স পৃষ্ঠা ৪৭
- Bengali Word সসীম English definition [শোশিম্] (বিশেষণ) সীমাবদ্ধ; সীমাবিশিষ্ট; finite। অসীম (বিপরীতার্থক শব্দ)। {(তৎসম বা সংস্কৃত) স+সীমা; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সসেমিরা English definition [শশেমিরা] (বিশেষণ) বাহ্যজ্ঞানশূন্য; কিংকর্তব্য-বিমূঢ়; হতভম্ব। {সংস্কৃত কবি কালিদাসের ‘দ্বাত্রিংশৎ-পুত্তলিকা’ নাটকে উল্লিখিত চারটি রহস্যময় শ্লোকের প্রত্যেকটির আদ্যক্ষরের সমষ্টি}
- Bengali Word সসৈন্য English definition [শশোইন্নো] (বিশেষণ) ১ সৈন্যযুক্ত। ২ সৈন্য সহিত। সসৈন্যে ক্রিবিন সৈন্যের সাথে; সৈন্য সমভিব্যাহারে (সসৈন্যে আক্রমণ করা)। {(তৎসম বা সংস্কৃত) স+সৈন্য; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সস্তা English definition [শস্তা] (বিশেষণ) ১ কম দাম; স্বল্পমূল্য (সস্তা দরে মস্ত মজা কিনে নিলে ভাই-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। ২ সুলভ। সস্তায় কিস্তি মাত-অল্প ব্যয়ে বা পরিশ্রমে কোনো বস্তু বা সাফল্য লাভ। সস্তার তিন অবস্থা-কম দামি জিনিস ত্রুটিপূর্ণ দ্রুতভঙ্গুর ও শীঘ্র ধ্বংসশীল। {(ফারসি) সুস্ত}
- Bengali Word সস্ত্রীক English definition [শস্ত্রিক্] (বিশেষণ) স্ত্রীর সাথে একত্রে বা সঙ্গে (সস্ত্রীক যাত্রা)। {(তৎসম বা সংস্কৃত) স+স্ত্রী+ক(কপ্)}
- Bengali Word সস্নেহ English definition [শস্স্নেহো] (বিশেষণ) স্নেহের সঙ্গে; স্নেহযুক্ত; স্নেহপূর্ণ। সস্নেহে (ক্রিযা-বিশেষণ) স্নেহের সঙ্গে। {(তৎসম বা সংস্কৃত) স+স্নেহ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সস্পৃহ English definition [শস্পৃহো] (বিশেষণ) লোভী; স্পৃহাযুক্ত (অর্থলাভে সম্পৃহ)। {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+স্পৃহা}
- Bengali Word সস্মিত English definition [শোশ্মিতো] (বিশেষণ) ঈষৎ হাস্যোদ্ভাসিত; হাসি-হাসি; সহাস্য; মৃদু হাসিযুক্ত (সস্মিত মুখে লক্ষ্মণের দিকে দৃষ্টিপাত করিয়া-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) স+স্মিত; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সহ English definition [শহো] (অব্যয়) সঙ্গে; সাথে; সহিত (মৃত্তিকাসহ)। □ (বিশেষণ) ১ সহকারী (সহসভাপতি)। ২ সঙ্গে গমনকারী; সঙ্গী (সহযাত্রী)। ৩ সহনশীল (কষ্টসহ মানুষ)। সহকর্মী (বিশেষণ) সহযোগী; একসঙ্গে একই কর্মসম্পদানকারী; colleague। সহকার১ (বিশেষ্য) সহায়তা; সাহায্য; সহযোগ (ব্যস্ততা সহকারে)। সহকারী(-রিন্) (বিশেষণ) কাজে সাহায্য করে এমন; সহকর্মী; assistant (সহকারী মিস্ত্রি)। সহকারিণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। সহগমন (বিশেষ্য) একত্রে বা সঙ্গে