L পৃষ্ঠা ১১
- English Word left 1 Bengali definition [লেফ্ট্] =leave 1 এর past tense ও past participle. (to) be/get (nicely) left প্রতারিত বা পরিত্যক্ত হওয়া। leftoff (adjective) সরিয়ে রাখা হয়েছে এমন; বাতিল। leftovers (noun) অভক্ষিত খাদ্যদ্রব্য যা পরে কোনো সময়ে খাওয়া হয়। left luggage office (America(n) baggage room) বিমানবন্দর বা রেলস্টেশনে অর্থের বিনিময়ে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মালপত্র গচ্ছিত রাখা যায় এমন কার্যালয়।
- English Word left 2 Bengali definition [লেফ্ট্] (১) (adjective) বাঁয়ের; বামপার্শ্বস্থ; বামদিকের। the Left Wing (adjective), (noun) কোনো রাজনৈতিক দলের সাম্যবাদী/প্রগতিশীল/বিপ্লবী আদর্শে বিশ্বাসী অংশ: left-winger, left-wing militants. (২) (adverb) বাঁ-দিকে; বাঁ-পাশে বামে। (৩) (noun) বাঁ; বামপার্শ্ব। left-hand (adjective) বামদিকস্থ, বাম হস্তে কৃত: a left hand blow: left-handed (adjective) (ব্যক্তি) ন্যাটা; বাঁ-হাতি: a left handed batsman. left-handed compliment (noun) এমন অভিব্যক্তি যা প্রশংসাসূচক হলেও নিন্দাজনক। a lefthander (noun) বাঁ হাতের আঘাত; ন্যাটা।
- English Word leg Bengali definition [লেগ্] (noun) (১) পা; পদ। be all legs (ব্যক্তি) রোগা কৃশকায় এবং সরু সরু পাওয়ালা হওয়া। be on one's legs (কৌতুকাত্মক… hind legs) (ক) বিশেষত বক্তৃতা দিতে দাঁড়ানো। (খ) বিশেষত রোগভোগের পর উঠে দাঁড়ানো ও হাঁটার মতো সবল হওয়া। be on one’s last legs (ক) অতিশয় ক্লান্ত, পরিশ্রান্ত বা অবসাদগ্রস্ত হওয়া। (খ) মৃত্যুর নিকটবর্তী হওয়া; শেষ দিন ঘনিয়ে আসা। feel/find one’s legs (সচরাচর feet) (ক) (শিশু) পায়ের উপর ভর দিয়ে দাঁড়ানো বা হাঁটার শক্তি অর্জন। (খ) (লাক্ষণিক) নিজের শক্তি বা ক্ষমতা সম্পর্কে উপলব্ধি অর্জন করতে শুরু করা; আত্মপ্রত্যয়ী হওয়া। give somebody a leg up (আক্ষরিক অর্থ) কাউকে ঘোড়ায় চড়তে বা কোনো কিছুতে আরোহণ করতে সাহায্য করা; (লাক্ষণিক) কাউকে প্রয়োজনের সময়ে সাহায্য করা। stand on one’s legs (feet) নিজের পায়ে দাঁড়ানো; আত্মনির্ভরশীল বা স্বাবলম্বী হওয়া। pull somebody’s leg (feet) কারো দুর্বলতা বা ব্যর্থতা নিয়ে হাসিতামাশা করা; সত্য নয় এমন কোনো বিষয়ে কারো বিশ্বাস উৎপাদন করা। সেই সূত্রে leg-pulling (noun) [uncountable noun] run somebody off his legs কাউকে অনবরত ব্যস্ত রেখে পরিশ্রান্ত করা। shake a leg (কথ্য) নাচা; (আদেশ) শুরু করা। show a leg (কথ্য) শয্যা ত্যাগ করা; উঠে দাঁড়ানো; (আদেশ) অধিকতর প্রচেষ্টার সঙ্গে কিছু করা। not have a leg to stand on স্বীয় মতের পক্ষে কোনো জোরালো যুক্তি না থাকা। stretch one’s legs হাঁটা; পায়চারি করা (বিশেষত দীর্ঘসময় বসে থাকার পর)। take to one’s legs (সচরাচর heels) ছুটে পলায়ন করা। walk one’s legs off/walk somebody off his legs নিরন্তর হেঁটে বা কাউকে হাঁটিয়ে অবসন্ন করা। (২) পোশাকের যে অংশ দিয়ে পা ঢাকা থাকে: the legs of a pair of trousers. (৩) চেয়ার, টেবিল