স পৃষ্ঠা ২৩
- Bengali Word সন্ধান English definition [শন্ধান্] (বিশেষ্য) ১ খোঁজখবর; তল্লাশ; অনুসন্ধান; অন্বেষণ (খুনির সন্ধান)। ২ ঠিকানা; হদিস; পাত্তা (ভবঘুরের আবার সন্ধান)। ৩ গোপন পথ; প্রবেশদ্বার (কোথা দিয়া সেথা প্রবেশিতে নাই সন্ধান লব বুঝিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ রহস্য; তত্ত্ব (প্রকৃতির সন্ধান)। ৫ যোজনা (শর-সন্ধান)। ৬ সাজসজ্জা (দেখিয়া সন্ধান করি অনুমান আইসে কলিঙ্গ নৃপবর-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৭ মদ তৈরিকরণ; গাঁজানো (মদ্য-সন্ধান); fermentation। ৮ মিলন; মিশ্রণ; সংযোজন (সেয়ানে সেয়ানে সন্ধান)। সন্ধান পুস্তক (বিশেষ্য) অভিধান বা কোষাদি শ্রেণির গ্রন্থ; reference book। সন্ধানসুলুক, সুলুকসন্ধান (বিশেষ্য) ১ খোঁজখবর। ২ কলাকৌশল। সন্ধানিত (বিশেষণ) সংযোজনীয়; সন্ধান করা হয়েছে এমন। সন্ধানী(-নিন্), সন্ধায়ী(-য়িন্) (বিশেষণ) খোঁজ-খবর বা সন্ধান করতে উৎসুক এমন; অনুসন্ধানকারী (সন্ধানী লোক বা মন)। ঘরসন্ধানী বিভীষণ (বিশেষ্য) যে লোক আপন ঘরের সন্ধান শত্রুর কাছে বলে অনিষ্ট ঘটায়। {(তৎসম বা সংস্কৃত) সম্+√ধা+অন(ল্যুট্)}
- Bengali Word সন্ধাভাষা English definition ⇒ সন্ধ্যাভাষা
- Bengali Word সন্ধি English definition [শোন্ধি] (বিশেষ্য) ১ দেহের অঙ্গপ্রত্যঙ্গের গ্রন্থি বা মিলনস্থল; দেহগ্রন্থি (ঊরুসন্ধি)। ২ বিবদমান পক্ষদ্বয়ের রাজনৈতিক চুক্তি সম্পাদন (হুদায়বিয়ার সন্ধি)। ৩ মিলনকাল (যুগসন্ধি)। ৪ সন্ধান; রহস্য (নারীর মায়ার সন্ধি পুরুষে কি জানে-কৃত্তিবাস ওঝা)। ৫ কৌশল; তত্ত্ব (কহিয়া দিব যত আছে সন্ধি-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৬ (ব্যাকরণ) দুই বর্ণের মিলন (স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি)। ৭ সুড়ঙ্গপথ (সন্ধিপথে গমনাগমন)। ৮ সমাবেশ। সন্ধিক্ষণ (বিশেষ্য) এক সময়ের অবসান অন্য সময়ের আরম্ভ (যুগসন্ধিক্ষণ; সন্ধ্যা হচ্ছে দিনরাত্রির সন্ধিক্ষণ)। সন্ধিচোর (বিশেষ্য) সিঁধেল চোর। সন্ধিপূজা (বিশেষ্য) মহাষ্টমী ও মহানবমীর সন্ধিকালে দুর্গাপূজা। সন্ধিবদ্ধ (বিশেষণ) ১ রাজনৈতিক বা পারস্পরিক চুক্তিতে আবদ্ধ। ২ মিলন। সন্ধিবন্ধ (বিশেষ্য) অঙ্গ-প্রত্যঙ্গের সংযোগ; শিরা (কাননে কাননে ভ্রমণ করিয়া সন্ধিবন্ধ সাল শিথিল হইয়া গিয়াছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। সন্ধিবাত (বিশেষ্য) শরীর সংযোগস্থানে উৎপন্ন বাত রোগ (সন্ধিবাতগ্রস্ত রোগী)। সন্ধিবিগ্রহ (বিশেষ্য) চুক্তিবদ্ধ হওয়া এবং পরে চুক্তিভঙ্গ করা; বন্ধুত্ব ও বিবাদ। সন্ধিভঙ্গ (বিশেষ্য) ১ চুক্তিভঙ্গ করা (কুরাইশ সম্প্রদায় সর্বপ্রথম সন্ধি ভঙ্গ করে)। ২ গ্রন্থিচ্যুতি; dislocation। সন্ধিমুক্ত (বিশেষণ) সংযোগ ছিন্ন হওয়া; গ্রন্থি বা অস্থিচ্যুত। {(তৎসম বা সংস্কৃত) সম্+√ধা+ই(কি)}
- Bengali Word সন্ধিত English definition [শোন্ধিতো] (বিশেষণ) ১ মিলিত; সন্ধিবদ্ধ (সন্ধিত জাতিদ্বয়)। ২ গাঁজানো; মদ্যে রূপান্তরিত; fermented (আঙুর সন্ধিত মদ)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√ধা+ই(ণিচ্)+ত(ক্ত)}
- Bengali Word সন্ধিস্থল English definition [শোন্ধিস্থল্] (বিশেষ্য) সংযোগস্থল; জোড়ার স্থান (তাঁর আঙ্গুলগুলি তাঁর হাঁটুর সন্ধিস্থলকে ছাড়িয়ে যাবে-মুঃ আবদুর রাজ্জাক)। {(তৎসম বা সংস্কৃত) সন্ধি+স্থল}
- Bengali Word সন্ধিৎসা English definition [শোন্ধিত্শা] (বিশেষ্য) সন্ধান করার ইচ্ছা; জানার ইচ্ছা। সন্ধিৎসু (বিশেষ্য) অন্বেষণ করতে ইচ্ছুক (অনুসন্ধিৎসু বিজ্ঞানী)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√ধা+স(সন্)+অ+আ(টাপ্)}
- Bengali Word সন্ধুক্ষণ English definition [শোন্ধুক্খন্] (বিশেষ্য) ১ উদ্দীপন; প্রজ্বলন। ২ উত্তেজন; উত্তেজিতকরণ (বেরসন্ধুক্ষণ)। সন্ধুক্ষিত (বিশেষণ) প্রজ্বলিত। □ (বিশেষ্য) উত্তেজিত। {(তৎসম বা সংস্কৃত) সম্+√ধুক্ষ্+অন(ল্যুট্)}
- Bengali Word সন্ধে English definition ⇒ সন্ধ্যা
- Bengali Word সন্ধেয় English definition [শন্ধেয়ো] (বিশেষণ) সন্ধি করার উপযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) সম্+√ধা+য(যৎ)}
- Bengali Word সন্ধ্যা, সন্ধ্যে, সন্ধে, সাঁঝ (কথ্য) English definition [শোন্ধা, শোন্ধে, শোনধে, শাঁঝ্] (বিশেষ্য) ১ বেলা; সময়; ওয়াক্ত (যে হোসেনের এক সন্ধ্যা আহারের সংস্থান নাই-মীর মশাররফ হোসেন)। ২ দিন ও রাতের মিলনকাল; রাত্রির আরম্ভ; সন্ধ্যাবেলা (বাইরের দিকে তাকিয়ে দেখি যে সন্ধ্যে হয়েছে-প্রমথ চৌধুরী; এমন ভরা সাঁঝ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ যুগসন্ধি; যুগের অবসান (কলির সন্ধ্যা)। ৪ জীবনের শেষ মুহূর্ত (জীবন-সন্ধ্যা)। ৫ উপাসনা। ৬ পুরা এক দিন-রাত্রি (তিন