শ পৃষ্ঠা ৮
- Bengali Word শশিপ্রিয়া English definition [শোশিপ্প্রিয়া] (বিশেষ্য) রাত্রি (উত্তরিলা শশিপ্রিয়া ত্রিদশ আলয়ে-মাইকেল মধূসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) শশী+প্রিয়া; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word শশিভূষণ, শশিশেখর English definition [শোশিভুশন্, শশিশেখর্] (বিশেষ্য) ১ চন্দ্র যাঁর অলঙ্কার বা কিরীট। ২ হিন্দুদেবতা শিব। {(তৎসম বা সংস্কৃত) শশী+ভূষণ, শেখর; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word শশিমুখী English definition [শোশিমুখি] (বিশেষ্য) চন্দ্রবদনা; চন্দ্রমুখী; চাঁদের মতো মনোহর মুখ যে রমণীর; অত্যন্ত সুন্দরী নারী (নীরবিলা শশীমুখী কহিলা যুবক-কায়কোবাদ)। {(তৎসম বা সংস্কৃত) শশী+মুখী; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word শশী(-শিন্) English definition [শোশি] (বিশেষ্য) চন্দ্র; শশধর; শশাঙ্ক; মৃগাঙ্ক; ইন্দু; চন্দ্রমা; নিশাকর; বিধু; সুধাংশু; হিমাংশু; সুধাকর; সোম (একলা শশী জাগিলে আকাশে বাতায়ন খুলে দিয়ো-মানিক রাজার গান)। {(তৎসম বা সংস্কৃত) শশ+ইন্(ইনি)}
- Bengali Word শশ্বৎ English definition [শশ্শত্] (অব্যয়), (ক্রিয়াবিশেষণ) ১ সর্বদা। ২ বারংবার; বারবার; পুনঃপুন অবিরত। শাশ্বত, শাশ্বতিক (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) শশ্+বৃৎ}
- Bengali Word শষ্প, শস্প English definition [শশ্পো] (বিশেষ্য) কচি ঘাস (স্রোতস্বিনীর স্বেদবিন্দু জমে, প্রতিবেশী শষ্পে তার সানুদেশ জড়ায়ে-সুধীণ্দ্রনাথ দত্ত)। শষ্পশ্যাম (বিশেষণ) ১ কচি ঘাসে আবৃত হয়ে শ্যামবর্ণবিশিষ্ট (শষ্পশ্যাম কুরুক্ষেত্রে অবিচল নিত্যের সমাধি-সুধীণ্দ্রনাথ দত্ত)। শষ্পাবৃত, শস্পাবৃত (বিশেষণ) কচি ঘাসে ঢাকা। শষ্পিত, শস্পিত (বিশেষণ) ১ শষ্প জন্মেছে এমন স্থান (সঘন শস্পিত তট লভিল সঙ্গিনী-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √শস+প}
- Bengali Word শসা English definition [শশা] (বিশেষ্য) ১ কাঁকুর জাতীয় ফল। ২ ক্ষীরা; ক্ষীরিকা; cucumber। {(তৎসম বা সংস্কৃত) শস্য>}
- Bengali Word শস্ত্র English definition [শশ্ত্রো] (বিশেষ্য) ১ আয়ুধ; অস্ত্র। ২ লৌহনির্মিত যন্ত্রপাতি। ৩ শল্য চিকিৎসার যন্ত্রপাতি; কারিগরি যন্ত্রপাতি। শস্ত্রজীবী(-বিন্); শস্ত্রাজীব (বিশেষ্য), (বিশেষণ) যুদ্ধ যুদ্ধ ব্যবসায়ী; অস্ত্র ধরে যুদ্ধ করাই জীবিকা যার; সৈনিক। শস্ত্রধর, শস্ত্রধারী (-রিন্), শস্ত্রপাণি, শস্ত্রভৃৎ, শস্ত্রী(-স্ত্রিন্) (বিশেষ্য), (বিশেষণ) ১ যার হাতে অস্ত্র আছে। ২ যোদ্ধা; সৈনিক; অস্ত্রধারী। শস্ত্রবিদ্যা (বিশেষ্য) অস্ত্র চালনা সম্পর্কিত বিদ্যা। {(তৎসম বা সংস্কৃত) √শস্+ত্র(ষ্ট্রন্)}
- Bengali Word শস্য English definition [শোশ্শো] (বিশেষ্য) ১ ফসল; কৃষিজাত ফল বা বীজ। ২ ফলের সার অংশ। ৩ শাঁস। শস্যক্ষেত্র (বিশেষ্য) যে ভূমিখণ্ডে শস্য উৎপাদিত হয়। শস্যশ্যামল (বিশেষ্য) সবুজ রঙের শস্যে ভরা। শস্যশ্যামলা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শস্যাগার (বিশেষ্য) গোলা; ধান্যাদি ফসলের সংরক্ষণ-গৃহ; ফসল সঞ্চয়ের ভাণ্ডার; শস্যভাণ্ডার। {(তৎসম বা সংস্কৃত) √শস্+য(যৎ)}
- Bengali Word শহদ English definition [শহোদ্] (বিশেষ্য) মধু (গাহে বুলবুলি নার্গিস লালা আনারকলির পিয়ে শহদ-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) শহদ}
