শ পৃষ্ঠা ১০
- Bengali Word শাক্ত English definition [শাক্তো] (বিশেষ্য), (বিশেষণ) ১ হিন্দু শাস্ত্রানুযায়ী শক্তির (কালী, গুর্গা প্রভৃতি শক্তির) উপাসক। ২ হিন্দু তন্ত্রসাধক (বুড়ী ছিল পরম বৈষ্ণব, বুড়ো ছিল ভারি শাক্ত-দ্বিজেন্দ্রলাল রায়)। {(তৎসম বা সংস্কৃত) শক্তি+অ(অণ্)}
- Bengali Word শাক্য English definition [শাক্কো] (বিশেষ্য) ১ একটি ক্ষত্রিয় বংশ। ২ বৌদ্ধধর্মের প্রবর্তক বুদ্ধদেব। শাক্যমুনি, শাক্যসিংহ (বিশেষ্য) বুদ্ধদেব। {(তৎসম বা সংস্কৃত) শাক+য(ষৎ)}
- Bengali Word শাখা English definition [শাখা] (বিশেষ্য) ১ গাছের ডাল (বুলবুলি তুই ফুল-শাখাতে দিসনে আজি দোল-কাজী নজরুল ইসলাম)। ২ বাহু। ৩ অংশ; বেদের অংশবিশেষ (রাজবংশের একটি শাখা)। ৪ প্রধান বস্তু বা বিষয় থেকে উৎপন্ন ক্ষুদ্রতর বস্তু বা বিসয় (শাখানদী)। শাখাচ্যুত (বিশেষণ) ১ গাছের ডাল থেকে পতিত বা স্খলিত। ২ একটি অংশের আলাদা রূপ। শাখানদী (বিশেষ্য) কোনো বড় নদী থেকে উৎপন্ন ছোট নদী। শাখামৃগ (বিশেষ্য) বানর (কেহ শাখামৃগ হইয়াছে উঠি আধ্যাত্মিক উঁচু শাখায়-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) √শাখ্+অ(অচ্)+আ(টাপ্)}
- Bengali Word শাখী(-খিন্) English definition [শাখি] (বিশেষণ) ১ বৃক্ষ; গাছ। ২ শাখাবিশিষ্ট; ডালযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) শাখা+ইন্(ইনি)}
- Bengali Word শাগ English definition ⇒ শাক
- Bengali Word শাগরেদ, শাগরেদ English definition [শাক্রেদ্, শাগ্রেদ্] (বিশেষ্য) শিষ্য; চেলা; ছাত্র; সহকারী (আজী ওস্তাদে-সাগরেদে যেন শক্তির পরিচয়-কাজী নজরুল ইসলাম)। শাগরেদি, শাগরেদী (বিশেষ্য) শিষ্যত্ব; ছাত্রত্ব; চেলাগিরি। {(আরবি) শাগির্দ}
- Bengali Word শাঙন English definition [শাঙোন্] (বিশেষ্য) শ্রাবণ মাস (শাঙন ঘন সম ঝরু দু’নয়ানে-বিদ্যাপতি)। শাঙনি (বিশেষণ) শ্রাবণী (ওগো শ্যামলী শাঙনী মেঘ-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) শ্রাবণ>}
- Bengali Word শাঙা English definition [শাঙা] (বিশেষণ) বিধবা বা স্বামী পরিত্যক্তার পুনরায় বিবাহ। {(তৎসম বা সংস্কৃত) সঙ্গ>}
- Bengali Word শাঙ্কর English definition [শাঙ্কোর্] (বিশেষণ) ১ হিন্দু দার্শনিক ধর্মনেতা শঙ্কর সম্বন্ধীয়। ২ শঙ্করাচার্য প্রণীত (শাঙ্কর ভাষ্য)। {(তৎসম বা সংস্কৃত) শঙ্কর+অ(অণ্)}
- Bengali Word শাজাদা, শাহজাদা English definition ⇒ শাহ
- Bengali Word শাট ১ English definition [শাট্] (বিশেষ্য) ১ পরিধেয় বস্ত্র; ধুতি। শাটী, শাটিকা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) শাড়ি; স্ত্রীলোকের পরিধেয় বস্ত্রবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √শাট্+অ(ঘঞ্)}
- Bengali Word শাট ২ English definition [শাট্, শাঁট] (বিশেষ্য) সাঁট; ইঙ্গিত (ভ্রাতৃদল শাটে ইঙ্গিতে ঠারে-বিটারে কথা বলিয়া পরস্পর সতর্ক হইলেন-মীর মশাররফ হোসেন)। {(তৎসম বা সংস্কৃত) সংজ্ঞা>}
- Bengali Word শাট ৩ English definition [শাটার্] (বিশেষ্য) জানালার খড়খড়ি; ঝিলিমিলি (আমার চৈতন্যের শাটার তখন বিলকুল বন্ধ হয়ে গিয়েছিল-সৈয়দ মুজতবা আলী)। {(ইংরেজি) shutter}
- Bengali Word শাঠ্য English definition [শাঠ্ঠো] (বিশেষ্য) শঠতা; ধূর্ততা; প্রতারণা; প্রবঞ্চনা। {(তৎসম বা সংস্কৃত) শঠ+য(ষ্যঞ্)}
- Bengali Word শাণ English definition ⇒ শান১
- Bengali Word শাণিত English definition ⇒ শান১
- Bengali Word শাণ্ডিল্য English definition [শান্ডিল্লো] (বিশেষ্য) ১ হিন্দুদের গোত্রপ্রবর্তক একজন প্রাচীন মুনি। ২ বিল্বতরু; বেলগাছ। {(তৎসম বা সংস্কৃত) শাণ্ডিল+য(ষ্যঞ্)}
- Bengali Word শাত English definition [শাত্] (বিশেষণ) ১ ছেদন করা হয়েছে এমন; ছিন্ন। ২ ধারালো; চাঁচা; তীক্ষ্ণ করা হয়েছে এমন; তীক্ষ্ণীকৃত। শাতকুম্ভ (বিশেষ্য) সোনা; স্বর্ণ। {(তৎসম বা সংস্কৃত) √শদ্+ই(ণিচ্)+অ(অচ্)}
- Bengali Word শাতন English definition [শাতোন্] (বিশেষ্য) ১ পাতন। ২ বিনাশন। ৩ ছেদন; ছিন্নকরণ; কৃশ করা (পক্ষধরের পক্ষ শাতন-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৪ চাঁচা ৫ শাণ দেওয়া; তীক্ষ্ণকরণ। {(তৎসম বা সংস্কৃত) √শদ্+ই(ণিচ্)+অন(ল্যুট্)}
- Bengali Word শাদা English definition ⇒ সাদা