শ পৃষ্ঠা ৯
- Bengali Word শাঁইখানী; শঙ্খিনী English definition [শাঁইখানি, শোঙ্খিনি] (বিশেষ্য) দোদেলবান্দা; দুই মুখো (শাঁইখানী মামানীজান....পুরন ভালবাসা উথলে উঠে-মীর মশাররফ হোসেন)। {(তৎসম বা সংস্কৃত) শঙ্খিনী>}
- Bengali Word শাঁওল English definition [শাওল্] (বিশেষ্য) শ্যামল। {(তৎসম বা সংস্কৃত) শ্যামল>}
- Bengali Word শাঁখ, শাঁক English definition [শাঁখ্, শাঁক্] (বিশেষ্য) ১ শম্বুক জাতীয় সামুদ্রিক জীববিশেষ। ২ শঙ্খ; হিন্দুদের মাঙ্গলিক অনুষ্ঠানাদিতে শঙ্খের যে খোলা ফুঁ দিয়ে বাজানো হয় (হিমালয় তো এককালে সমুদ্রের গর্ভে ছিল, এই শাঁখই তার প্রমাণ-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) শঙ্খ>}
- Bengali Word শাঁখআলু, শাঁকআলু, শাঁকালু, শাঁখালু English definition [শাঁখ্আলু, শাক্আলু, শাঁকালু, শাঁখালু] (বিশেষ্য) শাঁখার আকৃতি বিশিষ্ট একপ্রকার ভক্ষ্য কন্দ। {(তৎসম বা সংস্কৃত) শঙ্খ>+আলু}
- Bengali Word শাঁখচিল English definition [শাঁখ্চিল্] (বিশেষ্য) শঙ্খচিল; শ্বেতচিল (দুই পাড়ে লোক মাছ ধরে ছিপে গাছে ডাকে শাঁখচিল-বআ)। {(তৎসম বা সংস্কৃত) শঙ্খ>+চিল}
- Bengali Word শাঁখচুন্নি, শাঁখচূর্ণী, শাঁকিনী, শাঁখিনী English definition [শাঁখ্চুন্নি, শাঁখ্চুর্নি, শাঁকিনি, শাঁখিনী] (বিশেষ্য) হিন্দু সংস্কার মতে প্রেতযোনিপ্রাপ্ত সধবা নারীর আত্মা। {(তৎসম বা সংস্কৃত) শঙ্খচূর্ণী>}
- Bengali Word শাঁখা English definition [শাঁখা] (বিশেষ্য) শঙ্খনির্মিত বলা যা হিন্দু নারীর সধবা-চিহ্ন। {(তৎসম বা সংস্কৃত) শঙ্খ>শাঁখ+ (বাংলা) আ}
- Bengali Word শাঁখারি, শাঁখারী, শাঁকারি English definition [শাঁখারি, শাঁখারী, শাঁকারি] (বিশেষ্য) শঙ্খকার (শাঁকারি করমকার-ঘনরাম চক্রবর্তী)। ২ শঙ্খবণিক; শঙ্খব্যবসায়ী। শাঁখারিণী (স্ত্রীলিঙ্গ)। শাঁখের করাত, শাঁকের করাত (বিশেষ্য) ১ শঙ্খ কাটার করাত; যার দাঁতগুলো এমনভাবে তৈরি যে সামনে টানলেও কাটে পিছনে টানলেও কাটে (শাশুড়ীর কথাগুলি শাঁখের করাত, আসিতেও কাটে যাইতেও এমনি বরাত-মানিক রাজার গান)। ২ (আলঙ্কারিক) যা থেকে সহজে নিস্তার পাওয়া যায় না; উভয় সঙ্কট। {(বাংলা) শাঁখা+আরি, আরী}
- Bengali Word শাঁস English definition [শাঁশ্] (বিশেষ্য) ১ ফলের ভিতরের সার ভাগ (শাঁসটা খেয়ে আঁশটা ফেলে দিসরে-দ্বিজেন্দ্রলাল রায়)। ২ ফলের আঁটির বা বীজের ভিতরের কোমল অংশ। ৩ সার অংশ বা বস্তু (তার মগজে একটুও শাঁস নেই)। শাঁসালো (বিশেষ্য) ১ শাঁসবিশিষ্ট। ২ সারবান। ৩ (আলঙ্কারিক) সম্পদশালী; ধনী। {(তৎসম বা সংস্কৃত) শস্য>}
- Bengali Word শাঁড়া English definition ⇒ ষাঁড়া
