শ পৃষ্ঠা ৪
- Bengali Word শনাক্ত, সনাক্ত English definition [শনাক্তো] (বিশেষ্য) নিশানদিহি; পরিচিত বলে নির্দেশ বা উল্লেখ; চিহ্নিকরণ। {(ফারসি) শিনাখ্ৎ}
- Bengali Word শনি English definition [শোনি] (বিশেষ্য) ১ সৌরমণ্ডলের অন্যতম গ্রহ; Saturn। ২ সপ্তাহের বারবিশেষ। ২ হিন্দু বিশ্বাসে সূর্যপুত্র; (জ্যোতিষ শাস্ত্র) অশুভ গ্রহ। ৩ (আলঙ্কারিক) শত্রু; বৈরী; সর্বনাশকারী; ক্ষতিকর (তিনটি ঘর মাটি করার আসল শনিই ঐ নাহার-মীর মশাররফ হোসেন)। শনিবার সপ্তাহের একটি দিন। শনির দশা, শনির দৃষ্টি (বিশেষ্য) (জ্যোতিষ শাস্ত্র) অতিশয় দুঃসময় বা অশুভ কাল বা দুর্দশা (কালু কপালে করাঘাত করে বললো, এ আমার শনির দশার ফল)। {(তৎসম বা সংস্কৃত) √শো+অনি}
- Bengali Word শনৈঃ English definition [শনোইহ্] (অব্যয়), (ক্রিয়াবিশেষণ) ক্রমে; ক্রমান্বয়ে। শনৈঃ শনৈঃ (ক্রিয়াবিশেষণ) ক্রমে ক্রমে অল্পে অল্পে; ধীরে ধীরে (জ্ঞানবিজ্ঞান চর্চা শনৈঃশনৈঃ উন্নতির পথে অগ্রসর হয়-আকবর আলী)। {(তৎসম বা সংস্কৃত) শনৈস্}
- Bengali Word শনৈশ্চর English definition [শনোইচ্চর্] (বিশেষ্য) ১ শনিগ্রহ। ২ শত্রু; সর্বনাশকারী। ৩ যে আস্তে চলে। {(তৎসম বা সংস্কৃত) শনৈঃ+চর; সুপ্সুপা}
- Bengali Word শপ, সপ English definition [শপ্] (বিশেষ্য) ১ তৃণাদি দিয়ে নির্মিত বড় মাদুর (গৃহের মেঝেতে শপটি বিছায়ে-জসীমউদ্দীন)। ২ কাতার; সারি। {(তৎসম বা সংস্কৃত) সফ}
- Bengali Word শপথ, শপতি (পদ্যে ব্যবহৃত) English definition [শপোথ্, শপোতি] (বিশেষ্য) প্রতিজ্ঞা; দিব্য; শপথ (শপতি করিয়া বলি দাঁড়াইয়া না রব এ পাপ-ঘরে-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √শপ্+অথ,>}
- Bengali Word শপ্ত English definition [শপ্তো] (বিশেষণ) যাকে অভিশাপ দেওয়া হয়েছে; শাপগ্রস্ত; অভিশপ্ত। {(তৎসম বা সংস্কৃত) √শপ্+ত(ক্ত)}
- Bengali Word শফর English definition ⇒ সফর
- Bengali Word শফরী English definition ⇒ সফর
- Bengali Word শব English definition [শব্] (বিশেষ্য) মৃতদেহ; মড়া; লাশ; মুর্দা। শবদহন, শবদাহ (বিশেষ্য) মড়া পেড়ানো; অগ্নির সাহায্যে মৃতদেহ দগ্ধ করা বা ভস্মীভূতকরণ। শবদাহস্থান (বিশেষ্য) শ্মশান; যেখানে মৃতদেহ পোড়ানো হয়। শবদেহ (বিশেষ্য) মৃতদেহ; মড়া; লাশ। শবব্যবচ্ছেদ (বিশেষ্য) অস্ত্র দ্বারা মড়া কেটে পরীক্ষা; disection; post-mortem। শবযাত্রা (বিশেষ্য) দাহ বা কবরস্থ করার জন্য শ্মশানে বা কবরস্থানের উদ্দেশ্যে মৃতদেহ নিয়ে যাওয়া। শবযান (বিশেষ্য) যে গাড়িতে মৃতদেহ বা মৃতদেহপূর্ণ শবাধার বহন করে নিয়ে যাওয়া