L পৃষ্ঠা ১৪
- English Word Lethe Bengali definition [লীথি] (noun) (গ্রিকপুরাণ) পাতালে অবস্থিত নদী, যার পানি পান করলে অতীত স্মৃতি অবলুপ্ত হয়; বিস্মৃতি।
- English Word letter Bengali definition [লেটা(র্)] (noun) (১) অক্ষর; বর্ণ: capital letters (A, B, C ইত্যাদি), small letters (a, b, c ইত্যাদি)। (২) চিঠি, পত্র, লিপি; ছাপানোর কাজে ব্যবহৃত হরফ। letter of credit, দ্রষ্টব্যcredit 1 (১)। letter-box (noun) (America(n) =mail box) (ক) ডাক বাক্স; চিঠি ফেলার জন্য পোস্ট অফিস বা রাস্তার পাশে রক্ষিত বাক্স। (খ) চিঠি পাওয়ার জন্য কোনো দালানে রক্ষিত বাক্স। letter-card (noun) চিঠি লেখার জন্য এক প্রকার কার্ড যা ভাঁজ করে আঠা দিয়ে আটকানো যায়। letter case (noun) চিঠি রাখার ছোট বাক্স। letterhead m লেখকের নাম-ঠিকানা ছাপানো চিঠির কাগজ। letterpress (noun) [uncountable noun] (ক) সচিত্র পুস্তকাদির মুদ্রিত পঠনাংশ। (খ) ছাঁচের অক্ষর থেকে মুদ্রণপ্রণালি। letter writer (noun) (প্রধানত পেশাদার) পত্রলেখক; পত্ররচনা শেখার বই। letter writing (noun) পত্ররচনার কৌশল; পত্ররচনা। (৩) (phrases) keep (to) the letter of the law/an agreement আক্ষরিকভাবে আইনের বা কোনো চুক্তির শর্তসমূহ পালন করা। letter of credence রাষ্ট্রদূত বা রাজপ্রতিনিধির পরিচিতিপত্র। to the letter অক্ষরে অক্ষরে; প্রতিটি খুঁটিনাটি ব্যাপারে মনোযোগ দিয়ে। (৪) (plural) সাহিত্য ও বিদ্যা: a man of letters, বিদ্বান ব্যক্তি। lettered [লেটাড্] (adjective) শিক্ষিত; পণ্ডিত (বিপরীত, unlettered). lettering [লেটারিঙ্] (noun) [uncountable noun] (ক) লেখা বা ছাপার কাজ(খ) মুদ্রাক্ষরের আকার বা শৈলী।
- English Word lettuce Bengali definition [লেটিস্] (noun) [countable noun] লেটুস, সালাদে ব্যবহৃত কাঁচা খাওয়ার উপযুক্ত সবুজ পাতাজাতীয় উদ্ভিদ।
- English Word let’s Bengali definition [লেট্স্]=let us, দ্রষ্টব্য let 1 (২)
- English Word leucocyte Bengali definition (America(n)= leukocyte)। [লূকাসাইট্] (noun) [countable noun] রক্তের শ্বেতকণিকা।
- English Word leukaemia Bengali definition (America(n)= leukemia) [লূকীমিআ] (noun) [uncountable noun] শ্বেতকণিকার আধিক্যজনিত রক্তাল্পতা রোগ।
- English Word Levant 1 Bengali definition [লিভ্যান্ট্] (noun) the Levant পূর্ব-ভূমধ্যসাগরীয় অঞ্চল। Levanter (noun) লিভান্টের প্রবল পূর্ব-বায়ু। Levantine (noun), (adjective) পূর্ব-ভূমধ্যসাগর অঞ্চলের লোক; লিভান্টসংক্রান্ত।
- English Word levant 2 Bengali definition [লিভ্যান্ট্] (verb intransitive) দেনা শোধ না-করে পালিয়ে যাওয়া।
- English Word levee 1 Bengali definition [লেভি] (noun) (ইতিহাস) (British/Britain) রাজা বা রাজপ্রতিনিধি আহূত পুরুষদের সম্মেলন; প্রাতঃকালীন অভ্যর্থনা-মজলিস।
- English Word levee 2 Bengali definition [লেভি] (noun) বন্যা প্রতিরোধে নদীতীরের মাটির বাঁধ।
- English Word level 1 Bengali definition [লেভ্ল্] (adjective) (১) সমতল, মসৃণ; একই রেখার বা তলে অবস্থিত; অনুভূমিক: on a level with, একই উচ্চতায়। level crossing (America(n)=grade crossing) সাধারণ পথ ও রেলপথের সংযোগস্থল। (২) সমান; সমত্বপূর্ণ: a level race, বিভিন্ন প্রতিযোগী যে প্রতিযোগিতায় কাছাকাছি অবস্থান করে; draw level with other runners. (৩) স্থির; সুসমঞ্জস; বিচক্ষণ: have level head. level-headed (adjective) স্থিরমস্তিষ্ক; কাণ্ডজ্ঞানবিশিষ্ট; আতিশয্যবশত বিভ্রান্ত হয় না এমন। try/do one’s level best যথাসাধ্য চেষ্টা করা।
