শ পৃষ্ঠা ২২
- Bengali Word শিশু ২ English definition [শিশু] শিংশপা বৃক্ষ; ঐ বৃক্ষের কাঠ; শিশুগাছ। {(তৎসম বা সংস্কৃত) শিংশপা>}
- Bengali Word শিশুক, শিশুমার English definition [শিশুক্, শিশুমার্] (বিশেষ্য) জলজন্তুবিশেষ; শুশুক (সেইখানে শিশুক ফেরে তাড়াইয়া মাছ-জসীমউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) শিশু+ক(কন্); √মারি+অ(অণ)}
- Bengali Word শিশুপাল English definition [শিশুপাল্] (বিশেষ্য) কৃষ্ণ কর্তৃক নিহত চেদিবংশীয় রাজাবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) শিশু+√পালি+অ(অণ্)}
- Bengali Word শিষ, শীষ, শীস English definition [শিশ্] (বিশেষ্য) ১ শস্যমঞ্জরি; ধান্যাদির শীর্ষ (পাকা ধানের শীষ-হাবীবুর রহমান)। ২ দীপশিখা (পিছনের শিষ কালো মুখ আলো দেয় মিটমিট-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) শীর্ষ>}
- Bengali Word শিষ্ট English definition [শিশ্টো] (বিশেষণ) ১ শান্ত; ভদ্র; বিনীত (মুখের ভাব শিষ্ট অতি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সুশীল; সুবোধ। ৩ নীতিযুক্ত; সুনীতিসম্পন্ন। ৪ শিক্ষিত। ৫ মার্জিত; cultured। শিষ্টা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শিষ্টতা (বিশেষ্য) ভদ্রতা; নম্রতা; বিনয়। শিষ্টাচার (বিশেষ্য) ভদ্র ব্যবহার; নম্র আচরণ। {(তৎসম বা সংস্কৃত) √শাস্+ত(ক্ত)}
- Bengali Word শিষ্য English definition [শিশ্শো] (বিশেষ্য) ১ ছাত্র। ২ চেলা; সাগরেদ। ৩ কারও মত অনুসারে চলে যে; ভক্ত। শিষ্যা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। শিষ্যত্ব (বিশেষ্য) শিষ্যের ভাব বা পদ। গুরুশিষ্য-পরম্পরা (বিশেষ্য) গুরু থেকে শিষ্যে সংক্রমিত হওয়ার ধারা। মন্ত্রশিষ্য (বিশেষ্য) দীক্ষা গ্রহণ করে যে গুরুর শিষ্যত্ব গ্রহণ করেছে। {(তৎসম বা সংস্কৃত) √শাস্+য(ক্যপ্)}
- Bengali Word শিস English definition [শিশ্] (বিশেষ্য) ১ ঠোঁট ও জিহ্বার সাহায্যে বংশীধ্বনির ন্যায় যে ধ্বনি উৎপন্ন হয় (আনমনে শিষ দিয়ে ডাকি-মোঃ মাহফুজউল্লাহ)। ২ সিটি দেওয়া। {ধ্বন্যাত্মক}
- Bengali Word শিহরণ, শিহরন English definition [শিহোরোন্] (বিশেষ্য) ১ রোমাঞ্চ। ২ কম্পন। {(তৎসম বা সংস্কৃত) শিহর+অন(ল্যুট্)}
- Bengali Word শিহরা English definition [শিহোরা] (ক্রিয়া) ১ শিউরে ওঠা; গায়ে কাঁটা দেওয়া; রোমাঞ্চিত হওয়া। ২ কাঁপা; কম্পিত হওয়া। {(তৎসম বা সংস্কৃত) শিহর+ (বাংলা) আ}
- Bengali Word শিহরানো, শিউরানো English definition [শিহরানো] (ক্রিয়া) ১ রোমাঞ্চিত হওয়া বা করা; শিউরে ওঠা; গায়ে কাঁটা দেওয়া। ২ কাঁপা বা কাঁপানো। {(তৎসম বা সংস্কৃত) শিহর+ (বাংলা) আনো}
