F পৃষ্ঠা ৪১
- English Word French Bengali definition [ফ্রেন্চ্] (adjective) ফরাসি। take French leave অনুমতি না-নিয়ে বা না-জানিয়ে কিছু করা বা চলে যাওয়া। Frenchbread/ Frenchloaf (noun) লম্বা; সরু; মচমচে; হালকা সাদা রুটিবিশেষ। Frenchdressing [noun] [uncountable noun, countable noun] সালাদের জন্য তেল ও সির্কার উপচার; ফরাসি উপচার। French fries (noun) (plural) (America(n)) আলুর চিপস। French-horn (noun) পিতলের তৈরি যন্ত্রবিশেষ (বাদ্যযন্ত্র)। French window একাধারে জানালা ও দরজা, যা বাগান বা ঝুলবারান্দার দিকে খোলে। □ (noun) ফরাসি ভাষা। Frenchman [ফ্রেন্চ্ মান্] Frenchwoman (noun(s)) ফরাসি পুরুষ/নারী।
- English Word frenemy Bengali definition [ফ্রেনেমি] (noun) ('friend' আর 'enemy' মিলে তৈরি) (plural frenemies) (কথ্য) বন্ধুবেশে শত্রু; ছদ্মবেশী শত্রু (বিশেষত যিনি শত্রু অথচ বন্ধুর ভান ধরেন): Now the frenemy has become a scapegoat for many of the industry’s self-inflicted wounds.
- English Word frenetic Bengali definition [ফ্রানেটিক্] (adjective) ক্ষিপ্ত; উন্মত্ত; সংরব্ধ।
- English Word frenze Bengali definition [ফ্রেন্জি] (noun) প্রবল উত্তেজনা, উন্মত্ততা; ক্ষিপ্রতা: in a frenze of despair/enthusiasm. frenzied [ফ্রেনজিড্] (adjective) উত্তেজনায় উন্মাদিত; ক্ষিপ্ত। frenziedly (adverb) উন্মত্তের মতো।
- English Word frequency Bengali definition [ফ্রীকোআন্সি] [noun] [uncountable noun] পুনঃপুন সংঘটন; পৌনঃপুন্য; the frequency of cyclones in Bangladesh. [countable noun] (plural frequencies) সংঘটনের হার; (একটি নির্দিষ্ট সময়ে) আবৃত্তির সংখ্যা; পৌনঃপুন্য: a frequency of 2 5 per second.
- English Word frequent 1 Bengali definition [ফ্রীকোআনট্] (verb intransitive) (কোনো স্থানে) ঘন ঘন/প্রায়ই যাতায়াত করা, যাওয়া; প্রায়ই দেখতে পাওয়া যাওয়া: Frogs frequent wet places. He no longer frequents bars.
- English Word frequent 2 Bengali definition [ফ্রীকোআনট্] (adjective) প্রায়ই সংঘটিত; প্রায়িক; পৌনঃপুনিক; নিয়মিত, অভ্যস্ত: a frequent visitor. frequently (adverb) ঘন ঘন; প্রায়ই; বারংবার; পুনঃপুনঃ।
- English Word fresco Bengali definition [ফ্রেস্কোউ] (noun) (plural frescos. frescoes [কোউজ] (১) [uncountable noun] ভেজা পলস্তারার উপরিভাগে লাগিয়ে শুকাতে দেওয়া রঞ্জক পদার্থ; সদ্যোরঙ্গ; উক্ত রঞ্জকদ্রব্য দ্বারা প্রাচীরগাত্রে ছবি আঁকার পদ্ধতি: painting in fresco, সদ্যোরঙ্গে চিত্রাঙ্কন; প্রাচীরগাত্রে চিত্রাঙ্কন। (২) [countable noun] একইভাবে চিত্রিত ছবি; সদ্যোরঙ্গে আঁকা ছবি: The fresco (e)s in the Sistine Chapel. □ (verb transitive) (দেওয়াল ইত্যাদি) সদ্যোরঙ্গে চিত্রিত করা।
- English Word fresh Bengali definition [ফ্রেশ্] (adjective) (fresher, freshest) (১) টাটকা; তাজা; সদ্য; তরতাজা; ঝরঝরে: fresh paint, এখনো আর্দ্র; কাঁচা: a man fresh from the country, গ্রাম থেকে সদ্য আগত; a young man fresh from university, বিশ্ববিদ্যালয় থেকে সদ্য বেরিয়ে-আসা। freshman [ফ্রেশ্মান্] (noun) (plural freshmen) কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। (২) (খাদ্য) লবণযুক্ত, টিনজাত বা হিমায়িত নয়; টাটকা; তাজা: fresh meat, সদ্যোমাংস; (পানি) স্বাদু; মিঠা: fresh water fish. (৩) নতুন বা ভিন্ন; অভিনব; টাটকা: fresh news; a fresh sheet of paper. break fresh ground (লাক্ষণিক) নতুন কিছু শুরু করা, নতুন তথ্য উদঘাটন করা। (৪) (হাওয়া, আবহাওয়া) ঈষৎ ঠাণ্ডা; মৃদু; বিশুদ্ধ; প্রফুল্লকর: in the fresh air, মুক্তবাতাসে। fresh