স পৃষ্ঠা ৩৭
- Bengali Word সমুৎসুক English definition [শোমুত্শুক্] (বিশেষণ) ১ অতিশয় আগ্রহ বা জানার ঔৎসুক্য প্রকাশক। ২ চিন্তাযুক্ত; উৎকণ্ঠিত (সংবাদ পাওয়ার জন্য মা সমুৎসুক)। {(তৎসম বা সংস্কৃত) সম্+উৎসুক}
- Bengali Word সমূল English definition [শমুল্] (বিশেষণ) ১ মূলসহ। ২ উৎস বা কারণসহ। ৩ সম্পূর্ণ। {(তৎসম বা সংস্কৃত) স+মূল; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সমূলক English definition [শমুলক্] (বিশেষণ) ১ সহেতুক (অমূলক ও সমূলক কারণে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সত্য। সমূলে (ক্রিয়াবিশেষণ) মূলসমেত (সমূলে নির্মূল করা)। {(তৎসম বা সংস্কৃত) স+মূলক; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সমূহ English definition [শোমুহো] (বিশেষ্য) রাশি। ২ গণ; সমস্ত। □ (বিশেষণ) (ব্যাকরণ) প্রচুর; অনেক; অতিশয়; বেজায় (সমূহ ক্ষতি)। ৪ ভয়ানক; চরম (সমূহ বিপদ)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√ঊহ্+অ(ঘঞ্)}
- Bengali Word সমৃদ্ধ English definition [শমৃদ্ধো] (বিশেষণ) ১ ঐশ্বর্যশালী (সমৃদ্ধ পরিবার)। ২ উন্নত (সমৃদ্ধ শহর)। ৩ যথেষ্ট বৃদ্ধিপ্রাপ্ত। সমৃদ্ধা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। সমৃদ্ধি (বিশেষ্য) ১ সমুন্নতি। ২ যথেষ্ট। ৩ ঐশ্বর্য। সমৃদ্ধশালী (বিশেষণ) ঐশ্বর্যশালী; সম্পন্ন; সম্পদশালী। {(তৎসম বা সংস্কৃত) সম্+√ঋধ্+ত(ক্ত)}
- Bengali Word সমে সমে English definition [শমে শমে] (বিশেষ্য) সঙ্গে সঙ্গে; সাথে সাথে; তালের সমাপ্তিতে (যে সমে সমে মাথা নাড়তে পারে তাকে আদর-কদর করবেন-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) সম+(বাংলা) এ>}
- Bengali Word সমেত English definition [শমেত্] (বিশেষণ) ১ সাথে; সঙ্গে; সহিত (বোঝাই গাড়িসমেত খাদের মধ্যে পড়িয়া হতভাগ্য বলদ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ প্রাপ্ত। ৩ উপস্থিত। {(তৎসম বা সংস্কৃত) সম্+আ+√ই+ত(ক্ত)}
- Bengali Word সম্পত্তি English definition [শম্পোত্তি] (বিশেষ্য) ১ ঐশ্বর্য; বিভব। ২ ধন। ৩ বিষয়-আহমদ শরীফয়; জায়গা-জমি। ৪ সম্বল। ৫ গৌরব। সম্পত্তিশালী(-লিন্) (বিশেষণ) ১ সম্পন্ন; বিত্তশালী; ধনী। ২ বাড়ি, জমি ইত্যাদির মালিক। {(তৎসম বা সংস্কৃত) সম্+√পদ্+তি(ক্তি)}
- Bengali Word সম্পদ, সম্পৎ English definition [শম্পদ্, শম্পত্] (বিশেষ্য) ১ ধন; ঐশ্বর্য। ২ উৎকর্ষ (ভাবসম্পদ)। ৩ গৌরব; মহিমা; মর্যাদা। ৪ সম্বল; পুঁজি; সংস্থান। সম্পদশালী (বিশেষণ) বিত্তশালী; ঐশ্বর্যশালী; ধনী। {(তৎসম বা সংস্কৃত) সম্+√পদ্+ক্বিপ্}
- Bengali Word সম্পন্ন English definition [শম্পন্নো] (বিশেষণ) ১ বিত্তশালী; সম্পত্তিশালী (সম্পন্ন অবস্থা)। ২ যুক্ত; সংবলিত (বুদ্ধি বিবেচনা সম্পন্ন)। ৩ নিষ্পন্ন; সম্পাদিত; সমাধা; শেষ; সম্পূর্ণ (কাজ সম্পন্ন হয়েছে)। সম্পন্না (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)সংগতি আছে এমন (সচরাচর দাসীর অপেক্ষা সম্পন্না-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√পদ্+ত(ক্ত)}
- Bengali Word সম্পর্ক English definition [শম্পর্কো] (বিশেষ্য) ১ সম্বন্ধ; সংযোগ (গ্রাম সম্পর্কে)। ২ আত্মীয়তা (সম্পর্কে চাচা)। ৩ বন্ধুত্ব; সংসর্গ (অসতের সম্পর্ক)। ৪ যোগাযোগ; সংস্রব; আদান-প্রদান (তারা সম্পর্কশূন্য)। সম্পর্কিত, সম্পর্কী(-র্কিন্); সম্পর্কীয় (বিশেষণ) সম্পর্কযুক্ত; সংক্রান্ত। সম্পর্কিতা, সম্পর্কীয়া (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√পৃচ্+অ(ঘঞ্)}
