L পৃষ্ঠা ১৫
- English Word levity Bengali definition [লেভাটি] (noun) [uncountable noun] (আনুষ্ঠানিক) লঘুতা; চপলতা; চাপল্য; চিন্তাহীনতা।
- English Word levy Bengali definition [লেভি] (verb transitive), (verb intransitive) (past tense, past participle levied) (১) প্রাপ্ত ক্ষমতা অনুসারে কর ধার্য বা আদায় করা: levy a tax, a fine, etc. (২) বাধ্যতামূলকভাবে বা শক্তি প্রয়োগ করে সৈন্য সংগ্রহ করা: levying an army. (৩) levy war on/upon/against এভাবে সৈন্য ও রসদ সংগ্রহের মাধ্যমে কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। (noun) (plural levies) [countable noun] (১) এভাবে কর বসানো বা সৈন্য সংগ্রহের সরকারি আদেশ। (২) এভাবে অর্থ বা সৈন্য সংগ্রহ করার কাজ। (৩) এভাবে সংগৃহীত অর্থ বা সৈন্য। capital levy, দ্রষ্টব্যcapital 2. leviable (adjective) কর বসানোর যোগ্য।
- English Word lewd Bengali definition [লিউড্ America(n) লূড্] (adjective) ইতর; অশোভন; কামুক; লম্পট। lewdly (adverb) lewdness (noun)
- English Word lexical Bengali definition [লেক্সিক্ল্] (adjective) শব্দসংক্রান্ত; আভিধানিক। lexically [লেক্সিক্লি] (adverb)
- English Word lexicography Bengali definition [লেক্সিকগ্রাফি] (noun) [uncountable noun] অভিধান রচনা; অভিধান-সংকলন বিদ্যা। lexicographer (noun) [লেক্সিকগ্রাফা(র্)] (noun) অভিধান রচয়িতা বা সংকলক।
- English Word lexicon Bengali definition [লেক্সিকান্ America(n) লেক্সিকন্] (noun) শব্দকোষ, শব্দার্থপুস্তক বা অভিধান।
- English Word lexis Bengali definition [লেক্সিস্] (noun) [uncountable noun] কোনো ভাষার শব্দাবলি।
- English Word ley Bengali definition [লেই] (noun) [countable noun] যে জমি সাময়িকভাবে ঘাসে ভরে গিয়েছে। ley farming এক মৌসুমে শস্য; পরের মৌসুমে ঘাসের চাষ।
- English Word liability Bengali definition [লাইআবিলাটি] (noun) (plural liabilities) (১) [uncountable noun] দায়; দায়িত্ব; বাধ্যবাধকতা: liability to pay taxes. limited liability company, দ্রষ্টব্যlimit 2. (২) (plural) ঋণ; মোট দেনা। (৩) (কথ্য) বোঝা; অসুবিধা; more a liability than an asset.
- English Word liable Bengali definition [লাইআব্ল্] (adjective) (used predicative(ly)) (১) liable for আইনত বাধা না দায়ী। (২) be liable to something অধীন হওয়া: liable to fine/punishment. (৩) be liable to do something প্রবণ; সম্ভাবনাযুক্ত হওয়া: liable to make mistakes.
- English Word liaise Bengali definition [লিএইজ্] (verb transitive) liaise (with/between) (কথ্য) যোগাযোগকারী হিসেবে কাজ করা।
- English Word liaison Bengali definition [লিএইজ্ন্ America(n) লিআজ্ন্] (noun) (১) [uncountable noun] দুই পক্ষের সংযোগ বা যোগাযোগ। liaison officer এ ধরনের সংযোগ রক্ষাকারী কর্মকর্তা। (২) অবৈধ যৌন সম্পর্ক।
- English Word liana Bengali definition [লিআ:না America(n) লিঅ্যানা] (অপিচ liane) (noun) দেওয়াল বা গাছ বেয়ে ওঠা গ্রীষ্মমণ্ডলীয় লতাগাছ।
- English Word liar Bengali definition [লাইআ(র্)] (noun) মিথ্যাবাদী; যে মিথ্যা কথা বলে।
- English Word lib Bengali definition [লিব্] (noun) (কথ্য) liberation শব্দের সংক্ষিপ্ত রূপ। women’s lib সামাজিক ও অর্থনৈতিক অসাম্য হতে নারীমুক্তি আন্দোলন।
- English Word libation Bengali definition [লাইবেইশন্] (noun) [countable noun] দেবাদির উদ্দেশে মদ বা অন্য কোনো তরল পদার্থ ঢালা; ব্যঙ্গচ্ছলে এরূপ কাজ করা।
- English Word libel Bengali definition [লাইব্ল্] (noun) (১) [uncountable noun, countable noun] কারো নিন্দাবাদপূর্ণ পুস্তক বা রচনা; মানহানিকর বিবৃতি বা রচনা: sue a newspaper for libel; utter or publish libel against somebody. (২) [countable noun] libel on (কথ্য) কারো কুৎসা বা তার প্রতি বিদ্বেষপূর্ণ মন্তব্য। □(verb transitive) (libelled, libelling, libels, America(n) libeled, libeling, libels) কারো নিন্দাবাদপূর্ণ কিছু প্রকাশ করা। libellous (America(n) libelous) [লাইবেলাস্] (adjective) কুৎসাপূর্ণ, কুৎসাজনক: a libellous journal/article.
- English Word liberal Bengali definition [লিবারাল্] (adjective) (১) বদান্য; উদার; মুক্তহস্ত; সদাশয়; প্রচুর: a liberal supply of food. (২) সরলমনা; সংস্কারমুক্ত; উদার। (৩) (শিক্ষা) যা মনের বা চিন্তার প্রসারতা আনে: a liberal education. the liberal arts মনের উদারতা বৃদ্ধিকারী বিদ্যাসমূহ, যেমন সাহিত্য, দর্শন। (৪) (রাজনীতি বা ধর্ম) উদারপন্থি বা উদার মতাবলম্বী: The Liberal Party (British/Britain). □ (noun) সুবিধার পরিবর্তে যে ব্যক্তি প্রগতি বা সংস্কারে বিশ্বাস করেন। Liberal (British/Britain) বিলাতের উদারনৈতিক দল The Liberal Party-র সভ্য। liberalism (noun) [uncountable noun] (রাজনীতি বা ধর্ম) উদারনীতি; উদারপন্থি মতবাদ। liberalize, liberalise [লিব্রালাইজ্] (verb transitive) উদার বা উদারনীতিক করা; সংকীর্ণ মত বা সংস্কার থেকে মুক্ত করা। liberalization, liberalisation [লিব্রালাইজেইশ্ন্] (noun) উদারনীতিক করণ liberalness (noun) [uncountable noun], দ্রষ্টব্যliberality.
- English Word liberality Bengali definition [লিবার্যালাটি] (noun) (plural liberalities) (অপিচ Iiberalness ) (১) [uncountable noun] বদান্যতা; মনের উদারতা; সংস্কার থেকে মুক্তি। (২) [countable noun] মুক্তহস্তে দান।
- English Word liberate Bengali definition [লিবারেইট্] (verb transitive) মুক্ত করা; উদ্ধার করা: people from slavery; liberate one’s mind from prejudice.