স পৃষ্ঠা ৫
- Bengali Word সংবিষ্ট English definition [শঙ্বিশ্টো] (বিশেষণ) ১ সুপ্ত; নিবিষ্ট; শায়িত। ২ মন্ত্র দিয়ে সম্মোহিত করা হয়েছে এমন; hypnotized। {(তৎসম বা সংস্কৃত) সম্+√বিশ্+ত(ক্ত)}
- Bengali Word সংবিৎ(-বিদ্) English definition [শঙ্বিত্] (বিশেষ্য) ১ প্রতিজ্ঞা। ২ চেতনা; জ্ঞান। {(তৎসম বা সংস্কৃত) সম্+√বিদ্+ক্বিপ্}
- Bengali Word সংবীক্ষণ English definition [শঙ্বিক্খন্] (বিশেষ্য) পর্যবেক্ষণ; সম্যক দর্শন (দেশসংবীক্ষন)। {(তৎসম বা সংস্কৃত) সম্+বি+√ঈক্ষ্+অন(ল্যুট্)}
- Bengali Word সংবৃত English definition [শঙ্বৃতো](বিশেষণ) ১ আচ্ছাদিত; লুক্কায়িত (সংবৃত স্বর)। ২ সংকুচিত (ভয় সংবৃত আত্মা)। সংবৃতি (বিশেষ্য) ১ আচ্ছাদন; আবরণ। ২ গোপন ((তৎসম বা সংস্কৃত) সম্+√বৃ+ত(ক্ত)}
- Bengali Word সংবৃত্ত English definition [শঙ্বৃত্তো] (বিশেষণ) ১ নিষ্পন্ন; সম্পাদিতা। ২ জাত (বেদনা-সংবৃত্ত অনুভূতি)। সংবৃত্তা স্ত্রী। সংবৃত্তি (বিশেষ্য) ১ সম্পাদন; সংঘটন। ২ উৎপাদন; জন্ম। {(তৎসম বা সংস্কৃত) সম্+√বৃৎ+ ত(ক্ত)}
- Bengali Word সংবেগ English definition [শঙ্বেগ্] (বিশেষ্য) ১ উদ্বেগ; ত্রস্তভাব। ২ আবেগ (হৃদয়ের সংবেগ)। ৩ ভয়জনিত ত্বরা বা শীঘ্রতা (ব্যাঘ্র দর্শনে হরিণ শাবকের সংবেগ)। সংবিগ্ন (বিশেষণ) আবেগপ্রবণ; উদ্বেলিত (সংবিগ্ন হৃদয়ানুভূতি)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√বিজ্+অ(ঘঞ্)}
- Bengali Word সংবেদ, সংবেদন, সংবেদনা English definition [শঙ্বেদ্, শঙ্বেদোন্, শঙ্বেদোনা] (বিশেষ্য) ১ জ্ঞান; অভিজ্ঞতা; অনুভব; sensation। সংবেদনশীল (বিশেষণ) অনুভূতিপ্রবণ (সংবেদনশীল ব্যক্তি পরদুঃখকাতর)। সংবেদনশীলতা (বিশেষ্য) সহানুভূতি; অনুভূতি (তিনি তাঁর স্বভাবদত্ত সংবেদনশীলতা তথা দৃকশক্তির ব্যবহার প্রায় ভুলে গেলেন-সুধীন্দ্রনাথ দত্ত)। সংবেদিত (বিশেষণ) অনুভব করা হয়েছে এমন; আবদ্ধ (কী এক মোহ তৈরি করছে, দুজনে তার মধ্যে সংবেদিত-বুদ্ধদেব বসু)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√বিদ্+অ(ঘঞ্), অন(ল্যুট্)+আ(টাপ্)}
- Bengali Word সংবেদ্য English definition [শঙ্বেদ্দো] (বিশেষণ) ১ অনুভবযোগ্য। ২ বিজ্ঞাপনীয়; বিজ্ঞাপিত হওয়ার যোগ্য। ৩ জানতে হবে এমন; জ্ঞেয়। {(তৎসম বা সংস্কৃত) সম্+√বিদ্+য(ণ্যৎ)}
- Bengali Word সংবেশ English definition [শঙ্বেশ্] (বিশেষ্য) ১ নিদ্রা; শয়ন। ২ উপবেশন। সংবেশক (বৈশা) (বিশেষ্য) (বিশেষণ) যে সম্মোহন করে। সংবেশন (বৈশা) (বিশেষ্য) ১ সম্মোহন অবস্থা; সম্মোহন; hypnotism। ২ সঙ্গম। সংবেশিত (বিশেষণ) ১ শায়িত। ২ সম্মোহিত। ৩ উপবেশিত। {(তৎসম বা সংস্কৃত) সম্+√বিশ্+অ(ঘঞ্)}
- Bengali Word সংবৎ English definition [শঙ্বত্] (বিশেষ্য) ১ রাজা বিক্রমাদিত্য প্রবর্তিত অব্দ (খ্রিস্টাব্দ+৫৬ বা ৫৭ বৎসর)। ২ বছর। {(তৎসম বা সংস্কৃত) সংবদ্>}
- Bengali Word সংবৎসর English definition [শঙ্বত্শর্] (বিশেষ্য) পূর্ণ এক বৎসরকাল (সংবৎসর কালেই কার্যটি সম্পূর্ণ হবে)। {(তৎসম বা সংস্কৃত) সম্+বৎসর}
- Bengali Word সংমূঢ় English definition ⇒ সম্মূঢ়