- Bengali Word শিহরিত English definition [শিহোরিতো] (বিশেষণ) রোমাঞ্চিত। {(তৎসম বা সংস্কৃত) শিহর+ত(ক্ত)}
- Bengali Word শিহালা English definition [শিহালা] (বিশেষ্য) শেওলা; জলজ উদ্ভিদ (গুরুজন জ্বালা জলের শিহালা পড়সী জীয়ল মাছে-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) শৈবাল>শেওলা>}
- Bengali Word শিয়র English definition [শিয়র্] (বিশেষ্য) ১ শয়নকারীর মাথার দিক; শিথান (শয়ন শিয়রে প্রদীপ নিবেছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ (আলঙ্কারিক) নিকটবর্তী। শিয়রে শমন (বিশেষণ) মরণ ঘনিয়ে এসেছে এমন; মৃত্যু নিকটে এমন। {(তৎসম বা সংস্কৃত) শিখর>}
- Bengali Word শিয়া, শী’আ English definition [শিয়া] (বিশেষ্য) ১ মুসলমান সম্প্রদায়বিশেষ। ২ এই সম্প্রদায়ের মতে হজরত আলী (বা.) হলেন হজরত মুহম্মদের (সা.) অব্যবহিত খলিফা (শিয়ারা তাকে ভাবত সুন্নি-আনিসুজ্জামান)। ৩ দল; হজরত আলরি দলভুক্তগণ। {(আরবি) সি’আহ}
- Bengali Word শিয়াকুল English definition [শিয়াকুল] (বিশেষ্য) বন্য কাঁটাগাছবিশেষ; ক্ষুদ্রাকার বন্যফুলের গাছ বা তার ফল। {(তৎসম বা সংস্কৃত) শৃগালকেলি>}
- Bengali Word শিয়ান (মধ্যযুগীয় বাংলা) English definition [শিয়ান্] (বিশেষ্য) বাজ পাখি (আসি তাড়া দিলেক শিয়ান-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) শ্যেন>}
- Bengali Word শিয়াল English definition [শিয়াল্] (বিশেষ্য) শৃগাল; শিবা। শিয়াল কাঁটা (বিশেষ্য) কাঁটাগাছ বিশেষ। শিয়ালের যুক্তি যে যুক্তি পালন করা অসম্ভব জেনেও গৃহীত বা প্রদত্ত হয়্ সব শিয়ালের এক রা-সমদলভুক্ত সকল ব্যক্তিরই একই রকম মত বা আচরণ। শিয়াল পণ্ডিত (বিশেষ্য) (রূপকথা থেকে) যে ব্যক্তি মূর্খ কিস্তু অতি চতুর। শিয়াল ফাঁকি (বিশেষ্য) ১ মৃত্যুর ভান করে প্রতারণা। {(তৎসম বা সংস্কৃত) শৃগাল>}
- Bengali Word শীকর English definition [শিকর্] (বিশেষ্য) ১ বাতাসে বাহিত জলকণা। ২ পানির বিন্দু (সেই শীকর-শীতল নিভৃত গৃহের মধ্যে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √শীক্+অর(অরক্)}
- Bengali Word শীগ্গির, শিগ্গীর English definition ⇒ শীঘ্র
- Bengali Word শীঘ্র, শিগগির, শিগ্গীর English definition [শিগ্ঘ্রো, শিগ্গির, শিগ্গীর] (ক্রিয়াবিশেষণ) সত্বর; ত্বরায়; আশু; ক্ষিপ্র; অবিলম্বে; দ্রুত; তাড়াতাড়ি। □ (বিশেষণ) ত্বরিত; দ্রুত। শীঘ্রগতি, শীঘ্রগামী (বিশেষণ) দ্রুদগামী। শীঘ্রতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) √শিঘ্+র(রক্)}