স পৃষ্ঠা ৩৯
- Bengali Word সম্বর্ধিত English definition [শম্বোর্ধিতো] (বিশেষণ) পরিবর্ধিত; সম্যক বৃদ্ধিপ্রাপ্ত (তাহার ত্রাস ও কৌতূহল দুই সম্বর্ধিত হইল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√বর্ধি+ত(ক্ত)}
- Bengali Word সম্বল English definition [শম্বল্] (বিশেষ্য) ১ পাথেয় (বিশ টাকা আছে তার পথের সম্বল)। ২ জীবিকা অর্জনের উপায় (অন্নের তরে ঘুঁটে বেচা আমার সম্বল-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৩ পুঁজি; সংস্থান (এই ভিটেটুকুই তার সম্বল)। ৪ অবলম্বন; ভরসাস্থল (বৃদ্ধের শেষ সম্বল)। সম্বলহীন (বিশেষণ) সর্বহারা; নিঃস্ব (সম্বলহীন পথের ভিখারি)। সম্বলহীনা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√বল্+অ(ক)}
- Bengali Word সম্বলিত English definition ⇒ সংবলিত
- Bengali Word সম্বাদপত্র (প্রাচীন প্রয়োগ) English definition [শম্বাদ্পত্ত্রো] (বিশেষণ) খবরের কাগজ; সংবাদপত্র (তাহা সচরাচর সম্বাদপত্র হইতে প্রাপ্ত-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) সম্বাদ+পত্র}
- Bengali Word সম্বাধ English definition [শম্বাধ্] (বিশেষ্য) ১ বাধা; বিঘ্ন; বিপদ। ২ ভিড়; অনেকের একত্র সমাবেশ। ৩ সংকট। ৪ সংঘর্ষ। {(তৎসম বা সংস্কৃত) সম্+√বাধ্+অ(অচ্)}
- Bengali Word সম্বায় English definition [শম্বায়্] (বিশেষণ) সমবায়; মিলিত (মুনিগণ দেবগণ সম্বায় হইয়া-কাশীরাম দাস)। {(তৎসম বা সংস্কৃত) সমবায়>}
- Bengali Word সম্বিত, সম্বিৎ, সংবিৎ, সংবিদ English definition [শোম্বিত্, শোম্বিত্, শোঙ্বিত্, শোঙ্বিদ্] (বিশেষ্য) ১ জ্ঞান; হুঁশ; বুদ্ধি (এতক্ষণে যেন দীনুর সম্বিত ফিরে এল-সরদার জয়েনউদ্দীন; ক্ষণেক সংবিৎ পেয়ে লাগিল কান্দিতে-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ প্রতীক্ষা। ৩ সংকেত। □ (বিশেষণ) সম্ভাষণ। {(তৎসম বা সংস্কৃত) সম্+√বিদ্+ক্বিপ্}
- Bengali Word সম্বুদ্ধ English definition [শোম্বুদ্ধো] (বিশেষণ) জাগরিত; চেতনাপ্রাপ্ত; লব্ধচৈতন্য; উদ্বুদ্ধ। □ (বিশেষ্য) যিনি বোধিপ্রাপ্ত; বুদ্ধদেব। {(তৎসম বা সংস্কৃত) সম্+√বুধ্+ত(ক্ত)}
- Bengali Word সম্বোধন English definition [শম্বোধন্] (বিশেষ্য) ১ আহ্বান। ২ সম্ভাষণ। ৩ ডাক; অভিভাষণ। ৪ ব্যাকরণের পদবিশেষ। সম্বোধিত (বিশেষণ)। সম্বোধনী (বিশেষ্য) আহ্বান; অভিবাদন (শৃঙ্খলে বাজে তব সম্বোধনী-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√বোধি+অন(ল্যুট্)}
- Bengali Word সম্বোধা ১ English definition [শম্বোধা] (ক্রিয়া) (পদ্যে.) সম্বোধন করা; ডাকা। {(তৎসম বা সংস্কৃত) সম্বোধ+(বাংলা) আ}
- Bengali Word সম্বোধা ২ English definition [শম্বোধা] (ক্রিয়া) ১ (পদ্যে ব্যবহৃত) প্রবোধ দেওয়া; বুঝানো। ২ ভুল বুঝানো। {(তৎসম বা সংস্কৃত) সম্বোধ+(বাংলা) আ}
- Bengali Word সম্বোধি ১ English definition [শম্বোধি] (বিশেষ্য) সম্যক জ্ঞান; বোধ (ভাব সম্বোধি আত্মা)। সম্বোধিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) জ্ঞানী; সচেতন (সম্বোধিতা রমণী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√বোধি}
- Bengali Word সম্বোধি ২ English definition [শম্বোধি] (ক্রিয়া) ১ (কাব্যে) সম্বোধন করে; ডেকে (সম্বোধি কহিল তাহারে)। ২ প্রবোধ দেওয়া বা প্রতারণা করা (তবে তাক সম্বোধিব কখন উত্তরে-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√বোধি}
