স পৃষ্ঠা ৩৮
- Bengali Word সম্পোষ্য English definition [শম্পোশ্শো] (বিশেষণ) ১ পোষণীয়; পোষণযোগ্য। ২ অভাব দূরীকরণে সক্ষম। {(তৎসম বা সংস্কৃত) সম্+√পুষ্+য(ণ্যৎ)}
- Bengali Word সম্প্রচার English definition [শম্প্রোচার্] (বিশেষ্য) চারদিকে ঘোষণা বা প্রচার (রেডিও সম্প্রচারকার্যে নিযুক্ত)। সম্প্রচারিত (বিশেষণ) ব্যাপকভাবে প্রচারিত; broadcast। {(তৎসম বা সংস্কৃত) সম্+প্র+√চর্+অ(ঘঞ)}
- Bengali Word সম্প্রতি English definition [শম্প্রোতি] (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) ১ আজকাল; অধুনা (প্রভুর যে গতি হইল সম্প্রতি, সেই সে গতি আমার-সৈয়দ আলাওল)। ২ সবে; এইমাত্র; কেবল; মাত্র (সম্প্রতি পৌঁছেছে)। সাম্প্রতিক (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) সম্+প্রতি}
- Bengali Word সম্প্রদাতা English definition ⇒ সম্প্রদান
- Bengali Word সম্প্রদান English definition [শম্প্রোদান্] (বিশেষ্য) ১ স্বত্বত্যাগপূর্বক দান; সম্পূর্ণরূপে অর্পণ। ২ হিন্দুদের বিবাহানুষ্ঠানে বরের হস্তে কন্যাকে অর্পণ (বাবার অবর্তমানে ওকে সম্প্রদানের পুরোপুরি অধিকার আমারি-আবুল ফরাহ মুঃ আবদুল হক ফরিদী)। ৩ (ব্যাকরণ) কারক-বিশেষ, যাকে স্বত্ব ত্যাগ করে দান করা হয় তাকে সম্প্রদান কারক বলা হয়; dative। সম্প্রদাতা(-তৃ) (বিশেষ্য) (বিশেষণ) যিনি সম্প্রদান করেন; সম্প্রাদানকারী। সম্প্রদাত্রী (বিশেষ্য) (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সম্+প্র+√দা+অন(ল্যুট্)}
- Bengali Word সম্প্রদায় English definition [শম্প্রোদায়্] (বিশেষ্য) ১ দল; সমাজ (সুন্নি সম্প্রদায়)। ২ জাতি (হিন্দু সম্প্রদায়)। ৩ গোষ্ঠী; সঙ্ঘ। {(তৎসম বা সংস্কৃত) সম্+প্র+√দা+অ(ঘঞ্)}
- Bengali Word সম্প্রভাত English definition [শম্প্রোভাত্] (বিশেষণ) প্রতিভাত (যে জলবিম্ব একবার জলস্রোতে সূর্যরশ্মি সম্প্রভাত দেখিয়াছিলাম-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) সম্+প্র+ভা+ত(ক্ত)}
- Bengali Word সম্প্রসারক English definition ⇒ সম্প্রসারণ
- Bengali Word সম্প্রসারণ English definition [শম্প্রোশারোন্] (বিশেষ্য) প্রসারিতকরণ; বিস্তার। সম্প্রসারক (বিশেষণ) বিস্তার করে এমন; সম্প্রসারণকারী। সম্প্রসারিত (বিশেষণ) সম্প্রসারণ করা হয়েছে এমন; বিস্তারিত (সম্প্রসারিত হচ্ছে-মনোজ বসু)। {(তৎসম বা সংস্কৃত) সম্+প্র+√সৃ+ণিচ্+অন(ল্যুট্)}
- Bengali Word সম্প্রসারিত English definition ⇒ সম্প্রসারণ
- Bengali Word সম্প্রাপ্ত English definition [শম্প্রাপ্তো] (বিশেষণ) ১ উত্তমরূপে লব্ধ; সম্যকপ্রাপ্ত। □ (বিশেষ্য) আগত; উপস্থিত; হাজির। সম্প্রাপ্তি (বিশেষ্য) ১ সম্যক্ অর্জন; উপযুক্তপ্রাপ্তি। ২ উপস্থিতি। {(তৎসম বা সংস্কৃত) সম্+প্র+√আপ্+ত(ক্ত)}
