F পৃষ্ঠা ৩০
- English Word folio Bengali definition [ফোউলিউ] (noun) (plural folios) (১) কেবল এক পিঠে নম্বরযুক্ত কাগজের ফর্দ; মুদ্রিত বইয়ের পৃষ্ঠাসংখ্যা; (হিসাবরক্ষণ) জমাখরচ দেখাতে খতিয়ানের বিপরীত পৃষ্ঠাদ্বয়। (২) বড় এক খণ্ড কাগজ এক ভাঁজ করে তৈরি দুই পাতা বা চারপৃষ্ঠা; এ রকম কাগজের খণ্ড দিয়ে তৈরি গ্রন্থ: folio volumes.
- English Word folk Bengali definition [ফোউক্] (noun) (১) (collective noun, plural verb-সহ ব্যবহৃত হয়) সাধারণভাবে মানুষ; লোক: Country folk are happier than towns folk. (২) (যৌগশব্দে) দেশের সাধারণ মানুষ সম্বন্ধীয়; লোক-সম্বন্ধীয়। folkdance (noun) লোকনৃত্য। folklore (noun) [uncountable noun] কোনো সম্প্রদায়ের পরম্পরাগত বিশ্বাস, গল্পকাহিনি ইত্যাদি এবং এতদ্বিষয়ক বিদ্যা; লোকাচারবিদ্যা; ফোকলোর। folklorist (noun) লোকাচারবেত্তা। folkmusic (noun) লোকসংগীত। folksong (noun) লোকগীতি। folktale (noun) লোককাহিনি। (৩) (plural) (কথ্য) আত্মীয়স্বজন; the old folks at home.
- English Word folksy Bengali definition [ফোউক্সি] (adjective) (কথ্য) চালচলনে নিরহংকার; সাদাসিধা; খোলামেলা; মিশুক।
- English Word follicle Bengali definition [ফ্লিক্ল্] (noun) (১) (ব্যবচ্ছেদবিদ্যা) ক্ষুদ্র থলে; ক্ষুদ্র রসস্রাবী গ্রন্থি; লোমকূপ। (২) রেশমগুটি। (৩) (উদ্ভিদবিদ্যা) যে ফল একটিমাত্র গর্ভপত্র থেকে জন্মে এবং তলের রেখা বরাবর ফাটে। follicular, folliculated (adjective(s)) ক্ষুদ্র থলেসদৃশ; কোষাকার ইত্যাদি।
- English Word follow Bengali definition [ফলোউ] (verb transitive), (verb intransitive) (১) পরে আসা, যাওয়া, বসা; পিছে পিছে আসা/যাওয়া; অনুসরণ/অনুগমন করা: She followed the old man. as follows নিম্নরূপ। follow on (ক) কিছুকাল পর অনুসরণ করা। (খ) ক্রিকেট, এক পক্ষ সম্বন্ধে প্রয়োজনীয় সংখ্যক রান অর্জনে ব্যর্থ হয়ে আবার ব্যাট করা। সুতরাং, follow-on (noun) প্রথম ইনিংসের অব্যবহিত পরবর্তী দ্বিতীয় ইনিংস। follow through (ক) (টেনিস, গল্ফ্ ইত্যাদি) বলে আঘাত করে র্যাকেট, লাঠি ইত্যাদি ঘুরিয়ে মার সম্পূর্ণ করা। সুতরাং, followthrough (noun) [countable noun] উক্ত মার। (খ) দায়িত্ব সম্পন্ন করা; প্রতিশ্রুতি রক্ষা করা। (২) (রাস্তা ইত্যাদি) ধরে/বরাবর চলা; অনুসরণ করা। (৩) (কথা, যুক্তি ইত্যাদি) বুঝতে পারা: Could you follow his argument? (৪) ব্যবসা, পেশা ইত্যাদিতে নিয়োজিত হওয়া: follow the law. (৫) পথনির্দেশ, দৃষ্টান্ত ইত্যাদি হিসেবে গ্রহণ করা; অনুসরণ করা: follow somebody’s advice; follow the fashion. follow suit এইমাত্র অন্য কেউ যা করেছে, তা-ই করা; অনুগমন করা। (৬) আবশ্যিকভাবে সত্য হওয়া: Because he is clever, it does not follow that he will be successful. (৭) follow something out (কিছু) শেষ পর্যন্ত চালিয়ে যাওয়া বা দেওয়া: follow out an enterprise. follow something up (সুবিধা ইত্যাদি) ধরে রাখার জন্য আরো কাজ করা; লেগে থাকা: follow up an advantage/ victory. সুতরাং, follow-up (noun) (বিশেষত) পূর্ববর্তী পত্র, বিজ্ঞপ্তি, সাক্ষাৎকার ইত্যাদির সূত্রে দ্বিতীয় পত্র ইত্যাদি; অনুক্রমণ; অনুবর্তন। follower (noun) (১) সমর্থক, শিষ্য; অনুচর; অনুসারী; অনুবর্তী; অনুগামী। (২) পশ্চাদ্ধাবনকারী; অনুধাবক। following (adjective) পরবর্তী, অনুগামী, অনুবর্তী ইত্যাদি। the following নিম্নবর্ণিত; নিম্নোল্লিখিত। □ (noun) সমর্থকমণ্ডলী; অনুগামীবৃন্দ: a political leader with a large following.
