শ পৃষ্ঠা ৫
- Bengali Word শমস-উল-উলামা, শামসুল উলামা English definition [শম্স্ উল্ উলামা, শামসুল্ উলামা] (বিশেষণ) ১ জ্ঞানীদের সূর্য। আরবি ও ইসলামি বিষয়ে উচ্চশিক্ষিত পণ্ডিতদিগকে ব্রিটিশ সরকার কর্তৃক প্রদত্ত উপাধি (আর পুড়ছে ফুঙি, পুড়ছে শামস-উল-উলামা-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(আরবি) শাম্সু’ল ‘উলামা’}
- Bengali Word শমসের English definition [শম্শের্] (বিশেষ্য) তরবারি; তলোয়ার (তুমি এস বীর হাতে নিয়ে শমসের-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) শম্শীর}
- Bengali Word শমি, শমী English definition [শোমি] (বিশেষ্য) বাবলাজাতীয় গাছ; সাঁই গাছ (শমী কাষ্ঠ দ্বারা হিন্দুদের যজ্ঞাগ্নি প্রজ্বলিত হইত)। শমী (-মিন্) (বিশেষণ) ১ শমগুণবিশিষ্ট। ২ সংযমী। ৩ শান্ত। {(তৎসম বা সংস্কৃত) √শম্+ই, ইন্(ঘিনুণ্)}
- Bengali Word শমিত English definition [শোমিতো] (বিশেষণ) ১ প্রশমিত; দমিত। ২ বিনাশিত। ৩ নিবারণ করা হয়েছে এমন; নিবারিত। শমিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √শম্+ণিচ্+ত(ক্ত)}
- Bengali Word শমির্ষ্ঠা English definition [শোরমিশ্টা] (বিশেষ্য) যযাতির দ্বিতীয়া মহিষী। {(তৎসম বা সংস্কৃত) মর্মিন্+ইষ্ঠ(ইষ্ঠন্)+আ(টাপ্)}
- Bengali Word শমী English definition [শম্পা] (বিশেষ্য) বিদ্যুৎ; বিজলি; ক্ষণপ্রভা। {(তৎসম বা সংস্কৃত) শম্পা}
- Bengali Word শম্ব English definition [শম্বো] (বিশেষ্য) ১ যে মুদ্গরের মুখ লৌহ দ্বারা আবৃত। ২ শ্যামা; মুষলাদির মুখের আবরক লৌহবলয়। ৩ বজ্র। {(তৎসম বা সংস্কৃত) √শম্+ব}
- Bengali Word শম্বর, সম্বর English definition [শম্বর্] (বিশেষ্য) ১ প্রশাখাবিশিষ্ট সিং আছে এমন হরিণ। ২ এক প্রকার মাছ। ৩ হিন্দু পুরাণোক্ত অসুর। ৪ জল; পানি। শশ্বরারি, সম্বরারি (বিশেষ্য) শম্বর নামক অসুরহন্তা কন্দর্প। {(তৎসম বা সংস্কৃত) √শম্ব্+অর(অরচ্)}
- Bengali Word শম্বুক, শম্বূক English definition [শোম্বুক্] (বিশেষ্য) ১ শামুক। ২ রামায়ণোক্ত শূদ্র তাপসবিশেষ। শম্বুবগতি (বিশেষ্য) ১ অতিশয় ধীর বা মৃদুগতি; ধীরগতি; শামুকের মতো অত্যন্ত ধীরগমন। ২ (আলঙ্কারিক) দীর্ঘসূত্রতা; বিলম্বে কার্যসম্পাদনে অভ্যস্ত। □ (বিশেষণ) শামুকের ন্যায় ধরিগতিযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) শম্বু, শম্বূ+ক(কন্)}
- Bengali Word শম্ভু English definition [শোম্ভু] (বিশেষ্য) হিন্দুদেবতা শিব; শিবলিঙ্গ; মহাদেব। শম্ভুখোঁপা (বিশেষ্য) মাথার চুড়ায় বাঁধা খোঁপা। {(তৎসম বা সংস্কৃত) শম্+√ভূ+উ(ডু)}
