স পৃষ্ঠা ৪৫
- Bengali Word সর্জ্য ১ English definition [শোর্জো] (বিশেষ্য) বিন্যস্ত; পরিচালনা; সজ্জিত করা (ছোলেমানে সেনা সর্জ্য করিয়া সে সুবাও আপন করতল করিলে-রামরাম বসু)। {(তৎসম বা সংস্কৃত) √সৃজ্+অ(অচ্)+য(যৎ)}
- Bengali Word সর্জ্য ২ English definition [শোর্জো] ধুনা। {(তৎসম বা সংস্কৃত) সর্জ+য(যৎ)}
- Bengali Word সর্ত English definition ⇒ শর্ত
- Bengali Word সর্তক English definition [শতোর্কো] (বিশেষণ) হুঁশিয়ারি; সাবধান। সতর্কতা (বিশেষ্য) সাবধানতা; হুঁশিয়ার। সতর্কীকরণ (বিশেষ্য) সাবধান করে দেওয়া। {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+তর্ক}
- Bengali Word সর্দার English definition ⇒ সরদার
- Bengali Word সর্দি, সর্দী English definition [শোর্দি] (বিশেষ্য) ১ শৈত্য; আর্দ্রতা; শীত। ২ কফরোগ; শ্লেষ্মা। সর্দিগরমি, সর্দিগর্মি (বিশেষ্য) ১ তাপ-শৈত্যের আকস্মিক-অমিতপ্রভাবহেতু শ্লেষ্মা থেকে উৎপন্ন পীড়াবিশেষ; sun stroke। {(ফারসি) সর্দী}
- Bengali Word সর্প English definition [শর্পো] (বিশেষ্য) সাপ; অহি; আশীবিষ; উরগ; নাগ; ভুজঙ্গ; ভুজগ; ভুজঙ্গম; সরীসৃপ; ফণী। সর্পী, সর্পিণী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। সর্পচয় (বিশেষণ) সর্পকুল; সর্প জাতি (হংস, জেব্রা, বরুণ, শকুনি, সর্পচয়-সত্যেন্দ্রনাথ দত্ত)। সর্পদষ্ট (বিশেষণ) সর্পদংশিত। সর্পভুক (বিশেষণ) সর্পভক্ষণকারী। □ (বিশেষ্য) ১ ময়ূর; শকুন। ২ হিন্দু পুরাণোক্ত গরুড়। সর্পরাজ (বিশেষ্য) পুরাণোক্ত নাগরাজ; বাসুকি। সর্পহা (বিশেষণ) সর্পহন্তা; সর্পঘাতক। □ (বিশেষ্য) নেউল; নকুল; বেজি। সর্পঘাত (বিশেষ্য) সাপের কামড়; সর্পদংশন।। {(তৎসম বা সংস্কৃত) √সৃপ্+অ(ঘঞ্)}
- Bengali Word সর্পিঃ English definition [শোর্পিহ্] (বিশেষ্য) ঘৃত (লম্ফঝম্ফ ভূমিকম্প নাগ কর্ম লড়িছে। অগ্নি জ্বালি সর্পিঃ ঢালি দক্ষদেহ পুড়িছে-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) সর্পিস্>}
- Bengali Word সর্পিল English definition [শোর্পিল্] (বিশেষণ) ১ চলন্ত সাপের মতো আাঁকাবাঁকা; বক্র; serpentine (ভিতরে উঁকি দেবার একট সর্পিল স্পৃহা-বুদ্ধদেব বসু)। ২ সর্প সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) √সৃপ্+ইল}
- Bengali Word সর্পী (-পিন্) English definition [শোর্পি] (বিশেষণ) ১ সাপের মত বুকে ভর দিয়ে চলে এমন; সর্পবৎ গমনশীল। সর্পিণী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √সৃপ্+ইন্(ণিনি)}
