শ পৃষ্ঠা ২৩
- Bengali Word শীত English definition [শিত্] (বিশেষ্য) ১ পৌষ ও মাঘ মাস। ২ শীতকাল; হিমঋতু। ৩ পানি। ৪ কর্পূর। ৫ ঠাণ্ডাবোধ; শীতলতা; শৈত্য। □ (বিশেষণ) শীতল; ঠাণ্ডা; হিমেল (শীতচন্দন পঙ্কে-রবীন্দ্রনাথ ঠাকুর)। শীত করা, শীত ধরা, শীতে ধরা, শীত পাওয়া, শীত লাগা (ক্রিয়া) ঠাণ্ডা অনুভব করা; শীতে কাতর হওয়া। শীত কাঁটা (বিশেষ্য) শীতার্ত হওয়ার ফলে রোমাঞ্চবিশেষ। শীত কাটা (ক্রিয়া) ১ শীত ঋতু শেষ হওয়া। ২ শীতবোধ দূর হওয়া। শীত কাটানো (ক্রিয়া) শীত ঋতু অতিবাহিত করা; ঠাণ্ডাবোধ দূর করা। শীতকাতুরে (বিশেষণ) ১ ঠাণ্ডা সহ্য করতে অক্ষম। ২ শীতে কাতর হয়ে পড়ে এমন। শীত প্রধান (বিশেষণ) ১ শীতের তীব্রতাযুক্ত; বেশি শীত পড়ে এমন। ২ শীত অনেকদিন থাকে এমন। শীত বস্ত্র (বিশেষ্য) শীত নিবারণ করে এমন পোশাক-পরিচ্ছদ। শীততাপ, শীতাতপ (বিশেষ্য) শীত-গ্রীষ্ম; ঠাণ্ডা ও গরম; শৈত্য ও উষ্ণতা (শীতাতপ ক্ষুধাতৃষ্ণার জ্বালা সবাই আমরা সমান বুঝি-সত্যেন্দ্রনাথ দত্ত)। শীততাপনিয়ন্ত্রিত (বিশেষণ) তাপনিয়ন্ত্রিত ও শোধিত বাতাসে পূর্ণ; তাপানুকূল (কক্ষ, রেলগাড়ি ইত্যাদি); airconditioned। শীতাগম (বিশেষ্য) শীত ঋতুর আগমন। শীতাধিক্য (বিশেষ্য) শীতের তীব্রতা। শীতার্ত, শীতালু (বিশেষণ) ঠাণ্ডায় বা অতিরিক্ত শীতহেতু অসুস্থ বা কাতর বা পীড়িত (খড়ের মধ্যে শীতার্ত কুকুরের মতো কুণ্ডলি পাকিয়ে সে পড়ে রইলো-আলাউদ্দীন আল আজাদ)। শীতোষ্ণ (বিশেষ্য) ঠাণ্ডা ও গরম; শৈত্য ও উষ্ণতা। {(তৎসম বা সংস্কৃত) শীত+অ(অচ্)}
- Bengali Word শীতল English definition [শিতল্] (বিশেষণ) ১ শান্ত; ঠাণ্ডা; স্নিগ্ধ (শীতলপাটী পাইয়া তবে শীতল হইল মন-ময়মনসিংহ গীতিকা)। ২ শৈত্যগুণ বিশিষ্ট। ৩ উত্তেজনাশূন্য; উদ্বেগহীন; তৃপ্ত (মনপ্রাণ শীতল হওয়া)। □ (বিশেষ্য) হিন্দুমতে গৃহস্থের মঙ্গল কামনায় প্রদত্ত দেবতার সান্ধ্যা ভোগ (দেবীর শীতল)। শীতলতা (বিশেষ্য)। শীতলপাটি (বিশেষ্য) বেতের তৈরি ঠাণ্ডা ও মসৃন মাদুরবিশেষ (উপরের খোলা ছাদে শীতলপাটি পাতিয়া অপু একা বসিয়াছিল-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) শীত+ল(লচ্)}
- Bengali Word শীতলা English definition [শিতলা] (বিশেষ্য) ১ হিন্দুমতে বসন্তরোগের অধিষ্ঠাত্রী দেবী। ২ বসন্তরোগ (শীতলায় মারা গেল গোয়ালের গরু-(পূর্ববঙ্গ গীতিকা))। □ (বিশেষণ) শীত বা শৈত্যযুক্ত। শীতলা খোলা, শীতলা তলা (বিশেষ্য) শীতলা পূজার বারোয়ারি স্থান। {(তৎসম বা সংস্কৃত) শীতল+আ(টাপ্)}
- Bengali Word শীতাংশু English definition [শিতাঙ্শু] (বিশেষ্য) ১ চন্দ্র; সাদা কিরণ (জ্যোৎস্না) যার। ২ কর্পূর। {(তৎসম বা সংস্কৃত) শীত+অংশু; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word শীতাগম, শীতাতপ, শীতাধিক্য শীতার্ত, শীতলু, শীতোষ্ণ English definition ⇒ শীত
- Bengali Word শীধু, সীধু English definition [শিধু] (বিশেষ্য) ১ মধু (কেহ শীধু পানে-মাইকেল মধূসূদন দত্ত)। ২ ইক্ষুরস থেকে প্রস্তুত মদবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √শী/সী+ধু(ধুক্)}
- Bengali Word শীর ১ English definition ⇒ সিল