ইত্যাদির অবলম্বন বা পায়া। be on its last legs দুর্বল; ভেঙে পড়ার মতো অবস্থা। (৪) [uncountable noun] (ক্রিকেট) ডানহাতি ব্যাটসম্যানের বাঁ (বাঁহাতি ব্যাটসম্যানের ডান) দিকের মাঠের অংশ। leg break/spin (noun(s)) ব্যাটসম্যানের বাঁ-দিকে যে বল পড়ে ডান-দিকে চলে যায়; এই বিচ্যুতি ঘটানোর জন্য যেভাবে বল করা হয়; এই বিচ্যুতি ঘটানোর জন্য বলে যে ঘূর্ণন বা স্পিন দেওয়া হয়। leg-bye (noun) ব্যাটসম্যানের পায়ে বল লেগে বেরিয়ে যাওয়ার ফলে যে রান সংগৃহীত হয়। leg-guard (noun) পা রক্ষা করার জন্য ব্যাটসম্যান ও উইকেটরক্ষক পরিহিত বিশেষ প্যাড। legslip (noun) ডানহাতি ব্যাটসম্যানের বাঁ-দিকে, পিছনে ও কাছাকাছি যে ফিল্ডার থাকে অথবা ঐ অবস্থান। leg-stump (noun) ডানহাতি ব্যাটসম্যানের পেছনে উইকেটের বাঁদিকের খুঁটি। leg before wicket (lbw) যে বলটি উইকেটে লাগতে পারত তা ব্যাটসম্যানের পায়ে লাগার ফলে ঘোষিত আউট। leg umpire ব্যাটসম্যানের বাঁ-দিকে কাছাকাছি অবস্থানরত খেলার অন্যতম বিচারক। fine, long, short, square (noun(s)) leg ডানহাতি ব্যাটসম্যানের বাঁ-দিকে কোনাকুনি, দূরে, কাছে, সোজাসুজি যে ফিল্ডাররা থাকেন তাদের অবস্থান। (৫) ভ্রমণের একাংশ বা এক পর্ব বিশেষত বিমানে, কোনো প্রতিযোগিতামূলক খেলার একটি পর্ব বা অংশ। leg-ged (adjective) [লেগ্ড্] (adjective) (যৌগশব্দ) long-legged লম্বা পাওয়ালা। three-legged তিন পাওয়ালা। three-legged race [লেগিড্] তিন পায়ে দৌড়; একজনের ডান পায়ের সঙ্গে অন্যজনের বাঁ পা বাঁধা অবস্থায় দৌড়।
- English Word legacy Bengali definition [লেগাসি] (noun) (plural legacies) [countable noun] (১) উইলবলে প্রাপ্ত সম্পত্তি। (২) (লাক্ষণিক) উত্তরাধিকার; উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত কোনো কিছু: a legacy of bloodshed. legacy hunter যে ব্যক্তিকেবল সম্পত্তির লোভে বিয়ে করে।
- English Word legal Bengali definition [লীগ্ল্] (adjective) (১) আইনসংক্রান্ত; আইন সম্বন্ধীয়। (২) আইনসম্মত; বৈধ; আইনানুমোদিত; আইনবলে সৃষ্ট: legal matters; legal adviser; take legal action (against somebody). legal tender বিনিময়মূল্য হিসেবে অবশ্যই গ্রহণযোগ্য মুদ্রা বা তার কোনো রূপ। legal offence আইনবিরুদ্ধ অপরাধ। legal aid আর্থিক দৈন্যের কারণে আইনের সহায়তা লাভ করতে অসমর্থ ব্যক্তিকে রাষ্ট্রপ্রদত্ত সুযোগসুবিধা যেমন আইনজীবীর ফিস। legally [লীগালি] (adverb) বৈধভাবে legalism (noun) [uncountable noun] আইনের বিধানের চুলচেরা অনুসরণ।
- English Word legality Bengali definition [লীগ্যালাটি] (noun) [uncountable noun] আইনানুযায়িতা; বৈধতা।
- English Word legalize, legalise Bengali definition [লীগালাইজ্] (verb transitive) আইনসম্মত করা; বৈধ করা। legalization, legalisation [লীগালাইজেইশন্] (noun) [uncountable noun] আইনসম্মতকরণ; বৈধকরণ।
- English Word legate Bengali definition [লেগিট্] (noun) রোমান ক্যাথলিক পোপের দূত বা প্রতিনিধি; কূটনৈতিক দূত। দ্রষ্টব্যlegation.