- Bengali Word সর্ব English definition [শর্বো] (বিশেষণ) সমগ্র; সকল; সমুদয়। □ (বিশেষ্য) ১ হিন্দুদেবতা শিব; বিষ্ণু। ২ সাইপ্রাস গাছ (উঠিয়াছে সর্বতরু নির্ঝরের কাছে-রসে)। সর্বংসহ (বিশেষণ) সমস্ত সহ্য করে এমন। সর্বংসহা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)সমস্ত সহ্যকারিণী। □ (বিশেষ্য) পৃথিবী। (সর্বনাম) কনিষ্ঠ (বিশেষণ) বয়সে সবচেয়ে ছোট। সর্বকাল (বিশেষ্য) চিরকাল; সকল সময়। সর্বগ, সর্বগামী (-মিন্) (বিশেষণ) সব স্থানে গমনকারী। সর্বগা, সর্বগামিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। সর্বগত (বিশেষণ) সমস্ত স্থানে স্থিত; সর্বব্যাপী। সর্বগুণনিধি, সর্বগুণাধার (বিশেষণ) সর্বগুণে গুণান্বিত; সর্বপ্রকার গুণের অধিকারী। সর্বগ্রাসী (বিশেষণ) সবকিছু গ্রাস করে বা খেয়ে ফেলে এমন। সর্বগ্রাসিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। সর্বঘ (বিশেষণ) সমস্ত ধ্বংসকারী; সর্বনাশা। (সর্বঘ্ন তিমির তলে অলজ্জ বদ্বীপ-বুদ্ধদেব বসু)। সর্বজন (বিশেষ্য) সকল লোক বা নরনারী। সর্বজন মনোহরী (বিশেষণ) সকলকে সন্তুষ্টকারী (এক অনির্বচনীয় সর্বজন মনোহরী রূপ পরিগ্রহ করে-মোতাহের হোসেন চৌধুরী)। সর্বজনীন (বিশেষণ) ১ সকলের মঙ্গলজনক বা কল্যাণকর। ২ সর্বসাধারণের জন্য অনুষ্ঠিত; বারোয়ারি। সর্বজ্ঞ (বিশেষণ) সর্ববিষয়ে জ্ঞাত; সবজান্তা। সর্বত, সর্বতঃ (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) সকল রকমে; সবদিকে; সমস্ত বিষয়ে; সম্পূর্ণরূপে (সর্বতঃশীতল সুগন্ধ গন্ধবহের মন্দ মন্দ সঞ্চার হইতেছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। সর্বতন্ত্র পক্ষীয় (বিশেষ্য) ১ সাধারণতন্ত্র সমর্থক (গ্রোশ্যস অম্মিমিয় সাম্প্রদায়িক ও সর্বতন্ত্র পক্ষীয় ছিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ স্বতঃসিদ্ধ। সর্বতোভদ্র (বিশেষ্য) সর্বসুখকর; কল্যাণকর। □ (বিশেষণ) ১ একপ্রকার চিত্রকাব্য। ২ চারিদিকে দ্বারবিশিষ্ট গৃহ। ৩ (জ্যোশা) একপ্রকার মণ্ডল। সর্বতোভাবে (ক্রিয়াবিশেষণ) সর্বপ্রকারে। সর্বতোমুখ (বিশেষণ) সর্বদিকে মুখ আছে এমন। □ (বিশেষ্য) ১ শিব; ব্রহ্মা। ২ আকাশ। ৩ জল। ৪ আত্মা। সর্বতোমুখা, সর্বতোমুখী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। সর্বত্যাগী (বিশেষণ) সন্ন্যাসী; সমস্ত ত্যাগ করেছে এমন (তোমার মতো সর্বত্যাগীর সংসার-মায়া কি)। সর্বত্র (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) সমস্ত স্থানে; সব দিকে; সকল বিষয়ে। সর্বথা (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) সর্বপ্রকারে; সব রকমে। সর্বদর্শী(-শিন্) (বিশেষণ) সব কিছু দেখেন এমন। সর্বদা (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) সব সময়ে। সর্বদেশীয় (বিশেষণ) ১ সকল দেশ সংক্রান্ত। ২ সকল দেশের প্রতি প্রযোজ্য। সর্বনাম (বিশেষ্য) (ব্যাকরণ) নামের অর্থাৎ বিশেষ্যের পরিবর্তে যে সংজ্ঞা ব্যবহৃত হয় (সে, তার, তাদের ইত্যাদি সর্বনাম)। সর্বনাশ (বিশেষ্য) ১ সম্পূর্ণ ধ্বংস; সমস্ত