I পৃষ্ঠা ১৭
- English Word inconvertible Bengali definition [ইন্কান্ভাটাব্ল্] (adjective) (বদল করা যায় না এমন যেমন কাগজের টাকা যার বদলে সোনা নেওয়া যায় না); অপরিবর্তনযোগ্য; অপরিবর্তনীয়। inconvertibility [ইন্কান্ভাটাবিলাটি] (noun) অপরিবর্তনীয়তা; অপরিবর্তনযোগ্যতা।
- English Word incorporate 1 Bengali definition [ইন্কোপারাট্] (adjective) কর্পোরেশন বা সমষ্টিরূপে গঠিত; সমূহীভূত; একত্রীভূত।
- English Word incorporate 2 Bengali definition [ইন্কোপারেইট্] (verb transitive), (verb intransitive) incorporate (in/into/with) (১) একীভূত হওয়া; একত্র করা; সংযুক্ত/সংসৃষ্ট করা বা হওয়া: This town was recently incorporated into the kingdom. He was incorporated a member of the Academy. (আইন সম্বন্ধীয়) সমষ্টি বা কর্পোরেশনরূপে গঠন করা বা গঠিত হওয়া; নিগঠিত/নির্গমবদ্ধ করা। incorporated (adjective) একত্রীভূত। incorporation [ইন্করপোরেশন] (noun) একত্রীকরণ বা একত্রীভবন।
- English Word incorporeal Bengali definition [ইন্কোপোরিআল্] (adjective) (আনুষ্ঠানিক) অশরীরী; নিরবয়ব।
- English Word incorrect Bengali definition [ইন্কারেক্ট্] (adjective) অশুদ্ধ; অযথার্থ; অসত্য; (আচরণ; পোশাক-পরিচ্ছদ ইত্যাদি) অসঙ্গত; অসমীচীন; অশোভন। incorrectly (adverb) অশুদ্ধভাবে, অসঙ্গতভাবে ইত্যাদি। incorrectness (noun) অশুদ্ধতা; অসত্য; অযথার্থতা; অসঙ্গতি; অসমীচীনতা; অশোভনতা।
- English Word incorrigible Bengali definition [ইন্করিজাব্ল্ America(n) ইন্কোরিজাব্ল্] (adjective) (ব্যক্তি, তার দোষত্রুটি ইত্যাদি) অশোধনীয়; অশোধ্য; অপ্রতিকার্য: an incorrigible liar; incorrigible bad habits.
- English Word incorruptible Bengali definition [ইন্কারাপ্টাব্ল্] (adjective) অক্ষয়; অনশ্বর; বিশেষত ঘুষ দিয়ে দুর্নীতিগ্রস্ত করা যায় না এমন। incorruptibility [ইন্কাপটাবিলাটি] (noun) অক্ষয়তা; অনশ্বরতা; অদূষ্যতা; অবিকার্যতা।
- English Word increase 1 Bengali definition [ইঙ্ক্রীস্] (noun) [uncountable noun, countable noun] increase in বৃদ্ধি; প্রবৃদ্ধি; উপচয়; বাড়। on the increase বর্ধমান; ক্রমবর্ধমান: The population of the country is still on the increase.
