স পৃষ্ঠা ২২
- Bengali Word সন্তাপ English definition [শন্তাপ্] (বিশেষ্য) ১ অন্তর্দাহ; মনস্তাপ; শোক-জ্বালা (রোদন করিয়া দোহা ভাবিয়া সন্তাপ-দৌলত উজির বাহরাম খান)। ২ উত্তাপ; জ্বরের উত্তাপ (তোমার শরীরের সন্তাপ উত্তরোত্তর প্রবল হইয়া উঠিয়াছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ অগ্নি ইত্যাদির তাপ। সন্তাপক্লিষ্ট (বিশেষণ) রোগ, শোক, বা তাপ দ্বারা ক্লিষ্ট। সন্তাপন (বিশেষ্য) ১ উত্তাপন; তাপদান। ২ তাপদায়ক। সন্তাপিত (বিশেষণ) উত্তপ্তকৃত; সন্তপ্ত; পরিতাপযুক্ত। সন্তাপী(-পিন্) (বিশেষণ) সন্তাপযুক্ত; শোকার্ত; সন্তপ্ত (পুত্রের মৃত্যুতে তিনি সন্তাপী)। {(তৎসম বা সংস্কৃত) সম্+তাপ}
- Bengali Word সন্তালন, সন্তলন English definition [শন্তালন্, শন্তোলন্] (বিশেষ্য) অল্প ভাজা; সাঁতলানো। {(তৎসম বা সংস্কৃত) সম্+(হিন্দি) √তল্+অন}
- Bengali Word সন্তুষ্ট English definition [শোন্তুশ্টো] (বিশেষণ) পরিতৃপ্ত; খুশি; আনন্দিত; সুপ্রসন্নচিত্ত। সন্তুষ্টা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)সন্তোষযুক্তা। সন্তুষ্টি (বিশেষ্য) অত্যন্ত তৃপ্তি; অতিশয় আহ্লাদ। {(তৎসম বা সংস্কৃত) সম্+√তুষ+ত(ক্ত)}
- Bengali Word সন্তোষ English definition [শন্তোশ্] (বিশেষ্য) তৃপ্তি; আনন্দ; হর্ষ; তুষ্টি; খুশি (সন্তোষ সাধন)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√তুষ্+অ(ঘঞ্)}
- Bengali Word সন্ত্রস্ত English definition [শন্ত্রোস্তো] (বিশেষণ) অতিশয় ভীত; ভয়-ব্যাকুল (মাছগুলিও হঠাৎ সন্ত্রস্ত হইয়া সরিয়া পড়িয়াছে-শামসুদ্দীন আবুল কালাম)। সন্ত্রস্তা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√ত্রস্+ত(ক্ত)}
- Bengali Word সন্ত্রাস English definition [শন্ত্রাশ্] (বিশেষ্য) কোনো উদ্দেশ্যে মানুষের মনে ভীতি সৃষ্টি করার প্রচেষ্টা; অতিশয় শঙ্কা বা ভীতি। সন্ত্রাসবাদ (বিশেষ্য) রাজনৈতিক ক্ষমতা লাভের জন্য হত্যা অত্যাচার ইত্যাদি কার্য অনুষ্ঠান-নীতি; terrorism। সন্ত্রাসবাদী, সন্ত্রাসিক (বিশেষণ) রাজনৈতিক ক্ষমতা লাভের জন্য হত্যাকাণ্ড সংঘটনের পক্ষপাতী; terrorist। সন্ত্রাসিত (বিশেষণ) শঙ্কিত; ভীত; সন্ত্রস্ত (মৃত্যুভয়ে সকলেই সন্ত্রাসিত)। সন্ত্রাসিত (স্ত্রীলিঙ্গ)। সন্ত্রাসী (-সিন্) (বিশেষ্য) (বিশেষণ) যে বা যারা কোনো উদ্দেশ্য সাধনের জন্য শঙ্কা বা ভীতির সৃষ্টি করে। {(তৎসম বা সংস্কৃত) সম্+ত্রাস}
- Bengali Word সন্দ English definition [শন্দো] (বিশেষ্য) সন্দেহ; সংশয় (মনে মনে সন্দ-আহমদ শরীফরাফ সিদ্দিকী)। {(তৎসম বা সংস্কৃত) সন্দেহ>}
- Bengali Word সন্দংশ, সন্দংশিকা, সন্দংশী English definition [শন্দোঙ্শো, শন্দোঙ্শিকা, শন্দোঙ্শি] (বিশেষ্য) ১ সম্যকরূপে কামড়ে ধরে এমন; আঁকড়ে ধরে এমন সব যন্ত্রপাতি; forceps (সাঁড়াশি, কাটারি, চিমটা, জাঁতি ইত্যাদি)। সন্দষ্ট (বিশেষণ) সম্যকরূপে দষ্ট; কামড়ানো হয়েছে এমন। □ (বিশেষ্য) সংলগ্ন। {(তৎসম বা সংস্কৃত) সম্+√দন্শ্+অ(ঘঞ্)}
- Bengali Word সন্দর্ভ English definition [শন্দর্ভো] (বিশেষ্য) ১ রচনা ইত্যাদির সংকলন (অভিসন্দর্ভ; রচনা-সন্দর্ভ)। ২ গূঢ়ার্থ; অন্তর্নিহিত ভাব। {(তৎসম বা সংস্কৃত) সম্+√দৃভ্+অ(ঘঞ্)}