- Bengali Word শীর্ণ English definition [শির্নো] (বিশেষণ) ১ শরীর শুকিয়ে গেছে এমন। ২ রোগা; কৃশা; ক্ষীণ; পাতলা; দুর্বল। শীর্ণা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শীর্ণতা (বিশেষ্য) কৃশতা (সম্বৎসর কাটিয়েছে তারা শীর্ণতার মধ্যে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) √শৃ+ত(ক্ত)}
- Bengali Word শীর্ষ English definition [শির্শো] (বিশেষ্য) ১ চূড়া; মস্তক; মাথা; উপরিভাগ। ২ আগা; অগ্রভাগ। ৩ টোপর; মুকুট। ৪ সর্বোচ্চ বা প্রধান স্থান। ৪ ত্রিভুজাদির কোণের প্রান্তবর্তী বিন্দু। শীর্ষক (বিশেষ্য) ১ মাথার খুলি; মস্তকের উপরিভাগ (নাচিল শীর্ষকচূড়া-মাইকেল মধূসূদন দত্ত)। ২ টোপর। ৩ পাগড়ি। ৪ জয়-পরাজয় নিদর্শনপত্র। □ (বিশেষণ) শিরোনামযুক্ত। শীর্ষ-সম্মেলন (বিশেষ্য) বিভিন্ন দেশের রাষ্ট্র বা সরকার প্রধানদের সম্মেলন। শীর্ষস্থান (বিশেষ্য) প্রধান স্থান; উপরিভাগ; সর্বোচ্চস্থান। শীর্ষস্থানীয় (বিশেষণ) সর্বোচ্চ; মাথায় অবস্থিত; সর্বশ্রেষ্ঠ। শীর্ষস্থানীয়া (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) শিরস্>}
- Bengali Word শীল ২ English definition [শিল্] (বিশেষ্য) ১ স্বভাব; চরিত্র; আদবকায়দা (শীর যে যাহার অঙ্গ-ভূষণ অঙ্গদ যার বসে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ বংশ-মর্যাদা; সম্ভ্রম। ৩ সৎস্বভাব। ৪ অজগর। ৫ পদবিবিশেষ। □ (বিশেষণ) যুক্ত; বিশিষ্ট। শীলতা (বিশেষ্য) সদাচার। {(তৎসম বা সংস্কৃত) √শীল্+অ(অচ্)}
- Bengali Word শীলন English definition [শিলন্] (বিশেষ্য) অভ্যাস; অনুশীলন; চর্চা; আলোচনা। {(তৎসম বা সংস্কৃত) √শীল্+অন(ল্যুট্)}
- Bengali Word শীলভদ্র English definition [শিল্ভদ্দ্রো] (বিশেষ্য) নালন্দা বিশ্ববিদ্যালয়ের সুবিখ্যাত অধ্যক্ষ শীলাদিত্য; হর্ষবর্ধনের রাজকীয় উপাধি। {(তৎসম বা সংস্কৃত) শীল+ভাদ্র}
- Bengali Word শীলিত English definition [শিলিতো] (বিশেষণ) অনুশীলন বা চর্চা করা হয়েছে এমন। {√শীল+ত(ক্ত)}
- Bengali Word শীশা English definition ⇒ শিশা
- Bengali Word শীষ English definition ⇒ শিষ
- Bengali Word শীৎকার, সীৎকার English definition [শিত্কার্] (বিশেষ্য) ১ রমণকালে কাম-উত্তেজিত নারী বা পুরুষের মুখনিঃসৃত আনন্দসূচক ধ্বনি। ২ শিহরণ (রোমাঞ্চ, শীৎকার ইত্যাদি একান্ত শারীরিক ভাব-প্রথম চৌধুরী; জলের গায়ে ফুটবে পুলক আর তার মুকে সীৎকার-প্রথম চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) √শীৎ/সীৎ+কার}
- Bengali Word শু English definition [শু] (বিশেষ্য) সাধারণত ফিতাযুক্ত ও চামড়া দিয়ে তৈরি জুতাবিশেষ; পাদুকা (ফিতাসর্বস্ব স্যান্ডেল নয়-একেবারে শু পায়ে দিয়ে এলেন); পাদুকা। {(ইংরেজি) shoe}
- Bengali Word শুঁকা English definition ⇒ শোঁকা
- Bengali Word শুঁটকি, শুঁটকী, শুটকি English definition [শুঁট্কি, শুঁট্কী, শুটকি] (বিশেষণ) শুকনা মাছ (ও নাও হইতে শুঁটকি মাছের গন্ধ আসিছে ভাসি-জসীমউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) শুষ্ক>শুঁটক+ (বাংলা) ই, ঈ}
- Bengali Word শুঁটাক, শুটকো English definition [শুঁট্কা, শুট্কো] (বিশেষণ) ১ শুষ্ক ও কৃশ; শুকনা ও শীর্ণ। ২ চুপসানো। শুঁটকি (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) শুষ্ক>}