- Bengali Word সম্প্রীতি English definition [শম্প্রিতি] (বিশেষ্য) ১ সদ্ভাব; সৌহার্দ্য; প্রেম; প্রণয়। ২ সন্তোষজনক আচরণ; সুভাব (সামাজিক সম্প্রীতি)। ৩ আনন্দ; সন্তোষ। সম্প্রীত (বিশেষণ) ১ প্রীতিযুক্ত। ২ সদ্ভাবযুক্ত। ৩ আনন্দিত; সন্তুষ্ট {(তৎসম বা সংস্কৃত) সম্+√প্রী+তি(ক্তি)}
- Bengali Word সম্পৎ English definition ⇒ সম্পদ
- Bengali Word সম্বন্ধ English definition [শম্বন্ধো] (বিশেষ্য) ১ সংযোগ; সম্পর্ক (পিতাপুত্র সম্বন্ধ)। ২ সংস্রব; মিল; যোগাযোগ (অসৎ সম্বন্ধ ত্যাগ করা)। ৩ কুটুম্বিতা; আত্মীয়তা (বৈবাহিক সম্বন্ধ)। ৪ বিবাহ বা শাদির প্রস্তাব (সুন্দরী মেয়ের বিয়ের সম্বন্ধ এসে গেছে-রাজিয়া খান)। ৫ (ব্যাকরণ) কার্যকারণ, জন্য-জনকতা, স্বত্ব-স্বামিত্ব ইত্যাদি ভাব; possessive case। সম্বন্ধী (-ন্ধিন্), সম্মুন্দি (চলিত) (বিশেষণ) সম্বন্ধযুক্ত। □ (বিশেষ্য) ১ কুটুম্ব; আত্মীয়। ২ স্ত্রীর ভাই; শ্যালক; স্ত্রীর বড় ভাই (ডেপুটি সাহেব ২৫ টাকা দর্শনী দিয়া সম্বন্ধী পত্নীর মুখ-নজিবর রহমান)। ৩ গালিবিশেষ; শালা। সম্বন্ধীয় (বিশেষণ) ১ সম্পর্কিত। ২ বিষয়ক; সংক্রান্ত। সম্বন্ধীয়া (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√বন্ধ্+অ(ঘঞ্)}
- Bengali Word সম্বর, শম্বর English definition [শম্বর্] (বিশেষ্য) ১ একজাতীয় হরিণ (যেখানে বন্য শূকর বা সম্বর হরিণের দল যাতায়াতের সুঁড়ি পথ তৈরি করিয়াছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ পানি; জল (সম্বর অম্বর)। ৩ হিন্দু পৌরাণিক অসুরবিশেষ। □ (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) প্রশমিত করো; সম্বরণ করো (সম্বর তোমার রোষ-সুফিয়া কামাল)। {(তৎসম বা সংস্কৃত) √শম্+অর}
- Bengali Word সম্বরণ, সম্বরা ১ English definition ⇒ সংবরণ
- Bengali Word সম্বরা ২ English definition [শম্বরা] (বিশেষ্য) তেল ও মশলা দ্বারা ব্যঞ্জনাদি সুস্বাদু করার একপ্রকার প্রক্রিয়া; ফোড়ন। {(তৎসম বা সংস্কৃত) সম্ভাব>}
- Bengali Word সম্বরিয়া English definition [শম্বোরিয়া] (বিশেষণ) সংযত করে (রাজা আপন মন আপনি সম্বরিয়া ঘরের কবাটে খিল দিলেন-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) সম্বর+(বাংলা) ইয়া}
- Bengali Word সম্বরু (ব্রজবুলি) English definition [সম্বোরু] (বিশেষণ) আবৃত (অম্বরে দেহ নহি সম্বরু ভেল-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) সংবর>}
- Bengali Word সম্বর্ধনা English definition ⇒ সংবর্ধনা