স পৃষ্ঠা ৪৬
- Bengali Word সলিতা, সলতে English definition [শোলিতা, শোল্তে] (বিশেষ্য) পলিতা; ক্ষুদ্র বস্ত্রখণ্ডকে পাকিয়ে প্রদীপের জন্য যে পলিতা প্রস্তুত হয় (বস্ত্র আদি দেয় তাতে সলিতা ভরিয়া-হেয়াত মাহমুদ)। {(আরবি) সলীতাহ = জলপাই তেলযুক্ত পলিতা}
- Bengali Word সলিল English definition [শোলিল্] (বিশেষ্য) পানি; বারি; জল। সলিলময় (বিশেষণ) জলময়; জলদ্বারা প্লাবিত। সলিল-সমাধি (বিশেষ্য) পানিতে ডুবে মৃত্যু। সলিলী (বিশেষণ) জলীয় (মালিত তরঙ্গগণ সলিলী সংগ্রামে-নবীনচন্দ্র সেন)। {(তৎসম বা সংস্কৃত) √সল্+ইল(ইলচ্)}
- Bengali Word সলীল English definition [শোলিল্] (বিশেষণ) ১ লীলাযুক্ত; সুন্দর ভঙ্গিযুক্ত। ২ কৌতূহলী। {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+লীলা; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সলুক English definition [শোলুক্] (বিশেষ্য) ১ সদ্ভাব (জিন-পরীর সঙ্গে সলুক না থাকিলে মানুষ এত শক্তিমান ও ক্ষমতাশালী হইতে পারে না-আবুল মনসুর আহমদ)। {(আরবি) সুলূক}
- Bengali Word সলুপা ১, সুলফা English definition [শোলুপা, শুল্ফা] (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) শাকবিশেষ (সলুপা নানান ভাঁতি মতুয়া গোষাপ পাতি জালিয়া নায়রি নানা রঙ্গে-সৈয়দ আলাওল)। {অজ্ঞাতমূল}
- Bengali Word সল্লভ English definition [শল্লভো] (বিশেষ্য) সাধু ব্যক্তির লভ্য (জয় গোপীবল্লভ ভক্ত-সল্লভ দেব দুর্লভ-বন্দন-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) সৎ+√লভ্+অ(খল্)}
- Bengali Word সশঙ্ক English definition [শশঙ্কো] (বিশেষণ) ভয়ার্ত; ভীত; শঙ্কাযুক্ত (সশঙ্ক লঙ্কেশ শূর স্মরিলা শঙ্করে-মাইকেল মধুসূদন দত্ত)। সশঙ্ক, সশঙ্কিত (বিশেষণ) ভীত; শঙ্কাযুক্ত; ভয়াক্রান্ত। সশঙ্কে (ক্রিয়াবিশেষণ) সন্ত্রস্তচিত্তে; ভয়ের সাথে; সভয়ে। {(তৎসম বা সংস্কৃত) স+শঙ্কা; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সশব্দ English definition [শশব্দো] (বিশেষণ) শব্দযুক্ত; শব্দের সাথে বিদ্যমান (সশব্দ শকট)। সশব্দে (ক্রিয়াবিশেষণ) আওয়াজ করে; শব্দ করে (সশব্দে ফাটা)। {(তৎসম বা সংস্কৃত) স+শব্দ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সশস্ত্র English definition [শশোস্ত্রো] (বিশেষণ) অস্ত্র দিয়ে সজ্জিত; অস্ত্রশস্ত্রধারী (সশস্ত্র বাহিনী)। {(তৎসম বা সংস্কৃত) স+শস্ত্র; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সশিষ্য English definition [শশিশ্শো] (বিশেষণ) শিষ্যের সাথে। {(তৎসম বা সংস্কৃত) স+শিয্য}
- Bengali Word সসংকোচ English definition [শশঙ্কোচ্] (বিশেষণ) কুণ্ঠিত; জড়সড় ভাবসম্পন্ন (বরং থাকো মৌন হয়ে সসংকোচ লাজে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) স+সংকোচ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সসংজ্ঞ English definition [শশঙ্গো] (বিশেষণ) সংজ্ঞা বা চেতনাযুক্ত (রাজকন্যা তখন পুনরায় সসংজ্ঞ হইয়া দেখিলেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) স+সংজ্ঞা}
- Bengali Word সসজ্জ, সসজ্জিত English definition [শশোজ্জো, শশোজ্জিতো] (বিশেষণ) সজ্জিত; সজ্জাযুক্ত; বিশেষভাবে সাজসজ্জাযুক্ত (এই বলিয়া সসজ্জ হইয়া প্রস্থান করিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) স+সজ্জা, সজ্জিত}
- Bengali Word সসত্ত্ব English definition [শশত্তো] (বিশেষণ) প্রাণযুক্ত। সসত্ত্বা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)প্রাণযুক্তা; গর্ভবতী (সসত্ত্বা নারী)। {(তৎসম বা সংস্কৃত) স+সত্ত্বা}
- Bengali Word সসপেন্ড English definition ⇒ সাসপেন্ড
- Bengali Word সসম, শসম, শশুম English definition [শশম্, শশম্, শশুম] (বিশেষণ) ষষ্ঠ; ষষ্ঠতম (সসম সওয়াল জেনে আর কাজ নাই; ছিল যা জানার এখানেই হোক শেষ-ফররুখ আহমদ)। {(ফারসি) শশুম}
- Bengali Word সসম্ভ্রম English definition [শশম্ভ্রোম্] (বিশেষণ) মান-ইজ্জতের সাথে বিদ্যমান; সম্ভ্রমযুক্ত। সসম্ভ্রমে (ক্রিয়াবিশেষণ) সসম্মানে (সসম্ভ্রমে বাঁচিয়া থাকা)। {(তৎসম বা সংস্কৃত) স+সম্ভ্রম; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সসম্মান English definition [শশম্মান্] (বিশেষণ) সম্মানযুক্ত। সসম্মানে (ক্রিযা-বিশেষণ) সম্মানের সঙ্গে। {(তৎসম বা সংস্কৃত) স+সম্মান; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সসাগরা English definition [শশাগরা] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) সাগর সাথে; সাগর ও স্থলভাগ একত্রে; আসমুদ্র (তিনি সসাগরা পৃথিবীর অধীশ্বর-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) স+সাগর+আ(টাপ্)}
- Bengali Word সসার English definition [শশার্] (বিশেষ্য) ১ ছোট রেকাবি; তসতরি বা থালা (একখানা সসারে কিছু বরফ আর গোটা কয়েক আঙুর নিয়ে বসল-সৈয়দ মুজতবা আলী)। ২ আধুনিক কল্পবিজ্ঞান গ্রন্থে বর্ণিত অজ্ঞাত বিশ্ব থেকে আগত জোতির্বস্তু; ইউ. এফ. ও.। {(ইংরেজি) saucer}