• Bengali Word faith English definition [ফেইথ্‌] (noun) ১ [uncountable noun] faith (in somebody/something) বিশ্বাস; আস্থা।
    faith cure ধর্মবিশ্বাসের জোরে আরোগ্যলাভ। faith healing ওষুধের সাহায্যে ছাড়া প্রার্থনা বা ধর্মবিশ্বাসের জোরে ব্যাধি নিরাময়; ব্যাধি নিরাময়ের উক্ত প্রক্রিয়ায় বিশ্বাস। (২) [countable noun] ঈশ্বরে বিশ্বাস; ধর্ম: Muslim by faith. (৩) [uncountable noun] প্রতিশ্রুতি; শপথ। give/pledge one’s faith to somebody কাউকে সমর্থনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। (৪) [uncountable noun] আনুগত্য; বিশ্বস্ততা। in bad faith প্রতারণার উদ্দেশ্যে। in good faith সরল বিশ্বাসে।