H পৃষ্ঠা ৮
- English Word hart Bengali definition [হা:ট্] (noun) প্রাপ্তবয়স্ক (বিশেষত লাল রং) পুরুষ হরিণ।
- English Word hartal Bengali definition [হর্তাল্] (noun) সমস্ত কর্মীর অথবা প্রায় সমস্ত কর্মীর এমন ধর্মঘট, যাতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়; হরতাল।
- English Word harum-scarum Bengali definition [হেআরাম্ স্কেআরাম্] (adjective), (noun) (কথ্য) বেপরোয়া (ব্যক্তি)।
- English Word harvest Bengali definition [হা:ভিস্ট্] (noun) (১) ফসল কাটা ও ঘরে তোলার কাজ; এই কাজের সময়; ঘরে তোলা ফসল; This year’s rice harvest. harvest festival ফসল তোলার পর ঈশ্বরের স্তুতিজ্ঞাপক খ্রিস্টীয় ধর্মানুষ্ঠান; নবান্ন। harvest home ফসল তোলার পর কৃষক কর্তৃক ক্ষেতমজুরদেরকে দেওয়া ভোজ। harvest moon (noun) জলবিষুবের (=autumn equinox, ২২ বা ২৩ সেপ্টেম্বর) নিকটতম পূর্ণিমা। (২) (লাক্ষণিক) কর্মফল; শ্রমের ফসল: reap the harvest of one’s hard work, কঠোর পরিশ্রমের পুরস্কার পাওয়া। □ (verb transitive) ফসল কাটা বা ফসল তোলা: harvest rice. harvester (noun) (১) যে ব্যক্তি ফসল কাটে। (২) ফসল কাটা ও তোলার যন্ত্র, বিশেষত যে যন্ত্র ফসল বাঁধাই বা (combine-harvester) মাড়াইয়ের কাজও একই সঙ্গে করে।
- English Word has Bengali definition দ্রষ্টব্যhave 1
- English Word has-been Bengali definition [হ্যাজ্ বীন্] (noun) (কথ্য) যে ব্যক্তি বা বস্তু তার আগেকার উৎকর্ষ হারিয়ে ফেলেছে; সেকেলে ব্যক্তি বা বস্তু।
- English Word hash Bengali definition [হ্যাশ্] (verb transitive) hash (up) (মাংস) কুচিকুচি করে কাটা। □ (noun) (১) [uncountable noun] কুচিকুচি করে কাটা মাংসের তরকারি। (২) make a hash of something (লাক্ষণিক) খুব খারাপভাবে কোনোকিছু করা; তালগোল পাকিয়ে ফেলা। settle somebody’s hash কারো সম্পর্কে এমন ব্যবস্থা গ্রহণ করা যাতে সে আর উৎপাত না-করতে পারে। (৩) (কথা) গাঁজা; ভাং।
- English Word hashish Bengali definition [হ্যাশীশ্] (noun) [Uncountable noun] গাঁজা; ভাং।
- English Word hashtag Bengali definition [হ্যাশ্ট্যাগ্] (noun) (plural hashtags) (১) যখন একটি পূর্ণ শব্দ বা বাক্যকে কোনো স্পেস ছাড়া লিখে এর শুরুতে একটি #-কে যুক্ত করা হয় তখন একে hashtag বলে। hashtag-এর ফলে ওই শব্দটি বা স্পেসবিহীন পুরো বাক্যটি #'সহ অন্য সব শব্দ থেকে উজ্জ্বল হয়ে যায়। এর ফলে এটি সহজেই পাঠকের চোখে পড়ে। সর্বপ্রথম সামাজিক যোগাযোগ মাধ্যম twitter হ্যাশট্যাগ নিয়ে আসে। ব্যাপকভাবে এর ব্যবহার হয় ইরানে সর্বপ্রথম আহমেদিনেজাদ সরকারবিরোধী আন্দোলনে। হ্যাশট্যাগ কথিত আরব বসন্তে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। # চিহ্নটি কম্পিউটার ও ইন্টারনেট জগতে হাইপারলিঙ্ক করতে প্রাথমিকভাবে ব্যবহৃত হতো: Hashtags have become indices of popularity. hashtag activism [হ্যাশট্যাগ অ্যাকটিভিজাম্] (noun) হ্যাশট্যাগ সক্রিয়তা: Hashtag amplifies the challenge to white feminism.
