• Bengali Word থই থই ২, থৈ থৈ ২ English definition [থোইথোই] (বিশেষ্য) উদ্দাম নৃত্যের অঙ্গভঙ্গি। {ধ্বন্যাত্মক}
    • Bengali Word থই, থৈ, থ’, থা, থাই English definition [থোই, থোই, থো, থা, থাই] (বিশেষ্য) ১ জলের নিম্নস্থ স্থলভাগ; তলভূমি (থই পাওয়া যায় না)। ২ থামার স্থান; সীমা (হিসেব নেবেন, মাপ জোক, করবেন, তবে তোএকটা যুক্তি থ’ পাবে-শওকত ওসমান)। ৩ আশ্রয়; অবলম্বন। অথই (বিশেষণ) এত গভীর যে তলহীন (অথই সমুদ্র)। {(তৎসম বা সংস্কৃত) স্থলী> থলী>; (তৎসম বা সংস্কৃত) স্তাঘ> (প্রাকৃত) থাহ>(বাংলা) থাই, থই}
    • Bengali Word থই থই ১, থৈ থৈ ১ English definition [থোইথোই] (অব্যয়) বিস্তৃতি বা পরিব্যাপ্তিসূচক (পানি থই থই করছে)। {ধ্বন্যাত্মক}