স পৃষ্ঠা ৪১
- Bengali Word সময় English definition [শোময়্] (বিশেষ্য) ১ কাল; আমল; জমানা। ২ অবকাশ; ফুরসত; অবসর। ৩ বয়স পুরো হওয়া; উপযুক্ত হওয়া (এখও আমার সময় হয়নি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ নির্দিষ্টকাল (গাড়ি আসার সময় হয়েছে)। ৫ সুযোগ; অনুকূল মুহূর্ত; সুবিধা (সময়ের সদ্ব্যবহার)। ৬ ঋতু; মৌসুম (ফুলের সময়)। ৭ বয়স; জীবনকাল (সময় ফুরানো)। ৮ দিনকাল; বর্তমান কাল (সময়টা ভালো যাচ্ছে না)। ৯ সুদিন; ভালো অবস্থা (সে সময়ের বন্ধু বই নয়)। ১০ নিয়ম; রীতি; নির্দেশ। ১১ বেলা। সময়নিষ্ঠ (বিশেষণ) সময়ানুবর্তী (কাজে সময়নিষ্ঠ, punctual)। সময়নিষ্ঠা (বিশেষ্য) সময়ানুবর্তিতা। সময়ে সময়ে, সময় সময় (ক্রিয়াবিশেষণ) কখনও; মাঝে-মধ্যে। সময়সেবী(-বিন্), সময়সেবক (বিশেষণ) সুবিধাবাদী; সময় ও সুযোগ অনুসারে কর্মপন্থা স্থিরকারী। সময়ান্তর (বিশেষ্য) অন্য সময়; ভিন্ন সময় (সময়ান্তরে করা)। সময়োচিত, সময়োপযোগী (বিশেষণ) কালানুযায়ী; বিশেষ কোনো সময়ের পক্ষে উপযুক্ত (সময়োচিত কার্য করা মঙ্গলকর)। একতিল সময়, তিলমাত্র সময় (বিশেষ্য) সামান্য সময়; অল্পক্ষণ। মরবার সময় না থাকা-একটুও ফুরসত বা অবসর না থাকা। {(তৎসম বা সংস্কৃত) সম্+√ই+অ(অচ্)}
- Bengali Word সযত্ন English definition [শজত্নো] (বিশেষণ) ১ যত্নযুক্ত। ২ আদরযুক্ত; সাদর। ৩ সচেষ্ট। সযত্নে (ক্রিয়াবিশেষণ) ১ যত্নসহকারে। ২ চেষ্টাপূর্বক। {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+যত্ন; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সর ১ English definition [শর্] (বিশেষ্য) দুগ্ধ বা ক্ষীর প্রভৃতির উপরের পাতলা আবরণবিশেষ। সরপুরিয়া (বিশেষ্য) দুধের সর দিয়ে প্রস্তুত মিষ্টান্নবিশেষ। সরভাজা (বিশেষ্য) সর ভেজে প্রস্তুত এক প্রকার মিঠাই। {(তৎসম বা সংস্কৃত) √সৃ+অ(অচ্)}
- Bengali Word সর ২ English definition [শর্] (ক্রিয়া) অনুজ্ঞায় নড়ে বা সরে বসার আদেশ (সর এখান থেকে; কেহ্নে সর জাইতে মোকে বোল গুণনিধি-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √সৃ>}
- Bengali Word সরঃ English definition [শরোহ্] (বিশেষ্য) বড় পুকুর; দিঘি; সরোবর; হ্রদ। সরঃকাক (বিশেষ্য) হংস। সরসী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) দিঘি; সরোবর; বৃহৎ পুষ্করিণী (সরসীর নীল জলে সেথা কি মরাল খেলে-কায়কোবাদ)। সরসীরুহ (বিশেষ্য) পদ্ম; কমল (প্রস্ফুটিত শারদ সরসীরুহের মন্দান্দোলন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) √সৃ+অস্(অসুন্)}
- Bengali Word সরকার English definition [শর্কার্] (বিশেষ্য) ১ শাসনতন্ত্র পরিচালক। ২ রাজা; শাসনকর্তা; মালিক। ৩ রাজ্য-শাসনবিভাগ; শাসনতন্ত্র; government। ৪ আদায় ও ব্যয়ের হিসাবরক্ষক কর্মচারী (রাজার সরকার)। ৫ বাদশাহি আমলে রাজকর্মচারীদের প্রদত্ত খেতাববিশেষ। ৬ কুলি-মজুরদের সরদার। ৭ উপাধিবিশেষ। ৮ কবিগানের দলনেতা। সরকার-পরিসত (বিশেষ্য) সরকারকে অন্ধভাবে সমর্থনকারী। সরকারি, সরকারী (বিশেষণ) ১ সরকার সম্বন্ধীয়। ২ রাষ্ট্রের; গভর্নমেন্টের। {(ফারসি) সরকার}
- Bengali Word সরগম English definition [শর্গম্] (বিশেষ্য) সা রে গা মা-র একটি রূপ। {সা+রে+গা+মা}
- Bengali Word সরগরম English definition [শর্গরোম্] (বিশেষণ) ১ গুলজার; পরিপূর্ণ (তাদের ছেলে মেয়েতে বাড়ীর উঠান সরগরম-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ উদ্দীপনা-যুক্ত। ৩ জমজমাট। {(ফারসি) সর গরম}