- Bengali Word সংযত English definition [শঙ্জতো] (বিশেষণ) ১ পরিমিত; নিবৃত্ত। ২ বিনীত (সংযত আচরণ)। ৩ প্রশমিত (লোভ সংযত করা)। ৪ বশীভূত। সংযতচিত্ত (বিশেষণ) ১ শান্ত বা বশীভূত। সংযতচিত্ত (বিশেষ্য) ১ শান্ত বা বশীভূত (সংযত চিত্ত কখনো উচ্ছলতায় সায় দেয় না)। ২ মন বশীভূত হয়েছে এমন; শান্তমনা। সংযতবাক (বিশেষণ) অল্পভাষী; মিতভাষী (জ্ঞানী লোক সর্বদাই সংযতবাক্)। সংযতাত্মা (বিশেষণ) জিতেন্দ্রিয়। □ (বিশেষ্য) দমিত বা বশীভূত বা আত্মদমনে সফল যে আত্মা। সংযতেন্দ্রিয় (বিশেষণ) ইন্দ্রিয়-বিজয়ী; সংযমী (সংযতেন্দ্রিয় যোগী)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√যম্+ত(ক্ত)}
- Bengali Word সংযম English definition [শঙ্জম্] (বিশেষ্য) ১ সংযতকরণ; নিয়ন্ত্রণ (বাক্সংযম; প্রাচীন ভাষাগুলির মধ্যে আরবি ভাষাই বোধ হয় সবচেয়ে বেশি সংযম ও প্রকাশশীলতা দাবী করতে পারে-আকবর আলী)। ২ দমন; আয়ত্তে আনয়ন (ইন্দ্রিয় সংযম)। ৩ রোধ; প্রতিহতকরণ (বেগ সংযম)। ৪ ব্রত; নিয়ম (একাদশী সংযম পালন)। সংযমন (বিশেষ্য) ১ নিয়ন্ত্রণ; বন্ধন (আত্ম-সংযমন; কেশ সংযমন)। ২ নিয়ম পালন। সংযমিত (বিশেষণ) সংযত বা নিয়ন্ত্রিত করা হয়েছে এমন (সংযমিত চিত্ত)। সংযমী(মিন্) (বিশেষণ) ১ নিয়মনিষ্ঠ (সংযমী সাধু)। ২ সঞ্চয়কারী; মিয়ব্যয়ী; অর্থব্যয়ে সংযম অবলম্বন করেছেন এমন (সংযমী মানুষই সংসারে উন্নতি করে)। সংযমিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√যম্+অ(অপ্)}
- Bengali Word সংযাত English definition [শঙ্জাতো] (বিশেষণ) মিলিতভাবে গত; অনুচর; সহযাত্রী। {(তৎসম বা সংস্কৃত) সম্+√যা+ত(ক্ত)}
- Bengali Word সংযাত্রা English definition [শঙ্জাত্ত্রা] (বিশেষ্য) ১ শোভাযাত্রা। ২ সমুদ্র যাত্রা। {(তৎসম বা সংস্কৃত) সম্+√যা+ত্র(ত্রন্)+আ(টাপ্)}
- Bengali Word সংযান English definition [শঙ্জান্] (বিশেষ্য) ১ বিশেষভাবে গমন। ২ সম্মিলন। {(তৎসম বা সংস্কৃত) সম্+√যা+অন(ল্যুট্)}
- Bengali Word সংযুক্ত English definition [শঙ্জুক্তো] (বিশেষণ) ১ মিলিত; সংলগ্ন; যোগকৃত (হাতলসংযুক্ত)। ২ সংক্রান্ত (ব্যবসাসংযুক্ত হিসাব)। ৩ বিশিষ্ট। সংযুক্ত১ (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√যুজ্+ত(ক্ত)}
- Bengali Word সংযুক্তা ২ English definition [শঙ্জুক্তা] (বিশেষ্য) ১ সংযোগকৃতা। ২ নামবিশেষ (আপনি সংযুক্তা বটে; কিন্তু ইতিহাসের নন-আ. ন. ম. বজলুর রশীদ)। {(তৎসম বা সংস্কৃত) সংযুক্ত+আ(টাপ্)}
- Bengali Word সংযোগ English definition [শঙ্যোগ্] (বিশেষ্য) ১ সম্যক যোগ; মিলন; যোগাযোগ (অগ্নিসংযোগ)। ২ সম্পর্ক (তাদের মধ্যে কোন সংযোগ নেই)। ৩ বিবাহ (শুভ সংযোগ)। সংযোগধর্মী(-মিন্) (বিশেষণ) সংশ্লেষণী; নির্মাণকারী। বিয়োগধর্মী (বিপরীতার্থক শব্দ)। সংযোগযোগ্য (বিশেষণ) বিবাহযোগ্য (সম্পূর্ণ হইল যদি দ্বাদশ বৎসর হৈল সংযোগযোগ্য ভাবে নৃপবর-সৈয়দ আলাওল)। সংযোগসাধক (বিশেষণ) ১ একত্রকারী। ২ সংঘটক। সংযোগিত (বিশেষণ) সংযোগযুক্ত (সংযোগিত লৌহদণ্ড)। সংযোগী(-গিন্) (বিশেষণ) ১ সংযোগকারী। ২ উদ্যোগী (তিনি একাজের সংযোগী)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√যুজ্+অ(ঘঞ্)}