শ পৃষ্ঠা ৬
- Bengali Word শরভ English definition [শরোভ্] (বিশেষ্য) ১ এক জাতীয় মৃগ। ২ সিংহ অপেক্ষা বলবান প্রাচীন কালের আট পাবিশিষ্ট জন্তু (শরভে শরভে মারে ঢুসাইয়া মুণ্ডে-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। ৩ উষ্ট্র। ৪ হস্তিশাবক। ৫ পতঙ্গবিশেষ। ৬ বানরবিশেষ। ৭ শলভ। {(তৎসম বা সংস্কৃত) √শৃ+অভ(অভচ্)}
- Bengali Word শরম English definition [শরোম্] (বিশেষ্য) লজ্জা (শরমে সরমা সই মরিলা-মাইকেল মধূসূদন দত্ত)। শরমানো (ক্রিয়া) লজ্জা পাওয়া। শরামার্ত (বিশেষণ) লজ্জিত (ও শরমার্ত অরূপ আনন দেখেছি কোথায় হে বিদেশিনী-সুধীণ্দ্রনাথ দত্ত)। শরমিন্দা, শরমেন্দা (বিশেষণ) লজ্জিত (নিতান্ত শরমিন্দা হইলাম-আবুল মনসুর আহমদ)। শরমের ফাঁসি (বিশেষ্য) লজ্জার ডোর (জলদ গরজে যবে ময়ূরী নাচে সে রবে আমি কেন না কাটিব শরমের ফাঁসি-মাইকেল মধূসূদন দত্ত)। লজ্জাশরম (বিশেষ্য) লাজুকতা ও সংকোচ। {(ফারসি) শর্ম্}
- Bengali Word শরা ১, সরা English definition [শরা] (বিশেষ্য) মৃত্তিকানির্মিত পাত্রবিশেষ; হাঁড়ি; কলসীর ঢাকনিরূপে ব্যবহৃত মাটির তৈরি পাত্র। {(তৎসম বা সংস্কৃত) শরাব, সরাব> (প্রাকৃত)শরাঅ}
- Bengali Word শরা ২ English definition [শরা] (বিশেষ্য) ইসলামি বিধানাবলি। শরার কাজি (বিশেষ্য) ইসলামের বিধান অনুযায়ী যিনি বিচার করেন। শরা-শরিয়ত (বিশেষ্য) ইসলামি কানুন; ইসলাম প্রদত্ত জীবনবিধান (শরা-শরিয়তের ব্যাপারে উপদেশ দেওয়ার জন্য-কাজী আবদুল মান্নান)। {(আরবি) শরা; শরীআত}
- Bengali Word শরাফত, শরাফৎ, সরাফত English definition [শরাফত্] (বিশেষ্য) ১ ভদ্রতা; ভদ্র আচরণ; শরিফের ভাব ও আচরণ (শরাফৎ ও সৌজন্যের প্রতিমূর্তি-ছদরুদ্দীন)। ২ আভিজাত্য। শরাফতি, সরাফতি (বিশেষ্য) ভদ্রতা; সৌজন্য (বেল্লিক তুমি সরাফতি বোঝ না লোকের-অদ্ভুতাচার্য (১৬ শ শতক))। {(আরবি) শরাফত}
- Bengali Word শরাব ১ English definition [শরাব্] (বিশেষ্য) মাটির সরা; ঢাকনি। {(তৎসম বা সংস্কৃত) শর+√অব্+অ(অণ্)}
- Bengali Word শরাব ২, সরাব, শরাপ, সরাপ English definition [শরাব্, সরাব, শরাপ, সরাপ] (বিশেষ্য) ১ মদ্য; সুরা (খোদার প্রেমের শরাপ পিয়ে বেহুস হয়ে রই পড়ে-কাজী নজরুল ইসলাম)। ২ সুস্বাদু পানীয়; শরবত (সরাব-সাকির গুলিস্তায় আয় বেহেস্তে কে যাবি আয়-কাজী নজরুল ইসলাম)। শরাবখানা (বিশেষ্য) শুঁড়িখানা; মদের দোকান। শরাবন-তহুরা (বিশেষ্য) পবিত্র পানীয়; বেহেস্তে যে পানীয় পান করতে দেওয়া হবে (কণ্ঠ তরিয়া কোরোছিস পান শরাবন তহুরায়-শাহাদাত হোসেন; বেহেস্তের শরাবন তহুরার মিষ্টতা-আবুল মনসুর আহমদ)। শরা(বিশেষ্য), শারা(বিশেষ্য), শরাবখোর (বিশেষ্য) ১ যে মদ্য পান করে; মদ্যপায়ী। ২ মাতাল। শরাব-সুরাহী পড়ে আছে জীর্ণ পান্থশালে-জাহানারা আরজু)। {(আরবি) শরাব্}
- Bengali Word শরাসন English definition [শরাশোন্] (বিশেষ্য) ধনু; ধনুক; কার্মুক; কোদণ্ড। {(তৎসম বা সংস্কৃত) শর+আসন}
- Bengali Word শরিক English definition ⇒ শরীক