- Bengali Word সরজমিন English definition ⇒ সরেজমিন
- Bengali Word সরঞ্জাম English definition [সরোন্জাম্] (বিশেষ্য) ১ উপকরণ; উপচার; আসবাব (বাদশাহী সরঞ্জাম যত আছে ধূম ধাম ভূত দিয়া সব লুঠাইব-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ আয়োজন (খেলার সরঞ্জাম)। ৩ অবশেষ। সরঞ্জামি (বিশেষণ) আদায়কারীর খরচ বাবদ পাওনা (তিনি অনুমতি দিলেই আপনার ... সরঞ্জামি চুকাইয়া দেওয়া যাইবে-দীনবন্ধু মিত্র)। সরঞ্জামে (ক্রিয়াবিশেষণ) কিছু সংগ্রহ করতে; জোগাড় করতে; অবশেষে (সরঞ্জামে গৌড়ে গতি করিলেন-রামরাম বসু)। {(ফারসি) সরআন্জাম}
- Bengali Word সরট English definition [শরোট্] (বিশেষ্য) টিকটিকি; কৃকলাস। {(তৎসম বা সংস্কৃত) √সৃ+অট(আটি)}
- Bengali Word সরণ English definition [শরোন্] (বিশেষ্য) ১ পথ; রাস্তা (যাব আজীবন কাল পাষাণ কঠিন সরণে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ মরিচা; লৌহমল। □ (বিশেষণ) গমনশীল। সরণশীল (বিশেষণ) অনুসরণ করার উপযুক্ত; অনুধাবনযোগ্য; চলমান (সংসারে যত কিছু সরণশীল পদার্থ আছে বাংলা বই হচ্ছে সকলের চেয়ে সেরা-রবীন্দ্রনাথ ঠাকুর)। সরণি, সরণী (বিশেষ্য) ১ পথ; রাস্তা; সড়ক road; street (যখন আঁধারে ভরিবে সরণী-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ শ্রেণি; সারি; পঙ্ক্তি। ৩ প্রণালি; রীতি; পন্থা; table; chart (শরীরিণী স্বপ্ন এ সরণি ও সংজ্ঞা-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √সৃ+ অন(ল্যুট্)}
- Bengali Word সরত (মধ্যযুগীয় বাংলা) English definition [শরোত্] (বিশেষ্য) শরৎকাল (সরতর কিআ তুলে বসন্তর মালী-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) শরৎ>}
- Bengali Word সরতা, সর্তা English definition [শর্তা] (বিশেষ্য) জাঁতি; সুপারি কাটার যন্ত্রবিশেষ। {(তুলনীয়) (হিন্দি) সরোতা}
- Bengali Word সরদ (মধ্যযুগীয় বাংলা) English definition [সরদ্] (বিশেষণ) ১ চাপা (দেহ দহিছে সরদ হুতাসন-সৈয়দ আলাওল)। □ (বিশেষ্য) ঠাণ্ডা। {(ফারসি) সর্দ}
- Bengali Word সরদার, সর্দার English definition [শর্দার্] (বিশেষ্য) ১ প্রধান ব্যক্তি; দলপতি (তাহার সরদার চাকর লোকেরা কেহ যাহারা এ সুবা জাতের বিষয়ের জ্ঞাত-রামরাম বসু)। ২ উপাধিবিশেষ। সরদারি, সর্দারি (বিশেষ্য) ১ সর্দারের পদ বা কাজ। ২ সরদারের প্রাপ্ত দস্তুরি। ৩ মোড়লি; ফোঁপরদালালি (ছড়ি হাতে সর্দারি করে বেড়াচ্ছে-মোতাহের হোসেন চৌধুরী)। সরদারি/সর্দারি দেওয়া (ক্রিয়া) ১ কাউকে দলপতি করা। ২ দলপতির প্রাপ্য দস্তুরি দেওয়া (এমন আর সরদারি দিতে হয় না রমজানকে-আবু ইসহাক)। {(ফারসি) সরদার}
- Bengali Word সরদেয়াল, ছারদেয়াল English definition [সর্দেয়াল, ছার্দেয়াল] (বিশেষ্য) ১ বাড়ির চারিদিকে ঘুরিয়ে যে দেয়াল দেওয়া হয়। ২ প্রাচীর; প্রাকার। {(ফারসি) সর্দেৱাল}
- Bengali Word সরন্দীপ English definition [শরোন্দিপ্] (বিশেষ্য) রূপকথার দ্বীপবিশেষ; লঙ্কা (দিয়ে দ্বীপ সরন্দীপ জন্বুদ্বীপ লঙ্কা-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) স্বর্ণদ্বীপ>}
- Bengali Word সরপুঁটি, সরপুঁঠি English definition [শর্পুঁটি, শর্পুঁঠি] (বিশেষ্য) বড় আকারের পুঁটিমাছবিশেষ (একটা বড় সরপুঁটি মাছ কি করিয়া তাহার ছিপে উঠিয়া গেল-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {সর (<(তৎসম বা সংস্কৃত) সরল)+ পুঁটি}
- Bengali Word সরপুরিয়া English definition ⇒ সর