শ পৃষ্ঠা ১
- Bengali Word -শাল ৪ English definition [শাল্] (বিশেষ্য) ১ গৃহ; আলয় (হাতিশাল)। ২ কারখানা (কামারশাল)। {(তৎসম বা সংস্কৃত) শালা>}
- Bengali Word -শালী (-লিন্) English definition [শালি] (বিশেষণ) যুক্ত; বিশিষ্ট; সম্পন্ন (তিনি একজন অর্থশালী লোক)। -শালিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √শাল্+ইন্(ণিনি)}
- Bengali Word -শায়ী(-য়িন্) English definition [শায়ি] (বিশেষণ) শয়নকারী; শায়িত; শয়ান (শয্যাশায়ী, ভূমিশায়ী)। -শায়িনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √শী+ইন্(ণিনি)}
- Bengali Word শ ১ English definition [শ] (বিশেষ্য) বাংলা ভাষার ব্যঞ্জনবর্ণবিশেষ। এটি অঘোষ স্বল্পপ্রাণ; পশ্চাৎদন্তমূলীয় উষ্ম বা শিস ধ্বনি (voice-less, unaspirated, post dental, fricative, sibilant বা spirant sound)।
- Bengali Word শংসন, শংসা English definition [শঙ্শোন্, শঙ্শা] (বিশেষ্য) ১ প্রশংসা; স্তুতি। ২ উক্তি; কথন; উল্লেখ। ৩ অভিলাষ; ইচ্ছা। শংসাপত্র (বিশেষ্য) ১ প্রশংসাপত্র; testimonial। ২ প্রমাণপত্র; certificate। শংসিত (বিশেষণ) ১ প্রশংসিত। ২ উক্ত। ৩ ঈপ্সিত। শংস্য (বিশেষণ) ১ প্রশংসনীয়। ২ কথনযোগ্য। ৩ কাম্য। {(তৎসম বা সংস্কৃত) √শন্স্+অন(ল্যুট্), অ+আ(টাপ্)}
- Bengali Word শউর (মধ্যযুগীয় বাংলা) English definition [শোউর্] (বিশেষ্য) শ্বশুর। শউরী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) শাশুড়ি। {(তৎসম বা সংস্কৃত) শ্বশুর, শ্বশ্রূ>}
- Bengali Word শওক, শওখ English definition ⇒ শখ
- Bengali Word শওকত, শওকৎ (বিরল) English definition [শওকত্] (বিশেষ্য) ক্ষমতা; শক্তি; জাঁকজমক (তার শান-শওকত ওসমানকত বেশি)। {(আরবি) শৱকত্}
- Bengali Word শওকীন English definition ⇒ শৌখিন
- Bengali Word শওহর English definition [শওহর্] (বিশেষ্য) স্বামী। {(আরবি) শৱহর}
- Bengali Word শওয়াল English definition [শওয়াল্] হিজরি বছরের দশম মাস (শওয়ালের চাঁদ জেগেছে আকাশে)। {(আরবি) শাৱাল}
- Bengali Word শক ১ English definition [শক্] (বিশেষণ) মধ্য এশিয়ার একটি প্রাচীন জাতি; শকদেশীয় লোক; Seythian (শক হুনদল পাঠান মোগল এক দেহে হলো লীন-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) ১ রাজা শকাদিত্য বা শালিবাহন যিনি শকাব্দ প্রবর্তন করেন। ২ শকরাজ কর্তৃক প্রবর্তিত বছর; শকাব্দ। ৩ কৃষ্ণসাগরের উত্তরস্থ একটি দেশের নাম। ৪ শক দেশের অধিবাসী। শকাব্দ (বিশেষ্য) শক নামক রাজা কর্তৃক প্রবর্তিত সাল (বঙ্গাব্দের ৫১৫ বছর আগে থেকে শকাব্দ চালু রয়েছে। খ্রিস্টাব্দ থেকে ৭৮/৭৯ বিয়োগ করলে শকাব্দ পাওয়া যায়)। শকারি (বিশেষ্য) শকদের শত্রু; শকবিজয়ী রাজা বিক্রমাদিত্য। {√শক্+অ(অচ্)}
- Bengali Word শক ২ English definition [শক্] (বিশেষ্য) বিদ্যুৎ; শোক দুঃখ ইত্যাদির আকস্মিক (মারাত্মক) আঘাত (সাংঘাতিক শক পেয়েছে)। {(ইংরেজি) shock}
- Bengali Word শকট English definition [শকোট্] (বিশেষ্য) ১ গাড়ি (বিজয়-শকট-আকবরউদ্দীন)। ২ কৃষ্ণ কর্তৃক নিহত দৈত্যবিশেষ (শকট ভাঙ্গিয়া রঙ্গি-ভারতচন্দ্র রায়গুণাকর)। শকটচালক (বিশেষ্য) গাড়োয়ান। শকটবাহ্য (বিশেষণ) শকটে করে বাহনযোগ্য; গাড়িতে বহনের মতো। শকটব্যূহ (বিশেষ্য) শকটের মতো অগ্রে সূচ্যাকৃতি ও পশ্চাদ্ভাগে স্থূল প্রাচীন ব্যূহবিশেষ। শকটাক্ষ (বিশেষ্য) গাড়ির ধুরা; গাড়ির অক্ষদণ্ড; axle। শকটারি (বিশেষ্য) হিন্দুপুরাণোক্ত শকট নামক দৈত্য-হন্তা শ্রীকৃষ্ণ। শকটিকা (বিশেষ্য) শিশুর খেলার গাড়ি; ছোটগাড়ি। {(তৎসম বা সংস্কৃত) √শক্+অট(অটন্)}
- Bengali Word শকতা (মধ্যযুগীয় বাংলা) English definition [শক্তা] (বিশেষণ) সমর্থা; সামর্থ্যযুক্তা (পুনী ষোড়াইতে শকতাঁ-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √শক্+ত(ক্ত)+আ; (তুলনীয়) (হিন্দি) নহী শকতা}
- Bengali Word শকতি English definition ⇒ শক্তি
- Bengali Word শকর, শক্কর English definition [শকর্, শক্কর্] (বিশেষ্য) চিনি। শকরকন্দ (বিশেষ্য) মিষ্টি আলু। {(ফারসি) শক্র/শক্কর; (তৎসম বা সংস্কৃত) শর্করা}
- Bengali Word শকল English definition [শকল্] (বিশেষ্য) ১ খণ্ড; অংশ। ২ মাছের আঁশ; শল্ক। শকলী(-লিন্) (বিশেষণ) আঁশযুক্ত। □ (বিশেষ্য) মাছ। {(তৎসম বা সংস্কৃত) √শক্+অল(কল)}
- Bengali Word শকাব্দ, শকারি English definition ⇒ শক
- Bengali Word শকার-বকার English definition [শকার্বকার্]-শওকত ওসমানব-কারাদ্য শব্দযোগে অশ্লীল গালি। {শ(শালা)+কার+ব(বাঞ্চত)+কার}