স পৃষ্ঠা ৪৪
- Bengali Word সরীসৃপ English definition [শোরিস্সৃপ্] (বিশেষ্য) বুকে ভর করে চলে এমন জীব (সরীসৃপ গতি মিলিত তাহারা নিষ্ঠুর অভিযান-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √সৃপ্+য(যঙ্)+ক্বিপ্}
- Bengali Word সরু English definition [শোরু] (বিশেষণ) ১ সূক্ষ্ম; ক্ষীণা; কৃশ; শীর্ণ (সরু দেহ)। ২ চিকন; মিহি (সরু চাল)। ৩ সংকীর্ণ; অপ্রশস্ত; বিস্তৃত বা চওড়া নয় এমন (সরু গলি)। ৪ মোলায়েম; সুরেলা (সরু গলা)। {(তৎসম বা সংস্কৃত) √সৃ+উ(উন্)}
- Bengali Word সরুঅ ১, সরুআ ১, সরুয়া, সরূয়া (মধ্যযুগীয় বাংলা) English definition [শরুঅ, শরুআ, শরুয়া, শরুয়া] (বিশেষণ) ১ সরু। ২ মিহি (আধমুখ ঢাকিলে সরুঅ বসনে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৩ শীর্ণ। {(তৎসম বা সংস্কৃত) সরু>}
- Bengali Word সরুঅ ২, সরুআ ২, সরূঅ, সরূব (প্রাচীন বাংলা) English definition [সরুঅ, সরুআ, সরূঅ, সরূব] (বিশেষ্য) সরূপ (সজহ সরুআ-চর্যা)। {(তৎসম বা সংস্কৃত) সরূপ>}
- Bengali Word সরূপ English definition [শরুপ্] (বিশেষণ) সাদৃশ্য রূপ ও আকৃতিতে সামঞ্জস্যপূর্ণ (সরূপ তোমার রূপের নেশা-রবীন্দ্রনাথ ঠাকুর)। সরূপতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) স+রূপ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সরেওয়ার English definition [শরেওয়ার্] (ক্রিয়াবিশেষণ) সাজিয়ে গুছিয়ে (সে ব্যক্তি সরেওয়ার কিছু বলিতে পারিল না-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(আরবি) শর্হ+(ফারসি) ৱর}
- Bengali Word সরেজমিন, সরজমিন English definition [শরেজোমিন, শর্জোমিন্] (বিশেষ্য) ১ পৃথিবী। ২ ঘটনাস্থল; অকুস্থল; ঘঠনাসংঘটন স্থান (সরেজমিনে তদন্ত করা)। □ (বিশেষণ) ঘটনাস্থল সম্পর্কিত (সরেজমিন তদন্ত)। {(ফরাসি) সর্জমীন}
- Bengali Word সরেস English definition [শরেশ্] (বিশেষণ) ১ উত্তম; শ্রেষ্ঠ; প্রকৃষ্ট; উৎকৃষ্ট (সরেস নিরেশ মালের বাছবিচার হয়-সৈয়দ মুজতবা আলী)। ২ রসাত্মক; রসপূর্ণ (ম্যাটসিনি নীলা এমন সরেস-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ প্রসাদগুণসম্পন্ন; রসালো (লেখাটা বড় সরেস হয়েছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) সরস>}
- Bengali Word সরো English definition [শরো] (বিশেষ্য) সাইপ্রেস গাছ (সরোর মতন সরল তনু টাটকা তোলা গোলাপ ফুল-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) সর্ৱ}
- Bengali Word সরোকার English definition [শরোকার্] (বিশেষ্য) সম্বন্ধ; দাবি; দখলদারি, অধিকার (তাদের কি সরোকার আছে আমায় যাতা বলবার-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) সর্রকার}
- Bengali Word সরোজ English definition [শরোজ্] (বিশেষ্য) পদ্ম; কমল; পঙ্কজ; শতদল; উৎপল; রাজীব; অরবিন্দ; ইন্দীবর; কোকনদ; কুবলয়; তামরস; পুষ্কর; নলিন; পুণ্ডরীক (বকুল বৃক্ষের তলে একটি যুবতী সুবর্ণ সরোজ সম-কাও)। সরোজিনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)পদ্মের ঝাড়; পদ্মবন; কমলিনী; পদ্মিনী। {(তৎসম বা সংস্কৃত) সরস্+√জন্+অ(ড)}
- Bengali Word সরোদ English definition [শরোদ্] (বিশেষ্য) বীণার মতো বাদ্যযন্ত্র। {(ফারসি) সরদ্}
- Bengali Word সরোবর English definition [শরোবর্] (বিশেষ্য) বড় পুষ্করিণী; দিঘি; হ্রদ; পদ্ম, শাপলা প্রভৃতি ফুলযুক্ত পুষ্করিণী (ফুটিয়াছে সরোবরে কমলনিকর)। {(তৎসম বা সংস্কৃত) সরঃ+বর; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word সরোরুহ English definition [শরোরুহো] (বিশেষ্য) পদ্মফুল (সরোরুহ বিনে যেন ভ্রমর আকুল-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত) সরস্+√রুহ্+ক্বিপ্}
- Bengali Word সরোরোধঃ English definition [শরোরোধোহ্] (বিশেষ্য) সরোবরের কিনারা বা প্রান্তদেশ বা তীর (সরোরোধঃ সন্নিহিত উপলখণ্ডের উপর উপবিষ্ট-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) সরঃ+রোধঃ; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word সরোষ English definition [শরোশ্] (বিশেষণ) রাগান্বিত; ক্রোধযুক্ত; ক্রুদ্ধ। সরোষে (ক্রিয়াবিশেষণ) সক্রোধে; ক্রোধের সঙ্গে (সরোষে আস্ফালন)। {(তৎসম বা সংস্কৃত) স+রোষ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সর্গ English definition [শর্গো] (বিশেষ্য) ১ সৃষ্টি; জন্ম; উৎপত্তি। ২ গ্রন্থাদির অধ্যায় বা পরিচ্ছেদ। ৩ ত্যাগ; বিসর্জন। ৪ প্রকৃতি; নিসর্গ। ৫ নিয়ম। {(তৎসম বা সংস্কৃত) √সৃজ্+অ(ঘহ্)}
- Bengali Word সর্জ, সর্জ্জ, শর্জ, শর্জ্জ, শর্জু English definition [শর্জো, শর্জো, শর্জো, শর্জো, শোর্জু] (বিশেষ্য) শালা গাছ। সর্জরস (বিশেষ্য) শাল গাছের নির্যাস; ধুনা। {(তৎসম বা সংস্কৃত) √সৃজ+অ(অচ্)}
- Bengali Word সর্জন, সর্জ্জন English definition [শর্জোন্] (বিশেষ্য) ১ সৃষ্টি; উৎপত্তি। ২ বিসর্জন; ত্যাগ। {(তৎসম বা সংস্কৃত) √সৃজ্+অন(ল্যুট্)}
- Bengali Word সর্জি, সর্জী, সর্জিকা English definition [শোর্জি, সর্জী, সর্জিকা] (বিশেষ্য) সাজিমাটি; এক প্রকার ক্ষার; সোডা। {(তৎসম বা সংস্কৃত) √সৃজ্+ই(ইন্)}