F পৃষ্ঠা ৪২
- English Word Friday Bengali definition [ফ্রাইডি] (noun) শুক্রবার। Good Friday ইস্টারের পূর্ববর্তী শুক্রবার যেদিন ক্রুশে বিদ্ধ করে যিশুকে হত্যা করা হয়েছিল; প্রতি বছর ঐ দিনে পালিত খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান; শুভ শুক্রবার। man Friday (রবিনসন ক্রুসোর পর থেকে) একান্ত বিশ্বস্ত ভৃত্য।
- English Word fridge Bengali definition [ফ্রিজ্] (noun) refrigerator-এর সংক্ষেপ।
- English Word fried Bengali definition [ফ্রাইড্] fry-এর past tense, past participle
- English Word friend Bengali definition [ফ্রেন্ড্] (noun) (১) বন্ধু; বান্ধব; সখা; সুহৃদ; মিত্র; বয়স্য। be friends with (কারো) বন্ধু হওয়া। make friends, পরস্পর বন্ধুত্ব করা। make friends again (মনোমালিন্য ইত্যাদির পরে) আবার বন্ধু হওয়া। make friends with; make a friend of (কারো সঙ্গে) বন্ধুত্ব করা। (২) সাহায্যকারী বস্তু বা গুণ; বন্ধু; সহায়: In that strange environment his guitar was his best friend. (৩) Friend জর্জ কক্স কর্তৃক প্রতিষ্ঠিত বন্ধুসভার (society of Friends) সদস্য; কোয়েকার। friendless (adjective) বন্ধুহীন; নির্বান্ধব; নিঃসহায়। friendlessness (noun) বন্ধুহীনতা।
- English Word friendly Bengali definition [ফ্রেন্ড্লি] (adjective) (friendlier, friendliest) বন্ধুত্বপূর্ণ; বন্ধুজনোচিত; বন্ধুভাবাপন্ন; সহৃদয়; মিত্রোচিত; বন্ধুসুলভ; সানুরাগ; প্রীতিপূর্ণ: a friendly match/game,(পুরস্কারের জন্য নয়) বন্ধুসুলভ প্রতিযোগিতা। Friendly Society সভ্যদের পারস্পরিক কল্যাণে (যেমন রোগ, বেকারত্ব ও বার্ধক্যের সময়) প্রতিষ্ঠিত সভা; বন্ধুসভা। friendliness [noun] [uncountable noun] বন্ধুভাব; বন্ধুভাবাপন্নতা; হৃদ্যতা।
- English Word friendship Bengali definition [ফ্রেন্ড্শিপ] (noun) (১) [uncountable noun] বন্ধুত্ব; সখ্য; মিত্রতা;মৈত্রী; সৌহার্দ; মৈত্র; বন্ধুতা। (২) [countable noun] বন্ধুত্বের দৃষ্টান্ত বা কাল: a friendly of twenty years, বিশ বছরের বন্ধুত্ব।
- English Word frieze 1 Bengali definition [ফ্রিজ্] [noun] [countable noun] দেওয়ালের (সাধারণত) উপরিভাগে অলংকরণমূলক সরু অংশবিশেষ, যেমন কোনো ভবনের বাইরে অনুভূমিক টানা ভাস্কর্য কিংবা অন্তঃছাদের ঠিক নিচে বিশেষ নকশাসংবলিত দেওয়াল-কাগজের কালি; স্তম্ভাদির মাথাল ও কার্নিসের মধ্যবর্তী কারুকার্যময় অংশ।
- English Word frieze 2 Bengali definition [ফ্রিজ্] (noun) সাধারণত একপিঠ খসখসে মোটা পশমি কাপড়বিশেষ।
- English Word frigate Bengali definition [ফ্রিগাট্] (noun) পূর্বকালের দ্রুতগামী পালতোলা রণতরি; (আধুনিক প্রয়োগ) (British/Britain) দ্রুতগামী রক্ষীজাহাজ; (America(n)) মাঝারি আকারের রণতরি।
- English Word fright Bengali definition [ফ্রাইট্] (noun) (১) [uncountable noun, countable noun] আকস্মিক প্রচণ্ড ভীতি; আতঙ্ক; ত্রাস; সন্ত্রাস; শঙ্কা: take fright (at something), আতঙ্কিত হওয়া। give somebody/get/have a fright (কাউকে) আতঙ্কিত করা; আতঙ্কিত হওয়া। (২) [countable noun] দেখতে হাস্যকর লাগে এমন ব্যক্তি বা বস্তু; কিম্ভূত: What a fright she looks in that gown! □ (verb transitive) (কাব্যিক) আতঙ্কিত করা।
