N পৃষ্ঠা ৫
- English Word navigate Bengali definition [ন্যাভিগেইট্] (verb transitive), (verb intransitive) (১) মানচিত্র ও যন্ত্রপাতির সাহায্যে জাহাজ বা বিমানের যাত্রাপথ বা অবস্থান নির্ণয় করা। (২) নৌচালনা/বিমান চালনা করা; (লাক্ষণিক) পরিচালনা করা: navigate a Bill through the House of Commons. (৩) (সাগর) পাড়ি দেওয়া; (নদীতে) উজানে ও ভাটিতে জাহাজ বা নৌকা চালানো। navigator [ন্যাভিগেইটা(র্)] (noun) (১) জাহাজ বা বিমানের যাত্রাপথ বা অবস্থান নির্ণয়কারী; নৌসারথি। (২) বহু সমুদ্রযাত্রার অভিজ্ঞতাসম্পন্ন দক্ষ নাবিক; (বিশেষত) আদি যুগের ভৌগোলিক আবিষ্কারকগণ।
- English Word navigation Bengali definition [ন্যাভিগেইশ্ন্] (noun) [uncountable noun] (১) নৌচালনা। (২) নৌচালনবিদ্যা। (৩) জলপথে বা আকাশপথে যাত্রা; নৌবাহ: inland navigation, অভ্যন্তরীণ নৌবাহ।
- English Word navvy Bengali definition [ন্যাভি] (noun) (plural navies) (British/Britain) অদক্ষ শ্রমিক।
- English Word navy Bengali definition [নেইভি] (noun) (plural navies) (১) (a/the navy) navy (singular বা 'plural verb-সহ) নৌবাহিনী; নৌকটক। navy blue নৌবাহিনীর উর্দির জন্য ব্যবহৃত ঘন নীল রং। (২) কোনো দেশের রণতরিসমূহের সমষ্টি; নৌবল; নৌবাহিনী: a small navy.
- English Word nawab Bengali definition [নোউয়াব্] (noun) মুসলমান ভূস্বামী বা সম্ভ্রান্ত ব্যক্তি; নবাব। (adjective) (১) নবাবসম্পর্কিত; নবাবি; বিলাসী। (২) আচরণে কর্তৃত্বপ্রয়াসী।
- English Word nay Bengali definition [নেই] (adverb) (প্রাচীন প্রয়োগ) না; (আলংকারিক অর্থ) শুধু তাই নয়; অধিকন্তু।
- English Word nazi Bengali definition [না:ট্সি] (noun), (adjective) হিটলার প্রবর্তিত জার্মান জাতীয় সমাজতান্ত্রিক দলের সদস্য; উক্ত দল সম্বন্ধীয়; নাৎসি। nazism [না:ট্সিজাম্] (noun) নাৎসিবাদ।
- English Word Neanderthal Bengali definition [নীঅ্যান্ডাটা:ল্] (adjective) Neanderthal man প্রস্তর যুগের অধুনালুপ্ত মানব; নিয়্যানডার্টাল মানব।
- English Word neap Bengali definition [নীপ্] (noun) neap (neap-tide) মরাকটাল। দ্রষ্টব্যspring 1 (৩) ভুক্তিতে spring tide.