সন্ধ্যাব্যাপী শয্যায় আছি)। সন্ধ্যা-আহ্নিক, সন্ধ্যাহ্নিক (বিশেষ্য) হিন্দু ধর্মমতে সায়ংকালীন ঈশ্বর-বন্দনা; ত্রিসন্ধ্যা উপাসনা (এক বৎসর প্রিয়তম পুত্রকে সন্ধ্যা-আহ্নিক শিখাইলেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। সন্ধ্যা করা (ক্রিয়া) হিন্দুদের সায়ংকালীন উপাসনা করা। সন্ধ্যাতারা (বিশেষ্য) সাঁঝের বেলা সর্বাগ্রে উদিত তারা। সন্ধ্যাত্রয়, ত্রিসন্ধ্যা, তিনসন্ধ্যা (বিশেষ্য) প্রাতঃকাল, সধ্যাহ্ন এবং সায়ংকাল। সন্ধ্যাদীপ (বিশেষ্য) সাঁঝের বাতি; সেঁজুতি; সন্ধ্যাবেলায় জ্বালিত দীপ (ঘরে তার সন্ধ্যাদীপ জ্বালা হয় না)। সন্ধ্যারাগ (বিশেষ্য) সূর্য অস্তমিত হওয়ার পর রক্তিম আলোকছটা। সন্ধ্যালোক (বিশেষ্য) অস্তগামী সূর্যের শেষ ম্লান আলোকচ্ছটা; twilight (সন্ধ্যালোক তখনও সব আবছা আবছা দেখা যাচ্ছিল)। সন্ধ্যাসব (বিশেষ্য) সান্ধ্যাকলীন যে মদ পান করা হয় (চেয়ে দেখি সর্দারজীর চোখ সন্ধ্যাসব স্পর্শ না করেই সন্ধ্যাকাশের মত লাল হয়ে উঠেছে-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√ধৈ+অ(অঙ্)+আ(টাপ্)}
- Bengali Word সন্ধ্যাভাষা, সন্ধাভাষা English definition [শোন্ধাভাশা] (বিশেষ্য) ১ দুর্বোধ্য ভাষা; যে ভাষার কিছু বোঝা যায় না আর কিছু বোঝা যায় (চর্যাপদের সন্ধ্যাভাষা)। ২ প্রাচীন আর্যাবর্ত ও প্রাচীন বঙ্গদেশের মধ্যবর্তী সন্ধ্যাদেশের ভাষা। ৩ দুই অঞ্চলের সংযোগস্থলে প্রচলিত ভাষা। ৪ ইঙ্গিতময় বা সংকেতময় ভাষা (চর্যাপদ সন্ধ্যাভাষায় রচিত)। ৫ আলো-আঁধারি ভাষা। {(তৎসম বা সংস্কৃত) সন্দেহ>সন্ধ্যা+(তৎসম বা সংস্কৃত) ভাষা}
- Bengali Word সন্নত English definition [শন্নতো] (বিশেষণ) ১ অবনত; নত (সহজ শিশির সন্নত ভোরে-আহসান হাবীব)। ২ প্রণত (সন্নত দেহে বারম্বার সেলাম করিতে করিতে-রবীন্দ্রনাথ ঠাকুর)। সন্নতি (বিশেষ্য) ১ বিনয়; নম্র ও ভদ্রভাব। ২ প্রণাম; মিনতি। {(তৎসম বা সংস্কৃত) সম্+√নম্+ত(ক্ত)}
- Bengali Word সন্নদ্ধ English definition [শন্নদ্ধো] (বিশেষণ) ১ সংবদ্ধ (ঘন সন্নদ্ধ আম্রকানন)। ২ অস্ত্রাদি যুদ্ধসাজে সজ্জিত (সন্নদ্ধ সৈনিক)। ৩ শ্রেণিবদ্ধ। ৪ সাজোয়া পরা। {(তৎসম বা সংস্কৃত) সম্+√নহ্+ত(ক্ত)। সন্না [শন্না] (বিশেষ্য) কাঁটাদি তোলার ছোট চিমটা; লোম তোলার জন্যে ব্যবহৃত নাপিতের চিমটাবিশেষ (সন্না দ্বারা ডাক্তার কাঁটা তুললেন)। {(তৎসম বা সংস্কৃত) সন্দংশ>}
