F পৃষ্ঠা ৮
- English Word fatality Bengali definition [ফা্ট্যালাটি] (noun) (plural- fatalities) (১) [countable noun] দুর্ভাগ্য; চরম বিপর্যয়; মারাত্মক বা সর্বনাশ অবস্থা। (২) [countable noun] দুর্ঘটনা, যুদ্ধ ইত্যাদিতে সংঘটিত মৃত্যু। (৩) [uncountable noun] নিয়তিগত অবস্থা। (৪) [uncountable noun] মারাত্মক প্রভাব; প্রাণনাশক পরিণতি।
- English Word fate Bengali definition [ফে্ইট্] (noun) (১) [uncountable noun] নিয়তি; অদৃষ্ট। the fates মানুষের জন্ম, জীবন ও মৃত্যু নিয়ন্ত্রণকারী গ্রিক ভাগ্যদেবীত্রয়। (২) [countable noun] ভবিতব্য। (৩) (singular) মৃত্যু; ধ্বংস; চরম পরিণতি: meet one’s fate, নিহত হওয়া বা মৃত্যুমুখে পতিত হওয়া। □ (verb transitive) (সাধারণত কর্মবাচ্যে) নিয়তিনির্দিষ্ট করা। fated (adjective) নিয়তিনির্দিষ্ট।
- English Word fateful Bengali definition [ফেইটফ্ল্] (adjective) (১) নিয়তিনির্দিষ্ট; গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত; চরম; অবশ্যম্ভাবী। (২) ভবিষ্যদ্বাণীমূলক। fatefully (adverb)
- English Word father 1 Bengali definition [ফা:দা(র্)] (noun) (১) বাবা; পিতা; জনক। The child is the father to the man (প্রবাদ) মানুষের শৈশবকাল ভবিষ্যতের ইঙ্গিতবহ। The wish is father to the thought (প্রবাদ) আমরা সম্ভবত তাই বিশ্বাস করি যা সত্যি হোক বলে আমরা কামনা করি। father-in-law [ফা্দার ইন্লো] (noun) (fathers-in-law) শ্বশুর। father figure সর্বজনশ্রদ্ধেয় পিতৃতুল্য বৃদ্ধ নেতা। (২) (সাধারণত plural) পূর্বপুরুষ। (৩) প্রতিষ্ঠাতা বা প্রথম নেতা। (৪) our (Heavenly) Father ঈশ্বর। (৫) যাজকদের আখ্যা (the Holy Father, পোপ)। (৬) ব্যক্তিত্ব আরোপমূলক আখ্যা (father Time)। father hood [ফা্দার হুড] (noun) [uncountable noun] পিতৃত্ব। fatherland (noun) স্বদেশ। fatherless পিতৃহীন। fatherly (adjective) পিতৃসুলভ বা পিতার ন্যায়: fatherly affection.
- English Word father 2 Bengali definition [ফা:দা(র্)] (verb transitive) (১) কোনো ধারণা বা পরিকল্পনা ইত্যাদির উদ্ভাবক হওয়া। (২) অপত্যাদিরূপে গ্রহণ করা। (৩) father on/upon পিতৃত্ব/মালিকানা ইত্যাদি আরোপ করা: Why are you fathering the feature on me!
- English Word fathom Bengali definition [ফ্যাদাম্] (noun) পানির গভীরতার পরিমাপক; বাঁও (৬ ফুট)। □ (verb transitive) গভীরতা মাপা; (লাক্ষণিক) তলদেশে পৌঁছা বা তল পাওয়া। fathomless (adjective) অগাধ; অতল।
- English Word fatigue Bengali definition [ফাটীগ্] (noun) (১) [uncountable noun] শ্রান্তি; ক্লান্তি; অবসাদ। (২) [uncountable noun] দীর্ঘস্থায়ী পীড়নের ফলে ধাতুতে দুর্বলতা। (৩) [countable noun] ক্লান্তিকর কাজ; সৈনিকদের বেসামরিক দায়িত্ব (রান্না, কাপড় ধোয়া ইত্যাদি)। fatigue-party ঐরূপ দায়িত্বপ্রাপ্ত সৈন্যের দল। □ (verb transitive) শ্রান্ত বা ক্লান্ত করা।
- English Word fatten Bengali definition [ফ্যাটেইন] (verb transitive), (verb intransitive) fatten (up) মোটা করা বা হওয়া।
- English Word fatty Bengali definition [ফ্যাটি] (adjective) (fattier, fattiest) চর্বিযুক্ত।
- English Word fatuous Bengali definition [ফ্যাচিউআস্] (adjective) বোকা; জড়বুদ্ধি; বোকার ন্যায় আত্মতুষ্টি প্রদর্শনকারী: a fatuous smile. fatuously (adverb) fatuity [ফাটিউআটি America(n) ফাটুুউআটি] (noun) জড়ত্ববোধসম্পন্ন অবস্থা। [countable noun] (plural fatuities) fatuity remark.