- English Word legatee Bengali definition [লেগাটী] (noun) (আইন সম্বন্ধীয়) যাকে উইল করে সম্পত্তি দেওয়া হয়; যে মৃত ব্যক্তির সম্পত্তি প্রাপ্ত হয়।
- English Word legation Bengali definition [লিগেইশন্] (noun) [countable noun] রাষ্ট্রদূতের নিম্ন পদমর্যাদাসম্পন্ন কূটনৈতিক কর্মচারী, তার অধীনস্থ কর্মচারীবৃন্দ, বাসগৃহ বা কার্যালয়।
- English Word legend Bengali definition [লেজান্ড্] (noun) (১) [countable noun] লৌকিক উপাখ্যান, লোককাহিনী (যার সত্যতা নিরূপণ দুরূহ): the legend of King Arthur. (২) [uncountable noun] এ ধরনের কাহিনী অবলম্বনে রচিত সাহিত্য। (৩) [countable noun] মুদ্রা বা মেডেলে উৎকীর্ণ লিপি; ছবি; ম্যাপ বা ছকে ব্যাখ্যামূলক বর্ণনা। (৪) কোনো বিশেষ ক্ষেত্রে অবদানের জন্য বিখ্যাত ব্যক্তি বা কাজ।
- English Word leger Bengali definition [লেজা(র্)] দ্রষ্টব্য ledger (২)
- English Word legerdemain Bengali definition [লেজাডামেইন্] (noun) [uncountable noun] ভোজবাজি; ভেলকি; হাতসাফাই, হস্তকৌশল।
- English Word legging Bengali definition [লেগিঙ্] (noun) (সাধারণত plural) চামড়া বা মোটা কাপড়ে প্রস্তুত পায়ের উপরিভাগের আচ্ছাদন: a pair of leggings.
- English Word leggy Bengali definition [লেগি] (adjective) লম্বা পাওয়ালা (বিশেষত শিশু, মহিলা, বাচ্চা, জীবজন্তু)।
- English Word leghorn Bengali definition [লেগোন্ America(n) লেগান্] (noun) (১) এক ধরনের গৃহপালিত কুক্কুট; (মোরগ বা মুরগি)। (২) উত্তর-পশ্চিম ইতালির Leghorn (Livorno)-এ প্রাপ্ত এক প্রকার উৎকৃষ্ট সোলাবিশেষ; উক্ত সোলানির্মিত টুপি।
- English Word legible Bengali definition [লেজাব্ল] (adjective) (হস্তাক্ষর বা মুদ্রিত কোনো কিছু) স্পষ্ট; সহজে পাঠ করা যায় এমনভাবে। legibly [লেজাব্লি] (adverb) স্পষ্টভাবে; সহজপাঠ্য। legibility [লেজাবিলাটি] (noun) স্পষ্টতা; সহজপাঠ্যতা।
- English Word legion Bengali definition [লীজান্] (noun) (১) তিন থেকে ছয় হাজার সৈন্যবিশিষ্ট প্রাচীন রোমের বাহিনী; (লাক্ষণিক) বিরাট সংখ্যা। (২) British Legion ব্রিটেনের প্রাক্তন সৈন্যদের জাতীয় সংঘ। (French) Foreign Legion ফরাসি সেনাবাহিনীর প্রাক্তন বিদেশি সৈনিকদের সংঘ। Legion of Honour ফ্রান্সের সামরিক ও বেসামরিক সম্মানসূচক খেতাব। (৩) (সাহিত্যিক ও আলংকারিক অর্থ রচনাশৈলী) অসংখ্য, বিশাল সংখ্যক। legionary [লিজানারি America(n) লিজানেরি] (noun) (plural legionaries), (adjective) কোনো লিজিয়ন বা সংঘের অন্তর্ভুক্ত সৈনিক, বিশেষত ফরাসি লিজিয়নের সৈনিক। leginaire [লিজানেআ(র্)] (noun) ব্রিটিশ বৈদেশিক লিজিয়নের সৈনিক।
- English Word legislate Bengali definition [লেজিস্লেইট্] (verb intransitive) আইন প্রণয়ন করা। legislation [লেজিস্লেইশ্ন্] (noun) [uncountable noun] আইন প্রণয়ন; প্রণীত আইনসমূহ।
- English Word legislative Bengali definition [লেজিস্লাটিভ্ America(n) লেজিস্লেইটিভ্] (adjective) আইন প্রণয়ন সম্বন্ধীয়; আইন প্রণয়নের ক্ষমতাবিশিষ্ট; আইন প্রণয়নের অধিকারপ্রাপ্ত: legislative assembly, আইনসভা; legislative council, আইন পরিষদ।