স পৃষ্ঠা ২০
- Bengali Word সদ্ধর্ম English definition [শদ্ধর্মো] (বিশেষ্য) ১ সত্য ধর্ম; শ্রেষ্ঠ বা উৎকৃষ্ট ধর্ম। ২ বৌদ্ধ ধর্মে উক্ত বুদ্ধ, সঙ্ঘ ও ধর্ম-এ ত্রিরত্নের অন্যতম। {(তৎসম বা সংস্কৃত) সৎ+ধর্ম; (কর্মধারয় সমাস)}
- Bengali Word সদ্বিচার English definition [শদ্বিচার্] (বিশেষ্য) ন্যায়সঙ্গত বিচার; ইনসাফ; সুমীমাংসা। {(তৎসম বা সংস্কৃত) সৎ+বিচার; (কর্মধারয় সমাস)}
- Bengali Word সদ্বিবেচক English definition ⇒ সদ্বিবেচনা
- Bengali Word সদ্বিবেচনা English definition [শদ্বিবেচনা] (বিশেষ্য) উত্তম বিবেচনা; উৎকৃষ্ট মীমাংসা (বিশেষ্য) নির্ধারণ। সদ্বিবেচক (বিশেষণ) উত্তম বিবেচনাকারী; সুবিচারক। {(তৎসম বা সংস্কৃত) সৎ+বিবেচনা, বিবেচক}
- Bengali Word সদ্বুদ্ধি English definition [শদ্বুদ্ধি] (বিশেষ্য) শুভবুদ্ধি। {(তৎসম বা সংস্কৃত) সৎ+বুদ্ধি; (কর্মধারয় সমাস)}
- Bengali Word সদ্বৃত্ত English definition [শদ্বৃত্তো] (বিশেষ্য) সাধু স্বভাব বা আচরণ। □(বিশেষণ) সচ্চরিত্র। সদ্বৃত্তি (বিশেষ্য) ১ সৎ কর্ম বা আচরণ। ২ সৎ বা সাধু স্বভাব; সৎ প্রকৃতি। {(তৎসম বা সংস্কৃত) সৎ+বৃত্ত; বৃত্তি; (কর্মধারয় সমাস)}
- Bengali Word সদ্ব্যবহার English definition [শদ্ব্যাবোহার্] (বিশেষ্য) ১ শিষ্টাচার; সদাচার। ২ সদুদ্দেশ্যে সুসংগতভাবে ব্যবহার। {(তৎসম বা সংস্কৃত) সৎ+ব্যবহার}
- Bengali Word সদ্ভাব English definition [শদ্ভাব] (বিশেষ্য) ১ সম্প্রীতি; বন্ধুভাব (তাদের মধ্যে সদ্ভাব বিদ্যমান)। ২ সত্তা; স্থিতি; অস্তিত্ব।। ৩ কল্যাণপ্রসূ চিন্তাধারা (সদ্ভাবশতক)। {(তৎসম বা সংস্কৃত) সৎ+ভাব}
- Bengali Word সদ্ম (-দ্মন্) English definition [শদ্দোঁ] (বিশেষ্য) আবাস; বাসস্থান; আশ্রম। {(তৎসম বা সংস্কৃত) √সদ্+মন্(মনিন্)}
- Bengali Word সদ্য, সদ্যঃ(-দ্যস্) English definition [শোদ্দো, শোদোহ্] (অব্যয়) সেই ক্ষণে; মাত্র; এইমাত্র; টাটকা (উছসি উছলি পড়িছে সদ্য-রবীন্দ্রনাথ ঠাকুর)। সদ্যপক্ব (বিশেষণ) সবেমাত্র পেকেছে এমন; সদ্য রান্না করা হয়েছে এরূপ (সদ্যপক্ব অন্ন)। সদ্যপাতী, সদ্যঃপাতী (-তিন্) (বিশেষণ) ওঠার সঙ্গে সঙ্গে পড়ে এমন; অতিশয় ক্ষণস্থায়ী; অত্যন্ত নশ্বর। সদ্যবিগত (বিশেষণ) সম্প্রতি অতীত হয়েছে এমন (সদ্যবিগত কালে সংঘটিত)। সদ্য-সদ্য (অব্যয়) তন্মুহুর্তে; তৎক্ষণাৎ; সঙ্গে সঙ্গে। সদ্যস্নাত (বিশেষণ) এইমাত্র স্নান করেছে এমন। সদ্যস্নাতা (স্ত্রীলিঙ্গ)। সদ্যুক্তি (বিশেষ্য) উত্তম পরামর্শ। সদ্যোজাগ্রৎ (বিশেষ্য) এইমাত্র নিদ্রা থেকে জাগরিত। সদ্যোজাত (বিশেষণ) সদ্য-প্রসূত; নবোৎপন্ন (ধরিত্রীর সদ্যোজাত কুমারীর মতো-রবীন্দ্রনাথ ঠাকুর)। সদ্যোজীবী(-বিন্) (বিশেষণ) ক্ষণস্থায়ী (চলি গেছে বামাদল স্বপনে যেমতি কিম্বা জলবিম্ব যথা সদা সদ্যোজীবী-মাইকেল মধুসূদন দত্ত)। সদ্যোমুক্ত, সদ্যমুক্ত (বিশেষণ) ১ বন্ধন থেকে এইমাত্র মুক্ত। ২ মৃত্যুমাত্র মোক্ষপ্রাপ্ত। সদ্যোমৃত, সদ্যমৃত (বিশেষণ) এইমাত্র মৃত্যু হয়েছে এমন। সদ্যোমৃতা, সদ্যমৃতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সদ্যস্>}