বিনাশ। ২ ভীষন অনিষ্ট বা ক্ষতি। ৩ মহাবিপদ। সর্বনাশা, সর্বনেশে (বিশেষণ) সর্বনাশ করে এমন (স্বভাব সর্বনেশে-রবীন্দ্রনাথ ঠাকুর)। সর্বনাশিয়া (বিশেষণ) সমূহ ধ্বংসাত্মক; সর্বনাশকারী (দেখি সে মূরতি সর্বনাশিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। সর্বনাশিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। সর্বনাশী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)সর্বনাশ বা সমূহ ক্ষতি করে এমন। সর্বনিয়ন্তা (বিশেষ্য) (সর্বনাম) বিষয় নিয়ন্ত্রণকারী আল্লাহ; জগদীশ্বর (মানুষের ভাগ্য সেই সর্বনিয়ন্তার হাতে)। সর্বনিয়ন্ত্রী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। সর্বপ্রকার (বিশেষণ) সব রকম বা ধরন। সর্বপ্রকারে ক্রিবিন সকল রকমে বা উপায়ে। সর্বপ্রধান (বিশেষণ) শ্রেষ্ঠ; সর্বোচ্চ স্থানীয়। সর্বপ্রিয় (বিশেষণ) সকলের প্রিয়। সর্ববাদিসম্মত (বিশেষণ) ১ সকল প্রকার মতাবলম্বী সম্মতি দিয়েছে এমন। ২ সকল লোক কর্তৃক স্বীকৃত। সর্ববাদিসম্মতিক্রমে (ক্রিয়াবিশেষণ) সকলের সমর্থন অনুসারে; সর্বদলীয় ব্যক্তিগণের অনুমতিক্রমে। সর্ববাদী (বিশেষণ) সকল প্রকার মতাবলম্বী। সর্ববাদিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)সর্বমতবাদিনী সর্বব্যাপী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) সর্বত্র প্রসারিত; ব্যাপ্ত। সর্বব্যাপিণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। সর্বভক্ষ, সর্বভক্ষ্য (বিশেষণ) অগ্নি। ২ সমস্ত কিছু ভক্ষণকারী (সর্বভক্ষ আগুনের শিখার মতো হঠাৎ নির্গত হয়-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। সর্বভুক (বিশেষণ) ১ কিছুমাত্র অবশিষ্ট না রেখে খায় এমন (অনেক পুরোহিত সর্বভুক-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ সর্বগ্রাসী; সব কিছু খায় এমন (সব তাতে হাত দেয় মৃত্যু সর্বভুক-রবীন্দ্রনাথ ঠাকুর)। সর্বভূত (বিশেষ্য) সকল প্রাণী; সব কিছু (সর্বভূতের মঙ্গলার্থ)। সর্বমঙ্গলা (বিশেষণ) সকলের মঙ্গলকারিণী। □ (বিশেষ্য) দেবী দুর্গা যিনি (সর্বনাম) শুভকারিনী। সর্বমঙ্গল্য (বিশেষণ) সকলের জন্য মঙ্গলকর। সর্বমঙ্গলা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। সর্বময় (বিশেষণ) ১ বিশ্বব্যাপ্ত; সর্বব্যাপী। ২ সর্বাত্মক। □ (বিশেষ্য) ১ সর্বেসর্বা। ২ খোদা; জগদীশ্বর। সর্বময়ী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। সর্বরিক্ত (বিশেষণ) সম্পূর্ণভাবে রিক্ত; অভাবগ্রস্ত (দরিদ্র সর্বরিক্ত হতভাগ্য মেয়েরা-মনোজ বসু)। সর্বলোক (বিশেষ্য) ১ সারা জাহান; সমস্ত সৃষ্টি। ২ সকল মানুষ। সর্বশ, সর্বশঃ (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) সর্বপ্রকারে; সর্বপ্রকারে; সর্বরকমে; সবদিক দিয়ে। সর্বশক্তিমান (বিশেষণ) সকল শক্তির অধিকারী। □ (বিশেষ্য) আল্লাহ; জগদীশ্বর; Omnipotent। সর্বশী (বিশেষ্য) সর্বভুক; ছাগী (তবু স্মৃতি নৃত্য করে চিত্ত পরে সুমাংসী সর্বশী-সত্যেন্দ্রনাথ দত্ত)। সর্বশুচি (বিশেষণ) (বিশেষণ) সুপবিত্র; সর্বদা পবিত্র; অগ্নি (সর্বশুচি বরে সর্বজয়ী বীরবর-মাইকেল মধুসূদন দত্ত)। সর্বশ্রেষ্ঠ (বিশেষণ) ১ সকলের প্রধান। ২ উৎকৃষ্ট। ৩ সর্বোত্তম। সর্বশ্রেষ্ঠা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। সর্বসমক্ষে (বিশেষণ) সকল লোকের সম্মুখে। সর্বসম্মত (বিশেষণ) সকলের অনুমোদিত। সর্বসম্মতিক্রমে (ক্রিয়াবিশেষণ) সকলের অনুমোদন লাভের ফলে; ঐকমত্যে। সর্বসহ, সর্বংসহ (বিশেষ্য) সর্বশুদ্ধ; একত্রে; মোট। □ (বিশেষণ) সব কিছু সহ্য করে এমন। সর্বসহা, সর্বংসহা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। যে নারী সবকিছু সহ্য বা বরাদাস্ত করে (হে শ্যামলা সর্বসহ্য জননী মৃন্ময়ী-রবীন্দ্রনাথ ঠাকুর)। সর্বসাধারণ (বিশেষ্য) জনসাধারণ; সর্বলোক। সর্বসিদ্ধি (বিশেষণ) সমস্ত প্রকার সফলতা লাভ; সকল প্রকার অভীষ্ট পূরণ। সর্বস্ব (বিশেষ্য) সকল সম্বল; সকল ঐশ্বর্য; যা কিছু আছে সমস্তই। সর্বস্বান্ত বিন সর্বনাশ হয়েছে এমন; সর্বহারা (খরচপত্র করিয়া সর্বস্বান্ত হইয়া ফিরিতেন-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। সর্বাঙ্গ (বিশেষণ) সমস্ত অঙ্গ; দেহের সমস্ত অংশ (সর্বাঙ্গ কাঁপে মোর রহিয়া রহিয়া-গান)। সর্বাঙ্গসুন্দর (বিশেষণ) ১ দেহের সমস্ত অংশই যার নিখুঁত। ২ ত্রুটিশূন্য। সর্বাঙ্গীণ (বিশেষণ) ১ দেহের সর্বাংশব্যাপী; সর্বদেহ। ২ সমগ্র; সম্পূর্ণ। সর্বাত্মক (বিশেষণ) ১ সর্বত্র পরিব্যাপ্ত; সব কিছুতে পরিব্যাপ্ত এমন। ২ নির্বাধ; বাধাশূন্য; অবাধ। সর্বাদৃত (বিশেষণ) সর্বত্র সমাদরপ্রাপ্ত; সকলের নিকট আদর পায় এমন; সর্বপ্রিয়। সর্বাধার (বিশেষ্য) সকলের আশ্রয়; জগদীশ্বর; আল্লাহ। সর্বাধিকারী(-রিন্) (বিশেষণ) ১ সকল বিষয়ে যার অধিকার; সবকিছুর মালিক; সর্বপ্রকার কর্তৃত্ব সম্পন্ন (পিতার সর্বাধিকারী পুত্র আমার সমভি-ব্যাহারে আসিয়াছেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। সর্বানুভূ (বিশেষ্য) সর্বান্তর্যামী; যিনি সকলের মধ্যে বিরাজিত (যে পরিমাণে সকলের মধ্যে আমরা সেই পরিমাণে সর্বানুভুকে উপলব্ধি করি-রবীন্দ্রনাথ ঠাকুর)। সর্বানুভূত (বিশেষণ) সকলের উপলব্ধিকৃত; সকলে উপলব্ধি করেছে এমন। সর্বানুভূতি (বিশেষ্য) সকল বিষয়ের বোধ বা উপলব্ধি। সর্বান্তর্যামী(-মিন্) (বিশেষ্য) জগদীশ্বর; আল্লাহ্তালা। □ (বিশেষণ) সকলের অন্তর জ্ঞাত এমন; সকলের হৃদয়ের কথা জানেন এমন। সর্বাভরণ (বিশেষ্য) সমস্ত প্রকার অলঙ্কার; শরীরের সকল অঙ্গের গহনা। সর্বার্থ (বিশেষ্য) সমস্ত আকাঙ্ক্ষা; শরীরের সকল অঙ্গের গহনা। সর্বার্থ (বিশেষ্য) সমস্ত আকাঙ্ক্ষা বা অভীষ্ট; সমস্ত প্রয়োজন। সর্বার্থসাধক (বিশেষণ) সমস্ত প্রকার অভীষ্ট পূরণ করে এমন। সর্বার্থসিদ্ধি (বিশেষ্য) সমস্ত প্রকার অভীষ্ট বা প্রয়োজন লাভে সফলতা। সর্বাশী(-শিন্) (বিশেষণ) সর্বভুক; সর্বগ্রাসী। সর্বিস (বিশেষণ) কুগ্রহ; অলক্ষুণে (কোথাকার সর্বনেশে সর্বিসের ফেরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। সর্বে (সর্বনাম) সকলে; সকল লোক। সর্বেশ্বর (বিশেষ্য) হিন্দুদেবতা শিব। □ (বিশেষণ) ১ সকলের প্রভু; স্রষ্টা। ২ সার্বভৌম। সর্বেসর্বা (বিশেষণ) ১ সর্বোপরি কর্তা; সর্বপ্রধান। ২ সর্বক্ষমতাসম্পন্ন কর্তা। সর্বোত্তম (বিশেষ্য) সকলের চেয়ে উৎকৃষ্ট (ঝেড়ে ডিগ্রির সবর্বোত্তম শিখরে পৌঁছবে-রাজিয়া মাহবুব)। সর্বোত্তর (বিশেষ্য) ১ সবচেয়ে উত্তরে অবস্থিত (সর্বোত্তর বাড়িখানা)। ২ সকলের মধ্যে শ্রেষ্ঠ বা প্রধান। সর্বোপরি (অব্যয়) সকলের উপরে; অধিকন্তু। {(তৎসম বা সংস্কৃত) √সৃ+ব(বন্)}
- Bengali Word সর্ষপ English definition [শর্শপ্] (বিশেষ্য) সরিষা; রাই; তৈলপ্রদ শস্য (গোমূত্র সর্ষপে মিলি ক্ষেত্রে রচে সুবর্ণ সাগর-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √সৃ+অপ, ‘ষ্’(ষুক্) আগম}
- Bengali Word সলওয়া English definition [সল্ওয়া] (বিশেষ্য) পাখিবিশেষ (আহারের জন্য দলে দলে সলওয়া-পক্ষী উড়াইয়া আনিয়া ফেলিতে লাগিল-ইসমাইল হোসেন শিরাজী)। {(আরবি) সল্ৱা}
- Bengali Word সলজ্জ English definition [শলোজ্জো] (বিশেষণ) লজ্জিত; লজ্জাযুক্ত; লজ্জাশীল (সলজ্জ হাসি)। সলজ্জিত (বিশেষণ) লাজুক; লজ্জাসংযুক্ত (নাহি চল সলজ্জিত-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) স+লজ্জা}
- Bengali Word সলতে English definition ⇒ সলিতা
- Bengali Word সলমা, সলমাচুমকি English definition [সল্মা, সলমাচুম্কি] (বিশেষ্য) সোনা বা রূপার চকচকে পাকানো তীর বা বুটি-দানা (সলমাচুমকির কারুকার্য ও বিবিধ প্রকার জরির ভারে অবনত-বেগম রোকেয়া)। {(আরবি) সলমা+(বাংলা) চুমকি}
- Bengali Word সলা English definition [শলা] (বিশেষ্য) পরামর্শ; ষড়যন্ত্র (শয়ান সলা দিলে-শেখ ফজলল করিম)। সলা-মন্ত্রণা (বিশেষ্য) পরামর্শ; মন্ত্রণা (কাবুল শহরের লোকজনকে বাচ্চার বিরুদ্ধে লড়বার জন্য সলা-মন্ত্রণা দিচ্ছেন-সৈয়দ মুজতবা আলী)। {(আরবি) সলাহ}
- Bengali Word সলাজ English definition [শলাজ্] (বিশেষণ) ১ লজ্জাযুক্ত; লজ্জার সাথে বর্তমান; লাজুক (সলাজ দৃষ্টি)। {(তৎসম বা সংস্কৃত) সলজ্জ>}
- Bengali Word সলি English definition [শোলি] (বিশেষ্য) কাঠি; ক্ষুদ্র শলা; শলাকা। {(তৎসম বা সংস্কৃত) শলাকা>}
- Bengali Word সলিকা English definition [শোলিকা] (বিশেষ্য) প্রতিভা। ২ ভব্যতা। ৩ কর্মে নিপুণতা; হুনর। {(আরবি) সলীকাহ}