F পৃষ্ঠা ২৯
- English Word focal Bengali definition [ফ্লোউকল] (adjective) অধিশ্রয়ণ বা ফোকাস সম্বন্ধীয়; অধিশ্রয়ণিক: the focal length/distance of a lens, পরকলার তল থেকে অধিশ্রয়ণ পর্যন্ত দূরত্ব: point, অগ্রকর; অগ্রাংশু।
- English Word focus Bengali definition [ফোউকাস্] (noun) (focuses বা 'foci [ফোউসাই] (১) আলো, তাপ ইত্যাদির মিলনবিন্দু; (দৃষ্টিতে, দূরবীক্ষণের মধ্য দিয়ে, ক্যামেরার পরকলার ভিতর দিয়ে ক্যামেরা প্লেটে) যে বিন্দুতে বা দূরত্বে সবচেয়ে পরিষ্কার ছবি পাওয়া যায়; অধিশ্রয়ণ; ফোকাস: to bring the object into focus. (২) (মনোযোগ, প্রবণতা) কেন্দ্রবিন্দু: the focus of an earthquake/ a storm/a disease. □ (verb transitive), (verb intransitive) (focused, focusing, focuses অথবা focussed, focussing, focusses) (১) focus (on) অধিশ্রয়ণে মিলিত হওয়া বা করা; (যন্ত্রপাতি) অধিশ্রয়ণবদ্ধ করা: focus the sun’s rays on something with a burning glass; focus the lens of a telescope. (২) focus on সংহত/কেন্দ্রীভূত/ নিবন্ধ করা; one’s attention/ efforts/thoughts on a problem.
- English Word focus group Bengali definition [ফোউকাস্ গ্রূপ] (noun) রাজনৈতিক বা প্রশাসনিক নীতি অথবা কোনো ভোগ্যপণ্যের গুণাগুণ যাচাইয়ের লক্ষ্যে জনগণের প্রতিনিধি স্থানীয় সমাজের একটি বিশেষ দলের মতামত সংগ্রহ: There will be four group from each area.
- English Word fodder Bengali definition [ফডা(র্)] [noun] [uncountable noun] গবাদি পশুর শুকনা খাদ্য, জাবনা ইত্যাদি, বিচালি।
- English Word foe Bengali definition [ফোউ] (noun) (কাবিক্য) শত্রু।
- English Word foetus Bengali definition (America(n) = fetus) [ফীটাস] (noun) ভ্রুণ। foetal (America(n) = fetal) [ফীটাল] (adjective) ভ্রূণসংক্রান্ত; ভ্রূণের the foetal position, (গর্ভে) ভ্রূণের অবস্থান।
- English Word fog 1 Bengali definition [ফ্গ America(n) ফোগ] (noun) (১) [uncountable noun] কুয়াশা; কুহেলিকা; কুঞ্ঝটিকা; ধূমিকা। in a fog (লাক্ষণিক) হতবুদ্ধি; বিমূঢ়। fogbank (noun) সাগরে কুয়াশার স্তূপ। fogbound (adjective) কুয়াশার জন্য অগ্রসর হতে অক্ষম; কুয়াশায় আটকা-পড়া। foghorn (noun) কুয়াশার মধ্যে জাহাজকে সতর্ক করতে ব্যবহৃত যন্ত্রবিশেষ; কুহেলিবাঁশি। foglamp (noun) কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় ব্যবহারের জন্য (যানবাহনের) সম্মুখের তীব্র আলোকরশ্মি নিক্ষেপক্ষম ল্যাম্প। fogsignal (noun) কুয়াশার সময় রেললাইনে পেতে রাখা কৌশলবিশেষ, যার উপর দিয়ে ট্রেন চললে বিস্ফোরিত হয়ে গাড়ির চালকদের সতর্ক করে দেয়, কুয়াশাসংকেত। (২) [countable noun] কুয়াশার সময়; আবহাওয়ার অস্বাভাবিক অন্ধকারাচ্ছন্ন অবস্থা। (৩) [countable noun, uncountable noun] আলোকচিত্রের নেগেটিভে অস্পষ্টতা বা ঝাপসা দাগ। □ (verb transitive) (fogged, fogging, fogs) কুয়াশায় ঢাকা; হতবুদ্ধি/উদভ্রান্ত করা। foggy (adjective) (১) (foggier, foggiest) (১) কুয়াশাচ্ছন্ন: foggy weather. (২) ঝাপসা; অস্পষ্ট: a foggy idea.