গমন। সহগামী(-মিন্), সহগমনকারী(-রিন্) (বিশেষণ) সঙ্গী। সহগামিনী, সহগমনকারিণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। সহচর, সহচারী (-রিন্) (বিশেষ্য) (বিশেষণ) সঙ্গে বিচরণ করে এমন; সঙ্গী; সাথী; সখা; বন্ধু। সহচরী, সহচারিণী (বিশেষ্য) (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। সহজাত (বিশেষণ) ১ একসাথে উৎপন্ন; এক সময়ে জাত; একই মাতার গর্ভ হতে একসঙ্গে প্রসূত। ২ জন্মের সঙ্গে সঙ্গে উৎপন্ন (সহজাত প্রবৃত্তি)। সহধর্মী(-মিন্) (বিশেষণ) সমান ধর্মযুক্ত। সহধর্মিণী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)ভার্যা; পত্নী। সহপাঠী(-ঠিন্) (বিশেষণ) এক শ্রেণিতে অধ্যয়নকারী; একই ওস্তাদের ছাত্র। সহপাঠিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। সহমরণ (বিশেষ্য) (হিন্দুদের মধ্যে পূর্বে প্রচলিত)। স্বামীর সাথে এক চিতায় মৃত্যুবরণ। সহমৃতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)অনুমৃতা; স্বামীর সহমরণে যায় এমন। সহযাত্রী (-ত্রিন্) (বিশেষণ) একসঙ্গে গমনকারী; সঙ্গী; সহগামী। সহযায়ী (-য়িন্) (বিশেষণ) সহগামী; সহযাত্রী। {(তৎসম বা সংস্কৃত) √সহ্>}
- Bengali Word সহকার ২ English definition [শহোকার্] (বিশেষ্য) আমগাছ (মাধবীলতার কাঁকন পরায়ে সহকারে তরু-শাখে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) সহ+√কারি+অ(অচ্)}
- Bengali Word সহকারী, সহগমন, সহগমনকারী, সহগামী, সহচর, সহচরী English definition ⇒ সহ
- Bengali Word সহজ English definition [শহোজ্] (বিশেষ্য) ১ এক জননীর গর্ভজাত; সহোদর; সোদর। ২ স্বভাব (সহজ সাধন)। ৩ (মধ্যযুগীয় বাংলা) প্রেম (সহজ সহজ সবাই কহয়ে সহজ জানবে কে-চণ্ডীদাস)। □ (বিশেষণ) ১ সোজা; অকঠিন (সহজ কাজ)। ২ অল্পে যা বোধগম্য হয় (সহজ কথা)। ৩ সরল; অবন্ধুর (সহজ রাস্তা)। ৪ শান্ত; কপটতাহীন (সহজ লোক)। ৫ স্বাভাবিক। সহজজ্ঞান (বিশেষ্য) ১ সহজাতবুদ্ধি। সহ প্রবৃত্তি (বিশেষ্য) স্বভাবজাত বা জন্মগত প্রবৃত্তি; instinct। সহজে (ক্রিয়াবিশেষণ) ১ বিনাকষ্টে; অনায়াসে (সহজে প্রাচ্য)। ২ সরলভাবে। ৩ বেগ না পেয়ে। ৪ সামান্য কারণে (সহজে বলা)। ৫ অল্পে (সহজে মেটা)। {(তৎসম বা সংস্কৃত) সহ+√জন্+অ(ড)}
- Bengali Word সহজাত English definition ⇒ সঞ্জাত
- Bengali Word সহজিয়া, সহজি, সহজী English definition [শহোজিয়া, শহোজি, শহোজি] (বিশেষ্য) সাধন পদ্ধতিবিশেষ (বৌদ্ধ সহজিয়া, বৈষ্ণব সহজিয়া)। □ (বিশেষণ) ১ স্বাভাবিক; সাধারণ; সহজাত (সে এসে সহসা হাত রেখেছিল মুখে সহজিয়া অনুরাগে-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) সহজ+(বাংলা) ইয়া, ই, ঈ}
- Bengali Word সহধর্মিণী, সহধর্মী English definition ⇒ সহ
