স পৃষ্ঠা ২৪
- Bengali Word সন্নিবৃত্ত English definition [শোন্নিবৃততো] (বিশেষণ) ১ সম্যক নিবৃত্ত; বিরত। ২ প্রত্যাবর্তিত; প্রত্যাগত। সন্নিবৃত্তি (বিশেষ্য) ১ সম্যক বিরতি (সংগ্রামের সন্নিবৃত্তি)। ২ প্রত্যাবর্তন। {(তৎসম বা সংস্কৃত) সম্+নি+√বৃৎ+ত(ক্ত)}
- Bengali Word সন্নিবেশ English definition [শোন্নিবেশ্] (বিশেষ্য) ১ সংস্থাপন। ২ স্থিতি। ৩ সংযোগ (পাঠে মন সন্নিবেশ করা)। ৪ বিন্যাস (সৈন্য সন্নিবেশ করা)। ৫ আশ্রম (সাধু সন্নিবেশ)। সন্নিবেশিত (বিশেষণ) সন্নিবিষ্ট করা হয়েছে এমন (সন্নিবেশিত নবগ্রাম)। {(তৎসম বা সংস্কৃত) সম্+নি+√বিশ্+অ(ঘঞ্)}
- Bengali Word সন্নিভ English definition [শোন্নিভো] (বিশেষণ) অনুরূপ; সৃদশ। {(তৎসম বা সংস্কৃত) সম্+নি+√ভা+অ(ক)}
- Bengali Word সন্নিহিত English definition [শোন্নিহিতো] (বিশেষণ) ১ নিকটবর্তী (বিদ্যালয়-সন্নিহিত বটবৃক্ষ)। ২ সংস্থাপিত (সন্নিহিত অট্টালিকা)। {(তৎসম বা সংস্কৃত) সম্+নি+√ধা+ত(ক্ত)}
- Bengali Word সন্নিয়োগ English definition [শোন্নিয়োগ্] (বিশেষণ) স্থায়ীভাবে নিয়োগ; বহালকরণ; confirmation। {(তৎসম বা সংস্কৃত) সম্+নিয়োগ}
- Bengali Word সন্নেসী English definition ⇒ সন্ন্যাসী
- Bengali Word সন্ন্যস্ত English definition [শোন্নস্তো] (বিশেষণ) ১ সমর্পিত (সন্ন্যস্ত গুরুদায়িত্ব)। ২ নিক্ষিপ্ত। ৩ সংরক্ষিত। {(তৎসম বা সংস্কৃত) সম্+নি+√অস্+ত(ক্ত)}
- Bengali Word সন্ন্যাস English definition [শোন্ন্যাশ্] (বিশেষ্য) ১ সর্বত্যাগ। ২ সংসারত্যাগপূর্বক ঈশ্বরের চিন্তায় নিমগ্ন থাকার অবস্থা। ৩ হিন্দুধর্মের চতুর্থ আশ্রম-যাতে সংসারত্যাগ বিহিত; ভিক্ষুধর্ম। ৪ সংজ্ঞালোপকারী রোগবিশেষ; apoplexy। ৫ সমর্পণ; সংস্থাপন। সন্ন্যাসী(-সিন্), সন্নেসী (বিশেষ্য) (বিশেষণ) গৃহত্যাগী; ভিক্ষুধর্ম অবলম্বনকারী; বিরাগী (কেন বিয়ে করে তুই কি সন্ন্যাসী হবি নাকি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট-(আলঙ্কারিক) বহুজনের কর্তৃত্বের ফলে বিশৃঙ্খল অবস্থা। {(তৎসম বা সংস্কৃত) সম্+নি+√অস্+অ(ঘঞ্)}
- Bengali Word সন্মার্গ English definition [শোন্মারগো] (বিশেষ্য) সৎপথ; উপায়; তপস্যাদির বিশিষ্ট ধারা। সন্মার্গী(-গিন্) (বিশেষণ) সৎপথের সন্ধান পেয়েছেন এমন; সচ্চরিত্র {(তৎসম বা সংস্কৃত) স+মার্গ}
- Bengali Word সপ English definition [শপ্] (বিশেষ্য) বড় মাদুর; পাতলা পাটি (ঘরের মেঝেতে সপটি বিছায়ে-জসীমউদ্দীন)। {(আরবি) সফ্}
- Bengali Word সপক্ষ English definition [শপোক্খো] (বিশেষণ) ১ নিজের পক্ষ সমর্থনকারী; পক্ষাবলম্বী (তিনি সবসময়ে তার সপক্ষে)। ২ ডানাওয়ালা (সপক্ষ পাখি)। বিপক্ষ (বিপরীতার্থক শব্দ)। সপক্ষতা (বিশেষ্য) ১ পক্ষপাতিত্ব; পক্ষাবলম্বন। ২ পাখার সঙ্গে বিদ্যমানতা। {(তৎসম বা সংস্কৃত) স+পক্ষ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সপত্ন English definition [শপত্নো] (বিশেষ্য) শত্রু; অরাতি; বিপক্ষ। {(তৎসম বা সংস্কৃত) সপত্নী+অ(অৎ)}
- Bengali Word সপত্নী English definition [শপোত্নি] (বিশেষ্য) সতিন; এক স্বামীর দুই স্ত্রী পরস্পর সপত্নী। {(তৎসম বা সংস্কৃত) স(সমান)+পতি, ‘ন’ আদেশ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সপত্নীক English definition [শপোত্নিক্] (বিশেষণ) (ক্রিয়াবিশেষণ) স্ত্রীর সঙ্গে; সস্ত্রীক। {(তৎসম বা সংস্কৃত) স+পত্নী+ক(কপ্); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সপরিবার English definition [শপোরিবার্] (বিশেষণ) স্ত্রী-পুত্রকন্যাদির সঙ্গে। সপরিবারে (ক্রিয়াবিশেষণ) স্ত্রী-পুত্রকন্যা সমভিব্যহারে। {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+পরিবার; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সপর্যা English definition [শপোর্জা] (বিশেষ্য) ১ অর্চনা। ২ সম্মান। ৩ সমাদর। {(তৎসম বা সংস্কৃত) √সপর+অ(অচ্)+আ(টাপ্)}
- Bengali Word সপসপ English definition [শপ্শপ্] (অব্যয়) ১ বাতাস বা সর্পাদি চলার শব্দ। ২ তরল খাদ্য খাওয়ার শব্দ। ৩ আর্দ্রতার ভাবপ্রকাশক। সপসপে আর্দ্রকৃত (সপসপে মেঝে)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word সপা English definition ⇒ সঁপা
- Bengali Word সপাং, সপাৎ English definition [শপাঙ্, শপাত্] (অব্যয়) জোরে বেত বা চাবুক মারার শব্দ। সপাং সপাং (অব্যয়) বার বার বেত্রাদি মারার ফলে বহুবার সপাং বা সপাৎ শব্দ; ক্রমাগত সপাং বা সপাৎ ধ্বনি। {ধ্বন্যাত্মক}
- Bengali Word সপাদ English definition [শপাদ্] (বিশেষণ) ১ পা সংযুক্ত। ২ সিকি ভাগের সঙ্গে; এক এবং এক-চতুর্থাংশ; ১; সওয়া। {(তৎসম বা সংস্কৃত) স+পাদ; (বহুব্রীহি সমাস)}