স পৃষ্ঠা ১১
- Bengali Word সকড়ি, সঁকড়ী English definition [শোক্ড়ি, শোঁকড়ী] (বিশেষ্য) ১ এঁটো; উচ্ছিষ্ট (দেখছিস সকড়ী হাত-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ অন্নব্যঞ্জনাদির স্পর্শদুষ্টতা। {(তৎসম বা সংস্কৃত) সঙ্কর>}
- Bengali Word সখ (প্রাচীন প্রয়োগ), সক (প্রাচীন প্রয়োগ), শখ English definition [শখ্, শক্, শখ্] (বিশেষ্য) ১ অভিরুচি; আগ্রহ। ২ উচ্চাশা; যশ (যে হয় সে হয় আজ সংগ্রামে একক পরান হারাই কিম্বা রেখে যাই সক-ঘনরাম চক্রবর্তী)। ৩ ঝোঁক। ৪ আমোদ। ৫ বিলাস। {(আরবি) শৱক}
- Bengali Word সখা English definition [শখা] বন্ধু; সঙ্গী; সহচর; বয়স্য; সুহৃৎ; মিত্র (মোর সখা হইবা তুমি বেহেস্তে নিশ্চয়-সৈয়দ সুলতান)। সখাবর (বিশেষণ) শ্রেষ্ঠ সখা (মহম্মদ আল্লাহর রসুল সখাবর-দৌলত উজির বাহরাম খান)। সখিতা (বিশেষ্য) সখীভাব; বন্ধুত্ব। সখী, সখি (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)বান্ধবী; বন্ধুত্ব। সখী, সখি (বিশেষ্য) বান্ধবী; সহচরী (সখিরে বন অতি রমিত হইল ফুল ফুটনে-মাইকেল মধুসূদন দত্ত)। সখীভাব (বিশেষ্য) ১ সখীর ন্যায় আচরণ। ২ বৈষ্ণব সাধন প্রণালিবিশেষ। সখীসংবাদ (বিশেষ্য) মথুরায় শ্রীকৃষ্ণের নিকট বৃন্দা দূতীর বিরহিণী রাধিকার মানসিক অবস্থার বর্ণনা বা ওই বিষয়ক গান; কবিগানের অংশবিশেষ। সখ্য, সখিত্ব (বিশেষ্য) বন্ধুত্ব। সখ্যতা (অশুদ্ধ)। {(তৎসম বা সংস্কৃত) সহ+√খিদ্+ই=সখি; ১ম (একবচন) ‘সখা’}
- Bengali Word সখাওত, সাখাওত English definition [শখায়োত, শাখায়োত] (বিশেষ্য) দানশীলতা; উদারতা। □(বিশেষণ) দানশীলতার গুণে গুণান্বিত; দাতা উদার (বড় সখাওত লাড়কা হইবে জাহানে-সৈয়দ হামজা; বড়া ছখাওত মর্দ ইউসুফ জামাল-ফকির গরীবুল্লাহ)। সখাওতি, সাখাওতি (বিশেষ্য) দান দাক্ষিণ্য (হাতেম পাইয়া দান করে সাখাওতি কাম-সৈয়দ হামজা)। সখী (বিশেষণ) দাতা; উদার; দানশীল; মুক্তহস্ত। {(আরবি) সখাৱত}
- Bengali Word সখি, সখিত্ব English definition ⇒ সখা
- Bengali Word সখিল English definition [শোখিল্] (আরবি সখী শব্দের বিকৃত রূপ) (বিশেষণ) উদার; দয়ালু; সহৃদয় (সখিল বলিয়া আমারে সবাই জানাইলো সম্মান-সৈয়দ আলী আহসান)। সখিলি (বিশেষ্য) উদারতা; দয়া (যদি যাও কভু বসবার দেশে জেনে নিও তুমি সখিলি কাহারে বলে-আহসান হাবীব)। {(আরবি) সখী}
- Bengali Word সখী, সখীবর English definition ⇒ সখা
- Bengali Word সখেদ English definition [শখেদ্] (বিশেষণ) খেদযুক্ত। সখেদে (ক্রিয়াবিশেষণ) দুঃখের সঙ্গে। {(তৎসম বা সংস্কৃত) সহ+খেদ}
