স পৃষ্ঠা ৮
- Bengali Word সংস্মরণ English definition [শঙ্শঁরোন্] (বিশেষ্য) সম্যক্রূপে স্মরণ। সংস্মৃতি (বিশেষ্য) ১ স্মরণ। ২ সংস্কারগত স্মরণ। {(তৎসম বা সংস্কৃত) সম্+√স্মৃ+অন(ল্যুট্)}
- Bengali Word সংস্রব English definition [শঙ্স্রব] (বিশেষ্য) ১ সম্পর্ক; সম্বন্ধ; ছোঁয়াচ (নেতাদের সংস্রব)। ২ প্রভাব (ধর্মসংস্রবমুক্ত)। সংস্রবচ্যুত (বিশেষণ) সম্পর্কমুক্ত (হঠাৎ সংস্রাবচ্যুত হয়ে গেল-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√স্রু+অ(অপ্)}
- Bengali Word সংহত English definition [শঙ্হতো] (বিশেষণ) ১ সম্মিলিত; সঙ্ঘবদ্ধ; সমবেত (সংহত জনতার প্রতিবাদ)। ২ জমাট; ঘনীভূত; সুদৃঢ় (সংহত বাষ্প)। ৩ সম্যক আঘাতপ্রাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) সম্+√হন্+ত(ক্ত)}
- Bengali Word সংহতি English definition [শঙ্হোতি] (বিশেষ্য) ১ সম্যক মিলন; ঐক্য। ২ সঙ্গী; সাথি (যথা যাও তথা মুই যাইব সংহতি-বিজয় গুপ্ত)। ৩ সঙ্ঘ। ৪ সমূহ। ৫ ঘনীভূত হওয়া। □ (ক্রিয়াবিশেষণ) সঙ্গে (রতিরে সংহতি লহ-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। সংহতিবাদ (বিশেষ্য) সঙ্ঘবদ্ধ কর্মসাধন মতবাদ; যৌথ মুলধন বিনিয়োগ; সমর্থনকারী সাম্যবাদী মতবাদ; collectivism। {(তৎসম বা সংস্কৃত) সম্+√হন্+তি(ক্তি)}
- Bengali Word সংহরণ English definition [শঙ্হরোন্] (বিশেষ্য) ১ বিনাশ; সংহার (জন্ম, মৃত্যু, সংহরণ এই হলো প্রভৃতির নিয়ম)। ২ সংযতকরণ; প্রত্যাহরণ। ৩ সংক্ষেপ বা বাতিল করণ (তিনি অধিকাংশ উমেদারকেই উপক্রমণিকায় আশ্বাস দেন কিন্তু উপসংহারে সেটা সংহরণ করেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। সংহর্তা (বিশেষণ) সংহারকারী; বিনাশক (স্রষ্টাই বড় সংহর্তা)। সংহর্ত্রী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√হৃ+অন(ল্যুট্)}
- Bengali Word সংহর্ষ English definition [শঙ্হর্শো] (বিশেষ্য) ১ সম্যক আনন্দ। ২ আমোদ-প্রমোদ। ৩ রোমাঞ্চ। {(তৎসম বা সংস্কৃত) সম্+√হৃষ্+অ(ঘঞ্)}
- Bengali Word সংহার English definition [শঙ্হার্] (বিশেষ্য) ১ বিনাশ; ধ্বংস; প্রলয় (সৃষ্টি-সংহার)। ২ অবসান (উপসংহার)। ৩ প্রত্যাকর্ষণ; সংযতকরন (বাক্য-সহার)। ৪ সংগৃহীত বস্তু (ভাগিনা আহার করে...সংহার-ঘন)। ৫ সংকোচন। সংহারক (বিশেষণ) ১ সংহারকারী; বিনাশকারী। ২ প্রতিষেধক (রোগ-সংহারক ঔষধ। সংহর্ষমূর্তি (বিশেষ্য) ধ্বংসকর মূর্তি; অতিশয় ভয়াবহ আকার (চীনা বিপ্লব সংহার মূর্তি ধারণ করে....নিশ্চিহ্ন করল না-আবুল কালাম শামসুদ্দিন)। সংহর্তা,সংহারকারী (বিশেষণ) বিনাশক। {(তৎসম বা সংস্কৃত) সম্+√হৃ+অ(ঘঞ্)}
