স পৃষ্ঠা ৭
- Bengali Word সংসর্গ English definition [শঙ্শর্গো] (বিশেষ্য) ১ সংস্রব; মেলামেশা; সঙ্গ (সাধু সংসর্গ)। ২ সম্পর্ক (সংসর্গ ত্যাগ করা)। ৩ সহবাস; সঙ্গম (স্ত্রী সংসর্গ)। সংসর্গদোষ (বিশেষ্য) সঙ্গদোষ। সংসর্গী(-গিন্) (বিশেষণ) সংসর্গ রক্ষাকারী; সহবাসকারী। {(তৎসম বা সংস্কৃত) সম্+√সৃজ্+অ(ঘঞ্)}
- Bengali Word সংসর্প, সংসর্পণ English definition [শঙ্শর্পো, শঙ্শর্পোন্] (বিশেষ্য) সাপের ন্যায় গতি; সংপ্রসারণ; বিস্তার। সংসর্পী, সংসর্পিত (বিশেষণ) ক্রম বিস্তার লাভ করে এমন। {(তৎসম বা সংস্কৃত) সম্+সৃপ্+অ(ঘঞ্)+অন(ল্যুট্)}
- Bengali Word সংসার English definition [শঙ্শার্] (বিশেষ্য) ১ পরিবার; ঘরকন্না; গার্হস্থ্য জীবন (অপুর সংসার)। ২ জগতের মায়াবন্ধন; মরজগৎ (সংসারবিরাগী)। ৩ ইহোলোক; পৃথিবী; দুনিয়া; জগৎ; মর্ত্যলোক (দুইদিনের সংসারের প্রতি এত মায়া কেন)। ৪ বিবাহ (একাধিক সংসার গ্রহণ করা)। ৫ পত্নী (প্রথম সংসারের ছেলে)। ৬ পারিবারিক অবস্থা (সংসার ভালো চলে না)। সংসারত্যাগ (বিশেষ্য) সংসারের মায়া কাটানো। সংসারত্যাগী (-গিন্) (বিশেষণ) সন্ন্যাসী; বৈরাগী (সংসারত্যাগী জনারণ্যে ফিরে যান না)। সংসারধর্ম, সংসারাশ্রম (বিশেষ্য) গার্হস্থ্য জীবন; স্ত্রী পুত্র নিয়ে লোকালয়ে বসবাসকরণ। সংসার পাতা (ক্রিয়া) বিয়ে করে ঘরকন্না শুরু করা (তিনি সংসার পেতে বসলেন)। সংসারবন্ধন (বিশেষ্য) স্ত্রীপুত্র সম্বলিত পার্থিব জগতের আকর্ষণ; মায়াময় জীবনের বন্ধন। সংসার-বাসনা, সংসার-কামনা (বিশেষ্য) সংসার পাতার ইচ্ছা; পার্থিব কামনা। সংসারযাত্রা (বিশেষ্য) গার্হস্থ্য জীবন; স্ত্রীপুত্র নিয়ে জীবনযাত্রা নির্বাহ। সংসারলীলা (বিশেষ্য) বৈচিত্র্যময় জাগতিক জীবনযাত্রার অভিনয়; মানবজন্ম (সংসার-লীলা বোঝা খুব দুরূহ)। সংসারস্রোত (বিশেষ্য) সংসারের গতি; জীবন প্রবাহ। সংসারাসক্ত (বিশেষণ) জাগতিক বিষয় বাসনায় লিপ্ত। সংসারী (বিশেষণ) সংসারধর্ম পালনকারী; গৃহস্থ। সংসারিয়ানা (বিশেষণ) গৃহিণীপনা (কেন না রান্নাঘর মানে ত দস্তুর মত গুছিয়ে বসা সংসারিয়ানা-বুদ্ধদেব বসু)। ঘোর সংসারী (বিশেষণ) ভোগ-সুখে অতিশয় আসক্ত। {(তৎসম বা সংস্কৃত) সম্+√সৃ+অ(ঘঞ্)}
- Bengali Word সংসিক্ত English definition [শঙ্শিক্তো] (বিশেষণ) সম্পূর্ণ ভিজা; পূর্ণাভাবে আর্দ্র (রাজপথ সকল মার্জিত ও সুগন্ধ সলিলে সংসিক্ত হইতে লাগিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√সিচ্+ত(ক্ত)}
- Bengali Word সংসিদ্ধ English definition [শঙ্শিদ্ধো] (বিশেষণ) ১ সম্যক সিদ্ধ; উত্তমরূপে সিদ্ধ (সংসিদ্ধ ধাম)। ২ স্বভাবসিদ্ধ (সংসিদ্ধ ঔষধী)। ৩ সুসম্পন্ন; সুনিষ্পন্ন (সংসিদ্ধ কর্ম)। ৪ সফল (তিনি একাজে সংসিদ্ধ)। সংসিদ্ধি (বিশেষ্য) ১ সফলতা। ২ স্বাভাবিক অবস্থা। ৩ সম্যক নিষ্পাদন। {(তৎসম বা সংস্কৃত) সম্+√সিধ্+ত(ক্ত)}