- Bengali Word সন্দর্শন English definition [শন্দর্শন্] (বিশেষ্য) ১ সম্যক দর্শন; অবলোকন; সাক্ষাৎকার (আপনার সন্দর্শন ও সম্ভাষণানুগ্রহ দ্বারা চরিতার্থ হইলাম-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ পরীক্ষা; নিরীক্ষা (তিনি এ বিষয় সন্দর্শন করিবেন)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√দৃশ্+অন(ল্যুট্)}
- Bengali Word সন্দল English definition [শন্দল্] (বিশেষ্য) চন্দনবৃক্ষ; চন্দন (ঘন সন্দল কাষ্ঠ কাফুরের বনে ঘোরে দিলে বেহুঁশ-ফররুখ আহমদ)। {(আরবি) সন্দল্}
- Bengali Word সন্দিগ্ধ English definition [শোন্দিগ্ধো] (বিশেষণ) ১ সন্দেহযুক্ত; ভীত (সন্দিগ্ধ লোকদের উপরে সকলে হাড়ে হাড়ে চটিয়া গেল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অনিশ্চিত (সন্দিগ্দ ব্যাপার)। সন্দিগ্ধতা (বিশেষণ) সন্দেহের ভাব; সংশয়; ভয়। {(তৎসম বা সংস্কৃত) সম্+√দিহ্+ত(ক্ত)}
- Bengali Word সন্দিষ্ট English definition [শোন্দিশ্টো] (বিশেষণ) আদেশ বা নির্দেশপ্রাপ্ত; আদিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) সম্+√দিশ্+ত(ক্ত)}
- Bengali Word সন্দিহান English definition [শোন্দিহান্] (বিশেষণ) সন্দেহযুক্ত; সংশয়িত (বন্ধুর বন্ধুত্ব সম্বন্ধে সন্দিহান হওয়া)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√দিহ্+আন(শানচ্)}
- Bengali Word সন্দীপক English definition [শোন্দিপক্] (বিশেষণ) উৎসাহক; প্রজ্বালক (সন্দীপক পদার্থ)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√দীপি+অক(ণ্বুল্)}
- Bengali Word সন্দীপন English definition [শোন্দিপন্] (বিশেষ্য) ১ প্রজ্বলন; দগ্ধকরণ; উদ্দীপন। ২ উৎসাহিতকরণ; সাহসদান। ৩ প্রজ্বালক (কাষ্ঠ-সন্দীপন)।□(বিশেষণ) প্রেরণাদানকারী; উৎসাহক। সন্দীপনী (বিশেষণ) সঞ্জীবনী; উৎসাহদানকারী (ফিরোজা বেগমের সন্দীপনী বাণী শ্রবণে বামাবৃন্দ সকলেই শ্রেণীবদ্ধ হইয়া দীর্ঘ বল্লম প্রহারে শত্রু নিপাত করিতে লাগিলেন-ইসমাইল হোসেন শিরাজী)। সন্দীপিত, সন্দীপ্ত (বিশেষণ) ১ প্রজ্বলিত (সন্দীপিত অঙ্গার)। ২ উৎসাহিত। {(তৎসম বা সংস্কৃত) সম্+দীপন}
- Bengali Word সন্দুক English definition ⇒ সিন্দুক
- Bengali Word সন্দে (মধ্যযুগীয় বাংলা) English definition [শন্দে] (বিশেষ্য) সন্দেহ; সংশয় (সন্দে গুচ্যা গেল ভাইরে-ময়মনসিংহ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত) সন্দেহ>}
- Bengali Word সন্দেশ English definition [শন্দেশ্] (বিশেষ্য) ১ সংবাদ; খবর; আদেশ (তাহার নিকট নিজ প্রভুর সন্দেশ জানাইল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ ছানাজাত মিষ্টিবিশেষ। সন্দেশবহ, সন্দেশহর (বিশেষণ) সংবাদ বহন করে এমন; দূত (তবে কেন, হে সন্দেশবহ, মলিন বদন তব-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√দিশ্+অ(ঘঞ্)}
- Bengali Word সন্দেহ English definition [শন্দেহো] (বিশেষ্য) ১ সংশয়; ভয়; আশঙ্কা। ২ কাব্যের অর্থালঙ্কারবিশেষ। সন্দেহজনক (বিশেষণ) সংশয় উদ্রেককারী (সন্দেহজনক কাজ করা)। সন্দেহভঞ্জন (বিশেষ্য) সংশয়ের নিরসন (তোমার কথায় এ ব্যাপারে আমার সন্দেহভঞ্জন হইল)। সন্দেহাকুল (বিশেষণ) সংশয়ব্যাকুল (সন্দেহাকুল চিত্ত)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√দিহ্+অ(ঘঞ্)}