- Bengali Word সগর English definition [শগর্] (বিশেষণ) বিষযুক্ত। □ (বিশেষ্য) হিন্দুপুরাণ মতে সূর্যবংশীয় রাজাবিশেষ (সগরখাত সাগর-জলে বাঁধিল সেতু তোমার সন্তানেরা-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) স+গর; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সগর্ভ English definition [শগর্ভো] (বিশেষণ) গর্ভযুক্ত। □ (বিশেষ্য) সহোদর। সগর্ভা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)অন্তঃসত্ত্বা; সমান গর্ভসদ্ভূতা। □ (বিশেষ্য) গর্ভিণী; সহোদরা। {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+গর্ভ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সগুণ English definition [শগুণ্] (বিশেষণ) ১ গুণযুক্ত; সুফল; গুণবান (সগুণ লোক)। ২ ছিলাযুক্ত (সগুণ ধনুক)। ৩ সত্ত্ব রাজঃ তমঃ-এই তিন গুণযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+গুণ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সগুণী (মধ্যযুগীয় বাংলা) English definition [শগুনি] (বিশেষ্য) শকুন অর্থাৎ পাখি সম্পর্কে অভিজ্ঞ; ব্যাধ (মোঁ দেখিলো সগুণী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) শকুন (শাকুনিক)>সগুণ}
- Bengali Word সগোত্র English definition [শগোত্ত্রো] (বিশেষ্য) (বিশেষণ) একবংশজাত; জ্ঞাতি; আত্মীয়। □ (বিশেষ্য) এক মনোধর্মবিশিষ্ট। সগোত্রা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) স(সমান)+গোত্র}
- Bengali Word সগ্গ English definition [শগ্গো] (বিশেষ্য) স্বর্গ। {(তৎসম বা সংস্কৃত) স্বর্গ>}
- Bengali Word সগ্গল English definition [শগ্গল] (বিশেষণ) সকল। {(তৎসম বা সংস্কৃত) সকল>}
- Bengali Word সগড়ি English definition [শগোড়ি] (বিশেষ্য) সকড়ি; এঁটো; স্পৃষ্ট (এমন পোড়া কপাল করেছিলাম ঘর দোর সব সগড়ি হয়ে গেল-দীনবন্ধু মিত্র)। {⇒ সকড়ি}
- Bengali Word সঘন ১ English definition [শঘনো] (বিশেষণ) (ক্রিয়াবিশেষণ) ঘন ঘন; খুব নিকট; বারবার; নিরন্তর (সঘন সারি দিয়ে দাঁড়ায় ঘেঁষে-রবীন্দ্রনাথ ঠাকুর; বরিষার মেঘে যেন বরিষে সঘন-সরদার জয়েনউদ্দীন)। সঘনে (ক্রিয়াবিশেষণ) (কাব্যে) বারেবারে; মুহুর্মুহু (দাদুরী ডাকিছে সঘনে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(বাংলা) স+(তৎসম বা সংস্কৃত) ঘন}
- Bengali Word সঘন ২ English definition [শঘনো] (বিশেষণ) মেঘযুক্ত; মেঘাবৃত (সঘন গগন-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) সহ+ঘন}
- Bengali Word সঘনে English definition ⇒ সঘন১
- Bengali Word সঘর English definition [শঘর্] (বিশেষ্য) সমতুল্য ঘর; কুলীন; বৈবাহিক সম্বন্ধ স্থাপনের পক্ষে উপযুক্ত বংশ। অঘর (বিপরীতার্থক শব্দ)। {(বাংলা) স+ঘর}