- English Word hasn’t Bengali definition [হ্যাজ্নট্] =has not. দ্রষ্টব্য have 1
- English Word hasp Bengali definition [হা:স্প্ America(n) হ্যাস্প্] (noun) দরজা, জানালা ইত্যাদির কড়া বা আংটা।
- English Word hassle Bengali definition [হ্যাস্ল্] (noun) (কথ্য) (১) অসুবিধা; ধাক্কাধাক্কি; ঠেলাঠেলি; a hassle to get on the bus. (২) কথা কাটাকাটি; তর্কাতর্কি; ঝগড়া। □ (verb intransitive), (verb transitive) (১) hassle (with somebody) তর্ক করা; ঝগড়া করা। (২) বিব্রত করা; বিরক্ত করা: He kept hassling me.
- English Word hassock Bengali definition [হ্যাসাক্] (noun) নতজানু অবস্থায় হাঁটু রাখার জন্য গদি।
- English Word haste Bengali definition [হেইসট্] (noun) [uncountable noun] দ্রুততা; ত্বরা; তাড়া; তাড়াতাড়ি: It was done in great haste. Make haste, জলদি করো। More haste, less speed (প্রবাদ) বেশি তাড়াহুড়ো করলে খুব বেশি আগানো যাবে না।
- English Word hasten Bengali definition [হেইস্ন্] (verb intransitive), (verb transitive) (১) দ্রুত চলা বা করা: hasten home; hasten to do something. (২) (কাউকে) তাড়াতাড়ি করানো; (কোনোকিছু) ত্বরান্বিত করা।
- English Word hasty Bengali definition [হেইস্টি] (adjective) ত্বরিত; ব্যস্তগতি; চটজলদি: hasty preparations; a hasty departure; hasty words (হঠাৎ বলা/ ঝোঁকের মাথায় বলা কথা) regretted afterwords. hastily [হেইস্টিইলি্] (adverb) hastiness (noun)
- English Word hat 1 Bengali definition [হ্যাট্] (noun) সাধারণত কিনারাওয়ালা বাইরে পরার টুপি। go/come hat /cap in hand হীনভাবে; গোলামের মতো। send/pass round the hat (সাধারণত ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তির জন্য) চাঁদা চাওয়া বা চাঁদা তোলা। take one’s hat off to (লাক্ষণিক) মুগ্ধ প্রশংসা করা। এর থেকে, hats off to...! চলুন, আমরা...কে অভিনন্দন জানাই! talk through one’s hat (অপশব্দ) বোকার মতো কথা বলা। a bad hat (অপশব্দ) খারাপ লোক। hat-band (noun) টুপিবন্ধনী। hat-pin (noun) এক প্রকার লম্বা পিন, চুলের সঙ্গে টুপি আটকিয়ে রাখতে মহিলারা আগেরকার দিনে এই পিন ব্যবহার করত। hat trick (noun) (ক্রিকেট) পর পর তিন বলে তিনটি উইকেট নেওয়া; ফুটবল প্রভৃতি অন্যান্য খেলায় বা কাজেকর্মে অনুরূপ সাফল্য। hatful [হ্যাট্ফুল] (noun) একটি টুপিতে যতটা ধরে। hatless (adjective) টুপি-ছাড়া। hatter (noun) যে টুপি বানায় বা বেচে। as mad as a hatter বদ্ধপাগল।
- English Word hat 2 Bengali definition [হা:ট্] (noun) গ্রামাঞ্চলের এমন বাজার যা সপ্তাহের নির্দিষ্ট দিনে বসে; হাট।
- English Word hatch 1 Bengali definition [হ্যাচ্] (noun) (১) দরজা বা মেঝের ফাঁক; এই ফাঁকের উপরের স্থানান্তরযোগ্য ঢাকনা; বিশেষত (hatchway) জাহাজের ডেকের যে ফাঁক দিয়ে মাল নামানো-উঠানো হয়; দুই কক্ষের মধ্যবর্তী দেওয়ালের ফাঁক, বিশেষত রান্নাঘর ও খাবার ঘরের মধ্যবর্তী দেওয়ালের যে ফাঁক দিয়ে খাবারদাবার আনা- নেওয়া করা হয়। under hatches ডেকের নিচে। (২) আড়াআড়িভাবে বিভক্ত দরজার নিম্নাংশ।
- English Word hatch 2 Bengali definition [হ্যাচ্] (verb transitive), (verb intransitive) (১) ডিমে তা দেওয়া; ডিম ফুটিয়ে বাচ্চা বের করা বা ডিম ফুটে বাচ্চা বের হওয়া: hatch an egg. Don’t count one’s chickens before they’re hatched (প্রবাদ) অনিশ্চিত কোনোকিছু উপর খুব বেশি ভরসা করতে নেই; গাছে কাঁঠাল গোঁফে তেল। (২) ষড়যন্ত্র করা; ফন্দি আঁটা। hatchery (noun) মাছের ডিম ফুটিয়ে পোনা বের করার স্থান।