শ পৃষ্ঠা ১১
- Bengali Word শাদি, শাদী, সাদি English definition [শাদি] (বিশেষ্য) ১ বিবাহ; পরিণয়; উদ্বাহ (শাহাজাদীর শাদির দিনে নাচে হাজার বাঁদী-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ আনন্দ; উৎসব। {(ফারসি) শাদী}
- Bengali Word শাদিয়ান, শাদিয়ানা, সাদিনা English definition [শাদিয়ান্, শাদিয়ানা, শাদিনা] (বিশেষ্য) ১ আনন্দ; আন্দোল্লাস; আনন্দোৎসব (তাদের শাদিয়ানা শুনে কাবুলের লোক একরকম ভয় পেয়ে গেল-সৈয়দ মুজতবা আলী)। ২ বিবাহ উৎসবের বাদ্য (হঠাৎ সাদিয়ানা বাদ্য বাজিয়া উঠিল-মাম)। {(ফারসি) শাদিয়ানাহ্}
- Bengali Word শাদ্বল English definition [শাদ্দল্] (বিশেষ্য) কচি ঘাসে বা তৃণে আবৃত ভূমি (সিঞ্চিত সরস স্নিগ্ধ নবীন শাদ্বল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) শাদ্+বল} {(তৎসম বা সংস্কৃত) √শণ+অ(ঘঞ্)}
- Bengali Word শান ১, শাণ English definition [শান্] (বিশেষ্য) ১ কষ্টিপাথর। ২ অস্ত্রাদি তীক্ষ্ন করার জন্য পাথর বা যন্ত্র। ৩ তীক্ষ্ণকরণ; ধারালো। ৪ ধাতু প্রভৃতি পালিশ করা হয় যে যন্ত্র দ্বারা। ৫ করাত। ৬ ইষ্টকাদি নির্মিত স্থান; সিমেন্টে পাকা মেঝে। ৭ পাষাণ। শানওয়ালা (বিশেষ্য) যে শানপাথরে বা যন্ত্রে অস্ত্রাদি তীক্ষ্ণ করার ব্যবসা করে। শান দেওয়া (ক্রিয়া) ১ শানযন্ত্রে বা শানপাথরে অস্ত্রাদি ধার দেওয়া। ২ তীক্ষ্ণ করা। শান পাথর (বিশেষ্য) ১ অস্ত্র তীক্ষ্ণ করার প্রস্তরখণ্ড। ২ যে পাথর-টুকরা ধাতু ইত্যাদি পালিশ করবার কাজে ব্যবহৃত হয়। শান বাঁধানো (বিশেষণ) ইট-পাথরের তৈরি; পাকা (শান বাঁধানো ঘাট)। শানিত, শাণিত (বিশেষণ) ধারালো বা তীক্ষ্ণ করা হয়েছে এমন; নিশিত (একটা শানিত ছুরি)। {(তৎসম বা সংস্কৃত) √শন্/শণ্+অ(ঘঞ্); (আরবি) সেহেন}
- Bengali Word শান ২ English definition [শান্] (বিশেষ্য) মাহাত্ম্য; মর্যাদা (আল্লাহর শান) মর্যাদা। (তুলনীয়) শান শওকত। {(আরবি) শান}
- Bengali Word শানকি English definition [শান্কি] (বিশেষ্য) মাটির তৈরি থালা। (আরবি) সেহেন+ই}
- Bengali Word শানশওকত, শানশৌকত English definition [শান্শওকত্, শানশোউকত] (বিশেষ্য) ১ গৌরব; জাঁকজমক (কোথায় সে তেজ ইমান; কোথায় সে শানশওকত-কাজী নজরুল ইসলাম)। ২ প্রতাপ (তবু তোর মাঝে আজো বেঁচে আছে তাঁর শওকত শান-আজহারুল ইসলাম)। {(আরবি) শান+শৱকত}
- Bengali Word শানা ১ English definition [শানা] (বিশেষ্য) বর্ম; সাঁজোয়া (গায়েতে পরিল শানা মাথায় টোপর-কৃত্তিবাস ওঝা)। {(আরবি) সেহেন}
- Bengali Word শানা ২ English definition [শানা] (বিশেষ্য) ১ তাঁতযন্ত্রের চিরুনির ন্যায় অংশ। ২ চিরুনি। {(ফারসি) শানহ}
- Bengali Word শানা ৩ English definition [শানা] (বিশেষ্য) নদীর বাঁধের তত্ত্বাবধায়ক (শানা উপাধি-ধারী ব্যক্তি এদেশে অনেক আছেন-হাবীবুর রহমান)। {(আরবি) সেহেন}
- Bengali Word শানা ৪, শানানো ১ English definition [শানা, শানানো] (ক্রিয়া) ১ ক্ষুধা আকাঙ্ক্ষা প্রভৃতি শান্ত বা পরিতৃপ্ত হওয়া; মেটা; অবসান হওয়া (এত কমে তার শানে বা শানায় না)। □ (বিশেষ্য) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √শম্+ (বাংলা) আ}
- Bengali Word শানা ৫ English definition [শানা] (ক্রিয়া) শান দেওয়া; ধারালো বা তীক্ষ্ণ করা। □ (বিশেষ্য) উক্ত উভয় অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √শন্+অ(ঘঞ্)+ (বাংলা) আ}
