• Bengali Word state 1 English definition [স্টেইট্] (noun) ১ (শুধু একবচন) অবস্থা, হাল, পরিস্থিতি (অবস্থায়, আকারে, দৃষ্টিতে, মানসিক বা শারীরিক অবস্থা): The roads are now in a bad state.
    the state of English in Bangladesh today How are the state of things now? What about the state of patient’s health? (কথ্য) উত্তেজিত বা উদ্বিগ্ন হওয়া: Please don’t get into a state now. state of play (ক) (ক্রিকেট) রানসংখ্যা ও ইনিংসের প্রতিবেদন। (খ) প্রতিদ্বন্দ্বী দুই দলের মধ্যে কার জয়/পরাজয়ের সম্ভাবনা অধিক সেই অবস্থার বিবরণ। (২) (প্রায়ই state) সংগঠিত রাজনৈতিক গোষ্ঠী বা শাসক দল, যাদের সরকার গঠনের ক্ষমতা আছে; সরকার; রাষ্ট্র; যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায় একটি অঙ্গরাজ্য: Radio and Television are owned by the state. West Bengal is a state of the Republic of India. Namibia became a free state in 1 9 9 1. the (United) States (অপিচ America(n))(কথ্য) মার্কিন যুক্তরাষ্ট্র: The United States of America (the USA). Head of state, দ্রষ্টব্য head 1 (১২). police state, দ্রষ্টব্য police. totalitarian state, দ্রষ্টব্য totalitarian. (৩) (attributive(ly)) রাষ্ট্রের; রাষ্ট্রের জন্য; রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়: State security; State guest; State documents; State property, রাষ্ট্রীয় সম্পত্তি: financial agencies under State control, রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন অর্থসংস্থা; State policies, রাষ্ট্রীয় নীতি; the State department (America(n)) আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়। states evidence(America(n)) ফৌজদারি মামলায় রাষ্ট্রের সাক্ষ্য (যুক্তরাজ্যে রাজা/রানির সাক্ষ্য)। State-house যে ভবনে রাষ্ট্রীয় আইনসভা বসে। State legislature রাজ্য আইনসভা-যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অঙ্গরাজ্যের আইনসভা, যেমন ভারতে উত্তর প্রদেশের বিধানসভা। States’ rights (America(n)) ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রীয় সরকারের কাছে প্রদত্ত নয় অঙ্গরাজ্যসমূহের এমন অধিকার। (৪) [uncountable noun] বেসামরিক সরকার: Church and State; State schools, সরকারি বিদ্যালয়, চার্চপরিচালিত বিদ্যালয় নয়। (৫) [uncountable noun] স্তর; মর্যাদা: People in every state of life. His residence gives out a look which is not representative of the state. (৬) [uncountable noun] আড়ম্বর; যথাযথ আনুষ্ঠানিকতা: The King appeared at the ceremony in full regal state. (৭) (attributive(ly)) (কোনো আনুষ্ঠানিকতা/উৎসবের জন্য) the state coach বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপ্রধানগণ যে গাড়িতে যাতায়াত করেন: the state apartments of the palace. a state call (কথ্য) আনুষ্ঠানিক সাক্ষাৎ। (৮) lie in state (মৃত ব্যক্তির ক্ষেত্রে) সমাধিস্থ করার আগে কোনো স্থানে শবদেহ রাখা। (৯) stateroom কোনো জাহাজের ব্যক্তিগত কেবিন বা কক্ষ (America(n) রেলগাড়িতে অনুরূপ কক্ষ) stately (adjective) ( statelier, stateliest) দৃষ্টিনন্দন; মর্যাদাজ্ঞাপক: stately homes of Dhaka; stately robes; stately pomp. stateliness (noun) statecraft (noun) [uncountable noun] রাষ্ট্রপরিচালন-ক্ষমতা। stateless (noun) (কোনো ব্যক্তির ক্ষেত্রে) কোনো দেশের অধিবাসী হিসেবে স্বীকৃত নন এমন ব্যক্তি; উদ্বাস্তু। state paper (noun) রাষ্ট্রশাসনসংক্রান্ত সরকারি নথি ও কাগজপত্র। state prisoner (noun) রাজবন্দি। state religion (noun) রাষ্ট্রধর্ম, সরকারি বা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত ধর্ম। states-general অভিজাত ব্যক্তিবর্গ; যাজকবর্গ ও ভূস্বামীবর্গের প্রতিনিধিবৃন্দ সমন্বয়ে গঠিত ফরাসি রাষ্ট্রীয় ব্যবস্থাপরিষদ; ওলন্দাজ ব্যবস্থাপরিষদ।