শ পৃষ্ঠা ১২
- Bengali Word শান্ত্রিসেপাই English definition [শান্ত্রিশেপাই] (বিশেষ্য) প্রহরারত সৈনিক; সশস্ত্র প্রহরী (লক্ষ হাজার শান্ত্রী-সেপাই জাগে-আশরাফ সিদ্দিকী)। {(ইংরেজি) sentry+(ফারসি) সেপাহী}
- Bengali Word শাপ English definition [শাপ্] (বিশেষ্য) অভিসম্পাত; অভিশাপ (অপরাধে শাপ দিও না ওগো আমার পুরো-মানিক রাজার গান)। শাপগ্রস্ত (বিশেষণ) ১ অভিসম্পাতের ফলে দুর্গতিপ্রাপ্ত। ২ অভিশপ্ত। শাপগ্রস্তা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শাপভ্রষ্টা (বিশেষণ) ১ হিন্দু বিশ্বাসে অভিশাপের ফলে অপেক্ষাকৃত নীচ জন্মপ্রাপ্ত (শাপভ্রষ্ট দেবতা)। শাপভ্রষ্টা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শাপমন্যি (বিশেষ্য) অভিশাপ (আমানউল্লাকে শাপমন্যি ও মৌলানাকে মিলিটারি স্ট্র্যাটেজি সম্বন্ধে তালিম দিলেন-সৈয়দ মুর্তাজা আলী)। শাপমুক্তি (বিশেষ্য) অভিশাপ থেকে মুক্তিলাভ। শাপমোচন (বিশেষ্য) অভিশাপ খণ্ডন। শাপা (ক্রিয়া) অভিশাপ দেওয়া। শাপান্ত (বিশেষ্য) ১ শাপমোচন; শাপভঙ্গ; অভিশাপের অবসান। ২ সর্বপ্রকার অভিশাপ (শাপ-শাপান্ত করা)। শাপিত (বিশেষণ) অভিশাপ দেওয়া হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √শপ্+ই(ণিচ্)+ত(ক্ত)}
- Bengali Word শাপলা, সাপলা, সাফলা (বিরল.) English definition [শাপ্লা, সাপলা, সাফ্লা] (বিশেষ্য) বাংলাদেশের জাতীয় ফুল; কুমুদ; (আঞ্চলিক) নাইল; Nymphea odorata (সাফলা ফুলের মালা-জসীমউদ্দীন; ডালে আমাদের স্বপ্নের শাপলা-আতাউর রহমান)। {সাপ+লা>}
- Bengali Word শাপা English definition [শাপা] (ক্রিয়া) অভিসম্পাত বা অভিশাপ দেওয়া। {(তৎসম বা সংস্কৃত) শাপ+ (বাংলা) আ}
- Bengali Word শাপী English definition [শাপি] (বিশেষণ) শাপগ্রস্ত (আয়রে শাপী দুঃখী তাপী আয় কে হবি বরাতী-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) শাপ+ইন্}
- Bengali Word শাফা English definition [শাফা] (বিশেষ্য) আরোগ্য; রোগমুক্তি (খোদা যাকে শাফা না দেয় তাকে কে ভাল করিতে পারে-আবুল মনসুর আহমদ)। শাফি (বিশেষ্য) রোগ মুক্তিদাতা; আরোগ্যদাতা। {(আরবি) শিফা}
- Bengali Word শাফেয়ী English definition [শাফেয়ি] (বিশেষ্য) ১ সুন্নি ইমাম আবু আব্দুল্লাহ মুহম্মদ ইবন ইদরীস শাফেয়ী। ২ উক্ত ইমামের মজহাব অনুসরণকারী। {(আরবি) শাফি’ঈ}
- Bengali Word শাবক, শাব English definition [শাবোক্, শাব্] (বিশেষ্য) বাচ্চা; ছানা। {(তৎসম বা সংস্কৃত) √শব্+অ+ক(কন্); শব+অ(অণ্)}
- Bengali Word শাবর English definition [শাবোর] (বিশেষণ) ব্যাধ/শবর জাতি সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) শবর+অ(অণ্)}
- Bengali Word শাবল English definition [শাবোল্] (বিশেষ্য) মাটি খোঁড়ার জন্য অথবা কপাটাদি ভাঙার জন্য লৌহনির্মিত এক প্রকার অস্ত্র (হাতুড়ি শাবল গাঁইতি চালিয়ে ভাঙ্গিলো যারা পাহাড়-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) শর্বলা>}
- Bengali Word শাবান English definition [শাবান্] (বিশেষ্য) হিজরি বছরের অষ্টম মাস। {(আরবি) শাবান}
- Bengali Word শাবাশ, সাবাস English definition [শাবাশ্] (অব্যয়) প্রশংসাসূচক ধ্বনি; ধন্য; বলিহারি; মারহাবা (সাবাস জোয়ান-জসীমউদ্দীন)। শাবাশ দেওয়া (ক্রিয়া) প্রশংসা করা। {(ফারসি) শাহ্বাশ}
- Bengali Word শাবুদ English definition [শাবুদ্] (বিশেষ্য) প্রমাণ; সাক্ষ্য। {(আরবি) ছাবুদ}
- Bengali Word শাব্দ English definition [শাব্দো] (বিশেষণ) শব্দসংক্রান্ত। শাব্দিক (বিশেষণ) ১ শব্দশাস্ত্রজ্ঞ; শব্দশাস্ত্রে সুপণ্ডিত। ২ বৈয়াকরণ; ব্যাকরণবিদ। ৩ শব্দসম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) শব্দ+অ(অণ্)}
- Bengali Word শাম ১, সাম English definition [শাম্] (বিশেষ্য) সন্ধ্যা; সান্ধ্য (শাম হৈলে তেরা আগে হইবে হাজির-সৈয়দ হামজা)। {(আরবি) শাম}
- Bengali Word শাম ২ English definition [শাম্] (বিশেষ্য) সিরিয়ার পুরনো নাম (বাণিজ্য ‘শাম’ ‘মোকাদ্দেস’ তুই যেন বাপ রোস খাঁটি-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) শাম্}
- Bengali Word শামর (ব্রজবুলি) English definition [শামোর্] (বিশেষণ) শ্যামবর্ণ; শ্যামল। শামরী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) শ্যামা (শ্যামরী ঝামরী তোর দেহা-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) শ্যামল>}
- Bengali Word শামলা ১ English definition [শাম্লা] (বিশেষণ) শ্যামবর্ণা; প্রায় কালো (শামলা গাই)। {(তৎসম বা সংস্কৃত) শ্যামলা>}
- Bengali Word শামলা ২ English definition [শাম্লা] (বিশেষ্য) ১ (উনিশ শতক অবধি বাংলাদেশে চালু) শালের এক প্রকার পাগড়ি; উষ্ণীষ (উকিলের শামলা)। ২ পাগড়ি ঝুলানো প্রান্তভাগ। ৩ চোগা; ঢোলা জামা। {(আরবি) শম্লাহ}
- Bengali Word শামসুল উলামা English definition ⇒ শমস্-উল-উলামা