স পৃষ্ঠা ৫০
- Bengali Word সাঁজ ১ English definition [শাঁজ্] (বিশেষ্য) ১ সন্ধ্যাকাল (সাঁজের আকাশ)। ২ ওয়াক্ত; বেলা (কেহ কেবল খাতিরে-কেহ বা এক সাঁজ ফলাইবার পেলেই ছাড়েন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। সাঁঝ⇒। {(তৎসম বা সংস্কৃত) সন্ধ্যা>}
- Bengali Word সাঁজ ২, সাঁজা English definition [শাঁজ্, শাঁজা] (বিশেষ্য) ১ সন্ধ্যাপ্রদীপ (সাঁজ বা সাঁজা দেওয়া)। ২ দধির বীজ; দম্বল (সাঁজা দিয়ে দই বসনো)। {(তৎসম বা সংস্কৃত) সন্ধান>}
- Bengali Word সাঁজাল English definition [শাঁজাল্] (বিশেষ্য) ১ মৃৎপাত্রে খড় ইত্যাদির দ্বারা প্রস্তুত ধোঁয়া। ২ ধোঁয়া তৈরির জন্য স্তূপীকৃত খড় ইত্যাদি (গোহালে সাঁজাল ঠিক করে রাখে-বন্দে আলী মিয়া)। {(তৎসম বা সংস্কৃত) সন্ধ্যাজ্বালা>}
- Bengali Word সাঁজোয়া English definition [শাঁজোয়া] (বিশেষ্য) ১ বর্ম (যোদ্ধারা তারে সাঁজোয়া পরায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ আবরণ (কাঁটার সাঁজোয়া খোয়ালে হঠাৎ সজারু হইল ছুঁচা-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) সজ্জা>; (বাংলা) সাজ+ওয়া}
- Bengali Word সাঁঝ, সাঁজ English definition [শাঁঝ্, শাজ্] ⇒ সন্ধ্যা। সাঁঝক (প্রাচীন বাংলা) (বিশেষণ) সন্ধ্যাবেলার। সাঁঝ নামা (ক্রিয়া) সন্ধ্যা হওয়া হওয়া (আর সাঁঝ নামা দীঘির গহনে-শামসুর রাহমান)। সাঁঝবাতি, সাঁঝের বাতি (বিশেষ্য) সন্ধ্যা-প্রদীপ; সন্ধ্যায় যে বাতি জ্বালানো হয়। সাঁঝা (প্রাচীন বাংলা) (বিশেষ্য) সন্ধ্যা; সন্ধ্যাদীপ। {(তৎসম বা সংস্কৃত) সন্ধ্যা>}
- Bengali Word সাঁট English definition [শাঁট্] (বিশেষ্য) ১ সংক্ষেপ; সংক্ষিপ্ত বর্ণনা; চুম্বক (সংস্কৃত শাস্ত্রকারেরা এত সাঁটে কথা কন যে-প্রমথ চৌধুরী)। ২ ইঙ্গিত; ইশারা; সংকেত (কথার সাঁট)। সাঁট বোঝা (ক্রিয়া) সংকেত উপলব্ধি করা (কথার সাঁট বোঝা)। সাঁটে সারা (বিশেষণ) সংক্ষেপে কাজ শেষ করা (কাজ সাঁটে সারা)। {(তৎসম বা সংস্কৃত) সংকেত>}
- Bengali Word সাঁটা English definition [শাঁটা] (বিশেষ্য) ১ লাগোনো; সংলগ্ন করা (কাগজ সাঁটা)। ২ উক্ত সকল অর্থে। □ (বিশেষণ) দৃঢ়বদ্ধ; শক্ত করে লাগানো। □ (ক্রিয়া) সংবদ্ধ করা; আঁটা (সেঁটে বন্ধ করা)। {(হিন্দি) সট্না}
- Bengali Word সাঁতরানো English definition [শাঁত্রানো] (ক্রিয়া) ১ সাঁতার কাটা; সাঁতার দেওয়া। ২ সন্তরণ। {(তৎসম বা সংস্কৃত) সম্+√তৃৃ>সাঁতরা+আনো; ক্রিয়ারূপ-সাঁতরাই, সাঁতরাও, সাঁতরায়, সাঁতরান ইত্যাদি; (অসমাপিকা ক্রিয়া) -সাঁতরিয়ে, সাঁতরালে, সাঁতারাতে ইত্যাদি}