- Bengali Word সংসূচিত English definition [শঙ্শুচিতো] (বিশেষণ) সম্যক সূচিত; ব্যক্ত (আদর্শ সংসূচিত হইয়াছে)। সংসূচন (বিশেষ্য) ব্যক্তকরণ। {(তৎসম বা সংস্কৃত) সম্+√সূচ্+ত(ক্ত)}
- Bengali Word সংসৃতি English definition [শঙ্সৃতি] (বিশেষ্য) ১ সঙ্গে গমন। ২ স্রোত (নদীসংসৃতি)। ৩ সংসার। সংসৃত (বিশেষণ) ১ সংগমনকারী। ২ প্রবাহিত (পর্বত থেকে সংসৃত)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√সৃ+তি(ক্তি)}
- Bengali Word সংসৃষ্ট English definition [শঙ্স্রিশ্টো] (বিশেষণ) ১ সম্পর্কযুক্ত (রহিম তার সঙ্গে সংসৃষ্ট নয়)। ২ সংযোজিত; আসক্ত (মদ্য সংসৃষ্ট ঔষধ)। সংসৃষ্টি (বিশেষ্য) ১ সংস্রব; মিলন। ২ (আলঙ্কারিক) পরস্পর নিরপেক্ষ একাধিক অলঙ্কারের মিলন। {(তৎসম বা সংস্কৃত) সম্+√সৃজ্+ত(ক্ত)}
- Bengali Word সংস্করণ English definition [শঙ্শ্করোন্] (বিশেষ্য) ১ সংশোধন; মার্জন; উৎকর্ষসাধন; ত্রুটি-বিচ্যুতি দূরীকরণ। ২ পুস্তকের একাকলে যত সংখ্যক কপি মুদ্রিত ও প্রকাশিত হয়; edition (প্রথম সংস্করণ)। ৩ সংশোধিত বা বিশেষ প্রয়োজনবশত মুদ্রণ ও প্রকাশন (পকেট সংস্করণ, সুলভ সংস্করণ)। সংস্কর্তা (বিশেষণ) সংস্কারণ; সংশোধক (তাঁর গ্রন্থাদির সংস্কর্তা তিনি নিজেই)। □ (বিশেষ্য) পাচক। {(তৎসম বা সংস্কৃত) সম্+√কৃ+অন(ল্যুট্)}
- Bengali Word সংস্কার English definition [শঙোশ্কার্] (বিশেষ্য) ১ শুদ্ধি; শাস্ত্রীয় অনুষ্ঠানাদি দিয়ে শোধন; পতিত অবস্থা থেকে মুক্তি (এই বালকের সংস্কার করিয়াছেন তখন কি না সম্ভব হইতে পারে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ জীর্ণোদ্বার মেরামত (কাবা গৃহের সংস্কার)। ৩ বিশ্বাস; আজন্ম ধারণা; ঝোঁক (প্রকৃত ব্যক্তিকে হার দিয়াছেন বলিয়া তাঁহার সংস্কার ছিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৪ ভুল সংশোধন; ব্যাকরণাদির শুদ্ধি। ৫ অস্ত্রাদি শানিতকরণ। ৬ প্রসাধন (অঙ্গসংস্কার)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√কৃ+অ(ঘঞ্)}
- Bengali Word সংস্কারক English definition [শঙোশ্কারোক্] (বিশেষণ) ১ বিশোধক; উকর্ষ সাধনকারী। ২ মেরামতকারী। {(তৎসম বা সংস্কৃত) সম্+√কৃ+অ(ঘঞ্)+অক(ণ্বুল্)}
- Bengali Word সংস্কৃত English definition [শঙোশ্কৃত্] (বিশেষণ) ১ মার্জিত; সংশোধিত বা পরিমার্জিত করা হয়েছে এমন। ২ সজ্জিত; অলঙ্কৃত। □ (বিশেষ্য) প্রাচীন ভারতীয় আর্যভাষার প্রমিত সাহিত্যিক রূপবিশেষ; সংস্কৃত ভাষা। সংস্কৃতজ্ঞ (বিশেষণ) সংস্কৃত ভাষা ও শাস্ত্রে পণ্ডিত। সংস্কৃতি (বিশেষ্য) ১ কৃষ্টি; culture চিৎপ্রকর্ষ (ধর্মীয় সংস্কৃতি)। ২ সংস্কার; শুদ্ধিকরণ। ৩ অনুশীলনে অর্জিত জ্ঞান-বুদ্ধির উৎকর্ষ। সংস্কৃতিমান, সংস্কৃতিবান (অশুদ্ধ) বিন কৃষ্টিসম্পন্ন; পরিশীলিত; cultured। সংস্ক্রিয়া (বিশেষ্য) সংস্কারকাজ; পরিমার্জন ক্রিয়া। {(তৎসম বা সংস্কৃত) সম্+√কৃ+ত(ক্ত)}
- Bengali Word সংস্থা English definition [শঙোস্থা] (বিশেষ্য) ১ প্রতিষ্ঠান; ব্যবস্থা (বাংলদেশ সড়ক পরিবহন সংস্থা)। ২ সমিতি; সঙ্ঘ (সমাজসংরক্ষণ সংস্থা)। ৩ স্থিতি (ধর্মের সংস্থা)। ৪ জমা; আয় (হিন্দু শাস্ত্রমতে করদ রাজারা মোট সংস্থার ২০ ভাগের ৭ ভাগ পেতেন)। সংস্থাগার (বিশেষ্য) পার্লামেন্ট ভবন (আমরা সংস্থাগারের সামেন পৌঁছিলাম-রাহুল সাংকৃত্যায়ন [অনুবাদক-ভগীরথ])। {(তৎসম বা সংস্কৃত) সম্+√স্থা+অ(অঙ্)+আ(টাপ্)}
- Bengali Word সংস্থান English definition [শঙোস্থান্] (বিশেষ্য) ১ ব্যবস্থা; সংগ্রহ (খাদ্য সংস্থান করা)। ২ স্থিতি; সঞ্চয় (অর্থ সংস্থান করা)। ৩ আশ্রয়স্থান (বহুদ্রব্যের সংস্থান)। ৪ সন্নিবেশ; গঠন-কৌশল; বিন্যাস (অঙ্গ-সংস্থান)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√স্থা+অন(ল্যুট্)}
- Bengali Word সংস্থাপক English definition [বাগ্ডাসা] (বিশেষণ) আত্মসম্মানবিশিষ্ট; গম্ভীর প্রকৃতির; প্রভুত্বব্যঞ্জক আবরণসম্পন্ন রাশভারি ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত) ব্যাঘ্র> বাঘ>বাগ+(তৎসম বা সংস্কৃত) রাশি>রাশ>ডাস+আ}
- Bengali Word সংস্থাপক English definition [শঙোস্থাপোক্] (বিশেষ্য) সংস্থানকারী; প্রতিষ্ঠাতা (ধর্ম-সংস্থাপক)। সংস্থাপন (বিশেষ্য) প্রতিষ্ঠা; সন্নিবেশ। সংস্থাপয়িতা (বিশেষণ) প্রতিষ্ঠাতা (ধর্ম-সংস্থাপয়িতা)। সংস্থাপয়িত্রী (স্ত্রীলিঙ্গ)। সংস্থাপিত (বিশেষণ) প্রতিষ্ঠিত; স্থাপিত (সরকার-সংস্থাপিত বিদ্যালয়)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√স্থা+ই(ণিচ্)+অক(ণ্বুল্)}
- Bengali Word সংস্থিত English definition [শঙোস্থিতো] (বিশেষণ) ১ সন্নিবিষ্ট; ব্যবস্থাপিত। ২ আয়োজিত (আয়োজিত (সংস্থিত উৎসব)। ৩ সঞ্চিত (সংস্থিত অর্ত)। ৪ আম্রিত (এতিমখানায় সংস্থিত দুঃস্থ বালকগণ)। সংস্থিতি (বিশেষ্য) ১ সংস্থান; একত্র অবস্থান (সংস্থিতিতে ভাঙন যদি ধরত; তবে কবির ভাষায় শুনিয়ে দিতুম জবাবদিহি-বিষ্ণু দে)। ২ আশ্রয়। {(তৎসম বা সংস্কৃত) সম্+√স্থা+ত(ক্ত)}
- Bengali Word সংস্পর্শ English definition [শঙোস্পর্শো] (বিশেষ্য) ১ সম্পর্ক; সংযোগ (জনসাধারণ সংস্পর্শমুক্ত)। ২ প্রভাব (ইউরোপীয় সাহিত্যের সংস্পর্শমুক্ত)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√স্পৃশ্+অ(ঘঞ্)}
- Bengali Word সংস্পৃষ্ট English definition [শঙোস্প্রিশ্টো] (বিশেষণ) ১ সংস্পর্শমুক্ত। ২ প্রভাবিত (উৎকণ্ঠা+সংস্পৃষ্ট হৃদয়)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√স্পৃশ্+ত(ক্ত)}
- Bengali Word সংস্ফুট English definition [শঙোস্ফুটো] (বিশেষণ) প্রস্ফুটিত; ফুল্ল। {(তৎসম বা সংস্কৃত) সম্+√স্ফুট্+অ(অপ্)}