- English Word folly Bengali definition [ফলি] (noun) (plural follies) [uncountable noun] নির্বুদ্ধিতা; বোকামি; বাতুলতা; [countable noun] বোকার মত কাজ, চিন্তা বা চালচলন; হাসির ব্যাপার।
- English Word foment Bengali definition [ফোউমেনট্] (verb transitive) (১) (ব্যথা কমাতে শরীরের অংশবিশেষ) সেক দেওয়া। (২) (লাক্ষণিক) (বিশৃঙ্খলা, অসন্তোষ, বিদ্বেষ) উদ্দীপিত করা; প্রকোপিত করা; (বিশৃঙ্খলায়) ইন্ধন জোগানো। fomentation [ফোউমেন্টেইশ্ন্] (noun) [uncountable noun] সেক; উদ্দীপক; উত্তেজনা; [countable noun] ইন্ধন।
- English Word fond Bengali definition [ফন্ড্] (adjective) (fonder, fondest) (১) (কেবল predicative(ly)) be fond of ভালোবাসা, পছন্দ করা, কোনো কিছুর অনুরাগী বা কোনো কিছুতেই আসক্ত হওয়া। (২) স্নেহময়; মমতাময়; সস্নেহ; স্নেহপরিপূর্ণ; প্রেমময়: a fond mother; fond looks. (৩) স্নেহান্ধ; প্রেমান্ধ; অত্যনুরক্ত: a young wife with a fond husband. (৪) (আশা, আকাঙ্ক্ষা ইত্যাদি) পূর্ণ হওয়ার সম্ভাবনা না থাকলেও পোষিত; সযত্নলালিত। fondly (adverb) সস্নেহে; প্রেমপূর্ণদৃষ্টিতে: look fondly at somebody. (২) মূঢ়োচিত আশাবাদের সঙ্গে; বোকার মতো: I fondly hoped that he would keep his words. fondness (noun) অনুরাগ; অত্যনুরাগ; আসক্তি; স্নেহান্ধতা; প্রেমান্ধতা; মমতা।
- English Word fondle Bengali definition [ফন্ড্ল্] (verb transitive) (হাত বুলিয়ে) আদর করা; সোহাগ করা: fond a baby/doll/kitten.
- English Word font Bengali definition [ফন্ট্] (noun) (১) ধর্মদীক্ষার জন্য (baptism) (প্রায়ই পাথর কুঁদে তৈরি) জলাধার; পবিত্র জল রাখার জন্য আধার বা বেসালি। (২) =fount (২)।
- English Word food Bengali definition [ফুড্] (noun) (১) [uncountable noun] খাদ্য; আহার্য; ভোজ্য; খাবার; অন্ন; অশন: (attributive(ly)) food rationing; (লাক্ষণিক) food for thought/ reflection, চিন্তার খোরাক। (২) [countable noun] বিশেষ প্রকারের খাদ্য: breakfast/ frozen/ packaged foods. food-control খাদ্যনিয়ন্ত্রণ। food poisoning (noun) খাদ্যে ক্ষতিকর ব্যাকটেরিয়া বা জৈববিষের দরুন পীড়া; খাদ্যে বিষক্রিয়া। foodstuff (noun) খাদ্যদ্রব্য; ভোজ্যবস্তু। food value (noun) খাদ্যমূল্য। foodless (adjective) খাদ্যহীন; নিরন্ন।
- English Word food baby Bengali definition [ফুড্ বেইবি] (noun) (food babies ) (অনানুষ্ঠানিক হাস্যরসাত্মক) মাত্রাতিরিক্ত খাওয়ার ফলে পোয়াতি রমণীর মতো ফুলে ওঠা পেট: with a food baby through lunch the next day.