- English Word increase 2 Bengali definition [ইঙ্ক্রীস্] (verb transitive), (verb intransitive) বৃদ্ধি করা বা পাওয়া; বাড়া বা বাড়ানো; বর্ধিত করা/হওয়া। increasingly [ইঙ্ক্রীসিঙ্লি] (adverb) উত্তরোত্তর ক্রমবর্ধমানভাবে।
- English Word incredible Bengali definition [ইনক্রেডাব্ল্] (adjective) অবিশ্বাস্য; অশ্রদ্ধেয়; (কথ্য) বিশ্বাস করা কঠিন; প্রত্যয়াতীত; বিস্ময়কর। incredibly [ইনক্রেডাব্লি] (adverb) অবিশ্বাস্যভাবে, প্রত্যয়াতীতভাবে ইত্যাদি। incredibility (noun) অবিশ্বাস্য; অপ্রতীতি; অপ্রত্যয়।
- English Word incredulous Bengali definition [ইন্ক্রেডিউলাস্ America(n) ইন্ক্রেজুলাস্] (adjective) অপ্রত্যয়ী; অবিশ্বাসী: incredulous looks/smiles, অবিশ্বাসের দৃষ্টি/হাসি। incredulously (adverb) অবিশ্বাসের সঙ্গে। incredulity [ইন্ক্রিডিউলাটি America(n) ইন্ক্রেডূউলাস্] (noun) অবিশ্বাস; অপ্রতীতি।
- English Word increment Bengali definition [ইঙ্ক্রামানট্] (noun) (১) [uncountable noun] লাভ; বৃদ্ধি; বর্ধন; উপচর্য: unearned increment, পরিশ্রম ছাড়া অন্য কোনো কারণে কোনোকিছুর বর্ধিত মূল্য, যেমন চাহিদাবৃদ্ধির জন্য জমির মূল্য বৃদ্ধি; অনর্জিত লাভ। (২) [uncountable noun] incremental (adjective) বৃদ্ধিজনিত; বৃদ্ধিঘটিত।
- English Word incriminate Bengali definition [ইন্ক্রিমিনেইট্] (verb transitive) অভিযুক্ত/দোষী/দোষারোপ করা; (অপরাধের সঙ্গে) জড়ানো: The police produced some evidence incriminating both the father and the son. incrimination (noun) দোষারোপণ; অপরাধী সংসৃষ্টতা।
- English Word incrustation Bengali definition [ইন্ক্রাস্টেইশ্ন্] (noun) [uncountable noun] আচ্ছাদন; অন্তর্নিবেশন; [countable noun] বহিরাবেষ্টন; শক্ত আবরণ; বাহ্যকোষ।
- English Word incubate Bengali definition [ইঙ্কিউবেইট্] (verb transitive), (verb intransitive) (১) ডিমে তা দেওয়া; তা দিয়ে বাচ্চা ফোটানো। (২) (রোগজীবাণু সম্বন্ধে) অনুকূল পরিবেশে বিকাশ লাভ করা। incubation [ইঙ্কিউবেইশ্ন্] (noun) [uncountable noun] (১) ডিম্বস্ফোটন: artificial incubation, কৃত্রিম ডিম্বস্ফোটন। (২) incubate (period)(প্যাথলজি) রোগসঞ্চার থেকে প্রথম রোগলক্ষণ দেখা দেওয়া পর্যন্ত কাল; সুপ্তাবস্থা। incubator [[ইঙ্কিউবেইটা(র্)] (noun) কৃত্রিম তাপে ডিম ফোটানো কিংবা (বিশেষত অপূর্ণকালিক) ক্ষুদ্র, দুর্বল শারকদের লালনের যন্ত্রবিশেষ; ডিম্বস্ফোটনযন্ত্র।
- English Word incubus Bengali definition [ইঙ্কিউবাস্] (noun) (plural 'incubuses' [ইঙ্কিউবাসিজ], কিংবা 'incubi' [ইঙ্কিউবাই]) দুঃস্বপ্ন; ঘুমন্ত ব্যক্তির উপর ভারী হয়ে চেপে থাকে বলে কল্পিত প্রেতাত্মাবিশেষ; দুঃস্বপ্নের মতো কোনোকিছু; যেমন ঋণ, আসন্ন পরীক্ষা ইত্যাদি।
- English Word inculcate Bengali definition [ইন্কালকেইট্ America(n) ইন্কাল্কেইট্] (verb transitive) inculcate something (in somebody) (আনুষ্ঠানিক) (ভাব, আদর্শ ইত্যাদি) হৃদয়ে নিবিষ্ট/প্রোথিত করা; চিত্তনিষ্ঠ করা: inculcate in young people the sence of duty.
- English Word inculpable Bengali definition [ইন্কালপাব্ল্] (adjective) নির্দোষ; নিরপরাধ।
- English Word inculpate Bengali definition [ইন্কাল্পেইট্ America(n) ইন্কাল্পেইট্] (verb transitive) (আনুষ্ঠানিক) (কাউকে) কোনো দুষ্কৃতির জন্য দোষী করা; অপরাধের সঙ্গে জড়িত করা।
- English Word incumbent Bengali definition [ইন্কাম্বান্ট্] (adjective) be incumbent on/up somebody (to do something) (আনুষ্ঠানিক) দায়িত্ব/অবশ্য কর্তব্য: It is incumbent upon the teacher to maintain discipline. incumbency [ইন্কাম্বান্সি্] (noun) (plural incumbencies) পদাধিকার।