- Bengali Word সাঁতলানো English definition [শাঁত্লানো] (ক্রিয়া) ১ সন্তোলন করা; গরম তেলে মাছ মাংস বা তরিতরকারি সামান্য ভাজা (মাছ সাঁতলাবে তো তেলে দেবে না-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ ফোজন দেওয়া। {(তৎসম বা সংস্কৃত) সন্তল>; ক্রিয়ারূপ-সাঁতলাই, সাঁতলাও, লাঁতলায়, সাঁতলান; (অসমাপিকা ক্রিয়া) -সাঁতলাতে, সাঁতালালে, সাঁতলিয়ে ইত্যাদি}
- Bengali Word সাঁতার English definition [শাঁতার্] (বিশেষ্য) ১ সন্তরণ; পানিতে ভাসমান অবস্থায় বিচরণ (সাঁতার দেওয়া)। □ (বিশেষণ) সাঁতার দিয়া পার হতে হয় এমন (সাঁতার পানি)। {(তৎসম বা সংস্কৃত) সন্তরণ>}
- Bengali Word সাঁতারু English definition [শাঁতারু] (বিশেষণ) ১ সন্তরণকারী; সাঁতার কাটে এমন। ২ সন্তরণে দক্ষ বা নিপুণ। {সাঁতার+আরু}
- Bengali Word সাঁপি English definition [শাঁপি] (বিশেষ্য) ১ হাড়িকাঠের উপরের গোলাকার কাষ্ঠখণ্ড। ২ ছিপি। {(তৎসম বা সংস্কৃত) সর্প>}
- Bengali Word সাঁড়াশি, সাঁড়াশী English definition [শাঁড়াশি] (বিশেষ্য) চিমটার ন্যায় যন্ত্র, যা শক্ত করে এঁটে ধরে। {(তৎসম বা সংস্কৃত) সন্দংশিকা>সন্দংশী>সাঁড়াশি}
- Bengali Word সাং English definition [শাঙ্] (বিশেষ্য) সাকিনের সংক্ষিপ্ত রূপ (সাং নবাবগঞ্জ)। {(আরবি) সাকিন>}
- Bengali Word সাংকর্য, সাঙ্কর্য English definition [শাঙ্কোর্জো] (বিশেষ্য) ১ মিশ্রণ; মিলন; সংকরত্ব (সাংকর্য সাধন)। ২ দো-আঁশলা ভাব। {(তৎসম বা সংস্কৃত) সংকর+য}
- Bengali Word সাংকেতিক, সাঙ্কেতিক English definition [শাঙ্কেতিক্] (বিশেষণ) সংকেত কারক; সংকেতজ্ঞাপক (নিম্নলিখিত সাংকেতিক অক্ষর লেখা আছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) (গণিত) অঙ্ক কষার বিশেষ সংক্ষিপ্ত পদ্ধতি; চলিত নিয়ম; practice। {(তৎসম বা সংস্কৃত) সংকেত+ইক(ঠক্)}
- Bengali Word সাংখ্য English definition [শাঙ্খো] (বিশেষ্য) কপিল মুনি রচিত (হিন্দু) দর্শনশাস্ত্র {(তৎসম বা সংস্কৃত) সংখ্যা+অ(অণ্)}
- Bengali Word সাংখ্যিক English definition [শাঙ্খিক্] (বিশেষণ) সংখ্যাবিষয়ক। {(তৎসম বা সংস্কৃত) সংখ্যা+ইক(ঠক্)}
- Bengali Word সাংগীতিক English definition [শাঙ্গিতিক্] (বিশেষণ) সংগীত বিষয়ক। {(তৎসম বা সংস্কৃত) সংগীত+ইক(ঠক্)}
- Bengali Word সাংগ্রামিক English definition [শাঙ্গ্রামিক্] (বিশেষণ) ১ যুদ্ধসংক্রান্ত। ২ যুদ্ধে দরকারি। ৩ যুদ্ধে দক্ষ; নিপুণ যোদ্ধা। {(তৎসম বা সংস্কৃত) সংগ্রাম+ইক(ঠক্)}