- Bengali Word শয্যা English definition [শোজ্জা] (বিশেষ্য) ১ বিছানা। ২ যার উপরে শোয়া হয় (ফুলশয্যা)। ৩ শয়ন; শোয়ার স্থান (শয্যাগৃহ)। শয্যাকণ্টক, শয্যাকণ্টকী (বিশেষ্য) যে রোগে শয্যা কন্টকতুল্য অসহ্য বোধ হয়। শয্যা করা (ক্রিয়া) বিছানা পাতা। শয্যাগত, শয্যাশায়ী(-য়িন্) (বিশেষণ) অত্যন্ত অসুস্থতাহেতু বিছানা থেকে উঠতে পারে না এমন। শয্যাগতা, শয্যাশায়িনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শয্যাগার, শয্যাগৃহ (বিশেষ্য) ঘুমানোর জন্য নির্দিষ্ট ঘর। শয্যাতল (বিশেষ্য) ১ বিছানার তলদেশ। ২ বিছানার উপরিভাগ (শয্যাতলে শয়নমাত্র নিদ্রাকর্ষন হইল)। শয্যাতুলুনি (বিশেষ্য) বরবধূর বাসর শয্যা তোলার জন্য বরের নিকট যে অর্থ আদায় করা হয়। শয্যা তোলা (বিশেষ্য) বরবধূর বাসরশয্যা তোলা নামক অনুষ্ঠান। শয্যা রচনা (বিশেষ্য) বিছানা পাতা। শয্যা নেওয়া (ক্রিয়া) শয্যাশায়ী হওয়া। শয্যা-সঙ্গিনী (বিশেষ্য) পত্নী; স্ত্রী; ভার্যা; বিছানায় সাথি হয় যে নারী। শয্যাসহচর (বিশেষ্য) শয্যাসঙ্গী; স্বামী। শয্যাসহচরী। শয্যাস্তরণ (বিশেষ্য) বিছানার চাদর। {(তৎসম বা সংস্কৃত) √শী+য(ক্যাপ্)+আ(টাপ্)}
- Bengali Word শর ১ English definition [শর্] (বিশেষ্য) তীর; বাণ; শায়ক। □ (বিশেষণ) এক জাতীয় তৃণ; নল-খাগড়া গাছ। শরক্ষেপ; শরক্ষেপণ; শরত্যাগ, শরনিক্ষেপ (বিশেষ্য) লক্ষ্য বিদ্ধ করার জন্য ধনুকে যোজনাপূর্বক বাণ ছোড়া; তীর ছোড়া। শরজাল (বিশেষ্য) ১ বাণসমূহ। ২ একসঙ্গে নিক্ষিপ্ত বহু বাণ। শরবন (বিশেষ্য) শর নামক তৃণপূর্ণ ভূমি। শরবর্ষণ (বিশেষ্য) ঘন ঘন বা একই সময়ে বহু বাণ নিক্ষেপ। শরবিদ্ধ (বিশেষণ) তীর দ্বারা বিদ্ধ। শরব্য (বিশেষ্য) তীরের লক্ষ্য। শরশয্যা (বিশেষ্য) ১ তীর দ্বারা প্রস্তুত শয্যা; শররচিত শয়ন স্থান (ভীষ্মের শরশয্যা)। ২ যুদ্ধক্ষেত্র (কেন না শুইনু আমি শরশয্যা ’পরি-মাইকেল মধূসূদন দত্ত)। শরসন্ধান (বিশেষ্য) ১ নিক্ষেপের উদ্দেশ্যে ধনুকে তীর স্থাপনা। ২ তীর ছোড়া। শরাহত (বিশেষণ) তীর বিদ্ধ হয়ে আহত। {(তৎসম বা সংস্কৃত) √শৃ+অ(অপ্)}
- Bengali Word শর ২ (বিরল), সর English definition [শর্] (বিশেষ্য) ১ দধি দুগ্ধাদির সার ভাগ (দুধের মধ্যে শর নাইরে মাখন কেনে হইতে চাও-পূর্ববঙ্গ গীতিকা)। ২ দুগ্ধাদির উপরে যে ঘন ও নরম আবরণ পড়ে। {(তৎসম বা সংস্কৃত) √শৃ……+অ(অচ্)>শর; (তৎসম বা সংস্কৃত) √সৃ+অ(অচ্)=সর}