- Bengali Word শানানো ১ English definition [শানানো] (ক্রিয়া) ১ শান দেওয়া। ২ তীক্ষ্ণ করা। □ (বিশেষ্য) (বিশেষণ) শানিত; তীক্ষ্ণীকৃত (যুক্তি শানিয়ে নিচ্ছি)। {(তৎসম বা সংস্কৃত) শান১+আনো; ক্রিয়ারূপ-শানাই, শানাও, শানায়, শানান; (অসমাপিকা ক্রিয়া)- শানিয়ে, শানাতে, শানালে ইত্যাদি}
- Bengali Word শানিত English definition ⇒ শান১
- Bengali Word শানে-নজুল English definition [শানেনোজুল্] (বিশেষ্য) কোরানের সুরা বা আয়াত বা ওহি অবতীর্ণ হওয়ার কারণ (উহার শানে-নুযুল ও খোলাসা বয়ান করলেন-আবুল মনসুর আহমদ)। {(আরবি) শানেনুজুল}
- Bengali Word শান্ত English definition [শান্তো] (বিশেষ্য) ১ শান্তিযুক্ত; শমপ্রাপ্ত। ২ (আলঙ্কারিক) চিত্তাবেগবর্জিত রসবিশেষ। □ (বিশেষণ) ১ শমগুণযুক্ত। ২ নিবৃত্ত (ক্ষুধা তৃষ্ণা শান্ত করা)। ৩ জিতেন্দ্রিয়। ৪ ধীর; অনুদ্ধ; শিষ্ট (শান্ত প্রকৃতির মেয়ে)। ৬ বিনাশিত। শান্তভাব (বিশেষ্য) হিংসা ক্রোধ দুঃখ শোক প্রভৃতি পরিত্যক্ত মনের অবস্থা; উত্তেজনাবর্জিত মানসিক অবস্থা; মানসিক সৌম্যতা; প্রশান্তি। শান্তমূর্তি (বিশেষ্য) ১ শান্তভাবে পূর্ণ আকৃতি। ২ সৌম্যরূপ। □ (বিশেষণ) সৌম্যরূপবিশিষ্ট। শান্তশিষ্ট (বিশেষণ) নম্র ও ভদ্র; অনুদ্ধত। শান্ত-স্বভাব (বিশেষণ) ধীর; স্থির; নম্র; বিনয়ী; ঔদ্ধত্যশূন্য; অনুদ্ধত। {(তৎসম বা সংস্কৃত) শম্+ত(ক্ত)}
- Bengali Word শান্তনু English definition [শান্তোনু] (বিশেষ্য) মহাভারতোক্ত ভীষ্মের পিতা। {(তৎসম বা সংস্কৃত) শান্ততনু>}
- Bengali Word শান্তরসাস্পদ English definition [শান্তোরশাশ্পদো] (বিশেষ্য) যেখানে আসিলে মনে শান্ত রসের উদয় হয় (পুনর্বার এই শান্তরসাস্পদ তপোবনে আসিবে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) শান্তরস+আস্পদ}
- Bengali Word শান্তি English definition [শান্তি] (বিশেষ্য) ১ শমগুণ; প্রশান্তি; উৎকণ্ঠাশূন্যতা; চিত্তস্থৈর্য (মানসিক শান্তি)। ২ লালসা দমন; বিষয়াদি হতে ইন্দ্রিয়ের নিবৃত্তি; স্পৃহারাহিত্য। ৩ নিবৃত্তি; বিরাগ; বিরাম; উপশম (তৃষ্ণার শান্তি)। ৪ উপদ্রবহীনতা; উৎপাতশূন্যতা (শান্তিরক্ষা); অবসান; সমাপ্তি (যুদ্ধশান্তি)। ৫ সন্ধি; যুদ্ধাবসান; বিবাদের মীমাংসা (শান্তিস্থাপন)। ৬ কল্যাণ (শান্তিস্বস্ত্যয়ন); বিশ্রাম (শান্তি লাভের জন্য শয়ন)। শান্তিজল (বিশেষ্য) হিন্দুদের পূজার মন্ত্রপূত জল যা ভক্তদের কল্যাণের জন্য তাদের শরীরে ছিটিয়ে দেওয়া হয়। শান্তিপাঠ (বিশেষ্য) শান্তিকামনায় মন্ত্রাদি পাঠ। শান্তিপ্রিয় (বিশেষণ) (স্বভাবত) শান্তি ভালোবাসে বা শান্তি চায় এমন। শান্তিরক্ষক (বিশেষ্য) শান্তি রক্ষাকারী; উপদ্রব থেকে রক্ষাকর্তা (বিশেষ অর্থে); পুলিশ। শান্তিস্থাপন (বিশেষ্য) ১ অশান্তি দূরীকরণ; গোলযোগ নিবারণ (বিশেষ অর্থে)। ২ যুদ্ধাদির অবসান করে সন্ধি স্থাপন। শান্তিস্বস্ত্যয়ন (বিশেষ্য) রোগ-উপদ্রবাদির অবসান কামনায় হিন্দুদের পূর্জাচনা। {(তৎসম বা সংস্কৃত) √শম্+তি(ক্তি)}
- Bengali Word শান্তিপুরি, শান্তিপুরী English definition [শান্তিপুরি] (বিশেষণ) ১ শান্তিপুরে প্রস্তুত; শান্তিপুরে তৈরি উৎকৃষ্ট তাঁতের কাপড় (শান্তিপুরী শাড়ী দিমু গয়না দিমু গায়-মানিক রাজার গান)। ২ শান্তিপুরে তৈরি প্রসিদ্ধ তাঁতবস্ত্র। শান্তিপুরে (বিশেষণ) শান্তিপুরে প্রচলিত বা উৎপন্ন; শান্তিপুরবাসী। {শান্তিপুর+ই, ঈ}