F পৃষ্ঠা ২৮
- English Word flute 1 Bengali definition [ফ্লূট] (noun) একপাশে ফুঁ দিয়ে বাজানোর বাঁশিবিশেষ, যার ছিদ্রগুলি চাবির সাহায্যে খোলা ও বন্ধ করা হয়; ফ্লুট। □ (verb intransitive) ফ্লুট বাজানো। flutist [ফ্লুটিস্ট্] (noun) ফ্লুটবাদক।
- English Word flute 2 Bengali definition [ফ্লূট্] (verb transitive) (স্তম্ভ ইত্যাদিতে) লম্বালম্বি খাঁজ কাটা: fluted columns. fluting (noun) (অলংকরণ হিসেবে কোনো কিছুর উপরিভাগে কাটা) খাঁজ; স্তম্ভরেখা।
- English Word flutter Bengali definition [ফ্লূাটার] (verb transitive), (verb intransitive) (১) (পাখি) পাখা ঝাপটানো; পক্ষ বিধুনন করা; কাঁপা: The wingh of the wounded bird are fluttering. (২) পতপত করা বা করানো; পতপত করে ওড়া; দোলা; (হৃদপিণ্ড) ধড়ফড় করা; অস্থিরভাবে চলাফেরা করা: flutter nervously about the room. □(noun) (১) (সাধারণত singular) ঝাপটা; ঝাপটানি; পতপত; স্পন্দন; বিধুনন: the flutter of wings. (২) a flutter অস্থিরতা; বিক্ষোভ; চাঞ্চল্য; in a flutter; cause/make a flutter. (৩) [uncountable noun] কম্পন: wing flutter, উড়ন্ত উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটি হিসেবে। (৪) [countable noun] (কথ্য) জুয়া খেলার উদ্যোগ; ফুর্তি: go to the races and have flutter, বাজি ধরা।
- English Word fluty Bengali definition [ফ্লূটি] (adjective) বাঁশির মতো; বংশীনিন্দিত।
- English Word fluvial Bengali definition [ফ্লূভিআল] (adjective) নদীসংক্রান্ত; নদীজ।
- English Word flux Bengali definition [ফ্লাক্স্] (noun) (১) [uncountable noun] নিরন্তর পরিবর্তন পরম্পরা: in state of flux. (২) [countable noun] (কেবল singular) প্রবাহ; প্রবহন; স্রোত। (৩) [countable noun] গলনের সাহায্যার্থে ধাতুর সঙ্গে মিশ্রিত পদার্থ।
- English Word fly 1 Bengali definition [ফ্লাই] (noun) (plural files) মাছি; মক্ষিকা। a fly in the ointment (লাক্ষণিক) সুখের পরিপূর্ণতার অন্তরায়স্বরূপ অকিঞ্চিৎকর পরিস্থিতি। There are no flies on him (লাক্ষণিক, অপশব্দ) সে বোকা নয়; তাকে ফাঁকি দেওয়া চাট্টিখানি কথা নয়। fly-blown (adjective) (মাংস) মাছির ডিমভরতি (এবং সেইহেতু পচনশীল); (লাক্ষণিক) পচা; বাসী। fly catcher (noun) পাখিবিশেষ; কটকটে। fly-paper (noun) মাছি ধরার জন্য চটচটে কাগজবিশেষ। fly-fish (verb intransitive) টোপ হিসেবে কৃত্রিম মাছি ব্যবহার করে মাছ ধরা। সুতরাং fly-fishing [noun] [uncountable noun] কৃত্রিম মাছি দিয়ে মৎস্যশিকার। fly-trap (noun) মাছি ধরার ফাঁদ। flyweight (noun) '১১২ পাউন্ড বা তার কম ওজনবিশিষ্ট মুষ্টিযোদ্ধা।