- English Word Neapolitan Bengali definition [নিআপলিটান্] (noun), (adjective) (১) নেপলস নগরবাসী; নেপলস সম্বন্ধীয়২ (ছোট হাতের n) বিভিন্ন স্বাদ ও বর্ণের; নিয়াপলিটান: neapolitan ice-cream, বিভিন্ন স্বাদ ও বর্ণের স্তরবিশিষ্ট আইসক্রিম।
- English Word near 1 Bengali definition [নিআ(র্)] (adjective) (nearer, nearest) (১) নিকট; নিকটবর্তী; অদূরবর্তী: the nearest police station. The little maiden was near to tears, কাঁদ কাঁদ; ক্রন্দনোন্মুখ। the near distance কোনো দৃশ্যের পুরোভূমি ও পটভূমির মধ্যবর্তী অংশ; নিকট দূরত্ব। a near miss (বোমা, গোলা ইত্যাদি সম্বন্ধে) লক্ষ্যবস্তুকে সরাসরি আঘাত না করলেও লক্ষ্যবস্তুর ক্ষতিসাধন করার মতো কাছাকাছি দূরত্বে আঘাত; অতি অল্পের জন্য ব্যর্থ লক্ষ্যসন্ধান। a near thing অল্পের জন্য বেঁচে যাওয়া। near-sighted (adjective) ক্ষীণদৃষ্টি; নিকটদর্শী। (২) সম্বন্ধ বা মনের দিক থেকে নিকটবর্তী: a near relation, নিকটাত্মীয়। (৩) (off- এর বিপরীত) (প্রাণী ও গাড়ির অংশবিশেষ কিংবা রাস্তায় চলাচলকালে দলবদ্ধ ঘোড়া ইত্যাদি সম্বন্ধে) বাঁ দিকের; বাম: the near foreleg; the near front wheel of a car. nearside (noun) ফুটপাথের কিনারা থেকে সবচেয়ে নিকটবর্তী দিক: the near side lane of traffic. (৪) কৃপণ: The old man is very near with his money. □ (verb transitive), (verb intransitive) কাছে/কাছাকাছি আসা; নিকটবর্তী হওয়া: The boat is nearing land. nearness (noun) নৈকট্য; সামীপ্য; আত্মীয়তা; ঘনিষ্ঠতা।
- English Word near 2 Bengali definition [নিআ(র্)] (adverb) কাছে; নিকটে; অদূরে; far and near, সর্বত্র। as near as প্রায়: As near as I can guess (আমি যতদূর আঁচ করতে পারছি) he will make another attempt. as near as makes no difference পার্থক্য কিছু থাকলেও তা নগণ্য: You’re the same age, or as near as makes no difference.near at hand (ক) হাতের কাছে/নাগালের মধ্যে। (খ) নিকটবর্তী। near on/upon কাছাকাছি; প্রায়: It was near upon midday. nowhere/(কথ্য) not near ধারে কাছেও/কাছাকাছিও না: He’s nowhere near as gifted as his brother. near by কাছে; নিকটে। near by (adjective) নিকটবর্তী।
- English Word near 3 Bengali definition [নিআ(র্)] (preposition(al)) (to-সহ near 1- এর তুল্যমূল্য) কাছে; নিকটে: The dog is lying near him.
- English Word nearly Bengali definition [নিআলি] (adverb) (১) প্রায়: It’s nearly complete. দ্রষ্টব্যhardly, scarcely. (২) ঘনিষ্ঠভাবে: They’re nearly related. (৩) not nearly আদৌ/মোটেই নয়; We’ve some meat, but it is not nearly enough for the dinner.
- English Word neat Bengali definition [নীট্] (adjective) (neater, neatest, নিচের ৫ ব্যতীত) (১) পরিপাটি; পরিচ্ছন্ন; ফিটফাট: a neat desk; a neat worker; neat writing. (২) অনাড়ম্বর ও মনোরম; সুরুচিসম্মত; পরিচ্ছন্ন; মুদ্রা: a neat dress. (৩) আকারে ও চেহারায় মনোরম; শোভন; পরিচ্ছন্ন; মুদ্রা: a neat dress. (৪) চাতুর্যপূর্ণ; বিচক্ষণ; পরিচ্ছন্ন: a neat answer. (৫) (মদ, সুরা ইত্যাদি সম্বন্ধে) অতরলীকৃত; জল না- মেশানো; নির্জল: drink one’s whisk neat. neatly (adverb) পরিচ্ছন্নভাবে ইত্যাদি। neatness (noun) পরিচ্ছন্নতা; পারিপাট্য।
- English Word nebula Bengali definition [নেবিউলা] (noun) (plural 'nebulae' [নেবিউলী] কিংবা 'nebulas') [countable noun] রাতের আকাশে আলোর অস্পষ্ট ছোপের মতো দেখতে অতি দূরের নক্ষত্রপুঞ্জ; পরিকীর্ণ বাষ্পীয় পদার্থ; নীহারিকা। nebular [নেবিউলা(র্)] (adjective) নীহারিকা সম্বন্ধীয়; নীহারিকাবৎ।
- English Word nebulous Bengali definition [নেবিউলাস্] (adjective) মেঘসদৃশ; ঝাপসা; অস্পষ্ট; ধূমান্ধকার।
- English Word necessarily Bengali definition [নেসাসারালি] (adverb) অবশ্যম্ভাবীরূপে; অপরিহার্যত।
- English Word necessary Bengali definition [নেসাসারি America(n) নেসাসেরি] (adjective) প্রয়োজনীয়; আবশ্যক; অপরিহার্য; দরকারি। (noun) [countable noun] (সাধারণত plural) (জীবন ধারণের জন্য) অত্যাবশ্যক সামগ্রী।
- English Word necessitate Bengali definition [নিসেসিটেইট্] (verb transitive) আবশ্যিক/অপরিহার্য করে তোলা: Your proposal necessitates borrowing money.