- Bengali Word শহর, সহর English definition [শহোর্] (বিশেষ্য) ১ বড় নগর। ২ নগর (জাহাঙ্গীর ঢেড়া দিলা সকল শহরে-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৩ মহানগর; রাজধানী। শহরতলি, শহরতলী (বিশেষ্য) শহরের উপকণ্ঠ; suburb (এই শহর আর শহরতলীর ইতিকথা-মানিক রাজার গান)। শহরস্থ (বিশেষণ) নগরস্থিত; শহরের। শহুরে (বিশেষণ) ১ শহরসুলভ; শহর সম্বন্ধীয়। ২ শহরে জাত (শহুরে দধি)। ৩ শহরবাসী; শহরের লোক। {(ফারসি) শহর}
- Bengali Word শহরৎ, শোহরৎ English definition [শহোরত্] (বিশেষ্য) খ্যাতি; জনশ্রুতি। ঢোল-শহরত (বিশেষ্য) ঢোল সহযোগে রাষ্ট্র বা ঘোষণা। {(আরবি) শোহ্রত}
- Bengali Word শহাদত English definition ⇒ শাহাদৎ
- Bengali Word শহিদ, শহীদ English definition [শোহিদ্] (বিশেষ্য) ১ সত্য বা ন্যায়ের জন্য আত্মোৎসর্গকারী ব্যক্তি (ত্রিশ লক্ষ শহীদ)। ২ ধর্মযুদ্ধে নিহত (কারবালার যুদ্ধের সময় জয়নাল রোগে ভুগিতেছিলেন বলিয়া শহিদ হন নাই)। শহিদ দিবস (বিশেষ্য) ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলন করতে গিয়ে যাঁরা শহিদ (রফিকউদ্দিন আহমদ, শফিউর রহমান, আব্দুল জব্বার, আবুল বরকত, আবদুস সালাম, আবদুল আউয়াল, অহিউল্লাহ প্রমুখ) হয়েছিলেন, তাঁদের স্মৃতিকে চিরজাগরূক রাখার জন্য ভাষা আন্দোলনের স্মারক দিবস, স্বাধীন বাংলাদেশে যা অন্যতম জাতীয় দিবস; ২০০০ সাল থেকে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শহিদ মিনার (বিশেষ্য) ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতিরক্ষার জন্য তৈরি স্মৃতিস্তম্ভ (কেন্দ্রীয় শহীদ মিনার)। শহিদান, শহীদান (বিশেষ্য) শহিদগণ (মোরা সৈনিক মোরা শহীদান বীর বাচ্চা-কাজী নজরুল ইসলাম)। শহিদি, শহীদি, শহীদী (বিশেষণ) ১ শহিদের যোগ্য; শহিদের অবস্থা (শহীদি দর্জা চাহিনি আমরা চাহিনি বীরের অসি-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) শহীদ}
- Bengali Word শা ১ English definition ⇒ শাহ২
- Bengali Word শা ২, শাহ ১ English definition [শা, শাহ্] (বিশেষ্য) প্রধান; বড় (অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত হয়)। শা-খরচে (বিশেষণ) যথেষ্ট অর্থ খরচ করে এমন। শাজিরা (বিশেষ্য) লম্বা কালো জিরা। শা-দরজা, শাহি-দরজা (বিশেষ্য) সদর দরজা; সিংহদ্বার। শানজর (বিশেষ্য) বিয়ের পর বর ও কনের শুভ দৃষ্টি এবং এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান (বিবাহ-উৎসব প্রাতে পান ও শরবত-তারপর শা’নজর-মহাউ)। {(ফারসি) শাহ্}
- Bengali Word শাঁ English definition [শাঁ] (অব্যয়) দ্রুত বেগসূচক ধ্বনি বা শব্দ (অন্ধকারে একটা লোক শাঁ করে চলে গেল)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word শাঁই ১ English definition [শাঁই] (বিশেষ্য) শমীবৃক্ষ। {(তৎসম বা সংস্কৃত) শমী>}
- Bengali Word শাঁই ২ English definition [শাঁই] (অব্যয়) ক্ষিপ্রতা; দ্রুতবেগসূচক শব্দ বা ধ্বনি (শাঁই করে সে দৌড়ে গেল)। শাঁই শাঁই (অব্যয়) ১ প্রবল বেগবোধক (শাঁইশাঁই করে সাইকেলে এসে হাজির হল-কাজী নজরুল ইসলাম)। ২ শ্লেষ্মাজনিত কণ্ঠের শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word শাঁই ৩, সাঁই English definition [শাঁই] (বিশেষ্য) ১ স্বামী; মালিক। আল্লাহ। ২ বাউলদের গুরু; পরমগুরু। ৩ গোস্বামী; গোঁসাই। {(তৎসম বা সংস্কৃত) স্বামী>}