- English Word level 2 Bengali definition [লেভ্ল্] (noun) (১) [countable noun] সমতলত্ব; সাধারণ উচ্চতা; স্তর: 2000 metres above sea level. (২) [countable noun] স্বাভাবিক বা উপযুক্ত স্তর, অবস্থা বা সামাজিক মর্যাদা। (৩) [uncountable noun] সমপদস্থ; সমকক্ষ; সমত্ব: a top level talks, a cabinet level meeting. O-/A- level examinations ইংল্যান্ড ও ওয়েলশে স্কুল সমাপনী Ordinary ও Advanced level পরীক্ষা।
- English Word level 3 Bengali definition [লেভ্ল্] (verb transitive), (verb intransitive) (levelled, levelling, levels, America(n) leveled, leveling, levels) (১) সমতল করা বা হওয়া; ভূমিসাৎ করা বা হওয়া; পদমর্যাদায় সমান করা বা হওয়া: Death levels all men; মসৃণ করা। level up/down উঁচু বা নিচু করে সমতলবিশিষ্ট করা। (২) একই তলে আনয়ন করা; অনুভূমিক করা। level at লক্ষ্য সন্ধান করা; তাক করা। level against কারো বিরুদ্ধে অভিযোগ আনয়ন করা। level out সমতলবিশিষ্ট করা; পার্থক্য দূর করে সমতা আনা। level off/out (ক) কোনো বিমানকে ভূমির সমান্তরালে কোনো নির্দিষ্ট উচ্চতায় চালানো। (খ) এমন এক পর্যায়ে পৌঁছানো যার পর হ্রাসবৃদ্ধি অর্জিত হয় না। leveller (America(n) leveler) [লেভেলা(র্)] (noun) সমতা আনয়নকারী; যে সমতল করে, সবার মধ্যে সাম্য আনে বা সব পদবৈষম্য তাড়ায়।
- English Word level 4 Bengali definition [লেভ্ল্] (adverb) অনুভূমিকভাবে; স্পষ্টভাবে; খোলাখুলি। level with খোলাখুলিভাবে সত্য গোপন না-করে কারো সঙ্গে কোনো কিছু আলোচনা করা।
- English Word level playing field Bengali definition [লেভল প্লেয়িং ফিল্ড] (noun) প্রতিযোগিতার শুরুতেই কোনো পক্ষেরই বিশেষ সুবিধা না থাকা বিশেষত রাজনীতি ও ব্যবসায়িক প্রতিযোগিতার ক্ষেত্রে; লেভেল প্লেয়িং ফিল্ড: How can industries start on a level playing field?
- English Word lever Bengali definition [লীভা(র্) America(n) লেভা(র্)] (noun) ফালক্রামের উপর রেখে যে দণ্ডের সাহায্যে ভার উত্তোলন করা হয় বা চাপ দেওয়া হয়; লিভার; (লাক্ষণিক) উদ্দেশ্য, উপায় বা শক্তি। (verb transitive) লিভার ব্যবহার করে কোনো বস্তু সরানো, হটানো বা উত্তোলন করা। leverage [লিভারিজ্] (noun) [uncountable noun] লিভারের ক্রিয়া; লিভার ব্যবহারের প্রণালি; লিভার ব্যবহারের ফলে লব্ধ সুবিধা।
- English Word leveret Bengali definition [লেভারিট্] (noun) শশকশাবক; এক বছরের খরগোশ।
- English Word leviathan Bengali definition [লিভাইআথান্] (noun) (১) (বাইবেলি) প্রকাণ্ড সামুদ্রিক জন্তুবিশেষ। (২) প্রকাণ্ড জিনিস, বিশেষত জাহাজ বা প্রাণী।
- English Word levis Bengali definition [লীভাইজ্] (noun) (plural) (Proprietary name) শক্ত মোটা কাপড়ের আঁটসাঁট ফুলপ্যান্ট।
- English Word levitate Bengali definition [লেভিটেইট্] (verb transitive), (verb intransitive) (আধ্যাত্মিক সাধকদের) দেহকে শূন্যে ভাসমান বা উত্থিত করা। levitation [লেভিটেইশ্ন্] (noun) এ ধরনের কাজ।