- Bengali Word সহধুরী English definition [শহোধুরি] (বিশেষ্য) সহযোগী; সহকর্মী (তার সাধনালব্ধ স্বাচ্ছন্দ্যে সহধুরীর অভাবে শেষ পর্যন্ত যাতে স্বৈরাচারী না দাঁড়ায়-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) সহ+ধুর+ঈ}
- Bengali Word সহন English definition [শহোন্] (বিশেষ্য) ১ সহ্যকরণ। ২ ধৈর্যধারণ; সহিষ্ণুতা অবলম্বন (সহনশীল)। ৩ প্রতীক্ষা; অপেক্ষা। □ (বিশেষণ) সহিষ্ণু; সহনশীল। সহনযোগ্য (বিশেষণ) সহ্য করার উপযুক্ত (একরকম সহনযোগ্য হইতে পারিত-রবীন্দ্রনাথ ঠাকুর)। সহনাতীত (বিশেষণ) সহ্য করা যায় না এমন (এ তিরস্কার সহনাতীত হইল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। সহনীয় (বিশেষণ) সহ্য করার যোগ্য বা উপযুক্ত; বরদাস্তযোগ্য। সহনীয়তা (বিশেষ্য) সহনশীলতা; সহ্য; সহিষ্ণুতা (সহনীয়তার সীমা পার হয়ে গেছে বহুক্ষণে-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √সহ্+অন(ল্যুট্)}
- Bengali Word সহবত, সহবৎ, সোহবত English definition [সহোবত্, সহোবৎ, সোহোবত্] (বিশেষ্য) ১ সংসর্গ; সঙ্গ; সাহচর্য; সংসর্গ থেকে প্রাপ্ত জ্ঞান; তবিয়ত (তোমাকে সহবত শিক্ষা দেওয়া আবশ্যক-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সান্নিধ্য (খুশী হালে আছি আমি বিবির সহবতে-সৈয়দ হামজা)। ৩ সভ্যতা; ভব্যতা (আমাদের পাড়াগেঁয়ে ছেলেদের শিক্ষাই বা কি আর সহবতই বা কি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ নিয়ম-কানুন; পদ্ধতি (গুছাইয়া খাইতে জানে না বলিয়া দাদামশায় তাকে খাইতে সহবত শিক্ষা দেন-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ৫ যৌন-মিলন। সহবত দুরস্ত (বিশেষণ) শালীনতা ও রুচিসম্পন্ন; পরিস্কার-পরিচ্ছন্ন (সহবতদুরস্ত ভাল কাপড়-জামা পরে হাজির হবার হুকুম হল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। সহবতি, সহবতী (বিশেষ্য) (বিশেষণ) ১ (বিরল) সর্বদা নিকটে থাকে এমন; অন্তরঙ্গ (চক্রবর্তী গোপাল দেখান সহবতি রায় বকসী মদন গোপাল মহামতি-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ (বিরল) সংক্রান্ত; সম্বন্ধীয় (সহবতী হিসাবনিকাশে বাজে দফা-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(আরবি) সোহবত}
- Bengali Word সহবাস English definition [শহোবাশ্] (বিশেষ্য) ১ একত্রে অবস্থান; একসঙ্গে বাস করা (সেই মহাশয়ের সঙ্গে অনেক দিন সহবাস করিয়াছিলাম-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ২ সংস্পর্শ; সান্নিধ্য (সহবাসের দ্বারা এক রকম মন অন্য আর এক রকম হইয়া পড়ে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ৩ সঙ্গম; রমণ (স্ত্রী সহবাস)। {(তৎসম বা সংস্কৃত) সহ+বাস}
- Bengali Word সহমরণ, সহমৃতা, সহযাত্রী, সহযায়ী English definition ⇒ সহ