- English Word foodoir Bengali definition [ফুডুওয়া(র্)] (noun) (অপশব্দ) (plural foodoirs) ('food' আর 'memoir' মিলে তৈরি) খাদ্যস্মৃতি; খাদ্য-স্মৃতিকথা: These foodoirs have become a successful subset.
- English Word fool 1 Bengali definition [ফুল] (noun) (১) বোকা; মুঢ়; মূর্খ; হাবা; ভ্যাবা। be a fool for one’s pains এমন কিছু করা যেজন্য পুরস্কারও মেলে না, ধন্যবাদও পাওয়া যায় না। be/live in a fool’s paradise ভাবনাহীন আনন্দের মধ্যে থাকা, যে আনন্দ বেশিদিন টিকবে না; বোকার স্বর্গে থাকা/বাস করা। be sent/go on a fool’s errand এমন কোনো কাজে প্রেরিত বা বহির্গত হওয়া, যা শেষে নিরর্থক প্রমাণিত হয়; পণ্ডশ্রম করতে প্রেরিত হওয়া বা যাওয়া। make a fool of somebody বোকা বানানো; হাস্যাস্পদ করা। play the fool বোকার মতো আচরণ করা; ভাঁড়ামি করা। no fool like an old fool (প্রবাদ) (বয়স্ক প্রেমিক সম্বন্ধে বলা হয়) বুড়ো বোকা সব বোকার সেরা। (২) (মধ্যযুগে) (রাজা বা অমাত্য কর্তৃক নিযুক্ত) ভাঁড়; বিদূষক; বৈহাসিক। (৩) April fool পণ্ডশ্রমে প্রেরিত ব্যক্তি; প্রতারণার শিকার। All Fools’ Day পয়লা এপ্রিল। (৪) (attributive(ly) প্রয়োগ, কথ্য) বোকা; নির্বোধ: fool politicians. □ (verb intransitive), (verb transitive) (১) fool (about/around) বোকার মতো আচরণ করা; ফচকেমি/ফাজলামো করা। (২) fool somebody (out of something) ঠকানো; বোকা বানানো।
- English Word fool 2 Bengali definition [ফুল] (noun) ছেঁচা ফলের (বিশেষত গুজবেরির) সঙ্গে ননি বা কাস্টার্ড মিশিয়ে তৈরি ঘন মসৃণ তরল পদার্থবিশেষ।
- English Word foolery Bengali definition [ফুলারি] [noun] [uncountable noun] বোকামি; মূর্খতা; মূর্খের আচরণ; (plural fooleries) বোকামিপূর্ণ কথাবার্তা, ধ্যানধারণা বা কার্যকলাপ।
- English Word foolhardy Bengali definition [ফুলহা:ডি] (adjective) হঠকারিতাপূর্ণ; গোঁয়ার্তুমিপূর্ণ; প্রগলভ। foolhardiness (noun) হঠকারিতা; অবিমৃষ্যকারিতা; গোঁয়ার্তুমি; প্রগলভতা।
- English Word foolish Bengali definition [ফূলিশ্] (adjective) বোকামিপূর্ণ; মূর্খতাপূর্ণ; হাস্যকর; অসঙ্গত; নির্বোধ; হাবা; বোকা: It was foolish of you to have trusted him, তোমার বোকামি হয়েছে। foolishly (adverb) বোকার মতো; বোকামি করে। foolishness (noun) বোকামি; মূঢ়তা।
- English Word foolproof Bengali definition [ফূলপ্র্রূফ্] (adjective) ব্যর্থতা, ভুল বা ভুল ব্যাখ্যার সম্ভাবনাহীন; অব্যর্থ; মোক্ষম: a foolproof scheme/design/gadget.
- English Word foolscap Bengali definition [ফূলস্ক্যাপ্] (noun) লেখার বা ছাপার কাগজের মাপ (১৭ × ১৩১/২ ইঞ্চি) ; ফুলস্ক্যাপ।