breeze/wind প্রবল হাওয়া/বাতাস। (৫) উজ্জ্বল ও বিশুদ্ধ; তরতাজা; কাঁচা; সতেজ; সজীব: fresh colours; a fresh complexion. (৬) (America(n) কথ্য) (বিশেষত বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির প্রতি) ধৃষ্ট; গায়েপড়া: get/be so fresh with a young lady. □ (adverb) (হাইফোনযুক্ত যৌগশব্দে) সদ্য; সদ্যো: fresh caught fish, সদ্যো-ধরা: fresh -killed meat; fresh painted doors. freshly (adverb) (হাইফেন ছাড়া কেবল past participle সহ) সম্প্রতি; সদ্য; সবে; এইমাত্র: freshly picked mangoes. fresher (noun) =freshman. freshness (noun) সজীবতা।
- English Word freshen Bengali definition [ফ্রেশ্ন্] (verb intransitive), (verb transitive) freshen (up) চাঙ্গা/ঝরঝরে/তাজা/সতেজ হওয়া বা করা; পুনরুজ্জীবিত হওয়া বা করা: feel freshened up after a shower; freshen a drink আরো পানীয় যোগ করা; the breeze freshened, প্রবলতর হয়ে উঠেছে।
- English Word fret 1 Bengali definition [ফ্রেট্] (verb intransitive), (verb transitive) (fretted, fretting, frets) (১) অস্থির হওয়া বা করা; ছটফট করা; মেজাজ বিগড়ানো বা খিঁচড়ানো; বিক্ষুব্ধ হওয়া বা করা; পীড়া দেওয়া: Many parents fret over the sort of music their children listen to. (২) ঘষে বা কামড়ে ক্ষয় করা; ক্ষয়ে যাওয়া; ক্ষয় হওয়া: a horse fretting its bit; a fretted rope. □ [noun] ছটফটানি; অস্থিরতা; খিটিমিটি: in a fret. fretful [ফ্রেট্ফ্ল] (adjective) অসন্তুষ্ট; খিটখিটে; বদমেজাজি; অস্থির: a fretful baby. fretfully [ফ্রেট্ফা্লি] (adverb) অস্থিরভাবে; ছটফট করে।
- English Word fret 2 Bengali definition [ফ্রেট্] (verb transitive) (fretted, fretting, frets) (কাঠ) কেটে নকশাশোভিত করা বা কারুকার্যমণ্ডিত করা। fretsaw (noun) কাঠের পাতলা তক্তায় নকশা কাটতে ফ্রেমে আঁটা সরু করাতবিশেষ; নকশা কাটা করাত। fretwork [noun] [uncountable noun] নকশার কাজ; নকশাকাটা কাঠ।
- English Word fret 3 Bengali definition [ফ্রেট্] (noun) গিটার, বেহালা ইত্যাদি বাদ্যযন্ত্রের তারে যাতে যথাস্থানে চাপ পড়ে সে লক্ষ্যে আঙ্গুলকে সহায়তা করার জন্য পটরি বা সারিকাস্থানের উপর কিছু দূর পর পর স্থাপিত ধাতুনির্মিত পলতোলা রেখা; পরদা।
- English Word Freudian Bengali definition [ফ্রয়ডিআন্] (adjective) সিগমুন্ড ফ্রয়ডের মনঃসমীক্ষণ তত্ত্ববিষয়ক; ফ্রয়ডীয়। Freudianslip (কথ্য) বক্তা কর্তৃক তার ইচ্ছার বিরুদ্ধে এমন কিছু দৈবাৎ উচ্চারণ, যা তার আসল মনোভাব ব্যক্ত করে; ফ্রয়ডীয় স্খলন।
- English Word friable Bengali definition [ফ্রাইআব্ল্] (adjective) সহজেই ভাঙে বা গুঁড়া হয় এমন। friability [ফ্রাইআবিলাটি] (noun)
- English Word friar Bengali definition [ফ্রাইআ(র্)] (noun) ধর্মসংঘবিশেষের সদস্য; খ্রিস্টান ভিক্ষু।
- English Word frible Bengali definition [ফ্রিব্ল্] (verb intransitive) ছেবলামি/ছেলেমানুষি/চপলতা করা। □ (noun) চপলপ্রকৃতি ব্যক্তি।
- English Word fricassee Bengali definition [ফ্রিকাসী] [noun] [countable noun, uncountable noun] সমসহযোগে পরিবেশিত খণ্ড খণ্ড করে বাজা বা সিদ্ধ মাংসের ব্যঞ্জনবিশেষ।
- English Word fricative Bengali definition [ফ্রিকাটিভ্] (adjective), (noun) (ধ্বনিবিজ্ঞান) ঘর্ষণজাত; ঘৃষ্ট (ব্যঞ্জন) ( যেমন f, v, θ)
- English Word friction Bengali definition [ফ্রক্শ্ন্] (noun) (১) [uncountable noun] ঘর্ষণ; ঘষা; উদ্ঘর্ষণ। (২) [countable noun, uncountable noun] যে মতপার্থক্য থেকে তর্কবিতর্ক বা বিবাদের উদ্ভব হতে পারে; বিরোধ; মনকষাকষি; সংঘর্ষ: political friction between two countries.