- English Word fly 2 Bengali definition [ফ্লাই] (verb intransitive), (verb transitive) (plural) flew [ফ্লূ] (past participle) flown [ফ্লৌন] (১) ওড়া; উড়াল দেওয়া; উড়ে যাওয়া। fly high উচ্চাকাঙ্ক্ষী হওয়া। The bird is/ has flown কাঙ্ক্ষিত ব্যক্তিটি পালিয়েছে; পাখি উড়ে গেছে। (২) (উড়োজাহাজ) চালনা করা; বিমানপথে পরিবহন করা। (৩) শাঁ করে চলে যাওয়া বা আসা; দুদ্দাড় করে ছুটে আসা। fly down the road. The boys flew to have a glimpse of the princess. The window flew open. দড়াম করে খুলে গেল; a flying visit, ক্ষণিকের জন্য আগমন। fly at somebody (ক্রুদ্ধ হয়ে) কারো উপর ঝাঁপিয়ে পড়া। let fly (at) দ্রষ্টব্যlet 1 (s)। fly off the handle, দ্রষ্টব্যhandle. fly in the face of (ক) প্রকাশ্যে। অগ্রাহ্য/অমান্য করা: You must not fly in the face of law. (খ) সম্পূর্ণ বিরুদ্ধ বা বিরোধী হওয়া: You statement flies in the face of what the doctor said. fly into a rage/ passion/temper রাগে জ্বলে ওঠা; হঠাৎ ক্ষেপে যাওয়া। fly to arms সাগ্রহে অস্ত্র তুলে নেওয়া। fly to bits/into pieces খানখান হয়ে ছড়িয়ে পড়া। make the feathers/ fur fly ঝগড়া বা মারামারি লাগানো। make the miney fly টাকা ওড়ানো। send somebody flying মেরে ধরাশায়ী করা। send things flying (প্রচণ্ড রাগে) জিনিসপত্র ইতস্তত ছুড়ে মারা বা ফেলা। (৪) (ঘুড়ি/পতাকা) ওড়ানো। (৫) ছেড়ে পালানো: fly the country.
- English Word fly 3 Bengali definition [ফ্লাই] (noun) (plural flies) (১) (অপিচ কথ্য, 'singular' অর্থে 'proprietary name' প্রয়োগ) পোশাক চেইন বা বোতামের ঘর লাগানোর বা ঢাকার জন কাপড়ের ফালি (যেমন প্যান্টের সম্মুখভাগে)। (২) তাঁবু বা আচ্ছাদিত গাড়ির প্রবেশ পথে ক্যানভাসের ঢাকনা। (৩) (প্রাচীন প্রয়োগ) এক ঘোড়ার ছেকড়া/ভাড়াটে গাড়ি। (৪) পতাকার যে প্রান্ত খুঁটি থেকে দূরে থাকে।
- English Word fly 4 Bengali definition [ফ্লাই] (adjective) অপশব্দ ধূর্ত; হুঁশিয়ার; ধড়িবাজ।
- English Word flyer, flier Bengali definition [ফ্লাইআ(র্)] (noun) (১) অসাধারণ দ্রুতিগতিসম্পন্ন জন্তু, যানবাহন, উড়ুক্কু। (২) বৈমানিক।
- English Word flying Bengali definition [ফ্লাইইঙ] (participial adjective) gerund উড়ন্ত; উড়ুক্কু। যৌগশব্দে flyingboat (noun) পানিতে ভাসতে পারে এমন উড়োজাহাজ; উড়ন্ততরি। flying-bomb (noun) বহুদূরে নিক্ষেপযোগ্য বিস্ফোরকভর্তি রকেট; উড়ন্ত বোমা। flying buttress (noun) (স্থাপত্য) কোনো থাম থেকে দেওয়াল পর্যন্ত প্রলম্বিত ঠেকনা; তেরছা আলম্ব। flying club ক্রীড়া হিসেবে বিমান