হয়। শবসৎকার (বিশেষ্য) ১ হিন্দুদের মৃতদেহের অগ্নিসংস্কার; শবদাহ। ২ অন্ত্যেষ্টিক্রিয়া। শবসাধনা (বিশেষ্য) মৃতদেহের উপর বসে যে তান্ত্রিক সাধনা করা হয়। শবাধার (বিশেষ্য) যে আধার বা বাক্সে মৃতদেহ রেখে কবরস্থ করা হয়। শবানুগমন (বিশেষ্য) মৃতের প্রতি সম্মান প্রদর্শন বা শোক প্রকাশের উদ্দেশ্যে মৃতদেহের সঙ্গে শ্মশান বা কবরস্থানে গমন। শবানুযাত্রী(-ত্রিন্) (বিশেষ্য) মৃতদেহের পশ্চাৎ গমনকারী। শবাসন (বিশেষ্য) ১ তান্ত্রিক সাধনায় আসনরূপে ব্যবহৃত মতৃদেহ। ২ যোগ ব্যায়ামের একটি আসন। শবাসনা (বিশেষ্য) হিন্দু দেবতা কালী। শবাহারী (বিশেষ্য) মৃতদেহ-ভোজী; পিশাচ (শিবা শবাহারী-মাইকেল মধূসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √শব্+অ(অচ)}
- Bengali Word শবনম, শবনাম English definition [শব্নম্, শব্নাম্] (বিশেষ্য) ১ শিশির; কুজ্ঝটিকা (ভোরের শবনাম তৃণদলে-ফররুখ আহমদ)। ২ সূক্ষ্ম মসলিন কাপড়। {(ফারসি) শবনম}
- Bengali Word শবর English definition [শবর্] (বিশেষ্য) ১ ব্যাধ; কিরাত; নিষাদ (আপন মনের প্রবু নই মোরা অবর শবর জাতি-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ ভারতবর্ষের একটি প্রাচীন জাতি। শবরী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √শব্+অর(অরচ্)}
- Bengali Word শবল English definition [শবল্] (বিশেষণ) নানা বর্ণযুক্ত; কর্বুরবর্ণ। শবলা, শবলী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) কর্বুরবর্ণা গাভী; বশিষ্টের কামধেনু। {(তৎসম বা সংস্কৃত) √শব্+অল(কলচ্)}
- Bengali Word শবিনা English definition [শোবিনা] (বিশেষ্য) রাত্রিকালীন; রাত্রিজাগরণ। {(ফারসি) শবীনহ্}
- Bengali Word শবিনা খতম English definition [শোবিনা খতোম্] (বিশেষ্য) এক রাতের মধ্যে এক ব্যক্তি বা একাধিক ব্যক্তির মিলিতভাবে পবিত্র কোরান শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করার প্রথা (মসজিদে মসজিদে শবীনা খতমের পরব হয়ে গিয়েছে-সৈয়দ মুজতবা আলী)। {(ফারসি) শবীনহ+ (আরবি) খতম}
- Bengali Word শবেকদর English definition [শবেকদোর্] (বিশেষ্য) ১ মর্যাদাপূর্ণ রাত্রি; সম্মানিত রজনী। ২ রমজান মাসের ২১ ২৩ ২৫ ২৭ অথবা ২৯ তারিখের রাত্রি; যে রাত্রিতে পবিত্র কোরান প্রথম অবতীর্ণ হয়েছে (মাহে রমজান এসেছে যখন আসিবে শবে-কদর-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) শব+ (আরবি) কদর; (তুলনীয়) লায়লাতিল কদর}