- Bengali Word সম্বৎসর (অশুদ্ধ কিন্তু প্রচলিত), সংবৎসর English definition [শম্বত্শর্] (বিশেষ্য) পরিপূর্ণ বৎসর (সম্বৎসর কাটিয়াছে তারা শীর্ণতার মধ্যে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। সম্বৎসরকাল (বিশেষণ) পূর্ণ এক বৎসর সময় (এই জন্য স্ত্রীর সম্ববৎসরকালে বিশ্রামের অধিকার-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) সম্+বৎসর}
- Bengali Word সম্ভব English definition [শম্ভব্] (বিশেষ্য) ১ জন্ম; উৎপত্তি (কুমারসম্ভবকাব্য)। ২ সম্ভাবনা। ৩ বিশ্বাযোগ্য (সংবাদ সম্ভবযোগ্য কি?)। □ (বিশেষণ) ১ জাত; সদ্ভূত (কস্তুরিসম্ভব সুবাস)। ২ অনুমানযোগ্য (সম্ভব কাল আসবে)। সম্ভবত, সম্ভবতঃ (অব্যয়) হয়তো; অনুমানসাপেক্ষ (সম্ভবত সে আসবে না)। সম্ভবপর (বিশেষণ) সম্ভাবনাযুক্ত। সম্ভবাতীত (বিশেষণ) অসম্ভব; সম্ভাবনাহীন (তার জন্য পরীক্ষায় পাশ করা সম্ভবাতীত)। সম্ভাব্য-সম্ভব্য (বিশেষণ) সম্ভবপর (সম্ভাব্য সকল ব্যবস্থা নেওয়া হবে); হয়তো হবে বা ঘটনে এমন (পরীক্ষার সম্ভাব্য তারিখ)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√ভূ+অ(অচ)}
- Bengali Word সম্ভাবনা, সম্ভাবন English definition [শম্ভাবোনা, শম্ভাবন্] (বিশেষ্য) ১ ভবিষ্যৎ সম্বন্ধে ধারণা; ভবিষ্যতে ঘটতে পারে এমন অবস্থা। ২ বিষয়সম্পত্তি; সঙ্গতি (সবেমাত্র নৃপতির সম্ভাবনা এই-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। সম্ভাবনীয়, সম্ভাব্য, সম্ভব্য (বিশেষণ) সম্ভবপর; সংঘটনীয়। সম্ভাবিত (বিশেষণ) ১ সম্ভবপর হবে আশা করা যায় এমন; expected। ২ সম্মানিত। {(তৎসম বা সংস্কৃত) সম্+√ভাবি+অন(ল্যুট্), আ}
- Bengali Word সম্ভার English definition [শম্ভার্] (বিশেষ্য) ১ দ্রব্যসামগ্রী (শকটে সম্ভার কত যায়-রঙ্গলাল সেন)। ২ স্তূপ; রাশি (বস্তুসম্ভার)। ৩ উপকরণ। ৪ সম্বল। ৫ আয়োজন (এথা রাজা যুধিষ্ঠির করেন সম্ভার যজ্ঞের-শ্রীকর নন্দী)। ৬ সম্বরা; ফোঁড়ন; ঘি বা তেলে মশলা সাঁতলানো (তরকারিতে সম্ভার দেওয়া)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√ভৃ+অ(ঘঞ্)}
- Bengali Word সম্ভাষণ, সম্ভাষ English definition [শম্ভাশোন্, শম্ভাশ্] (বিশেষ্য) ১ আহ্বান; সম্বোধন। ২ আলাপ-আলোচনা; কথাবার্তা। ৩ অভ্যর্থনা; সমাদর (সাদর সম্ভাষণ)। ৪ অভিভাষণ। সম্ভাষণানুগ্রহ (বিশেষ্য) সহৃদয় আলাপ আপ্যায়ন (আপনার সন্দর্শন ও সম্ভাষণানুগ্রহ দ্বারা চরিতার্থতাপ্রাপ্ত হইলাম-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√ভাষ্+অ(ঘঞ্), +অন(ল্যুট্)}
- Bengali Word সম্ভাষা English definition [শম্ভাশা] (ক্রিয়া) (কাব্যে) সম্বোধনপূর্বক আলাপ করা (দ্বিতীয় সম্ভাষা করে বড় হয়া হীনে-হেয়াত মাহমুদ)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√ভাষ্+(বাংলা) আ}
- Bengali Word সম্ভূত English definition [শোম্ভুতো] (বিশেষণ) স্থাপিত; প্রতিষ্ঠিত (যে সমস্ত শিল্প সম্ভূত হয়ে গেছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ উৎপন্ন; জাত (বেদনাসম্ভূত অনুভূতি)। সম্ভূতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। সম্ভূতি (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√ভূ+ত(ক্ত)}