজুর। (২) (ভারতীয় উপমহাদেশে) অফিসের নিম্নশ্রেণির কর্মচারী; বার্তাবাহক; অফিসভৃত্য। peonage [পীআন্ইজ্] (noun) [Uncountable noun] এ ধরনের কর্মচারী নিয়োগ করার রীতি।
- English Word peony Bengali definition [পীআনি] (noun) (plural peonies) [Countable noun] বড় গোলাকার গোলাপি, লাল ও সাদা ফুলের গাছ।
- English Word people Bengali definition [পীপ্ল্] (noun) [Uncountable noun] (সাধারণত plural) (১) ব্যক্তিবর্গ; মানুষের সমষ্টি; জনতা; মানুষের মিলিত দল; A vast assembly of people. A good number of people attended the meeting. All people hailed him as leader. (২) কোনো বিশেষ স্থানের মানুষ, মানুষের যে সম্মিলিত দল একটি বিশেষ শ্রেণি তৈরি করে: The village people are superstitious. That was a flock of strange people. (৩) দেশের জনগণ যাদের রাষ্ট্রীয় সংজ্ঞা আছে: We, the people of Bangladesh. government of the people; will of the people. (৪) সাধারণ মানুষ; সমাজের সাধারণ (উচ্চ বা অভিজাত বর্ণের মানুষের বিপরীতে) স্তরের ব্যক্তিবর্গ। (৫) (কথ্য) নিকট আত্মীয়স্বজন: The party was exclusive to our people. (৬) [Countable noun] (সমষ্টিবাচক নয়) জাতি; সম্প্রদায়; উপজাতি: The peoples of Africa; the Scandinavian people.
- English Word pep Bengali definition [পেপ্] (noun) [Uncountable noun] (অপশব্দ) তেজ; উদ্দীপনা। peppill যে বড়ির সাহায্যে স্নায়বিক পদ্ধতি উজ্জীবিত করা হয়। peptalk যে কথার সাহায্যে শ্রোতাদের উদ্দীপ্ত করা হয়। □ (verb transitive) (pepped, pepping, peps) pep up শক্তি সঞ্চার করা; সতেজ করে তোলা।
- English Word pepper Bengali definition [পেপা(র্)] (noun) (১) গোলমরিচ বা পিপুলের গুঁড়া, যা রান্নায় বা খাবারে ব্যবহার করা হয়। black pepper খোসাসহ বা গুঁড়া করা গোলমরিচ। pepper-and-salt (noun) ছোট ছোট গাঢ় ও হালকা রঙের বিন্দু ছাপা এবং গাঢ় ও হালকা উল দিয়ে বোনা কাপড়ের রং। peppercorn (noun) শুকনা গোলমরিচের বীজ। peppercorn rent (noun) (লাক্ষণিক) নামমাত্র ভাড়া। pepper-mill (noun) খাবারের সময় ছড়িয়ে দেওয়ার জন্য গোলমরিচের কৌটা। pepper-mint (noun) (ক) [Uncountable noun] ওষুধ ও মিষ্টান্নে ব্যবহৃত তৈলজাত মিন্টবিশেষ; মেন্থল। (খ) [Countable noun] মেন্থল ও চিনিমেশানো মিষ্টান্ন। pepperpot গুঁড়া গোলমরিচের কৌটা। (২) এক ধরনের সবজি; ক্যাপসিকাম। □ (verb transitive) (ক) put pepper on (খাদ্যে) গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দেওয়া বা মেশানো; (খ) (কাউকে) পাথর, গুলি, প্রশ্ন ছুড়ে মারা। peppery (adjective) (স্বাদে) গোলমরিচের মতো; (লাক্ষণিক) রুক্ষমেজাজি।
- English Word pepsin Bengali definition [পেপ্সিন্] (noun) [Uncountable noun] পাচক রস; হজমসহায়ক তরল ওষুধ। peptic [পেপটিক্] (adjective) হজমসংক্রান্ত; হজম ব্যবস্থাসংক্রান্ত: a pepsin ulcer.