- Bengali Word শরচ্চন্দ্র English definition [শরোচ্চন্দ্রো] (বিশেষ্য) শরৎ কালের চাঁদ। {(তৎসম বা সংস্কৃত) শরৎ+চন্দ্র; সংস্কৃতে সমাসের নিয়ম অনুযায়ী শব্দটির চেহারা এ-রশিদ করিমম। তবে শ্রুতিমাধুর্য সৃষ্টি ও প্রাঞ্জলতার যুক্তিতে বাংলা ভাষায় এটি সন্ধিবিহীন “শরৎচন্দ্র” রূপে বহুল প্রচলিত}
- Bengali Word শরণ English definition [শরোন্] (বিশেষ্য) ১ আশ্রয়দাতা; রক্ষাকর্তা; রক্ষক (দীনশরণ; শরণ পালন কর হয়ে কৃপান্বিত-কালীপ্রসন্ন সিংহ)। ২ আশ্রয়; আশ্রয় স্থান রক্ষন (তাপহরণ তোমার চরণ অসীম শরণ দীনজনার-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ গৃহ। শরণাগত, শরণাপন্ন, শরণার্থী(-থিন্) (বিশেষণ) আশ্রয়ের জন্য আবেদন করে এমন; আশ্রয়প্রার্থী; refugee (আরেক জন মর্যাদাসম্পন্ন শরণার্থী....হোসেন সাহেবের নিকট আশ্রয় নেন-মুঃ আবদুর রাজ্জাক)। শরণাগতা, শরণাপন্ন, শরণার্থিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শরণ্য (বিশেষ্য) রক্ষাকর্তা; রক্ষক। □ (বিশেষণ) রক্ষণসমর্থ; রক্ষণীয়; আশ্রয় প্রাপ্তির স্থান (সম্রাটদুহিতার পক্ষে প্রেমের আবশ্যক নাই, সুখই একমাত্র শরণ্য-রবীন্দ্রনাথ ঠাকুর)। শরণ্যা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) রক্ষাকর্ত্রী; রক্ষণসমর্থা; রক্ষণীয়া। □ (বিশেষ্য) হিন্দু দেবী দুর্গা। {(তৎসম বা সংস্কৃত) √শৃ+অন(অনট্)}
- Bengali Word শরণি, শরণী, সরণি, সরণী English definition [শরোনি] (বিশেষ্য) ১ পথ; রাস্তা। ২ শ্রেণি; সারি। ৩ রীতি; প্রণালি (শৃঙ্খলে বাজে তব সম্বোধনী করায় কারায় জাগে তব শরণি-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) √শৃ+অনি}
- Bengali Word শরণ্য, শরণ্যা English definition ⇒ শরণ
- Bengali Word শরদ, সরদ English definition [শরোদ্] (বিশেষ্য) বীণাযন্ত্রবিশেষ; সরোদ। {(ফারসি) সরোদ; (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) √শৃ+অদ্}
- Bengali Word শরদিন্দু English definition [শরোদিন্দু] (বিশেষ্য) শরৎকালের চাঁদ যা অতিশয় সুন্দর ও উজ্জ্বল; শরৎশশী। শরদিন্দু-নিভাননা (বিশেষণ) শরৎকালের চাঁদের মতো দীপ্ত ও মনোহর মুখমণ্ডলবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) শরদ্+ইন্দু}
- Bengali Word শরবত, শরবৎ, সরবত, সরবৎ English definition [শর্বত্] (বিশেষ্য) ১ মিষ্ট শীতল পানীয়। ২ চিনি মিছরি ফলের রস ইত্যাদি সমন্বয়ে তৈরি ঠাণ্ডা পানীয়। শরবতি, সরবতি (বিশেষ্য) এক প্রকার বড় লেবু। {(আরবি) শরবত্}