- Bengali Word শরিক, শরীক English definition [শোরিক্] (বিশেষ্য) ভাগীদার; অংশী; অংশ আছে যার (ওপরে অন্যতম শরিক রাম বাঁড়ুয্যের বাড়ি-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। শরিক হওয়া (ক্রিয়া) অংশগ্রহণ করা (মেহেরবানি করে শরিক হলে খুশি হবো)। শরিকান, শরীকান (বিশেষ্য) একাধিক ভাগীদার। শরিকানা, শরীকানা (বিশেষ্য) শরিকের প্রাপ্য অংশ। শরিকানি, শরিকি, শরিকানী, শরীকী (বিশেষণ) এজমালি; অনেকের অংশ আছে এমন; বহু ভাগীদার। {(আরবি) শরীক}
- Bengali Word শরিফ, শরীফ English definition [শোরিফ্] (বিশেষণ) ভদ্র; মহানুভব; প্রফুল্ল; আনন্দিত; উদার; উচ্চমনা; অভিজাত; পবিত্র; শ্রেষ্ঠ। □ (বিশেষ্য) মক্কার শাসনকর্তার উপাধি। মক্কাশরিফ (বিশেষ্য) পবিত্র মক্কা। {(আরবি) শরীফ}
- Bengali Word শরিফা English definition [শোরিফা] (বিশেষ্য) আতাফল। {(আরবি) শরীফ}
- Bengali Word শরিয়ত English definition ⇒ শরিয়ত
- Bengali Word শরিয়ত, শরিয়ৎ, সরিয়ত, সরিয়ৎ English definition [শোরিয়ত্] (বিশেষ্য) ১ ইসলামের বিধি-বিধান (ঈমান একটা শক্তি এবং শরিয়ত উহার ফল-সৈয়দ আলী আহসান)। ২ ধর্মাচার ও ধর্মীয় আইন-কানুন। শরিয়তি, শরীয়তী (বিশেষণ) ১ ধর্মীয় শরিয়ত সম্পর্কীয়। ২ শরিয়ত মানে এমন; শরিয়ত অনুসারে চলে এমন। {(আরবি) শরীয়ত}
- Bengali Word শরীর English definition [শোরির্] (বিশেষ্য) দেহ; বিগ্রহ; কলেবর; কায় (কালামাটির কালাতে ভাই শরীর হইলো কালা-মানিক রাজার গান)। শরীরগত (বিশেষণ) ১ শারীরিক; দেহসম্পকীয়; দেহস্থ। ২ দেহের অভ্যন্তরস্থ। শরীর গতিক (বিশেষ্য) দেহের অবস্থা (শরীর গতিক বেশি ভালো না)। শরীরজ (বিশেষণ) ১ দেহ থেকে উৎপন্ন; দেহজাত। ২ আত্মজ। □ (বিশেষ্য) রোগ। শরীরপাত (বিশেষণ) দেহক্ষয়। শরীরী(-রিন্) (বিশেষ্য), (বিশেষণ) দেহ আছে যার; দেহধারী; দেহবিশিষ্ট; দেহী। □ (বিশেষ্য) ১ প্রাণী; জীব। ২ মানুষ। ৩ জীবাত্মা। শরীরিণী (বিশেষণ), (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। শারীর (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) √শৃ+ঈর(ঈরচ্)}
- Bengali Word শর্করা English definition [শর্করা] (বিশেষ্য) ১ চিনি। ২ কঙ্কর; কাঁকর। ৩ দানা। ৪ রোগবিশেষ; পাথরি। শর্করাবৎ (বিশেষণ) দানাওয়ালা; দানাযুক্ত; দানাদার। {(তৎসম বা সংস্কৃত) √শৃ+কর+আ(টাপ্)}
- Bengali Word শর্কি, শর্কী English definition [শোর্কি] (বিশেষ্য) পূর্ব দেশীয় (শকী সৈয়দ সুলতানদের স্মরণ সাধন জড়োয়া তাজ-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(আরবি) শরকী}
- Bengali Word শর্ট-সাইট English definition [শর্ট্সাইট্] (বিশেষ্য) দূরে সুস্পষ্ট দেখে না এমন দৃষ্টিশক্তি। শর্ট সাইটেড (বিশেষণ) ১ দূর-দৃষ্টিশক্তির অভাবযুক্ত। ২ (আলঙ্কারিক) দূরদৃষ্টিহীন; অপরিণামদর্শী। {(ইংরেজি) short-sight}
- Bengali Word শর্ত, সর্ত English definition [শর্তো] (বিশেষ্য) চুক্তির নিয়ম বা ধারা; কড়ার; নিয়ম; যে সমস্ত নিয়মে চুক্তি নির্ধারিত হয়। {(আরবি) শরত}
- Bengali Word শর্তা English definition [শর্তা] (বিশেষ্য) সুপারি কাটার যন্ত্র; যাঁতি; কাটারি; যা সুপারি কাটার কাজে ব্যবহৃত হয় (সুপারি কাটার শর্তার আওয়াজ বন্ধ করিয়া তিনি বলিলেন-আবুল মনসুর আহমদ)। {(হিন্দি) সরওতা}