- English Word per Bengali definition [পা(র্)] (preposition(al)) (১) প্রত্যেকের জন্য; প্রতিটিতে: per diem; per month; per annum; per head, মাথাপিছু; percent, প্রতি শতকে; per capita income, মাথাপিছু আয়; 30 miles per hour, প্রতি ঘণ্টায় ৩০ মাইল (গতি); 5 miles per litre, প্রতি লিটারে ৫ মাইল চলে (পরিমাণ)। (২) মাধ্যমে: per post, ডাকে; per messenger, বার্তাবাহকের মাধ্যমে। as per (প্রধানত কথ্য) অনুযায়ী: as per prevailing regulations. as per usual (কথ্য) সাধারণ রীতিমাফিক।
- English Word per se Bengali definition [পাসেই] (adverb) (লাতিন) স্বতন্ত্রভাবে।
- English Word peradventure Bengali definition [পার্যাড্ভেন্চা(র্)] (adverb) ঘটনাক্রমে; দৈবাৎ; সম্ভবত।
- English Word perambulate Bengali definition [পার্যাম্বিউলেইট্] (verb intransitive), (verb transitive) (সাহিত্যিক) ইতস্তত চলাফেরা করা; উপর-নিচ করা। perambulation [পার্যাম্বিউলেইশ্ন্] (noun)
- English Word perambulator Bengali definition [পার্যাম্বিউলেইটা(র্)] (noun) (কথ্য সংক্ষেপ 'pram' [প্র্যাম্] (সাধারণত শিশুদের বহনের জন্য) হাতে-ঠেলা চার চাকার হালকা গাড়ি; (America(n)) শিশুগাড়ি (baby-carriage).
- English Word perceive Bengali definition [পাসীভ্] (verb transitive) (আনুষ্ঠানিক) অবহিত হওয়া; দৃষ্টি দ্বারা প্রত্যক্ষ করা; হৃদয়ঙ্গম করা; মনে মনে উপলব্ধি করা: They could just perceive the first rays of the sun.
- English Word percentage Bengali definition [পাসেন্টিজ্] (noun) (১) শতকরা হার: the percentage of pass this year. (২) অনুপাত: What percentage of medical expenses is borne by the authority?
- English Word percept Bengali definition [পাসেপ্ট্] (noun) [Uncountable noun] ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধ বস্তু; উপলব্ধ ধারণা; মানসিক ধারণার বিমূর্ত রূপ।
- English Word perceptible Bengali definition [পাসেপ্টাব্ল্] (adjective) প্রত্যক্ষ করা যায় বা উপলব্ধি করা যায় এমন; প্রত্যক্ষ। perceptibly [পাসেপ্টআবলি] (adverb) perceptibility [পাসেপ্টাবিলাটি] (noun)
- English Word perception Bengali definition [পাসেপ্শন] (noun) [Uncountable noun] (আনুষ্ঠানিক) প্রত্যক্ষকরণ; (ইন্দিয়ের সাহায্যে) উপলব্ধি। [Countable noun] উপলব্ধ বিষয়; বিমূর্ত কল্পনা; উপলব্ধির ধারা; উপলব্ধির ক্ষমতা।
- English Word perceptive Bengali definition [পাসেপটিভ্] (adjective) (আনুষ্ঠানিক) উপলব্ধির সঙ্গে যুক্ত; উপলব্ধিজাত; উপলব্ধির ক্ষমতাসম্পন্ন। perceptively (adverb)
- English Word perch 1 Bengali definition [পাচ্] (noun) (plural অপরিবর্তিত) মিষ্টিজলের মাছবিশেষ।
- English Word perch 2 Bengali definition [পাচ্] (noun) (১) (পাখির খাঁচা বা মুরগির জন্য) বসার দাঁড়। (২) (কথ্য) কোনো ব্যক্তি কর্তৃক অধিষ্ঠিত উচ্চ আসন; উঁচু ও নিরাপদ অবস্থান: Throw away your perch; drag down somebody off his perch, অতি আত্মবিশ্বাসী উচ্চকোটির আসন অধিকারী হওয়া থেকে কাউকে বিরত করা। (৩) দৈর্ঘ্য পরিমাপের মাপকাঠিবিশেষ। □ (verb intransitive), (verb transitive) (১) বসা; স্থির হয়ে বসা: The vultures perched upon the banyan tree. (২) (ব্যক্তি) কোনো জায়গায় (সাধারণত একটু উঁচুতে) আসন গ্রহণ করা: perched on a chair in the first row. (৩) (প্রধানত past participle) (ভবন) (উঁচুতে) অবস্থিত হওয়া: The temple perched on a hill.