- English Word fog 2 Bengali definition [ফগ্] (noun) ঘাস বা ফসল কাটার পর আবার যে খাস জন্মে; দোকর ঘাস। □ (verb transitive) জমিতে দোকর ঘাস গজাতে দেওয়া: (গবাদি পশুকে) দোকর ঘাস খাওয়ানো।
- English Word fogey Bengali definition (America(n) = fogy) [ফোউগি] (noun) (plural fogies America(n) fogies) (old) fog মান্ধাতার আমলের ধ্যানধারণাসম্পন্ন লোক; যে তার ধ্যানধারণা পাল্টাতে রাজি নয়।
- English Word foible Bengali definition [ফয়বল] [noun] [countable noun] ব্যক্তি গৌণ চরিত্র, যা নিয়ে সে অহেতুক গর্ববোধ করে; দুর্বলতা।
- English Word foil 1 Bengali definition [ফয়ল] (noun) (১) [uncountable noun] তবক; ধাতুপাত: lead/tin/aluminium foil. (২) [countable noun] যে ব্যক্তি বা বস্তু বৈপরীত্যের মাধ্যমে অন্য ব্যক্তি বা বস্তুর গুণাবলিকে প্রকট করে তোলে।
- English Word foil 2 Bengali definition [ফয়ল্] (noun) অসিখেলার জন্য হালকা তরবারি, যার ফলকে কোনো ধার থাকে না এবং ডগায় একটি বোতাম লাগানো থাকে; ভোঁতা তরবারি।
- English Word foil 3 Bengali definition [ফয়ল] (verb transitive) ব্যর্থ/নিষ্ফল/পর্যুদস্ত/বিফল/ব্যাহত/ভণ্ডুল/পরাহত করা: You can’t foil him/his plans.
- English Word foist Bengali definition [ফয়স্ট্] (verb transitive) foist something (off) on somebody চালাকি করে (কোনো বাজে জিনিস) গছিয়ে দেওয়া।
- English Word fold 1 Bengali definition [ফোউল্ড্] (verb transitive), (verb intransitive) (১) ভাঁজ করা; পাট করা। (২) পাট/ভাঁজ হওয়া; পাট/ভাঁজ করা যায় এমন হওয়া; a folding bed/boat/chair, folding doors. fold (up) (লাক্ষণিক কথ্য) খতম হওয়া; পটল তোলা; উঠে যাওয়া। (৩) fold one’s arms বুকে আড়াআড়ি হাত বাঁধা। fold somebody/something in one’s arms বুকে জড়িয়ে ধরা; আলিঙ্গন করা। (৪) মোড়া; জড়ানো; পেঁচানো; ঢাকা: fold something (up) in paper; hills folded in mist. (৫) (রান্না) কাঠের চামচ দিয়ে ঘুঁটে একটি উপকরণ (ফেটানো ডিম) অন্য উপকরণের (ময়দার) সঙ্গে মেশানো; ঘুঁটে দেওয়া। □ (noun) (১) ভাঁজ; পাট। (২) (পর্বতের) বলি; ভাঁজ। folder (noun) (১) আলগা কাগজপত্র রাখতে (কার্ডবোর্ড বা অন্য শক্ত উপাদানে তৈরি) আধার পত্রাধার। (২) মুদ্রিত বিজ্ঞাপন, রেলের সময়সূচি ইত্যাদিসহ ভাঁজ করা কার্ড বা কাগজ; (America(n)) (দিয়াশলাই প্রভৃতির) আধার হিসেবে ঐরকম কার্ড বা কাগজ।
- English Word fold 2 Bengali definition [ফোউল্ড্] [noun] [countable noun] মেষের খোঁয়াড়; (লাক্ষণিক) কোনো বিশেষ ধর্মমতে বিশ্বাসীদের সমাজ; কোনো খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য। return to the fold, ঘরে ফেরা; বিশেষত নিজ ধর্মীয় সমাজে ফিরে আসা বা যাওয়া। □ (verb transitive) খোঁয়াড়ে (মেষ) আটকে রাখা।
- English Word foliaceous Bengali definition [ফোউলিএইশাস] (adjective) পত্রসদৃশ; পত্রবিষয়ক; ফলকাকার; পত্রাকার।
- English Word foliage Bengali definition [ফোউলিইজ্] [noun] [uncountable noun] কোনো গাছ বা গাছড়ার পত্রসমষ্টি; পত্রসম্ভার; পর্ণরাজি।
- English Word foliate Bengali definition [ফোউলিএইট্] (verb transitive) পিটিয়ে পাত বা তবক বানানো; (খিলান ইত্যাদিতে) পাতার নকশা কাটা; বইয়ের পাতা (পৃষ্ঠা নয়) পরপর সংখ্যা বিন্যস্ত করা। □ [ফোউলিএইট্] (adjective) পত্রসদৃশ; পত্রবিশিষ্ট; পত্রী। foliation [ফোউলিএইশন্] (noun)
- English Word folic Bengali definition [ফোউলিক্] (adjective) ফোলিক এসিডযুক্ত; ফোলিক এসিড সম্বন্ধী। folic acid (noun) ভিটামিন বি বর্গের একটি ভিটামিন, যার অভাব রক্তশূন্যতার অন্যতম কারণ।