- Bengali Word শাই, সাই, শাঁই ৩, সাঁই English definition [শাই, সাই, শাঁই, সাঁই] (বিশেষ্য) ১ বাউল সম্প্রদায়ের গুরু; পরমাত্মা (ও শাই বুঝতে না পাই মনের কথা তোর-মানিক রাজার গান)। শাঁই৩ ⇒। {(তৎসম বা সংস্কৃত) স্বামী>}
- Bengali Word শাইখ English definition ⇒ শায়খ
- Bengali Word শাইল English definition [শাইল্] (বিশেষ্য) শালিধান। {(তৎসম বা সংস্কৃত) শালি>}
- Bengali Word শাউল English definition [শোউল্] (বিশেষ্য) শোল মাছ। {(তৎসম বা সংস্কৃত) শকুল>}
- Bengali Word শাউড়ী English definition ⇒ শাশুড়ি
- Bengali Word শাওন English definition [শাওন্] (বিশেষ্য) শ্রাবণ মাস (শাওনে যাহারে পেলে না, তারে কি ভাদরে পাইবে দেখা-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) শ্রাবণ>}
- Bengali Word শাওল English definition [শাঙোল্] (বিশেষণ) শ্যামল। শাঙলি (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) শ্যামলা গাভী। {(তৎসম বা সংস্কৃত) শ্যামল>}
- Bengali Word শাক, শাগ English definition [শাক্, শাগ্] (বিশেষ্য) ১ রেঁধে খাওয়ার যোগ্য এক ধরনের উদ্ভিদ বা লতাপাতা, যেমন-পালং শাক, নটে শাক, কলমি শাক, পুঁইশাক ইত্যাদি (শাক তুলিতে গিয়েছিলুম ঐ না পুকুর-পারে-মানিক রাজার গান)। ২ পুরাণোক্ত একটি দ্বীপ। ৩ সেগুন গাছ। ৪ শকান্দ। শাক দিয়ে মাছ ঢাকা (বিশেষ্য) (আলঙ্কারিক) গুরুতর অপরাধ সামান্য উপায়ে বা সহজে ঢাকার ব্যর্থ চেষ্টা (আর কেন প্রাণ বিধুমুখি! শাক দে মাছ ঢাক-মানিক রাজার গান)। শাকপাতা (বিশেষ্য) আহার্য লতাপতা (সেবার দুর্ভিক্ষের সময় অনেকে কেবল শাকপাতা খেয়েই জীবন ধারণ করেছিল)। শাকভাত, শাকান্ন (বিশেষ্য) ১ উপকরণশূন্য খাদ্য; ব্যঞ্জন-বর্জিত আহার্য। ২ খুব সাধারণ খাদ্য। ৩ খুব গরিবের খাদ্য। ৪ (বিনয়ে) ভাল খাদ্য-খাবার (আমার বাড়িতে দয়া করে একটু শাকভাত খাবেন)। শাক-শুঁটকি (বিশেষ্য) শাক ও শুষ্ক মৎস্যের তরিতরকারি। শাক-সবজি (বিশেষ্য) তরিতরকারি (বাড়ির পেছনে শাকসবজির ক্ষেত)। {(তৎসম বা সংস্কৃত) √শক্+অ(ঘঞ্)}
- Bengali Word শাকান্ন English definition ⇒ শাক
- Bengali Word শাকুন English definition [শাকুন্] (বিশেষ্য) ১ হিন্দু সমাজে প্রচলিত পশুপাখির ডাক দ্বারা মঙ্গলামঙ্গল নির্ণয়-শাস্ত্র; কাকচরিত্র গ্রন্থ। □ (বিশেষণ) শকুনজ্ঞ; শকুন-শাস্ত্রে পণ্ডিত; পাখির বর শুনে শুভাশুভ বিচারে পারদর্শী; পাখি সংক্রান্ত। শাকুনিক (বিশেষ্য), (বিশেষণ) ১ যে পাখি বধ করে; ব্যাধ; পাখিঘাতক; পাকি বধকারী। ২ শকুনবিশারদ; শকুনজ্ঞ ব্যক্তি। শাকুনিকী (বিশেষণ), (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) শকুন+অ(অণ্)}