- Bengali Word শবেবরাত English definition [শবেবরাত্] (বিশেষ্য) পাপমুক্তি রজনী; সৌভাগ্য রজনী; চান্দ্র শাবান মাসের চতুর্দশ দিন-এই দিন পিতৃকুলের মুক্তি কামনায় মুসলমানেরা রুটি হালুয়া বিতরণ করেন (শবে-বরাতের রজনীতে গোরস্থানের মৃৎ প্রদীপ যেমন ক্ষণেকের তরে ক্ষীণ আলো দিয়ে নিবে যায়, তেমনি-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) শব+ (আরবি) বার’আত}
- Bengali Word শব্দ English definition [শব্দো] (বিশেষ্য) ১ ধ্বনি; আওয়াজ; রব; নাদ। ২ অর্থবাচক ধ্বনি; অক্ষর বা অক্ষরসমষ্টি। শব্দকোষ (বিশেষ্য) অভিধান; dictionary। শব্দতরঙ্গ (বিশেষ্য) শব্দের দ্বারা উৎপন্ন বায়ু হিল্লোল; sound wave। শব্দবহ (বিশেষ্য) ১ বাতাস। ২ আকাশ। □ (বিশেষণ) শব্দবহকারী। শব্দবিদ্যা ব্যাকরণ। শব্দবিন্যাস (বিশেষ্য) যথাযথ স্থানে শব্দ স্থাপন করে বাক্য রচনা। শব্দবেধী (-ধিন্), শব্দভেদী(-দিন্) (বিশেষণ) শব্দ অনুসরণে লক্ষ্যভেদে সমর্থ। শব্দব্রহ্ম (বিশেষ্য) ১ বিশ্বাসে শব্দরূপে বা শব্দময় ব্রহ্ম। ২ হিন্দু ধর্মগ্রন্থ বেদ। শব্দশক্তি (বিশেষ্য) ১ শব্দের অর্থবোধে সহায়ক বৃত্তিসমূহ-অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা। শব্দশাস্ত্র (বিশেষ্য) ব্যাকরণাদি শাস্ত্র (তিনি শব্দশাস্ত্রে সুপণ্ডিত)। শব্দহীন (বিশেষণ) শব্দশূন্য; নীরব; ধ্বনিশূন্য (শব্দহীন পদক্ষেপ)। শব্দাতীত (বিশেষণ) শব্দ দ্বারা প্রকাশ করা যায় না এমন; অনির্বচনীয়। শব্দায়মান (বিশেষণ) শব্দ করছে এমন। শব্দার্থ (বিশেষ্য) শব্দের মানে। শব্দালঙ্কার, শব্দালংকার (বিশেষ্য) রচনা শ্রুতিমধুর করার জন্য বিশেষভাবে শব্দের বিন্যাস অর্থাৎ অনুপ্রাস, যমক, শ্লেষ প্রভৃতি। শব্দিত (বিশেষণ) ধ্বনিত; আওয়াজযুক্ত; রববিশিষ্ট; উচ্চারিত। শব্দেন্দ্রিয় (বিশেষ্য) কান; কর্ণ। টু শব্দ (বিশেষ্য) সামান্যমাত্র আওয়াজ বা ধ্বনি (চারদিকে টু শব্দটি নেই)। {√শব্দ্+অ(ঘঞ্)}
- Bengali Word শম English definition [শম্] (বিশেষ্য) ১ শান্তি; নিবৃত্তি; উপশম। ২ সংযম। ৩ বাসনার নিবৃত্তি। শমী(-মিন্) (বিশেষণ) ১ শমগুণবিশিষ্ট।। ২ সংযমী। ৩ শান্ত। {(তৎসম বা সংস্কৃত) √শম্+অ(ঘঞ্)}
- Bengali Word শমন English definition [শমোন্] (বিশেষ্য) ১ হিন্দুমতে মৃত্যুর দেবতা; যম; কৃতান্ত। ২ প্রশমন; শান্তি স্থাপন। ৩ দমন। ৪ হিন্দুদের যজ্ঞার্থ পশুবধ। শমনীয় (বিশেষণ) ১ শান্ত করবার উপযুক্ত এমন; প্রশমনযোগ্য। ২ সংযমনী। ৩ দমনযোগ্য; দমনীয়; ধ্বংসযোগ্য। শময়িতা (বিশেষণ) ১ উপশম বা নিবারণ করে এমন। উপশমকারী; নিবারক। ২ দময়িতা; দমনকারী। ৩ বিনাশক; বিনাশকারী; হন্তা। শমন-সত্যেন্দ্রনাথ দত্তন, শমন-ভবন (বিশেষ্য) হিন্দুমতে যমালয়; যমের বাড়ি; যমগৃহ। {(তৎসম বা সংস্কৃত) √শম্+ণিচ্+অন(ল্যুট্)}