- Bengali Word সংহারা English definition [শঙ্হারা] (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) সংহার করা। {(তৎসম বা সংস্কৃত) সংহার+(বাংলা) আ}
- Bengali Word সংহিত English definition [শোঙ্হিতো] (বিশেষণ) মিলিত; সংগৃহীত। {(তৎসম বা সংস্কৃত) সম্+√ধা+ত(ক্ত)}
- Bengali Word সংহিতা English definition [শোঙ্হিতা] (বিশেষ্য) ১ হিন্দুদের পবিত্র ও অবশ্যপালনীয় নির্দেশসমূহ (তোমার গানে পেয়েছি যে ধন সার সে সকল সংহিতার-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ সংকলন-গ্রন্থ; বেদের মন্ত্রসমূহ (ঋগ্বেদ সংহিতা)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√ধা+ত(ক্ত)+আ(টাপ্)}
- Bengali Word সংহূতি English definition [শোঙ্হুতি] (বিশেষ্য) বহু লোকের সমবেত আহ্বান। {(তৎসম বা সংস্কৃত) সম্+√হেব+তি(ক্তি)}
- Bengali Word সংহৃত English definition [শোঙ্হৃতো] (বিশেষণ) ১ সঞ্চিত; সংগৃহীত (সংহৃত সম্পদ)। ২ বিনষ্ট; অপহৃত। ৩ সংক্ষিপ্ত; সংকুচিত। সংহৃতি (বিশেষ্য) ১ সংগ্রহ (কবিতার সংহৃতি)। ২ সংহার; ধ্বংস (প্রাকৃতিক সংহৃতির কোনো প্রতিকার নেই)। ৩ প্রত্যাকর্ষণ; সংকোচন (অণুপরমাণুর সংহৃতি)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√তৃ+ত(ক্ত)}
- Bengali Word সঅ (প্রাচীন বাংলা) English definition [সঅ] (বিশেষ্য) ১ স্ব (সঅ সম্বঅণ সরুঅ-চর্যা)। ২ সহ (সঅ মণ্ডল সএল ভাজই-চর্যা)। {(তৎসম বা সংস্কৃত) স্ব>}
- Bengali Word সঅল (প্রাচীন বাংলা) English definition [সঅল] (বিশেষণ) সকল (বিফারিয়া পুণু সংহারিঅ-চর্যা)। {(তৎসম বা সংস্কৃত) সকল>}
- Bengali Word সই ১ English definition [শোই] (বিশেষ্য) সখী (শরমে সরমা সই মরিলা-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) সখী>}
- Bengali Word সই ২ English definition [শোই] (বিশেষ্য) দস্তখত; স্বাক্ষর (নামসই)। {(আরবি) সহীহ =ঠিক, নির্ভুল}
- Bengali Word সই ৩ English definition [শোই] (বিশেষণ) শায়িত; মধ্যে নিক্ষিপ্ত (ভূতল-সই)। {(তৎসম বা সংস্কৃত) শায়ী>}
- Bengali Word সই ৪ English definition [শোই] (বিশেষণ) ১ পর্যন্ত; সমান (হাতসই পানি)। ২ যোগ্য; অনুরূপ (পছন্দসই, টেকসই)। {(আরবি) শৱা}
- Bengali Word সই ৫ English definition [শোই] (ক্রিয়া) সহ্য করি (এ জ্বালা সই কী করে)। {(তৎসম বা সংস্কৃত) √সহ্>}
- Bengali Word সইব, সইবো, সবো English definition [শোইবো, সইবো, শবো] (ক্রিয়া) সহ্য করবো (অন্যায় সইব কেন?)। {(তৎসম বা সংস্কৃত) √সহ্>}