- Bengali Word সন্নাহ ১ English definition [শন্নাহো] (বিশেষ্য) ১ সাঁজোয়া। ২ কবজ। সন্নাহ্য (বিশেষ্য) ১ সাঁজোয়ায় সজ্জিত; পোশাক; পরিচ্ছদ। ২ রণহস্তী। {(তৎসম বা সংস্কৃত) সম্+√নহ্+অ(ঘঞ্)}
- Bengali Word সন্নিকট English definition [শোন্নিকট্] (বিশেষ্য) ১ সন্নিধি; খুব নিকটে অবস্থিত। □(ক্রিয়াবিশেষণ) অত্যন্ত কাছাকাছি (সন্নিকট যাওয়া)। সন্নিকটে (ক্রিয়াবিশেষণ) খুব নিকটে। {(তৎসম বা সংস্কৃত) সম্+নিকট}
- Bengali Word সন্নিকর্ষ English definition [শোন্নিকর্শো] (বিশেষ্য) নৈকট্য; আকর্ষণ; নিকট অবস্থান (ফরাসী বিপ্লবের সন্নিকর্ষে যেমন যর্কএর হিতবুদ্ধি তাঁর সংস্কার চেষ্টাকে দাবিয়েছিল-সুধীন্দ্রনাথ দত্ত)। সন্নিকর্ষণ (বিশেষ্য) সন্নিকটে বা নিকটে অবস্থান; সান্নিধ্য। সন্নিকৃষ্ট (বিশেষণ) অতিশয় নিকটবর্তী; সমীপস্থ। {(তৎসম বা সংস্কৃত) সম্+নি+√কৃষ্+অ(ঘঞ্)}
- Bengali Word সন্নিধান, সন্নিধি English definition [শোন্নিধান্, শোন্নিধি] (বিশেষ্য) ১ নৈকট্য; নিকটে অবস্থান (বনবাসে পরস্পর সন্নিধানবশতঃ সুখে কাল যাপন হইয়াছিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ আবির্ভাব; আগমন। ৩ আশ্রয়। সন্নিধাতা (বিশেষণ) গচ্ছিত রাখে এমন; চোরাই মাল জমা করা হয় এমন। □ (বিশেষ্য) (প্রাচীন বাংলা) খাজনার হিসাব রেখে যিনি তা সরকারি তহবিলে জমা দিতেন। {(তৎসম বা সংস্কৃত) সম্+নি+√ধা+অন(ল্যুট্), ই(কি)}
- Bengali Word সন্নিপাত English definition [শোন্নিপাত্] (বিশেষ্য) ১ সম্যক নাশ; পতন। ২ বাত, কফ, পিত্তের দোষযুক্ত বিকার রোগ; টাইফয়েড। ৩ একত্র মিলন; সমষ্টি। সন্নিপাতিক জ্বর (বিশেষ্য) টাইফয়েড। {(তৎসম বা সংস্কৃত) সম্+নি+√পাত্+অ(ঘঞ্)}
- Bengali Word সন্নিবদ্ধ English definition [শোন্নিবদ্ধো] (বিশেষণ) ১ দৃঢ়ভাবে গ্রথিত; উত্তমরূপে আবদ্ধ (কাণ্ড দুটি সন্নিবদ্ধ করা হয়েছে)। ২ নিবিষ্ট; সম্যকভাবে অভিভূত (পাঠে সন্বিদ্ধ চিত্ত)। সন্নিবিষ্ট (বিশেষণ) ১ সন্নিকটস্থ (সন্নিবিষ্ট গৃহ)। ২ সংস্থিত; অন্তঃপ্রবিষ্ট। ৩ উপবিষ্ট। ৪ বিন্যস্ত (যুদ্ধে সন্নিবিষ্ট করা)। ৫ সংস্থাপিত। {(তৎসম বা সংস্কৃত) সম্+নি+বদ্ধ}
- Bengali Word সন্নিবন্ধ, সন্নিবন্ধন English definition [শোন্নিবন্ধো, শোন্নিবন্ধন্] (বিশেষ্য) একত্র; সংকলন; গ্রন্থন; শক্তবন্ধন (সন্নিবদ্ধ গল্প)। {(তৎসম বা সংস্কৃত) সম্+নি+√বন্ধ্+অ(ঘঞ্) অন(ল্যুট্)}