- English Word frighten Bengali definition [ফ্রাইট্ন্] (verb transitive) ভীত/আতঙ্কিত/সন্ত্রাসিত করা; ভয় পাইয়ে দেওয়া। frighten somebody into/out of doing something কাউকে ভয় দেখিয়ে কিছু করানো/নিবৃত্ত করা। frightened (adjective) (কথ্য) ভীত; শঙ্কিত; সন্ত্রস্ত। frightening (adjective) আতঙ্কজনক; ভীতিপ্রদ।
- English Word frightful Bengali definition [ফ্রাইট্ফুল] (adjective) (১) ভয়ঙ্কর; ভয়ানক; ভয়াবহ; ভীতিজনক। (২) (কথ্য) অত্যধিক; ভীষণ; অপ্রীতিকর; ভয়ঙ্কর: a frightful mess; a frightful journey. frightfully [ফ্রাইট্ফালি] (adverb) (১) ভয়ঙ্কররূপে ইত্যাদি। (২) (কথ্য) অত্যন্ত; দারুণভাবে। frightfulness (noun) ভয়ঙ্করত্ব; ভয়াবহতা; ভীষণত্ব।
- English Word frigid Bengali definition [ফ্রিজড্] (adjective) (১) ঠাণ্ডা; শীতল; শীতপ্রধান: a frigid climate; the frigid zone, মেরু অঞ্চল। (২) নিরাবেগ; নিষ্প্রাণ; আন্তরিকতাহীন: a frigid welcome; a frigid manner; a frigid woman, কামশীতল মহিলা। frigidly (adverb) শীতলভাবে, নিষ্প্রাণভাবে ইত্যাদি। frigidity [ফ্রিজিডাটি] [noun] [uncountable noun] শীতলতা; নিষ্প্রাণতা; কামশীতলতা।
- English Word frill Bengali definition [ফ্রিল্] (noun) (১) (কাপড়ের) চুনট; ঝালর। (২) (plural) (রচনা, বক্তৃতা প্রভৃতির) অনাবশ্যক অলংকার; জাঁক; আস্ফালন; হামবড়াই; কৃত্রিমতা। frilled (adjective) ঝালরওয়ালা: a frilled skirt. frilly (adjective) ঝালরওয়ালা; (কথ্য) অলংকারবহুল।
- English Word fringe Bengali definition [ফ্রিন্জ্] (noun) (১) বিশেষত কম্বল ও শালের আলগা সুতার অলংকরণমূলক পাড়। (২) (ভিড়, বন ইত্যাদির) কিনার; প্রান্ত। fringearea জেলা ইত্যাদির সীমান্তবর্তী এলাকা; (আলংকারিক অর্থ) কম গুরুত্বপূর্ণ এলাকা; প্রান্তিক এলাকা। fringe benefits (বেতনের সঙ্গে প্রদত্ত) প্রান্তিক সুযোগসুবিধা (যেমন বিনা ভাড়ার বাড়ি, গাড়ি ব্যবহারের সুযোগ ইত্যাদি)। fringe group বৃহত্তর কোনো গোষ্ঠী বা দলের সঙ্গে শিথিলভাবে যুক্ত ব্যক্তিবর্গ (যারা কোনো কোনো ব্যাপারে বিদ্রোহী বা ভিন্নমতাবলম্বী হতে পারে); প্রান্তিক দল; সুতরাং fringe medicine/ theater etc. (৩) কপালের উপর ঝুলন্ত ছোট করে ছাঁটা চুল। □ (verb transitive) ঝালর দেওয়া; ঝালরস্বরূপ হওয়া: a roadside fringed with trees.
- English Word frippery Bengali definition [ফ্রিপারি] [noun] [uncountable noun] বিশেষত পোশাক-পরিচ্ছদের অনাবশ্যক অলংকার; রংচং; [countable noun] (plural fripperies) সস্তা অলংকার; বাজে জিনিস।
- English Word frisk Bengali definition [ফ্রিস্ক্] (verb intransitive), (verb transitive) (১) খেলাচ্ছলে তিড়িংবিড়িং করে লাফানো। (২) লুকানো অস্ত্রের সন্ধানে কারো গায়ে হাত বুলানো। frisky (adjective) প্রাণবন্ত; চনমনে; ছটফটে; তিড়বিড়ে। friskily [ফ্রিস্কিলি] (adverb) তিড়িংবিড়িং করে।
- English Word frisson Bengali definition [ফ্রিসন্ America(n) ফ্রিসন্] (noun) (ফরাসি) শিহরণ; রোমাঞ্চ: লোমহর্ষণ: a frisson of delight/horror.
- English Word frit Bengali definition [ফ্রিট্] (noun) কাচ তৈরির উপাদানরূপে ব্যবহৃত বালু ও অন্যান্য উপাদানের দগ্ধ মিশ্রণ।
- English Word fritter 1 Bengali definition [ফ্রিটা(র্)] (verb transitive) fritter something away লক্ষ্যহীনভাবে অপচয় করা: fritter away one’s time/ energy/money.