- English Word faucet Bengali definition [ফোসিট্] (noun) (বিশেষত America(n)) তরল পদার্থ বের করতে পিপাসংলগ্ন নল বা কল; (তুলনীয় British/Britain tap)।
- English Word fault Bengali definition [ফোল্ট্] (noun) (১) [countable noun] ত্রুটি; দোষ। at fault ভুল অবস্থায়; হতবুদ্ধি অবস্থায়। to a fault অতিমাত্রায়। find fault (with) খুঁত বা দোষ ধরা; অভিযোগ করা। fault-finder (noun) ছিদ্রান্বেষণকারী (ব্যক্তি)। fault-finding (noun) ছিদ্রান্বেষণ। (২) [uncountable noun] ভুল হওয়ার দায়িত্ব; ভুল: It was my fault that we missed the train. (৩) খুঁত; ভুলভাবে করা কিছু। (৪) [countable noun] স্তরচ্যুতি; স্তরভঙ্গ: a fault in rock. □ (verb transitive) দোষ ধরা: He always faults my performance. faultless (adjective) নিখুঁত; ত্রুটিহীন; নির্দোষ। faultlessly (adverb) faulty (adverb) ত্রুটিযুক্ত; ত্রুটিপূর্ণ faultily ত্রুটিপূর্ণভাবে।
- English Word faun Bengali definition [ফোন্] (noun) (রোমান উপকথায়) ছাগলের শিং এবং পাযুক্ত বনদেবতাবিশেষ।
- English Word fauna Bengali definition [ফোনা] (noun) (plural faunas) কোনো জায়গায় কোনো বিশেষ সময়ের প্রাণিকুল।
- English Word faux pas Bengali definition [ফআউপা:] (noun) (ফরাসি) (বহুবচনে অপরিবর্তনীয়) সামাজিক ভুল পদক্ষেপরূপে গণ্য অদূরদর্শী বা হঠকারী আচরণ মন্তব্য; বেখাপ্পা আচরণ, কথা।
- English Word favicon Bengali definition [ফেইভিক্ন্] [noun] [countable noun] (Favorite icon–এর সংক্ষেপ) (বিশেষত) (plural favicons) (১) ওয়েবসাইট বা ওয়েবপেজে ব্যবহৃত খুদে আইকন; I instantly noticed something new: the favicon was Yahoo’s Y! (২) কোনো ওয়েবসাইট কম্পিউটারের বুকমার্ক মেন্যুতে সংরক্ষণ করার পর যে খুদে গ্রাফিক ওয়েবসাইটটির নামের আগে দেখা যায়। এটা shortcut icon, website icon, tab icon, Irina ও bookmark icon নামেও পরিচিত।
- English Word favour Bengali definition (America(n) = favor) [ফেইভা(র্)] (noun) (১) [uncountable noun] অনুগ্রহ; সুনজর: win someone’s favour. be/stand high in somebody’s favour কারো সুনজরে থাকা বা অনুগ্রহভাজন হওয়া। find favour with somebody কারো অনুগ্রহ পাওয়া। lose favour with somebody কারো অনুগ্রহ থেকে বঞ্চিত হওয়া। (২) [uncountable noun] সহায়; সমর্থন; আনুকূল্য। in favour of (ক) সমর্থনে; পক্ষে: We are in favour of election. (খ) কারো পক্ষে বা কারো হয়ে; অনুকূলে: The cheque was drawn in favour of the firm. In somebody’s favour কারো স্বার্থে: The decision was in his favour. (৩) [uncountable noun] প্রশ্রয়; পক্ষপাতিত্ব। without fear or favour সম্পূর্ণ পক্ষপাতহীনভাবে। (৪) [countable noun] অনুগ্রহ (অনুগ্রহ প্রদর্শনকারী কাজ): Would you please do me a favour. (৫) [countable noun] অনুগ্রহের চিহ্নস্বরূপ প্রদত্ত পদক, অভিজ্ঞান ইত্যাদি।
- English Word favour 2 Bengali definition (America(n) = favor) [ফেইভা(র্)] (verb transitive) (১) অনুগ্রহ করা বা দেখানো; সমর্থন করা। (২) পক্ষপাতিত্ব প্রদর্শন করা: The examiner favoured the particular student. (৩) favour somebody with something (প্রাচীন প্রয়োগ আনুষ্ঠানিক) কিছুর মাধ্যমে কিছু করে দিয়ে কাউকে অনুগ্রহীত করা; ধন্য করা: favour somebody with a recommendation. (৪) (পরিস্থিতি) সম্ভবপর বা সহজসাধ্য করা: The weather favoured pur voyage. (৫) (প্রাচীন প্রয়োগ) অনুরূপ বৈশিষ্ট্যের হওয়া: The child favours its father. ill/ well favoured কুদর্শন/সুদর্শন।
- English Word favourable Bengali definition (America(n) =favorable) [ফেইভারাব্ল্] (adjective) অনুকূল; সহায়ক; সুবিধাজনক: a favourable report, favourable circumstances. favourably (adverb) অনুকূলে; সুবিধাজনকভাবে।
- English Word favourite Bengali definition (America(n) = favorite) [ফেইভারিট্] (noun) (১) অপেক্ষাকৃত বেশি পছন্দের বা প্রিয় ব্যক্তি/বস্তু: My favourite writer. the favourite. (২) খেলা, ঘোড়দৌড় ইত্যাদিতে সম্ভাব্য জয়ী দল, ঘোড়া ইত্যাদি: That team was the favourite in last year’s cup-final. (৩) সবচেয়ে বেশি সুবিধাপ্রাপ্ত বা আনুকূল্যপ্রাপ্ত ব্যক্তি। favouritism [noun] [uncountable noun] প্রিয় ব্যক্তিদের প্রতি পক্ষপাতিত্ব।