- Bengali Word সদ্গুরু English definition [সদ্গুরু] (বিশেষ্য) ১ উৎকৃষ্ট বা আদর্শ শিক্ষক। ২ তত্ত্বজ্ঞানী গুরু। {(তৎসম বা সংস্কৃত) সৎ+গুরু; (কর্মধারয় সমাস)}
- Bengali Word সদয় English definition [শদয়্] (বিশেষণ) দয়াপরবশ; দয়ালু; কৃপাযুক্ত; সুপ্রসন্ন; অনুকূল (সদয় ব্যবহার, সদয় আচরণ)। {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+দয়া; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সধবা English definition [শধোবা] (বিশেষ্য) যার স্বামী বর্তমান; এয়োস্ত্রী। বিধবা/অধবা (বিপরীতার্থক শব্দ)। {(তৎসম বা সংস্কৃত) সহ+ধব+আ(টাপ্); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সধর্মা, সধর্মী(-র্মিন্) English definition [শধর্মা, শধোর্মি] (বিশেষণ) ১ একই ধর্মাবলম্বী (অনেক পদার্থই সধর্মী)। ২ একরূপ গুণবিশিষ্ট। সধর্মিণী (স্ত্রীলিঙ্গ)। সধর্মিণী, সধর্মচারিণী (বিশেষণ) সহধর্মিণী; পত্নী; স্ত্রী। {(তৎসম বা সংস্কৃত) সমান+ধর্মণ, ইন্(ইনি)}
- Bengali Word সন English definition [শন্] (বিশেষ্য) বৎসর; সাল; অব্দ (সাধারণত বাংলা বা হিজরি বর্ষগণনায় প্রযুক্ত বৎসরসংখ্যায় ‘সন’ এবং খ্রিস্টীয় বৎসরসংখ্যায় ‘সাল’ ব্যবহৃত হয়ে থাকে-যেমন, বাংলা ১৪০০ সন, খ্রিস্টীয় ২০০০ সাল)। সন-তারিখ (বিশেষ্য) ঘটনার বৎসর ও তারিখ। সন সন (ক্রিয়াবিশেষণ) প্রতি সন; প্রতি বৎসর; ফিসন। সনহাল (বিশেষ্য) চলতি বৎসর; বর্তমান বর্ষ। ফিসন (বিশেষ্য) প্রতিবছর। বাংলা সন (বিশেষ্য) বাংলা সৌর বৎসর; বঙ্গাব্দ। হিজরি সন (বিশেষ্য) হজরত মুহম্মদের (সা.) মক্কা থেকে মদিনায় গমনের সময় থেকে নির্ধারিত চান্দ্র বৎসর। সনা, সনী সনবী (বিশেষণ) বৎসর সম্বন্ধীয়; বৎসরে বৎসরে; বার্ষিক (তিন সনি বন্দোবস্ত)। {(আরবি) সনহ}
- Bengali Word সন সন English definition ⇒ সন
- Bengali Word সনদ, সনন্দ (বিরল) English definition [শনোদ্, শনোন্দো] (বিশেষ্য) ১ বাদশাহি হুকুম; দলিল; প্রমাণপত্র (তাহারা সনন্দ পান নাই, ইহা নিশ্চিত-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ উপাধিপত্র। ৩ বিশেষ পাঠ সমাপনান্তে প্রাপ্ত উপাধি বা প্রশংসাপত্র; সার্টিফিকেট। {(আরবি) সনদ}
- Bengali Word সনসন English definition ⇒ শনশন
- Bengali Word সনহাল, সনা English definition ⇒ সন
- Bengali Word সনা ২ (মধ্যযুগীয় বাংলা) English definition [শনা] (বিশেষ্য) সোনা (দপ্পন রূপা সনা কজ্জল গোরচনা দুব্বা ধান তত পরে-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) স্বর্ণ>}