স পৃষ্ঠা ১০
- Bengali Word সকাণ্ড English definition [সকান্ডো] (বিশেষণ) কাণ্ড বা শাখা যুক্ত; শর বা বাণসহ। {(তৎসম বা সংস্কৃত) স+কাণ্ড; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সকাতর English definition [শকাতোর্] (বিশেষণ) বিনীত; ব্যগ্র; অতীব ব্যাকুল; অতিশয় দুঃখ বা কাতরতার সঙ্গে (চিত্ত চঞ্চল সকাতর-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) স+কাণ্ড; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সকাম English definition [শকাম্] (বিশেষ্য) কামনাযুক্ত; ফলাকাঙ্ক্ষাযুক্ত (সকাম কর্ম)। □(বিশেষণ) কামনা চরিতার্থ হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) স+কাম; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সকারাত, ছক্রাৎ English definition [সকারাত্, ছক্ক্রাত্] (বিশেষ্য) কফসমেত ঊর্ধ্বশ্বাসজনিত মৃত্যু-যন্ত্রণা (তন্দ্রা ছুটিয়া গিয়া মৃত্যু ছক্রাৎ শুরু হইবে-মাহবুব-উল-আলম)। {(আরবি) সকরাত}
- Bengali Word সকারী English definition [শকারি] (বিশেষণ) ক্রিয়াশীল; সক্রিয়; active। অকারী (বিপরীতার্থক শব্দ)। {(তৎসম বা সংস্কৃত) সকার+ইন্(ইনি)}
- Bengali Word সকাল, সক্কাল English definition [শকাল্, শক্কাল্] (বিশেষ্য) ভোরবেলা (সকালে উঠিয়া আমি মনে মনে বলি; সক্কাল বেলাই মারামারি করিতে ছুটিসনি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। □(বিশেষণ) ত্বরা; শীঘ্র (আমার বচনে তুমি চলহে সকাল-গুণরাজ)। সকাল সকাল (ক্রিয়াবিশেষণ) শীঘ্র; তাড়াতাড়ি; অবিলম্বে; বেলা থাকতে থাকতে। {(তৎসম বা সংস্কৃত) উষঃ+কাল>; (তৎসম বা সংস্কৃত) সুকাল>}
- Bengali Word সকাশ English definition [শকাশ্] (বিশেষ্য) নিকট; সন্নিধান; সমীপ (আজ কি কহিব যাইয়া তাহার সকাশে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) স+কাশ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সকুণ্ডল English definition [শকুন্ডল্] (বিশেষণ) কানের কুণ্ডল বা কর্ণাভরণসহ। {(তৎসম বা সংস্কৃত) স+কুণ্ডল; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সকুল্য English definition [শকুল্লো] (বিশেষণ) সমকুলোদ্ভব; সগোত্র (সকুল্য ব্যক্তিদ্বয়)। {(তৎসম বা সংস্কৃত) সকুল+য(যৎ)}
- Bengali Word সকৃৎ English definition [শকৃত্] (অব্যয়) একবার মাত্র (মকৃৎগর্ভা গাভী)। ২ সর্বদা; নিরন্তর। সকুল্যফলা (বিশেষণ) একবার মাত্র ফল দেয় এমন গাছ (যথা কলাগাছ, ধানগাছ)। {(তৎসম বা সংস্কৃত) স+কৃৎ}
- Bengali Word সকৌতুক English definition [শকোউতুক্] (বিশেষণ) কৌতুকযুক্ত (সকৌতুকে চেয়ে আছে)। {(তৎসম বা সংস্কৃত) স+কৌতুক; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সক্কর English definition [শক্কর্] (বিশেষ্য) মিষ্টি; চিনি; শর্করা (যেন মিষ্ট ফল ইক্ষু সক্কর চাবায়-সৈয়দ আলাওল)। {(আরবি) সুকর}
- Bengali Word সক্কা English definition [সক্কা] (বিশেষণ) ভিস্তি; পানি বহন করে এমন (সক্কা হৈল বরুষ-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(আরবি) সকা}
- Bengali Word সক্কাল English definition ⇒ সকাল
- Bengali Word সক্ত English definition [শক্তো] (বিশেষণ) আসক্ত; অনুরক্ত; সংলগ্ন। সক্তি (বিশেষ্য) আসক্তি; কামনা। {(তৎসম বা সংস্কৃত) √সন্জ্+ত(ক্ত)}
- Bengali Word সক্তু English definition [শোক্তু] (বিশেষ্য) যবচূর্ণ; ছাতু (চৈত্র বায়ু তাড়িত সক্তু-কাণ্ড)। {(তৎসম বা সংস্কৃত) √সচ্+তু(তুন্)}
- Bengali Word সক্রিয় English definition [শোক্ক্রিয়ো] (বিশেষণ) ১ ক্রিয়াশীল (সক্রিয় থাকা)। ২ কার্যকর; কাজের সঙ্গে বিদ্যমান (সক্রিয় ব্যবস্থা)। সক্রিয়তা (বিশেষ্য) কার্যকারিতা; কর্মশীলতা (এই কাজে তার সক্রিয়তা প্রশংসাহ)। {(তৎসম বা সংস্কৃত) স+ক্রিয়া; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সক্ষত English definition [শক্খতো] (বিশেষণ) ক্ষতযুক্ত; দোষ আছে এমন। {(তৎসম বা সংস্কৃত) স+ক্ষত; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সক্ষম English definition [শক্খম্] (বিশেষণ) সবল; সমর্থ; শক্তিময়। অক্ষম (বিপরীতার্থক শব্দ) (তুমি সক্ষম আমি অক্ষম)। সক্ষমতা (বিশেষণ) সবল অবস্থা; শক্তিযুক্ত অবস্থা; নিপুণতা; ক্ষমতা সামর্থ্য। {(তৎসম বা সংস্কৃত) স+ক্ষম}
- Bengali Word সক্ষোভ English definition [শক্খোভ্] (বিশেষ্য) ক্ষোভযুক্ত অবস্থা; উদ্বেগে চঞ্চল। সক্ষোভে (ক্রিয়াবিশেষণ) অত্যন্ত উদ্বেগের সঙ্গে। {(তৎসম বা সংস্কৃত) স+ক্ষোভ}