- Bengali Word সম্পাত English definition [শম্পাত্] (বিশেষ্য) ১ পতন (অশনি সম্পাত)। ২ অভিশাপ (গোরক্ষনাথের সম্পাতে ভাণ্ডারে কিছু নাঞি-জয়দেব গীতগোবিন্দ)। □ (বিশেষণ) প্রতিফলন; প্রবেশ (আলোকসম্পাত; অতি অপরূপ শোভায় শোভিল জ্যোৎস্নায় সম্পাতে-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√পত্+অ(ঘঞ্)}
- Bengali Word সম্পাদক English definition [শম্পাদক্] (বিশেষ্য) ১ সম্পাদনকারী; নির্বাহক; কর্ম-সচিব। □ (বিশেষ্য) ১ সংবাদপত্রাদির প্রধান নীতিনির্ধারক ও পরিচালক; পুস্তকাদির সংকলক; editor। ২ সভাসমিতি, বিদ্যালয় ইত্যাদি অনুষ্ঠানের কার্যনির্বাহক; secretary। সম্পাদিকা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। সম্পাদকীয় (বিশেষ্য) পত্রিকায় সম্পাদকের লিখিত প্রবন্ধ। □ (বিশেষণ) সম্পাদকীয় স্তম্ভে যে অভিমতসুচক নিবন্ধ প্রকাশিত হয়; editorial। {(তৎসম বা সংস্কৃত) সম্+√পাদি+অক(ণ্বুল্)}
- Bengali Word সম্পাদন, সম্পাদনা, সম্পাদকতা English definition [শম্পাদোন্, শম্পাদোনা, শম্পাদোকতা] (বিশেষ্য) ১ সম্পাদন; সম্পূর্ণকরণ; নিষ্পাদন। ২ সংকলন। ৩ সম্পাদকের কাজ; editing। সম্পাদিত (বিশেষণ) সম্পাদনকৃত (নজরুল সম্পাদিত ধূমকেতু)। সম্পাদ্য (বিশেষণ) সম্পন্ন বা নিষ্পন্ন করতে হবে এমন; সম্পাদন করতে হবে এমন; সম্পাদনীয়। □ (বিশেষ্য) (জ্যামিতি) সমাধান বা পূরণ করতে হবে এমন প্রতিজ্ঞা; problem। {(তৎসম বা সংস্কৃত) সম্+√পাদি+অন, আ(টাপ্), অক(ণ্বুল্)+তা(তল্)}
- Bengali Word সম্পাশ English definition [শম্পাশ্] (বিশেষ্য) (বিশেষণ) সান্নিধ্য; নিকট (কান্দিয়া কহিতে লাগে মায়ের সম্পাশ নাগরিয়া শিশুগণ করে উপহাস-হেয়াত মাহমুদ)। {(তৎসম বা সংস্কৃত) সম্+পার্শ্ব>}
- Bengali Word সম্পুট, সম্পুটক, সংপুট English definition [শম্পুট্, শম্পুটক্, শঙ্পুট্] (বিশেষ্য) ১ কৌটা; পুটলি; ছোট পেটিকা; ঠোঙ্গা (অঞ্জন এই আছে সর্বশেষে মণি সম্পুট ভরা-মোহিতলাল মজুমদার)। ২ যুক্তকর (রচিয়া সম্পুট পাণি মৃদুমন্দ সুভাষিণী সম্মুখে রহিলা নারায়ণী-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। সম্পুটে (ক্রিয়াবিশেষণ) জোড়হস্তে; যুক্ত করে (সম্পুটে প্রণাম করি বুইলোঁ সব সখিজনে-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√পুট্+অ(ক)}
- Bengali Word সম্পূরক English definition [শম্পুরক্] (বিশেষণ) সম্পূরণকারী। □ (বিশেষ্য) (জ্যামিতি) যে দুইকোণের যোগফল দুই সমকোণের সমান তারা পরস্পর সম্পূরক; supplementary। সম্পূরক (বিশেষ্য) ১ সম্পূর্ণকরণ। ২ পরিপূরণ। সম্পূরিত (বিশেষণ) সম্পূর্ণ করা হয়েছে এমন; পরিপূরক। {(তৎসম বা সংস্কৃত) সম্+√পূর্+অক(ণ্বুল্)}
- Bengali Word সম্পূর্ণ English definition [শম্পুর্নো] (বিশেষণ) ১ সমস্ত; সমগ্র; গোটা (সম্পূর্ণ বাড়িটির মূল্য)। ২ পরিপূর্ণ। ৩ খতম; সমাপ্ত; নিষ্পাদিত। সম্পূর্ণতা (বিশেষ্য) পরিপূর্ণতা (তাহার প্রকৃত সম্পূর্ণতা আছে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। সম্পূর্ণীভূত (বিশেষণ) পরিপূর্ণতা প্রাপ্ত (হস্তপদ হৃদয়াদি সর্বাঙ্গ সুগোল; সম্পূর্ণীভূত-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√পুর্+ত(ক্ত)}
- Bengali Word সম্পৃক্ত English definition [শম্পৃক্তো] (বিশেষণ) ১ পরস্পর মিলিত; সংযুক্ত। ২ সম্বন্ধযুক্ত; সম্পর্কিত। ৩ গ্রথিত; জড়িত; সংমিশ্রিত। সম্পৃক্তা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√পৃচ্+ত(ক্ত)}
- Bengali Word সম্পেশ English definition [শম্পেশ্] (বিশেষ্য) নিকট; সান্নিধ্য (তৃতীয়খণ্ড মায়া মানে রণজয় বুদ্ধিজ্ঞানে ভাঙ্গি পড়ে বৈরীর সম্পেশ-হেয়াত মাহমুদ)। {(তৎসম বা সংস্কৃত) শম্+(ফারসি) পেশ}