চালনায় আগ্রহী ব্যক্তিদের সংঘ; উড্ডয়ন সংঘ। flying clours (অনুষ্ঠানাদিতে) উড্ডীয়মান পতাকাশ্রেণি। come through/off with flying colours, দ্রষ্টব্যcolour (৮)। flying column (সামরিক) দ্রুত স্বাধীনভাবে সঞ্চলনক্ষম সেনাদল। flying-fish উড়ুক্কু মাছ। flyingfox (noun) বড় (ফলভোজী) বাদুড়। Flying-Officer (noun) ফ্লাইট লেফটেন্যান্টের অধস্তন কমকর্তা। flying jump যে লাফ দেওয়ার শুরুতে দৌড় দিতে হয়; উড়ুক্কু লাফ। flying saucer (noun) গ্রহান্তর থেকে আগত বলে কথিত অজ্ঞাত পরিচয় উড়ন্ত বস্তু; উড়ন-চাকতি। flying-squad (noun) (সন্দেহভাজন) অপরাধীদের অনুসরণ করতে গঠিত (দ্রুতগামী গাড়িসহ) পুলিশের দল; দ্রুতগামী পুলিশদল। flying visit ( কোথাও যাবার পথে) ক্ষণিকের দর্শন।
- English Word flyleaf Bengali definition [ফ্লাইলীফ্] (noun) বইয়ের শুরু বা শেষে যুক্ত সাদা পৃষ্ঠা।
- English Word flyover Bengali definition [ফ্লাইওউভা(র্)] (noun) (১) (America(n) = overpass) রাস্তা ইত্যাদির উপর দিয়ে আড়াআড়িভাবে নির্মিত বিকল্প রাস্তা, সেতু ইত্যাদি (যেমন মোটর সড়কের উপর); অধিসরণি। (২) (British/Britain) =flypast.
- English Word flypast Bengali definition [ফ্লাইপা:সট America(n) ফ্লাইপ্যাস্ট্] (noun) সামরিক প্রদর্শনীর অংশ হিসেবে সাধারণত নিচু দিয়ে উড়ন্ত বিমানব্যূহ; বিমান শোভাযাত্রা।
- English Word flypost Bengali definition [ফ্লাইপৌস্ট্] (verb transitive) (বিজ্ঞপ্তি ইত্যাদি) দ্রুত (এবং প্রায়ই বেআইনিভাবে) আঁটা/লাগানো। flyposter (noun) ক্ষিপ্রহস্তে বিজ্ঞপ্তি ইত্যাদি যে ব্যক্তি ক্ষিপ্রহস্তে আঁটা বিজ্ঞপ্তি ইত্যাদি, যে ব্যক্তি ক্ষিপ্রহস্তে বিজ্ঞপ্তি আঁটে।
- English Word foal Bengali definition [ফ্লোউল্] [noun] [uncountable noun] (১) ঘোড়ার বাচ্চা; অশ্বশাবক। in/with foal (ঘোড়ি) গর্ভবতী; গাবিন; গাভিন। □ (verb intransitive) বাচ্চা প্রসব করা।
- English Word foam Bengali definition [ফোউম্] [noun] [uncountable noun] (১) ফেনা; ফেন। (২) (অপিচ foam-rubber) (গদি জাজিম ইত্যাদিতে ব্যবহৃত) স্পঞ্জের মতো রাবার; ফোম। □ (verb intransitive) ফেনা ওঠা/তোলা; ফেনায়িত হওয়া বা করা; (লাক্ষণিক) He’s foaming with rage. রাগে ফুঁসছে। foamy (adjective) সফেন; ফেনিল; ফেনায়িত।
- English Word fob 1 Bengali definition [ফ্লব্] (verb transitive) (fobbed, fobbing, fobs) fob something off on somebody; fob sh with something চালাকি বা ধোঁকা দিয়ে কাউকে সামান্য দ্রব্য গছিয়ে দেওয়া।
- English Word fob 2 Bengali definition [ফব] [noun] [countable noun] (আগেকার দিনে কোমরবন্ধে) ঘড়ির পকেট।